মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Light Chapter Mock Test

Madhyamik Physical Science Light Chapter Mock Test
মাধ্যমিক ভৌতবিজ্ঞান 'আলো' অধ্যায়ের মক টেস্ট
মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন -উত্তর)

Madhyamik Physical Science Light Chapter Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Chapter 5 (Light) MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% । এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের (অধ্যায়-৫) অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Light Chapter Mock Test। তাই এই ‘আলো’ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Light Chapter Mock Test

Q1. সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?

  • মহাজাগতিক রশ্মি
  • অতিবেগুনি রশ্মি
  • অবলোহিত রশ্মি
  • কোনোটিই নয়

অবলোহিত রশ্মি

Q2. আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে ?

  • সঙ্কট কোণের সমান
  • সঙ্কট কোণের চেয়ে ছোট
  • সঙ্কট কোণের চেয়ে বড়
  • কোনটাই নয়

সঙ্কট কোণের চেয়ে বড়

Q3. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?

  • জলে
  • বাতাসে
  • কাচে
  • শূন্যমাধ্যমে

শূন্যমাধ্যমে

Q4. সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন্ রঙের দেখাবে ?

  • লাল
  • নীল
  • কালো
  • বাদামি

কালো

Q5. দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময় –

  • চারটে
  • এগারোটা
  • নয়টা
  • বারোটা পনেরো

নয়টা

Q6. বস্তু উত্তল লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে ?

  • সদ ও সমশীর্ষ
  • সদ  ও অবশীর্ষ
  • অসদ ও  সমশীর্ষ
  • অসদ ও অবশীর্ষ

অসদ ও  সমশীর্ষ

Q7. কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় ?

  • বোসন রশ্মি
  • γ রশ্মি
  • β রশ্মি
  • α রশ্মি

γ রশ্মি

Q8. আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় ?

  • প্রতিসরণ
  • বিচ্ছুরণ
  • প্রতিফলন
  • আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

বিচ্ছুরণ

Q9. হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?

  • আকাশী
  • নীল
  • লাল
  • বেগুনী

নীল

Q10. গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যবহার করা হয় ?

  • উত্তল
  • অবতল
  • সমতল
  • অধিবৃত্তাকার

উত্তল

Q11. নিচের কোনটি মৌলিক বর্ণ নয়?

  • লাল
  • হলুদ
  • সবুজ
  • নীল

হলুদ

Q12. পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত?

  • কালো
  • লাল
  • নীল
  • আকাশী

কালো

Q13. একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ—

  • উহা ছোটো আকারে প্রতিবিম্ব তৈরি করে না
  • এর কোনো ফোকাস বিন্দু নেই
  • এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে
  • এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে

এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে

Q14. বাতাস থেকে কাচে আলো প্রতিসৃত হলে কোন্ কোনটি  পরিবর্তিত হয় ?

  • কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
  • কম্পাঙ্ক ও গতি
  • তরঙ্গদৈর্ঘ্য ও গতি
  • কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও গতি

তরঙ্গদৈর্ঘ্য ও গতি

Q15. মরীচিকার সৃষ্টি হয় আলোর –

  • প্রতিফলনের ফলে
  • প্রতিসরণের ফলে
  • আভ্যন্তরীন পূর্ণপ্রতিফলনের ফলে
  • কোনোটিই নয়

আভ্যন্তরীন পূর্ণপ্রতিফলনের ফলে

Q16. নিচের কোন ঘটনার জন্য আমরা কোন বস্তুকে দেখতে পাই

  • নিয়মিত প্রতিফলন
  • বিক্ষিপ্ত প্রতিফলন
  • প্রতিসরণ
  • বিচ্ছুরণ

বিক্ষিপ্ত প্রতিফলন

Q17. প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ সম্ভাব্য বেগ কত?

  • 3×106 m
  • 3×108 m
  • 3×1010 m
  • 12×1012

3×108 m

Q18. দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করেন ?

  • সমতল
  • অবতল
  • উত্তল
  • কোনটিই নয়

অবতল

Q19. রামধনুর সাতটি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

  • নীল
  • লাল
  • সবুজ
  • হলুদ

লাল

Q20. নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে বলে মনে হওয়ার কারণ—

  • নক্ষত্রগুলি বহুদূরে অবস্থিত বলে
  • নক্ষত্রগুলি নিকটে অবস্থিত বলে
  • পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও স্থির নয় বলে
  • বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ায় ও স্তরগুলির প্রতিসারঙ্ক প্রতিমুহূর্তে বদলের জন্য

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ায় ও স্তরগুলির প্রতিসারঙ্ক প্রতিমুহূর্তে বদলের জন্য

Q21. লেন্সের ক্ষমতা কোন্ এককে মাপা হয় ?

