WB HS Chemistry MCQ Online Mock Test Set-1|উচ্চমাধ্যমিক রসায়ন MCQ অনলাইন মক টেস্ট সেট-১ঃ রসায়নের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা , WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ।প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রসায়নের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 20 টি প্রশ্ন আছে , টেস্টটি শেষ করার পর ছাত্রছাত্রীরা স্কোর জানতে পারবে ।এই স্কোর থেকে ছাত্রছাত্রীরা,তাদের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
Thanks