WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Nutrition And Metabolism MockTest In Bengali।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার ‘পুষ্টি ও বিপাক’ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি জীবন বিজ্ঞান ‘পুষ্টি ও বিপাক’ অধ্যায়ের মক টেস্ট এই বাছাই করা ৬৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।পুষ্টি , বিপাক ও ভিটামিন সংক্রান্ত MCQ কুইজ তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।এই মক টেস্টের শেষে তোমরা PDF ডাউনলোড করার লিঙ্ক পাবে , এই PDF -এ 100 টিরও বেশি প্রশ্ন রয়েছে ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের পুষ্টি ও বিপাকের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Nutrition And Metabolism MockTest In Bengali। তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট(PDF)|Nutrition And Metabolism MockTest In Bengali
Q1.শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় –
- রাস্না
- লাইকেন
- মনোট্রপা
- রাফ্লেসিয়া
লাইকেন
Q2. নীচের প্রাণীগুলির মধ্যে কোনটিতে অন্তঃপরজীবীতা দেখা যায় ?
- মশা
- গোলকৃমি
- হাইড্রা
- মাছি
গোলকৃমি
Q3. বহিঃপরজীবী প্রাণীটি হল –
- গোলকৃমি
- ফিতাকৃমি
- উকুন
- হুককৃমি
উকুন
Q4. আংশিক পরজীবীয় পুষ্টি দেখা যায় কোন উদ্ভিদে ?
- ভিসকাম
- লোরান্থাস
- শ্বেতচন্দন
- সবকটি
সবকটি
Q5. 1 গ্রাম ফ্যাট দহনে কতটা শক্তি উৎপন্ন হয় ?
- 9.3 Kcal
- 8.5Kcal
- 7.2 Kcal
- 10.5 Kcal
9.3 Kcal
Q6. এর মধ্যে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি ?
- E
- K
- D
- B
B
Q7. পাকস্থলীর ভিতরের অংশ HCL ক্ষরণ থেকে রক্ষা পায় ________ এর জন্য ।
- ইরিপসিন
- ট্রিপসিন
- মিউসিন
- পেপসিন
মিউসিন
Q8. কী অনুপস্থিত থাকার কারণে দুধকে সুষম খাদ্য রূপে গণ্য করা হয় না ?
- ভিটামিন D এবং ক্যালসিয়াম
- ভিটামিন K এবং ফসফরাস
- ভিটামিন A এবং জিঙ্ক
- ভিটামিন C এবং লোহা
ভিটামিন C এবং লোহা
Q9. একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক কত ক্যালোরি শক্তি প্রয়োজন ?
- 1500Kcal- 2000Kcal
- 2500Kcal -3000Kcal
- 1000Kcal – 1500Kcal
- 3000 Kcal – 3500Kcal
2500Kcal -3000Kcal
Q10. 1 গ্রাম গ্লুকোজ দহনে কত শক্তি পাওয়া যায় ?
- 4.2 Kcal
- 4.9 Kcal
- 5.6 Kcal
- 4.8 Kcal
4.2 Kcal
Q11. মুখবিবরে কোন খাদ্যের পরিপাক ঘটে না ?
