Madhyamik 2019 Physical Science Solution

Madhyamik 2019 Physical Science Solution || মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান || মাধ্যমিক ২০১৯ ভৌতবিজ্ঞান প্রশ্ন|Madhyamik 2019 Physical Science Question || Madhyamik Previous Year Question || মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্ন

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান|মাধ্যমিক ২০১৯ ভৌতবিজ্ঞান প্রশ্ন|Madhyamik 2019 Physical Science Question

বিভাগ – ক

1 . সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো :

1.1 নীচের কোণ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?

(a) N2

(b) O2

(c) CH4

(d)  He

উত্তরঃ (c) CH4 

1.2  STP-তে 2.24 L অধিকার করে –

(a) 4.4 g CO2

(b) 0.64 g SO2

(c) 28 g CO

(d) 16 g O2

উত্তরঃ (a) 4.4 g CO2

Madhyamik 2019 Physical Science Solution | মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

1.3  1 মোল C ,  1 মোল  O2 –এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে  CO2 –এর কতগুলি অনু উৎপন্ন হবে ?

(a) 6.022✕1023

(b) 1.806✕1024

(c) 6.022✕1022

(d) 6.022✕1024

উত্তরঃ (a) 6.022✕1023

1.4  কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ?

(a) এক

(b) দুই

(c) তিন

(d) চার

উত্তরঃ (c) তিন

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

1.5  প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি  ?

(a) X- রশ্মি

(b) Y -রশ্মি

(c)  অবলোহিত রশ্মি

(d) অতিবেগুনী রশ্মি

উত্তরঃ (c)  অবলোহিত রশ্মি 

1.6  প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে , কৌণিক চ্যুতির মান হবে –

(a) 75°

(b) 15°

(c) 7.5°

(d) 37.5°

উত্তরঃ (b) 15°

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

1.7 অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?

(a) V ∝ I

(b) V I2

(c) V I -1

(d) V I -2

উত্তরঃ (a) V ∝ I 

1.8  তড়িৎচালক বল (V) , কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হল –

(a) Q= WV

(b) Q= V/W

(c) Q=W/V2

(d) Q=W/V

উত্তরঃ (d) Q=W/V

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

1.9 তেজস্ক্রিয় পরমাণু থেকে β-কনা নিঃসরনের ফলে উৎপন্ন পরমাণুর –

(a) ভরসংখ্যা বাড়ে

(b) পারমাণবিক সংখ্যা বাড়ে

(c) ভরসংখ্যা কমে

(d) পারমাণবিক সংখ্যা কমে

উত্তরঃ (b) পারমাণবিক সংখ্যা বাড়ে 

1.10 দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেনিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?

(a) শ্রেনি 1

(b) শ্রেনি 16

(c) শ্রেনি  17

(d) শ্রেনি 2

উত্তরঃ (c) শ্রেনি  17

1.11 নীচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?

(a) সোডিয়াম ক্লোরাইড

(b) হাইড্রোজেন ক্লোরাইড

(c) ন্যাপথলিন

(d) গ্লুকোজ

উত্তরঃ (a) সোডিয়াম ক্লোরাইড 

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

1.12 প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?

(a) বিশুদ্ধ জলের

(b) চিনির জলীয় দ্রবণ

(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের

(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ

উত্তরঃ (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ 

1.13  নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয় ?

(a) NO

(b) NO2

(c) N2O5

(d) HNO3

উত্তরঃ (a) NO 

1.14 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?

(a)  Al2O3

(b) Al2O3 . H2O

(c) Al2O3 . 2H2O

(d) AlF3 . 3NaF

উত্তরঃ (c) Al2O3 . 2H2

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

1.15 প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিল গ্রুপ ?

(a) মিথাইল

(b) ইথাইল

(c) প্রোপাইল

(d) আইসোপ্রোপাইল

উত্তরঃ (b) ইথাইল ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

বিভাগ–খ

2 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঃ

2.1 জ্বালানির তাপনমুল্যের একক লেখো

উত্তর : জ্বালানির তাপনমুল্যের একক হল কিলোজুল / গ্রাম ( kJ/g )  ।

অথবা

স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ?

উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে  ।

2.2  ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?