  • মিটার এককে
  • ওয়াট এককে
  • ডায়পটার এককে
  • জুল এককে

ডায়পটার এককে

Q22. অপটিক্যাল ফাইবার এর কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল?

  • বিচ্ছুরণ
  • ব্যাতিচার
  • পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন
  • প্রতিসরণ

পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন

Q23. নিচের কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে ?

  • মরীচিকা
  • গোধূলি
  • আয়নার প্রতিবিম্ব
  • জলের প্রতিবিম্ব

গোধূলি

Q24.ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের ?

  • অসদবিম্ব
  • সদবিম্ব
  • উভয়
  • কোনোটিই নয়

সদবিম্ব

Q25. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এর মধ্যে সম্পর্ক কি ?

  • উভয় দূরত্ব সমান
  • দর্পণ থেকে বস্তুর দূরত্ব তুলনামূলক বেশি হয়
  • দর্পণ থেকে বস্তুর দূরত্ব তুলনামূলক কম হয়
  • দর্পণের প্রকৃতির উপর নির্ভর করে

উভয় দূরত্ব সমান

Q26. বর্ণালীর মাঝের বর্ণ কোনটি ?

  • আকাশী
  • সবুজ
  • হলুদ
  • কমলা

সবুজ

Q27. বিপদ সঙ্কেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন ?

  • দেখতে ভালো লাগে
  • তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি
  • তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম
  • কোনো কারণ ছাড়াই

তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি

Q28. ম্যাগনিফাইং গ্লাস কী ধরণের লেন্স ?

  • উত্তল
  • অবতল
  • উত্তল এবং অবতল
  • কোনোটাই নয়

উত্তল

Q29. কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন ?

  • প্রতিসরণ হয় বলে
  • আভ্যন্তরীণ প্রতিফলন হয় বলে
  • আলোর প্রতিফলন হয় বলে
  • আলোর বিচ্ছুরণ হয় বলে

আলোর বিচ্ছুরণ হয় বলে

Q30. কোনো ব্যক্তির স্বল্প দৃষ্টি (মাইওপিয়া) ত্রুটি দূর করা যায় –

  • উত্তল লেন্স দ্বারা
  • অবতল লেন্স দ্বারা
  • সিলিনড্রিকাল লেন্স দ্বারা
  • বাই ফোকাল লেন্স দ্বারা

অবতল লেন্স দ্বারা

Q31. রামধনুর বাহির অংশের রঙ কী ?

  • নীল
  • লাল
  • বেগুনী
  • হলুদ

লাল

Q32. জলের মধ্যে একটি বুদবুদ নিম্নলিখিত কোন বস্তুর মতো কার্য করে ?

  • উত্তল প্রতিফলক
  • উত্তল লেন্স
  • অবতল প্রতিফলক
  • অবতল লেন্স

অবতল লেন্স

Q33. কাঁচ মাধ্যমে আলোর বেগ 1.9×108 মি/সে. এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3×108 মি/সে.। কাঁচের প্রতিসরাঙ্ক কত ?

  • 1.57
  • 1.5
  • 1
  • 0.5

1.57

Q34. কোনটি তির্যক তরঙ্গ ?

  • শব্দ তরঙ্গ
  • আলোক তরঙ্গ
  • উভয়
  • কোনটাই নয়

আলোক তরঙ্গ

Q35. সুচীছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে কোন ঘটনা ঘটে ?

  • প্রতিকৃতি সুস্পষ্ট হবে
  • প্রতিকৃতি অস্পষ্ট হবে
  • প্রতিকৃতির কোন পরিবর্তন হয় না
  • প্রতিকৃতি উল্টে যায়

প্রতিকৃতি অস্পষ্ট হবে

Q36. আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা কে পালন করে ?

  • বৃষ্টিবিন্দু
  • ধূলিকনা
  • মেঘ
  • বায়ু

বৃষ্টিবিন্দু

Q37. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশী ?

  • রেডিও তরঙ্গ
  • এক্স রশ্মি
  • গামা রশ্মি
  • মাইক্রোওয়েভ

রেডিও তরঙ্গ

Q38. কোন ধাতুরটির উপর আলো পড়লে রোধ কমে যায় ?

  • সেলিনিয়াম
  • তামা
  • উলফ্রেমাইট
  • বিসমাথ

সেলিনিয়াম

Q 39. ক্যান্ডেলা কিসের একক ?

