Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ| সময়, দূরত্ব ও গতিবেগ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর| সময় দূরত্ব ও গতিবেগ টপিকের ওপর অঙ্ক – মক টেস্টটি WBBSE Class 8(VIII), Class 9(IX), Class 10(X) -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে 15 টি প্রশ্ন আছে।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে সময়, দূরত্ব ও গতিবেগ অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে । যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্টটি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, WBSCTE VOCLET, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D,WBP SI, WBP Constable RRB NTPC, PSC (Food),WB Primary TET ইত্যাদি ।
Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ
Q1. দুটি গাড়ির গতিবেগের অনুপাত 7 : 8 । যদি দ্বিতীয় গাড়িটি 5 ঘণ্টায় 200 কিমি অতিক্রম করে তবে প্রথম গাড়ির গতিবেগ হবে –
- 25 km/h
- 28km/h
- 40km/h
- 35km/h
35km/h
Q2. এক ব্যাক্তি পায়ে হেঁটে A স্থান থেকে B স্থানে গেল এবং B স্থান থেকে A স্থানে বাসে ফিরল এতে তার মোট সময় লাগল 6 ঘন্টা । যদি সে সমগ্র পথ পায়ে হেঁটে অতিক্রম করত তার মোট সময় লাগত 10 ঘন্টা । যদি সেই ব্যাক্তি সমগ্র পথ বাসে অতিক্রম করে তাহলে তার মোট কত সময় লাগবে ?
- 2 ঘণ্টা
- 2 ½ ঘন্টা
- 5 ½ ঘন্টা
- 4 ঘণ্টা
2 ঘণ্টা
Q3. এক ব্যাক্তি তার অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3কিমি / ঘন্টা গতিবেগে অতিক্রম করল । তার গড় গতিবেগ কত ?
- 3 কিমি / ঘন্টা
- 4 কিমি /ঘণ্টা
- 4.5 কিমি /ঘন্টা
- 9 কিমি / ঘন্টা
4 কিমি /ঘণ্টা
Q4. একটি বালক 15কিমি /ঘন্টা গতিবেগে হেঁটে 20 মিনিট দেরীতে তার স্কুলে পৌছালো । পরের দিন ঐ বালক তাঁর হাটার গতিবেগ 5 কিমি /ঘন্টা বাড়ালো তবুও 5 মিনিট দেরীতে স্কুলে পৌছালো । তাঁর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ?
- 5 কিমি
- 10 কিমি
- 15 কিমি
- 20 কিমি
15 কিমি
Q5. এক ব্যাক্তি 3 কিমি /ঘন্টা গতিবেগে কিছুটা পথ অতিক্রম করে 15 মিনিট দেরীতে তাঁর গন্তব্য স্থানে পৌঁছালো । যদি তিনি 4 কিমি / ঘন্টা গতিবেগে ওই একই পথ অতিক্রম করে তাহলে নির্দিষ্ট সময়ের 15 মিনিট পূর্বেই গন্তব্য স্থান পৌঁছায় ।ওই ব্যক্তির মোট অতিক্রান্ত পথ
- 4.5 কিমি
- 6 কিমি
- 7.2 কিমি
- 12 কিমি
6 কিমি
Q6. একটি ট্রেন কোনো স্টেশনে না থেমে 50 কিমি / ঘন্টা গতিবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে । কিন্তু ওই একই ট্রেন যখন বিভিন্ন স্টেশনে থামে তখন তাঁর যাত্রাপথের গড় গতিবেগ হয় 40কিমি / ঘন্টা । ট্রেনটি প্রতি ঘন্টায় গড়ে কত মিনিট করে থেমেছিল ?
- 6 মিনিট
- 12 মিনিট
- 18 মিনিট
- 14 মিনিট
12 মিনিট
কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন
Q7. এক পুলিশ একটি চোরের 114 মিটার পিছনে ছুটতে শুরু করল । প্রতি মিনিটে বাজিরাও সিংহাম ছোটে 21 মিটার এবং ওই চোরটি ছোটে 15 মিটার । তাহলে , বাজিরাও সিংহাম কতক্ষনে ওই চোরটিকে ধরতে পারবে ?