উত্তরঃ ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গন্য করা হয়

উত্তর: মিথ্যা ।

2.4  STP –তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224L অ্যাটমোস্ফিয়ার  ? [N = 14]

উত্তর: 280 g

2.5 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয়

উত্তরঃ  মিথ্যা ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং  তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?

উত্তর:  কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং  তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক –

2.6 একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?

উত্তর: একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন হবে – 0°  ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.7  একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে ?

উত্তর: একটি প্রিজমের তিনটি আয়তকার তল আছে  ।

2.8 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও

উত্তর:  একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল – সিলিকন  ।

2.9 একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ?

উত্তর:  একই বিভব প্রভেদে রাখলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ কর

উত্তর: নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হল -এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয় ।

অথবা

নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ?

উত্তর: নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় যে সূত্র তা হল –

  E = mc2  , আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী – যেখানে E = উৎপন্ন শক্তি , m = বস্তুর ভর , c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ  ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.11   বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :

                  বাম স্তম্ভ                   ডান স্তম্ভ
2.11.1  অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে(a)  Cu
2.11.2  দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু(b)  Be
2.11.3  ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে (c)  Al
2.11.4  দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল(d)  Li

উত্তর:

                  বাম স্তম্ভ                   ডান স্তম্ভ
2.11.1  অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে(c)  Al
2.11.2  দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু(d)  Li
2.11.3  ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে (a)  Cu
2.11.4  দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল(b)  Be

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.12  N2 অণুর লুইস ডট চিত্র অংকন কর (N এর পারমাণবিক সংখ্যা 7)

উত্তর:

2.13  তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?

উত্তরতড়িৎ বিশ্লেষণে DC তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ।                                                                                

অথবা

প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ায় লেখো

উত্তর: 2H+ + 2e → H2

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

2.14  পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় ?

উত্তর: পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় -পটাশিয়াম অরোসায়ানাইড ( K[Au(CN)2]) ।

2.15 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রঙ উৎপন্ন হয়?

উত্তর: নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙ –এর অধ:ক্ষেপ উৎপন্ন হয় ।

2.16  সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত লেখো

উত্তর: সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত Ag2S ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো

উত্তর: উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম হল- ম্যাগনেসিয়াম নাইট্রাইড ( Mg3N2 ) ।

2.17 মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান কত ?

উত্তর: মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান হল – 109°28’ ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

CH3CH2COOH এর IUPAC নাম লেখো

উত্তর: CH3CH2COOH এর IUPAC নাম হল – প্রোপানোয়িক অ্যাসিড ।

2.18  CNG এর শিল্প উৎস কি ?

উত্তর: CNG এর শিল্প উৎস হল- প্রাকৃতিক গ্যাস / পেট্রোলিয়াম খনি / কয়লা খনি।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

বিভাগ-গ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

3.1 স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?

উত্তর: স্থিতিশীল উন্নয়নের ধারণা – বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর কর্মকাণ্ডের সাথে আপোষ না করে উন্নয়ন করা ।

3.2 কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো

[R =0.082L atm. Mol-1 K-1 ]

উত্তরঃ আমরা জানি , আদর্শ গ্যাসের ক্ষেত্রে ,

গ্যাসের ভর (m) = 1g

        মোলার ভর (R ) = 0.082 L. atm. Mole-1 K-1

        গ্যাসের পরম তাপমাত্রা (T) = (7+273)K = 280K

        মোলার ভর (M ) = ?

∴ মোলার ভর = 28g ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

STP তে নির্দিস্ট ভরের একটি গ্যাস 273cm3 আয়তন অধিকার করে কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm3 আয়তন অধিকার করবে ?

উত্তরঃ STP –তে চাপ = 1 অ্যাটমোস্ফিয়ার (atm.)

তাপমাত্রা = 0°C = 273K

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে ? অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?

উত্তরঃ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে ।

অথবা

 উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?

