Madhyamik History Chapter 8 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 8 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘উত্তর-ঔপনিবেশিক ভারতঃবিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)’ অধ্যায়ের বাছাই করা 30 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 8 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অধ্যায়-৮-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 8 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 8 Mock Test
Q1. 1950 সালে ভারতীয় সংবিধানে প্রধান ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ?
- ১২ টি ভাষাকে
- ১৪ টি ভাষাকে
- ১৬ টি ভাষাকে
- ১৮ টি ভাষাকে
১৪ টি ভাষাকে
Q2. সংবিধানে ভাষা সম্পর্কিত আলোচনা রয়েছে –
- পঞ্চদশ অংশে
- ষোড়শ অংশে
- সপ্তদশ অংশে
- অষ্টাদশ অংশে
সপ্তদশ অংশে
Q3. পাঞ্জাবে শিখ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল-
- কংগ্রেস
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
- মুসলিম লিগ
- আকালি দল
আকালি দল
Q4. রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন-
- জওহরলাল নেহেরু
- এস কে ধর
- ফজল আলি
- হৃদয়নাথ কুঞ্জুরু
জওহরলাল নেহেরু
Q5. রাজ্য পুনর্গঠন কমিশনের (SRC) সভাপতি ছিলেন-
- হৃদয়নাথ কুঞ্জুরু
- কে এম পানিক্কর
- পাত্তি শ্রীরামালু
- ফজল আলি
ফজল আলি
Q6. ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়-
- ১৯৫৬ খ্রিষ্টাব্দে
- ১৯৫৭ খ্রিষ্টাব্দে
- ১৯৫৮ খ্রিষ্টাব্দে
- ১৯৬০ খ্রিষ্টাব্দে
১৯৫৬ খ্রিষ্টাব্দে
Q7. রাজ্য পুনর্গঠন কমিশন (SRC)গঠিত হয় –
- ১৯৫৩ খ্রিষ্টাব্দে
- ১৯৫৪ খ্রিষ্টাব্দে
- ১৯৫৬ খ্রিষ্টাব্দে
- ১৯৭০ খ্রিষ্টাব্দে
১৯৫৩ খ্রিষ্টাব্দে
Q8. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় –
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫৩ খ্রিষ্টাব্দে
- ১৯৫৫ খ্রিষ্টাব্দে
১৯৫৩ খ্রিষ্টাব্দে
Q9. তামিলনাড়ু রাজ্য গঠিত হয়-
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫৩ খ্রিষ্টাব্দে
- ১৯৬০ খ্রিষ্টাব্দে
- ১৯৬৫ খ্রিষ্টাব্দে
১৯৫৩ খ্রিষ্টাব্দে
Q10. ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রে দেশভাগের চিত্র ফুটিয়ে তুলেছিলেন-
- রিত্বিক ঘটক
- মৃণাল সেন
- সত্যজিৎ রায়
- উৎপল দত্ত
রিত্বিক ঘটক
Q11. ‘স্বাধীনতার পূর্বাভাস’ গ্রন্থের লেখক হলেন-
- অন্নদাশঙ্কর রায়
- সুনন্দা শিকদার
- প্রফুল্ল রায়
- সুনীল গঙ্গোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
Q12. ‘শিকড়ের সন্ধানে ‘গ্রন্থের লেখক হলেন-
- হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
- অতীন বন্দ্যোপাধ্যায়
- কালীপ্রসন্ন মজুমদার
- প্রফুল্ল রায়
কালীপ্রসন্ন মজুমদার
Q13. তেলেগুভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্যের দাবীতে ৫৮ দিন অনশন করে মারা যান –
- পাত্তি শ্রীরামালু
- কে এম পানিক্কর
- পি সুব্বোরোয়ান
- আর কে নারায়ণ
পাত্তি শ্রীরামালু
Q14. ‘টোবা টেক সিং’ গ্রন্থের রচয়িতা হলেন –
- খুশবন্ত শিং
- কুলবন্ত শিং
- সাদাত হাসান মান্টো
- সলমন রুশদি
সাদাত হাসান মান্টো
Q15. ‘Demand for Pakistan’ গ্রন্থিটির লেখিকা হলেন –
- জয়ন্তী বসু
- কমলা নেহেরু
- আয়েশা জালাল
- উপিন্দর সিং
আয়েশা জালাল
Q16. গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিষ্টাব্দে ?
