WB HS Physics MCQ Online Mock Test Set-1| উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা MCQ অনলাইন মক টেস্ট: পদার্থবিদ্যার এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যার সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 15 টি প্রশ্ন আছে , টেস্টটি শেষ করার পর ছাত্রছাত্রীরা তাদের স্কোর জানতে পারবে।এই স্কোর থেকে ছাত্রছাত্রীরা,তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।