উত্তরঃ উত্তল লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টি  বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকার করা হয়  ।যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে না পায় তাহলে এই ধরনের ত্রুটিকে হাইপারমেট্রোপিয়া বলে ।কোন ব্যাক্তির চোখের নিকট বিন্দু দূরে সরে গেলে এই ত্রুটি দেখা যায় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.4 r1 ও r2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল r1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা r2 এর মধ্যদিয়ে প্রবাহ মাত্রার ছয়গুন r1 ও r2 এর অনুপাত নির্ণয় করো

উত্তরঃ ধরি , r1 ও r2 দুটি রোধকে একই বিভব প্রভেদ V এর সঙ্গে যুক্ত করা হল এবং r2 রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I ।

∴ r1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা 6I ।

∴ V =6I r1 —-(i)

এবং V = Ir2 —-(ii)

∴ 6Ir1 = Ir2

বা, 6r1 = r

∴ r1 : r2 = 1:6

∴ রোধ দুটির অনুপাত 1:6 ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.5 কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেছেন ?

উত্তরঃ  কোশেল আয়নীয় বন্ধন গঠন ব্যাখ্যা – ধাতুর পরমাণুর ক্ষেত্রে পূর্ববর্তী নিস্ক্রিয় মৌলের পরমাণু অপেক্ষা একটি , দুটি বা তিনটি ইলেকট্রন বেশি থাকে । এরা এই অতিরিক্ত ইলেকট্রন ত্যাগ করে পূর্বের নিস্ক্রিয় মৌলের সম ইলেকট্রনীয় হতে চায় এবং এদের সর্বশেষ স্তরে আটটি ইলেকট্রন হয় । অন্যদিকে , অধাতুর পরমাণুর ক্ষেত্রে পরবর্তী নিস্ক্রিয় মৌলের পরমাণু অপেক্ষা একটি , দুটি বা তিনটি ইলেকট্রন কম থাকে । এরা এই অতিরিক্ত ইলেকট্রন অন্য মৌল থেকে গ্রহন করে পরবর্তী নিস্ক্রিয় মৌলের সম ইলেকট্রনীয় হতে চায় এবং এদের সর্বশেষ স্তরে আটটি ইলেকট্রন হয় ।

কোশেলের মতে , একটি ধাতুর মৌল ও একটি অধাতুর মৌল  পরস্পরের সংস্পর্শে এলে ধাতুর মৌল থেকে অধাতুর মৌলে ইলেকট্রন স্থানান্তরিত হয় । ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মৌলটি ক্যাটায়নে এবং ইলেকট্রন গ্রহন করে অধাতুর মৌলটি অ্যানায়নে পরিনত হয় ।  এইভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই আয়নীয় বন্ধন বলে ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

 অথবা

তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম – ব্যাখ্যা কর

উত্তরঃ  সোডিয়াম ক্লোরাইড (NaCl) আয়নীয় যৌগ এবং জলীয় দ্রবণে NaCl এর কেলাসের বিয়োজনের ফলে Na+ ও Cl- আয়নগুলি মুক্ত হয় । এই আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে বলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী। অপরদিকে তরল হাইড্রোজেন ক্লোরাইড (HCl) সমযোজী যৌগ, যেটি বিশুদ্ধ অবস্থায় আয়নিত হয়না । তাই বিশুদ্ধ তরল HCl তড়িৎ পরিবহন করতে পারে না ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.6 দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও  ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো

উত্তরঃ

          সোডিয়াম ক্লোরাইড              ন্যাপথলিন
 ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় । যেমন – জল ।অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় । যেমন – অ্যালকোহল ।
তরিৎযোজী যৌগ  হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি ।সমযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামুলকভাবে কম।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.7 দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে ? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও

উত্তরঃ অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়ায় বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড –এর অধঃক্ষেপ উৎপন্ন হয় ।

FeCl3 + 3NH4OH → 3NH4Cl + Fe(OH)3

অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সাদা বর্ণের জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড –এর অধঃক্ষেপ উৎপন্ন হয় ।

AlCl3 + 3NH4OH → 3NH4Cl + Al(OH)3

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.8 জিংক ব্লেন্ডকে জিংক –এর খনিজ ও আকরিক দুই – ই বলা যায় কেন?  