- 19 মিনিট
- 16 মিনিট
- 21 মিনিট
- 23 মিনিট
19 মিনিট
Q8. A , D কিলোমিটার হাঁটার জন্য B অপেক্ষা 4 ঘন্টা বেশি সময় নেয় । যদি , A তাঁর গতিবেগ দ্বিগুণ করে তাহলে ওই D কিলোমিটার হাঁটার জন্য B অপেক্ষা A –এর 2 ঘন্টা সময় কম লাগে । D কিলোমিটার হাঁটার জন্য B –এর কত সময় লাগবে ?
- 8 ঘন্টা
- 4 ঘন্টা
- 6 ঘন্টা
- 9 ঘন্টা
8 ঘন্টা
Q9. একটি গাড়ি 69 কিমি / ঘন্টা গড় গতিবেগ নিয়ে হাওড়া থেকে চন্দনগর অতিক্রম করতে সময় নেয় 35 মিনিট । যদি গাড়িটি তার গড় গতিবেগ 36 কিমি / ঘণ্টা বৃদ্ধি করে তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে ?
- 24 মিনিট
- 27 মিনিট
- 23 মিনিট
- 29 মিনিট
23 মিনিট
Q10. সুবীর 16 কিমি / ঘণ্টা গতিবেগে সাইকেল চালিয়ে ABCD বর্গাকার মাঠের সীমারেখা বরাবর A বিন্দু থেকে C- বিন্দুতে (কর্ণ বরাবর বিপরিত বিন্দু ) পৌঁছালো এবং তার সময় লাগলো 0.5 ঘন্টা । বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হবে –
- 8 বর্গ মিটার
- 16 বর্গ মিটার
- 32 বর্গ মিটার
- 19 বর্গ মিটার
16 বর্গ মিটার
Q11. এক ব্যাক্তি তার যাত্রা পথের অর্ধেক 30 কিমি / ঘন্টা গতিবেগে অতিক্রম করে , এক তৃতীয়াংশ অতিক্রম করে 40 কিমি / ঘন্টা গতিবেগে এবং বাকি পথ অতিক্রম করে 20 কিমি / ঘন্টা গতিবেগে । তাঁর যাত্রাপথের গড় গতিবেগ হবে –
- 30 কিমি / ঘন্টা
- 25 কিমি / ঘন্টা
- 20কিমি / ঘন্টা
- 45 কিমি / ঘন্টা
30 কিমি / ঘন্টা
Q12. অসীম বাবু তাঁর বাড়ি থেকে অফিসে যাওয়ার সময়ে তাঁর গতিবেগের 7⁄5 অংশ নিয়ে অতিক্রম করে নির্দিষ্ট সময়ের 20 মিনিট পূর্বে গন্তব্য স্থলে পৌঁছালো । প্রকৃতপক্ষে তাঁর বাড়ি থেকে অফিসে যেতে কত সময় লাগে ?
- 50 মিনিট
- 20 মিনিট
- 44 মিনিট
- 70 মিনিট
70 মিনিট
Q13. অর্পন P থেকে Q –এর উদ্দেশ্য যাত্রা শুরু করল এবং শুভদ্বীপ একই সময়ে Q থেকে P –এর উদ্দেশ্যে যাত্রা শুরু করল । তারা একে অপরকে অতিক্রম করার পর যথাক্রমে 9 ঘন্টা ও 4 ঘন্টায় তাদের যাত্রা শেষ করল । অর্পন ও শুভদ্বীপের গতিবেগের অনুপাত হবে –
- 5:9
- 15 : 13
- 2 : 3
- 4 : 7
2 : 3
Q14. এক ব্যাক্তি ঠিক করল 80 কিমি. পথ ভ্রমন করবে 8 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে । যদি তার হাঁটার গতিবেগ 8 কিমি / ঘন্টা হয় এবং বাইসাইকেলের গতিবেগ 16 কিমি / ঘন্টা হয় তবে পায়ে হেঁটে ওই ব্যাক্তি কতটা পথ অতিক্রম করবে ?
- 20 কিমি.
- 30 কিমি.
- 48 কিমি.
- 60 কিমি.
48 কিমি.
Q15. X এবং Y সকাল 8 টার সময়ে পরস্পরের দিকে যাত্রা শুরু করল । X ও Y –এর গতিবেগ যথাক্রমে 3 কিমি / ঘন্টা এবং 4 কিমি / ঘন্টা । যদি তারা প্রথমে 17.5 কিমি দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে ?
- সকাল 10:30
- রাত 10:30
- সকাল 11 :30
- রাত 11:30
সকাল 10:30
Important Links
Mathematics Mock Test For Competitive Exams Set 10: সময়, দূরত্ব ও গতিবেগ