  • দীপ্তি প্রবাহ
  • আলোর তীব্রতার পরিমাণ
  • তাপ
  • দীপ্তি প্রাবল্য

দীপ্তি প্রাবল্য

 Q40. অভ্যন্তরিন পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো –

  • বায়ু থেকে কাঁচে গতিশীল হবে
  • বায়ু থেকে জলে গতিশীল হবে
  • বায়ু থেকে তেলে গতিশীল হবে
  • কাঁচ থেকে বায়ুতে গতিশীল হবে

কাঁচ থেকে বায়ুতে গতিশীল হবে

Q41. কোনো  কাচদন্ডকে গ্লিসারিনে ডোবালে অদৃশ্য হয়ে যায় কারণ উভয়ই—

  • স্বচ্ছ
  • বর্ণহীন
  • সম প্রতিসরাঙ্ক যুক্ত
  • ভিন্ন প্রতিসরাঙ্কযুক্ত

সম প্রতিসরাঙ্ক যুক্ত

Q42. আয়নায় প্রলেপ দেওয়ার জন্য কোন পারদ-সংকর ব্যবহৃত হয় ?

  • Sn-Hg
  • Zn-Hg
  • Na-Hg
  • Ag-Hg

Na-Hg

Q43. একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কীরূপ আয়না ব্যবহার করতে হবে ?

  • সমতল
  • উত্তল
  • অবতল
  • কোনোটিই নয়

অবতল

Q44. ফোকাস দৈর্ঘ্য [f] এবং বক্রতা ব্যাসার্ধ [r] এর মধ্যে সম্পর্ক হলো –

  • f=2r
  • r=2f
  • f=2/r
  • r = f/2

r=2f

Q45. সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দু হলো –

  • 35cm
  • 15cm
  • 25cm
  • 45cm

25cm

Q 46. দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হল –

  • উত্তল
  • সমতল
  • অবতল
  • অর্ধবৃত্তাকার

অবতল

Q47. প্রিজমে নীচের কোন্ বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি ?

  • নীল
  • লাল
  • হলুদ
  • কমলা

নীল

Q48. মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হল –

  • অক্ষি লেন্স
  • রেটিনা
  • অক্ষিগোলক
  • অন্ধবিন্দু

রেটিনা

Q49. দীর্ঘ দৃষ্টি ত্রুটি অপসারণ করতে হলে প্রয়োজন –

  • অবতল লেন্স
  • টরিক লেন্স
  • সমতল লেন্স
  • উত্তল লেন্স

উত্তল লেন্স

Q50. নীচের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি ?

  • অতিবেগুনি রশ্মি
  • দৃশ্যমান আলো
  • মাইক্রোতরঙ্গ
  • X –রশ্মি

মাইক্রোতরঙ্গ

Q51. বিক্ষেপিত আলোর তীব্রতা (I) ও তরঙ্গদৈর্ঘ্যের (λ) মধ্যে সম্পর্ক হল—

  • I ∝ λ
  • I ∝ 1/ λ2
  • I ∝λ4
  • I ∝ 1/ λ4

I ∝ 1/ λ4

Q52. নীচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম ?

  • বেগুনি
  • নীল
  • হলুদ
  • সবুজ

হলুদ

Q53. নীচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে বেশি ?

  • সবুজ
  • হলুদ
  • কমলা
  • লাল

সবুজ

Q54. চোখের কর্নিয়ার প্রতিসরাঙ্ক প্রায় –

  • 1
  • 1.2
  • 1.33
  • 1.7

1.33

Q55. চক্ষু লেন্সের প্রতিসরাঙ্ক প্রায় –

  • 1.1
  • 1.2
  • 1.33
  • 1.45

1.45

Q56.চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হল—

  • পীত বিন্দু
  • শ্বেতমণ্ডল
  • অন্ধ বিন্দু
  • কর্নিয়া

অন্ধ বিন্দু

Q57. সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার নীচে দেখা যায়-

  • বেগুনি বর্ণ
  • নীল বর্ণ
  • লাল বর্ণ
  • কমলা বর্ণ

বেগুনি বর্ণ

Q58. অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে—

  • সদ, সমান সাইজের
  • অসদ, খর্বকায়
  • সদ, খর্বকায়
  • অসদ, বিবর্ধিত

সদ, সমান সাইজের

Q59. একটি অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে—

  • সদ, বিবর্ধিত
  • অসদ, খর্বকায়
  • সদ, খর্বকায়
  • অসদ, বিবর্ধিত

অসদ, বিবর্ধিত

Q60. চোখের যে অংশ সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায় তা হল—

  • ফোভিয়া সেন্ট্রালিস
  • অন্ধ বিন্দু
  • ভিট্রিয়াস হিউমার
  • আইরিস

ফোভিয়া সেন্ট্রালিস

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!