উত্তরঃ জিংক ব্লেন্ডকে জিংক –এর খনিজ ও আকরিক দুই – ই বলা যায় কারণ-   ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগগুলিকে খনিজ বলে ।

যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে ।

জিংক ব্লেন্ড খনি থেকে পাওয়া যায় যার মধ্যে জিংকের যৌগ উপস্থিত , তাই এটি খনিজ । এছাড়া জিংক ব্লেন্ড থেকে সহজ উপায়ে  এবং কম খরচে জিংক নিষ্কাশন করা হয় , তাই এটিকে আকরিকও বলা হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

 লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি  উপায় উল্লেখ করো                                                                             

উত্তরঃ লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি  উপায় হল-

(i) লোহার দ্রব্যের ওপর আলকাতরা , রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া রোধ করা হয় ।

(ii) মরচে নিবারনের জন্য লোহার দ্রব্যের ওপর জিংক , নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

3.9 মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ  সহ লেখো

উত্তরঃ মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড  ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং তাপ শক্তি নির্গত হয় ।

CH4 + 2O2 → CO2 + 2H2O

অথবা

অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল এর একটি করে ব্যবহার উল্লেখ করো

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড – এর একটি ব্যবহার হল- ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়  এবং  ভিনিগার হিসাবে মাছ , মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় ।

 ইথাইল অ্যালকোহল – এর একটি ব্যবহার হল- শিল্পক্ষেত্রে রজন , বার্নিশ , রং , গালা , কৃত্রিম রবার এবং ওষুধ প্রস্তুত করতে ব্যবহার করা হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

বিভাগ – ঘ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

4.1 কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায় ? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো

উত্তরঃ গ্যাসের মোলার আয়তননির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক মোল যেকোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসটির মোলার আয়তন বলে ।

বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ হল

 (i)গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের অনুগুলির বিন্দু রূপে কল্পনা করা হয় তাইএই গ্যাসের অনুগুলির আয়তন কে নগণ্য ধরা হয়। কিন্তু বাস্তব গ্যাস গুলি অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হলেও তাদের একটি নির্দিষ্ট আয়তন আছে। বাস্তব গ্যাসের অনুগুলির কার্যকরী আয়তন পাত্রের আয়তনের থেকে কিছুটা কম হয়।

(ii) গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে কোন রকমে আকর্ষণ বল কাজ করে না ।কিন্তু অন্যদিকে বাস্তব গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ এবং আকর্ষণ বল কাজ করে। অত্যাধিক চাপের কারণে গ্যাসের অনুগুলির আয়তন সংকোচন হলে অনুগুলি পরস্পরের কাছাকাছি চলে আসে,ফলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে ।তাই আদর্শ গ্যাসের অনুগুলির যে পরিমাণে পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাস তা পারে না ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.2 উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3 –কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে ? (Fe = 55.8 ,Al = 27, O=16)

উত্তরঃ Fe2O3 –এর আণবিক ভর = (2✕55.8) +(3✕16) = 159.6

এক্ষেত্রে রাসায়নিক সমীকরণটি হলোFe2O3 + 2Al→ Al2O3 + 2Fe

∴ 2✕55.8 গ্রাম Fe প্রস্তুতির জন্য 54 গ্রাম Al এর প্রয়োজন

Madhyamik 2019 Physical Science Solution

∴ উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3 –কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য 270 গ্রাম Al এর প্রয়োজন ।

    2✕27 গ্রাম Al , 1 মোল Fe2O3 এর সঙ্গে বিক্রিয়া করে

= 5 মোল Fe2O3 এর সঙ্গে বিক্রিয়া করে ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

 অথবা

32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3 ,33.3g CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহন করল ? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP তে কত লিটার NH3 উৎপন্ন হল ? (N-14 , H-1)

উত্তরঃ  NH4Cl + Ca(OH)2→ CaCl2 + NH3 + H2O

ভরের নিত্যতা সূত্র অনুযায়ী –

( অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর + ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর ) = ( অ্যামোনিয়ার ভর + ক্যালসিয়াম ক্লোরাইডের ভর + জলের ভর ) = (10.2 + 33.3 +10.8)g = 54.3g

∴ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর = 54.3 – অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর = (54.3 – 32.1)g =22.2g (Ans)

NH3 এর আণবিক ভর = {14+(3✕1)} = 17

STP তে 1 মোল NH3 এর আয়তন 22.4 লিটার

∴ 0.6 মোল NH3 এর আয়তন (22.4 ✕ 0.6) লিটার = 13.44 লিটার (Ans) ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.3 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে ? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী

উত্তরঃ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের চাপ ও ভর স্থির থাকে ।

চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা 0C থকে 1C বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় , তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে ।

দ্বিতীয় অংশ ঃ  একটি অধাতুর নাম হল গ্রাফাইট  যেটি তাপের সুপরিবাহী ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

‘ তামার দৈর্ঘ্য প্রসারণ গুনাংক 17 ✕ 10-6 /°C  বলতে কী বোঝায় ? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন ?

