
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Physical Science Mock Test(MCQ Question-Answer) :মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের এই মক টেস্টটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায় পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে। অধ্যায় ভিত্তিক এই মক টেস্টগুলো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে,এই মক টেস্টটিতে প্রদত্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় কমন আসার চান্স 99%।মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Madhyamik Physical Science Mock Test(MCQ Question-Answer)
Q1.নিম্নোক্ত কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য –
- CuSO4
- CH3COOH
- NaNO3
- CaCO3
CaCO3
Q2.নিচের কোন বৈশিষ্ট্যটি আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য নয় –
- উচ্চ গলনাঙ্ক
- গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতা
- বিপরীত আধানগ্রস্থ আয়ন দ্বারা গঠিত
- গলিত অবস্থায় সংশ্লিষ্ট আয়নগুলি কেলাস-জালকে থেকে যায়
গলিত অবস্থায় সংশ্লিষ্ট আয়নগুলি কেলাস-জালকে থেকে যায়
Q3.আয়নীয় বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী –
- ডালটন
- লুইস
- কোসেল
- অ্যাভোগাড্রো
কোসেল
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q4. নিম্নোক্ত কোন যৌগটির ক্ষেত্রে ‘সংকেত ভর’প্রযোজ্য –
- CH4
- CaCl2
- H2O
- CH3COOH
CaCl2
Q5. কোন যৌগের ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয় –
- LiH
- NaCl
- CaO
- MgCl2
LiH
Q6. কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 6 হলে মৌলটি –
- ক্যাটায়ন গঠনে সক্ষম
- অ্যানায়ন গঠনে সক্ষম
- ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই গঠনে সক্ষম
- কোনো প্রকার আয়ন গঠন করবে না
অ্যানায়ন গঠনে সক্ষম
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q7. O, O– , ও O2- -এর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি –
- O
- O–
- O2-
- সবগুলির স্থায়ীত্ব সমান
O2-
Q8. নিচের কোন মৌলটি সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন গঠনে অংশ গ্রহন করে না –
- N
- O
- Na
- P
Na
Q9. নিচের কোন যৌগটি সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত –
- NH3
- CCl4
- CO2
- CaCO3
CaCO3
Q10. নিচের কোন যৌগটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চগলনাঙ্ক বিশিষ্ট –
- C6H6
- SiO2
- C4H10
- CO2
SiO2
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q11. A, B, ও C তিনটি মৌলের পরমানু – ক্রমাঙ্ক যথাক্রমে (Z – 2), Z ও (Z + 1) । এদের মধ্যে B একটি নিষ্ক্রিয় গ্যাস হলে, A ও C দ্বারা গঠিত যৌগের সংকেত হবে –
- CA2
- CA
- C2A3
- C2A
C2A
Q12. লিথিয়াম হাইড্রাইডে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কোন নিস্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে ?
- He
- Ne
- Ar
- Kr
He
Q13. কোনটিতে সমযোজী দ্বিবন্ধন অনুপস্থিত?
- O2
- CO2
- C2H4
- C2H6
C2H6
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q14. নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান ?
- হাইড্রোজেন ক্লোরাইড
- সোডিয়াম ক্লোরাইড
- লিথিয়াম হাইড্রাইড
- ক্যালশিয়াম অক্সাইড
হাইড্রোজেন ক্লোরাইড
Q15. গলিত বা দ্রবীভূত অবস্থায় নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম ?
- NaCl
- NaF
- CCl4
- KCl
CCl4
Q16. নিচের কোনটি আয়নীয় যৌগ ?
- HCl
- CH4
- MgCl2
- NH3
MgCl2
Q17. ইথিলিনে উপস্থিত C-H বন্ধন সংখ্যা হল –
- 1
- 3
- 4
- 2
4
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q18. কোন যৌগটি গঠনের সময়ে অষ্টক সূত্রের ব্যাতিক্রম ঘটে ?
- NaCl
- LiH
- MgCl2
- CaO
LiH
Q19. জলের অনুতে কতগুলি সমযোজী বন্ধন থাকে?
- 4
- 3
- 1
- 2
2
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের মক টেস্ট |
Q20. N2 -তে কতগুলি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয় ?
- 3
- 6
- 2
- 4
6