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে
- ১৯৫৬ খ্রিষ্টাব্দে
- ১৯৬১ খ্রিষ্টাব্দে
- ১৯৭১ খ্রিষ্টাব্দে
১৯৬১ খ্রিষ্টাব্দে
Q17. ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন-
- জওহরলাল নেহেরু
- ভি পি মেনন
- খুশবন্ত সিং
- সলমন রুশদি
খুশবন্ত সিং
Q18. নেহরু -লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়-
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫২ খ্রিষ্টাব্দে
- ১৯৬৪ খ্রিষ্টাব্দে
১৯৫০ খ্রিষ্টাব্দে
Q19. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রসচিব ছিলেন-
- বল্লভভাই প্যাটেল
- ভি পি মেনন
- জওহরলাল নেহেরু
- রাজেন্দ্র প্রসাদ
ভি পি মেনন
Q20. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন-
- বিধানচন্দ্র রায়
- সর্বপল্লী রাধাকৃষ্ণন
- বল্লভভাই প্যাটেল
- জওহরলাল নেহরু
বল্লভভাই প্যাটেল
Q21. হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান যে নামে পরিচিত –
- অপারেশন ফ্রিডম
- অপারেশন ইন্ডিয়া
- অপারেশন পোলো
- অপারেশন তেলেগু
অপারেশন পোলো
Q22. হায়দ্রাবাদ অধিকারে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন-
- জয়ন্তনাথ চৌধুরী
- জয়ন্ত চক্রবর্তী
- হায়দারবাদের নিজাম
- সর্দার প্যাটেল
জয়ন্তনাথ চৌধুরী
Q23. ‘ন্যাশনাল কনফারেন্স’ দলের নেতা ছিলেন-
- হরি সিং
- শেখ আবদুল্লা
- রণজিৎ শিং
- খড়্গ সিংহ
শেখ আবদুল্লা
Q24. ‘উদবাস্তু’ গ্রন্থের রচয়িতা –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
Q25. ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ গ্রন্থটি লিখেছেন –
- সলিল সেন
- জ্যোতির্ময়ী দেবী
- নীলিমা ইব্রাহিম
- সুনন্দা শিকদার
জ্যোতির্ময়ী দেবী
Q26. ‘অর্ধেক জীবন’ গ্রন্থটি রচনা করেছেন –
- মাহমুদুল হক
- অতীন বন্দ্যোপাধ্যায়
- মিহির সেনগুপ্ত
- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
Q27. গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়-
- বোম্বে
- হায়দ্রাবাদ
- জুনাগড়
- তেলেঙ্গানা
জুনাগড়
Q28.স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন-
- ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
- ভি পি মেনন
- চক্রবর্তী রাজা গোপালচারী
- সর্দার বল্লভভাই প্যাটেল
চক্রবর্তী রাজা গোপালচারী
Q29. ‘বিষাদবৃক্ষ’ গ্রন্থটির রচয়িতা –
- মিহির সেনগুপ্ত
- সলিল সেন
- সুনন্দা শিকদার
- সুনীল গঙ্গোপাধ্যায়
মিহির সেনগুপ্ত
Q30. ভারত ও পাকিস্তানের মধ্যে ‘পাসপোর্ট প্রথা’ চালু হয়-
- ১৯৪৯ খ্রিষ্টাব্দে
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫২ খ্রিষ্টাব্দে
- ১৯৫৯ খ্রিষ্টাব্দে
১৯৫২ খ্রিষ্টাব্দে