উত্তরঃ  তামার দৈর্ঘ্য প্রসারণ গুনাংক 17 ´ 10-6 /°C  বলতে বোঝায় যে , প্রতি C উষ্ণতার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের তামার দণ্ডের দৈর্ঘ্য 17 ´ 10-6  একক বৃদ্ধি পায় ।

 দ্বিতীয় অংশ ঃ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস-এ ,প্রতি কেলভিন উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের সমান হয় , কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক –এর একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.4 দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন ? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন ?  

উত্তরঃ দন্ত চিকিৎসকেরা অবতল দর্পন ব্যবহার করেন ।

দ্বিতীয় অংশ ঃ কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতিহয়না – 

  

কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ(i1) ও নির্গত কোণ(i2) সর্বদা সমান । তাই , কাঁচ ফলকের একপার্শ্বে কোন রশ্মি আপতিত হয়ে কাঁচ ফলকের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়। তাই,নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না । 

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

4.5 একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত ? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?

উত্তরঃ

যেহেতু , লেন্সের কোনো দিকেই প্রতিবিম্ব পাওয়া গেলো না সুতরাং প্রতিসৃত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়ে অসীমে মিলিত হয়েছে ।  অর্থাৎ , বস্তু ফোকাসে অবস্থিত । অতএব , ফোকাস দূরত্ব = 20cm

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দূরে রেখে 10 cm দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত ?

উত্তরঃ বস্তুর দৈর্ঘ্য = 5 cm. , প্রতিবিম্বের দৈর্ঘ্য = 10cm. , বস্তু দূরত্ব = 2cm.

∴ প্রতিবিম্বের দুরত্ব = রৈখিক বিবর্ধন ✕ বস্তুর দুরত্ব = 2✕2 = 4cm.

4.6 জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো

উত্তরঃ ডায়নামোর কুণ্ডলীর সঙ্গে একটি দণ্ড যুক্ত থাকে যার প্রান্তে কতগুলি ব্লেড থাকে , এটিকে টারবাইন বলে । টারবাইনটিকে ঘোরালে কুণ্ডলীটিও ঘোরে এবং তড়িৎ শক্তি উৎপন্ন হয় ।

জলবিদ্যুৎ কেন্দ্রে জলাধারে জলকে সঞ্চয় করে রাখা হয় । এবাএ অনেক উঁচুতে থাকা জলাধারের জলকে নীচে ফেলা হয় । নীচে পড়ার জন্য জলের স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায় । এই গতিশীল জলে টারবাইনের ব্লেড রাখলে তা ঘোরে এবং ডায়নামোর আর্মেচার কুণ্ডলীকে ঘোরায় । ফলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় । ফলে তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং জলবিদ্যুৎ উৎপন্ন হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.7 একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে । ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে ?

∴ ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে 0.5A ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ।

∴ R1 : R2 = 4:1

∴ রোধের অনুপাত 4:1 ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.8 কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে a কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হবে কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়না কেন ব্যাখ্যা করো

উত্তরঃ কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি a কণা নির্গত হলে মৌলটির ভর সংখ্যা 4 একক কম হয় এবং পরমাণু ক্রমাংক 2 একক কম হয় । যেহেতু মৌলের পরমাণু ক্রমাংক ভিন্ন হয় , তাই a কণা নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় ।

কিন্তু গামা রশ্মি নির্গমনে পরমাণুর ভর সংখ্যা বা পরমাণু ক্রমাংকের কোন পরিবর্তন হয় না , তাই নতুন মৌল সৃষ্টি হয় না ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.9 ডোবেরাইনার – এর ত্রয়ী সূত্রটি লেখো Cl, Br, I, F –কে তাদের ক্রম বর্ধমান জারণ ক্ষমতার উর্ধক্রমে সাজাও

উত্তরঃ  ডোবেরাইনার – এর ত্রয়ী সূত্রটি হল-  রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক – একটি শ্রেনি গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান হয় ।

দ্বিতীয় অংশ ঃ Cl, Br, I, F –কে তাদের ক্রমবর্ধমান জারণ ক্ষমতার উর্ধক্রমে সাজিয়ে পায়-  I < Br < Cl < F

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা  

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ন সিদ্ধান্তটি কী ? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?