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- ফ্যাট
- প্রোটিন ও ফ্যাট
প্রোটিন ও ফ্যাট
Q12. মানুষের দুধের দাঁতের সংখ্যা হল –
- 28 টি
- 29 টি
- 20 টি
- 12 টি
20 টি
Q13. অস্টিওম্যালেসিয়া রোগটি নিম্নের যে ভিটামিনের অভাবে হয় তা হল –
- A
- B
- C
- D
D
Q14. ভিটামিন D –এর রাসায়নিক নাম –
- অ্যাসেটিক অ্যাসিড
- মিউরিয়েটিক অ্যাসিড
- ক্যালসিফেরল
- ল্যাকটিক অ্যাসিড
ক্যালসিফেরল
Q15. ভিটামিন C –এর রাসায়নিক নাম –
- টোকোফেরল
- সায়ানোকোবালামিন
- অ্যাসকরবিক অ্যাসিড
- থিয়ামিন
অ্যাসকরবিক অ্যাসিড
Q16. প্রোটিনকে শনাক্ত করা হয় –
- মলিশের পরীক্ষা দ্বারা
- বাইইউরেট পরীক্ষা দ্বারা
- DNP পরীক্ষা দ্বারা
- বেনেডিক্টের পরীক্ষা দ্বারা
বাইইউরেট পরীক্ষা দ্বারা
Q17. প্রকৃতিতে যে সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের অস্ত্বিত্ব আছে তা হল –
- ১০ টি
- ২০ টি
- ৩০ টি
- ৪০ টি
২০ টি
Q18. নিম্নলিখিত কোন ভিটামিনটি তাপ ও বাতাস দ্বারা খুব সহজেই ধ্বংস হয় –
- ভিটামিন A
- ভিটামিন B
- ভিটামিন C
- ভিটামিন E
ভিটামিন C
Q19. কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ –
- ভিটামিন B2
- ভিটামিন B6
- ভিটামিন B12
- ভিটামিন C
ভিটামিন B12
Q20. নিম্নের কোন উৎসেচকটি লালা রসে উপস্থিত ?
- পেপসিন
- ট্রিপসিন
- টায়ালিন
- কাইমেট্রিপসিন
টায়ালিন
Q21. রেটিনল অভাবের ফল হল –
- রিকেটস
- ফিনোডার্মা
- স্কার্ভি
- চুলপড়া
ফিনোডার্মা
Q22. শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে ________ রূপে ।
- গ্লুকোজ
- স্টার্চ
- গ্লাইকোজেন
- সুক্রোজ
গ্লাইকোজেন
Q23. নিয়াসিনের অভাব ঘটিত রোগটি হল –
- পেলেগ্রা
- রিকেট
- স্কার্ভি
- পারনিশিয়াস অ্যানিমিয়া
পেলেগ্রা
Q24. রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন টি হল –
- ভিটামিন – A
- ভিটামিন –B
- ভিটামিন – C
- ভিটামিন – K
ভিটামিন – K
Q25. গোল্ডেন রাইসে বর্তমান –
- ভিটামিন –A
- ভিটামিন –C
- ভিটামিন – E
- ভিটামিন – D
ভিটামিন –A
পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট(PDF) || Nutrition And Metabolism MockTest In Bengali
Q26. মানব দেহে ম্যাগনেসিয়ামের অভাব জনিত রোগলক্ষণ হল –
- অ্যানিমিয়া
- অস্থিক্ষয়
- পেশি ও নার্ভের সঠিক কাজ না করা
- সবকটিই
পেশি ও নার্ভের সঠিক কাজ না করা
Q27. ভিটামিন E –এর অভাব জনিত লক্ষণ হল –
- বন্ধ্যাত্ব
- রাতকানা রোগ
- রিকেট
- স্কার্ভি
বন্ধ্যাত্ব
Q28. নীচের কোন ভিটামিনটি জলে দ্রবীভূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে ?
- ভিটামিন B1
- ভিটামিন A
- ভিটামিন D
- ভিটামিন C
ভিটামিন C
Q29. ক্যালসিফেরলের অভাবে যে রোগ হয় তা হল –
- স্কার্ভি
- বেরি বেরি
- রিকেট
- রাতকানা
রিকেট
Q30. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট , ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত হল –
- 1:1:1
- 2:1:1
- 4:1:1
- 6:1:2
4:1:1
Q31. পাকস্থলীর অন্তঃগাত্রে অবস্থিত যে কোশ থেকে HCl ক্ষরিত হয় তা হল –
- পেপটিক কোশ
- অক্স্যান্টিক কোশ
- G –কোশ
- বিটা কোশ
অক্স্যান্টিক কোশ
Q32. মানুষের লালা গ্রন্থির সংখ্যা –
- 2টি
- 4টি
- 6টি
- 8টি
6টি
Q33. একজন পূর্ণবয়স্ক মানুষের মোলার দাঁতের সংখ্যা হল –
- 6টি
- 12টি
- 16টি
- 10 টি
6টি
Q34. মানুষের প্রিমোলার দাঁতের সংখ্যা হল –
- 4
- 8
- 12
- 16
8
পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট(PDF)
Q35. নিম্নলিখিত উপাদান গুলির মধ্যে কোনটি দেহ সংরক্ষক উপাদান ?
