Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.2|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ২২.২

Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.2|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ২২.২|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) কষে দেখি ২২.২ সমাধান|গণিতপ্রভা ক্লাস ৭ অধ্যায় ২২ সমাধান |WBBSE Class 7(seven)(vii) Math Book Solution Of Chapter 22 Exercise 22.2

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE OFFICIAL SITE

Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.2|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ২২.২|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) কষে দেখি ২২.২ সমাধান|গণিতপ্রভা ক্লাস ৭ অধ্যায় ২২ সমাধান |WBBSE Class 7(seven/vii) Math Book Solution Of Chapter 22 Exercise 22.2

কষে দেখি -22.2

1. নীচের  গল্প পড়ি ও সমীকরণ গঠন করিঃ

(a) আমার মার্বেলের 7 গুন মার্বেল প্রতিমার  কাছে আছে  প্রতিমার কাছে 42 টি মার্বেল আছে

সমাধানঃ ধরি , আমার কাছে x টি মার্বেল আছে ।

∴ প্রতিমার কাছে আছে 7x টি মার্বেল ।

শর্তানুসারে ,

7x = 42

∴ নির্ণেয় সমীকরণটি হল 7x = 42

(b) মিলন বাবুর বয়স  তার ছেলের বয়সের 4 গুন 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুন হবে

সমাধানঃ ধরি , মিলন বাবুর ছেলের বয়স x বছর ।

∴ মিলন  বাবুর বয়স 4x বছর ।

5 বছর পরে মিলন বাবুর বয়স = (4x+5) বছর এবং মিলন বাবুর ছেলের বয়স (x+5) বছর ।

শর্তানুসারে ,

4x+5 = 3(x+5)

∴ নির্ণেয় সমীকরণটি হল 4x+5 = 3(x+5)

(c ) 187 টাকা আমি , দুলাল ও জাহির এমন করে  ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল , কিন্তু জাকির আমার দ্বিগুন টাকা পেল

সমাধানঃ ধরি , আমি নিলাম x টাকা ।

∴ দুলাল পেল (x-5) টাকা এবং জাকির পেল 2x টাকা

শর্তানুসারে ,

x+(x-5) + 2x = 187

∴ নির্ণেয় সমীকরণটি হল x+(x-5) + 2x = 187

(d) আমার গ্রামের 3895 জনের  মধ্যে যতজন  সাক্ষর  তার  চেয়ে  অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম

সমাধানঃ ধরি , আমাদের গ্রামে সাক্ষর ব্যাক্তির সংখ্যা x জন ।

∴ অক্ষরহীনের সংখ্যা = (3895 –x) জন

শর্তানুসারে ,

x- (3895 –x)  = 1871

∴ নির্ণেয় সমীকরণটি  হল  x- (3895 –x)  = 1871

(e ) কোনো সংখ্যাকে 12 দিয়ে গুন করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির 2 পূর্ণ  2/5 অংশ হবে

সমাধানঃ ধরি , সংখ্যাটি হল x

শর্তানুসারে ,

(f) সীতারা   বেগমের  ফলের দোকানের মোট  ফলের 1/3 অংশ আপেল , 2/7 অংশ কমলালেবু  ও অবশিষ্ট  160 টি  ন্যাসপাতি আছে

সমাধানঃ ধরি , দোকানের মোট ফলের সংখ্যা x টি ।

Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.2|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ২২.২|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) কষে দেখি ২২.২ সমাধান|গণিতপ্রভা ক্লাস ৭ অধ্যায় ২২ সমাধান |WBBSE Class 7(seven/vii) Math Book Solution Of Chapter 22 Exercise 22.2

(g) আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি  যার  একক স্থানীয় অঙ্ক x ,  কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5 ; সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুন

সমাধানঃ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5

∴ সংখ্যাটি হল = 10✕ 5 +x

শর্তানুসারে ,

10✕ 5 +x = 11x

∴ নির্ণেয় সমীকরণটি হল , 10✕ 5 +x = 11x

(h) দীপ্তার্ক একটি  তিন  অঙ্কের সংখ্যা লিখেছে  যার  শতক স্থানীয় অঙ্ক y , দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয়  অঙ্ক 0 ; সংখ্যাটি শতক স্থানীয়  অঙ্কের 114  গুন

সমাধানঃ সংখ্যাটির শতক স্থানীয় অঙ্ক y , দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয়  অঙ্ক 0

∴ সংখ্যাটি হল – 100 y +10✕7 + 0

শর্তানুসারে ,

100 y +10✕7 + 0 = 114y

∴ নির্ণেয় সমীকরণটি হল ,  100 y +10✕7 + 0 = 114y

2. সমীকরণ দেখি  ও  গল্প  তৈরির চেষ্টা করিঃ

(a) 2x = 50

 গণিতের গল্পঃ আমার ভাইয়ের  কাছে যত টাকা আছে আমার কাছে তার  দ্বিগুন টাকা আছে । আমার কাছে 50 টাকা আছে ।

(b) 3y+10 = 160

গণিতের গল্পঃ একটি সংখ্যার 3 গুনের সাথে 10 যোগ করলে  যোগফল 160  হয় ।

Ganit Prabha Class 7 Koshe Dekhi 22.2|সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ২২.২|গণিতপ্রভা সপ্তম শ্রেণি (ক্লাস -৭) কষে দেখি ২২.২ সমাধান|গণিতপ্রভা ক্লাস ৭ অধ্যায় ২২ সমাধান |WBBSE Class 7(seven/vii) Math Book Solution Of Chapter 22 Exercise 22.2

ধন্যবাদ

Leave a Comment

error: Content is protected !!