উত্তরঃ মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ন সিদ্ধান্ত – মৌলের রাসায়নিক ধর্ম পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে , পারমাণবিক গুরুত্বের ওপর নয় ।

দ্বিতীয় অংশঃ এই সিদ্ধান্তের ওপর নির্ভর করে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি সংশোধিত হয়েছে । এই সূত্রের সংশোধিত রূপ হল – বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্জায়ক্রমে পুনরাবৃত্ত হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.10 ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় ?

উত্তরঃ

   ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনতড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন
তড়িৎ প্রবাহের ফলে কেবল মাত্র ভৌত পরিবর্তন ঘটে ।তড়িৎ প্রবাহের ফলে রাসায়িক পরিবর্তন ঘটে ।
এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে ।এক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে ।

দ্বিতীয় অংশঃ তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড অ্যানোড রূপে  ব্যবহার করা হয় ।

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

4.11 ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহিত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো

উত্তরঃ ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহিত রাসায়নিক পদার্থ গুলির নাম হল –

অ্যামোনিয়া  ও কার্বন ডাইঅক্সাইড ।

প্রথম ধাপে অ্যামোনিয়া  ও কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে ।

2NH3 + CO2→ H2NCOONH4

দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে ।

H2NCOONH4 → H2NCONH2 + H2O

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

4.12 (A) ও (B) 2 টি করে কার্বন পরমানুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া (A) –তে অনু প্রতি 1 অনু ব্রোমিন ও (B) –তে অনু প্রতি 2 অনু ব্রোমিন যুক্ত হয় (A) ও (B) –এর গঠন সংকেত লেখো (B) –এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো

উত্তরঃ (A) 2 টি কার্বন পরমানুযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন । ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া (A) –তে অনু প্রতি 1 অনু ব্রোমিন যুক্ত হয় । অতএব ,

(B) 2 টি কার্বন পরমানুযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া (B) –তে অনু প্রতি 2 অনু ব্রোমিন যুক্ত হয় । অতএব ,

সুতরাং , A ও B – এর গঠন সংকেত হল –

দ্বিতীয় অংশ ঃ B অর্থাৎ অ্যাসিটিলিন -এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় 1,2 – ডাইব্রোমোইথিন উৎপন্ন হয় ।

This image has an empty alt attribute; its file name is rsz_4image-1.jpg

Madhyamik 2019 Physical Science Solution|মাধ্যমিক ২০১৯ ভৌত বিজ্ঞান সমাধান

অথবা

অ্যাসিটিক অ্যাসিড –এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো প্যাকেজিং –এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ?

উত্তরঃ  অ্যাসিটিক অ্যাসিড –এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথা্নোয়েট লবন ও জল উৎপন্ন হয় ।

CH3COOH + NaOH → CH3COONa + H2O

দ্বিতীয় অংশঃ  প্যাকেজিং –এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে পরিবেশ বান্ধব হল পাট কারণ – পাটে প্রাকৃতিক পলিমার থাকে এবং এটি জৈব বিশ্লেষ্য বলে ব্যবহারের পর সহজেই মাটিতে মিশে যায় ,ফলে পরিবেশের কোন ক্ষতি হয় না । কিন্তু প্লাস্টিক জৈব বিশ্লেষ্য না হওয়ায় ব্যবহারের পর এরা সহজে নষ্ট হয় না , ফলে বর্জ্য পদার্থ হিসাবে এরা পরিবেশের অনেক ক্ষতি করে দেয় ।

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

WBBSE Official Site.

ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল। এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে , আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।

1 thought on “Madhyamik 2019 Physical Science Solution”

Leave a Comment

error: Content is protected !!