- কার্বহাইড্রেট
- ভিটামিন
- প্রোটিন
- ফ্যাট
ভিটামিন
Q36. কোন উপাদানটি দেহ পরিপোষক খাদ্য নয় ? –
- ভিটামিন
- কার্বহাইড্রেট
- ফ্যাট
- প্রোটিন
ভিটামিন
Q37. প্রোটিনের সরল ও শোষন যোগ্য রূপটি হল –
- ফ্যাটি অ্যাসিড
- গ্লুকোজ
- লিনোলেয়িক অ্যাসিড
- অ্যামাইনো অ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড
Q38. নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান ?
- কার্বহাইড্রেট
- প্রোটিন
- ফ্যাট
- জল
প্রোটিন
Q39. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাব জনিত রোগ ?
- ভিটামিন B1
- ভিটামিন B2
- ভিটামিন B5
- ভিটামিন B6
ভিটামিন B1
Q40. পিত্তরস বা বাইল নিঃসরণ করে –
- যকৃত
- অগ্ন্যাশয়
- বৃক্ক
- পাকস্থলী
যকৃত
Q41. প্রোটিন বাঁচোয়া খাদ্য হল –
- প্রোটিন
- ভিটামিন
- ফ্যাট
- কার্বহাইড্রেট
কার্বহাইড্রেট
Q42. মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি হল –
- অগ্ন্যাশয়
- যকৃত
- পিটুইটারি
- আন্ত্রিক গ্রন্থি
যকৃত
Q43. পাচিত খাদ্য প্রধানত কোন অংশে শোষিত হয় ?
- মুখগহ্বরে
- পাকস্থলীতে
- ক্ষুদ্রান্ত্রে
- বৃহদন্ত্রে
ক্ষুদ্রান্ত্রে
Q44. প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় –
- মুখবিবরে
- পাকস্থলীতে
- ডিওডিনামে
- ইলিয়ামে
পাকস্থলীতে
পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট(PDF) || Nutrition And Metabolism MockTest In Bengali
Q45. একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের গড় BMR কত ?
- 400Kcal / ঘন্টা / বর্গমিটার দেহতল
- 40 Kcal/ ঘন্টা / বর্গমিটার দেহতল
- 10 Kcal/ ঘন্টা / বর্গমিটার দেহতল
- 20 Kcal/ ঘন্টা / বর্গমিটার দেহতল
40 Kcal/ ঘন্টা / বর্গমিটার দেহতল
Q46. একটি পূর্ণপরজীবী উদ্ভিদের উদাহরণ –
- শ্বেতচন্দন
- স্বর্ণলতা
- ভিসকাস
- কুমড়োগাছ
স্বর্ণলতা
Q47. লাইকেনের মাইকোবায়ন্ট বলা হয় –
- শৈবালকে
- ছত্রাককে
- সূর্যশিশিরকে
- পাইনকে
ছত্রাককে
Q48. কলসপত্রী উদ্ভিদের পতঙ্গ ভক্ষণের কারণ –
- লিপিডের চাহিদা পূরণ
- কার্বোহাইড্রেডের চাহিদা পূরণ
- N2 –এর চাহিদা পূরণ
- N2 যুক্ত প্রোটিনের চাহিদা পূরণ
N2 যুক্ত প্রোটিনের চাহিদা পূরণ
Q49. কপ্রোফ্যগাস পুষ্টি দেখা যায় –
- কেঁচো
- শামুক
- উকুন
- গিনিপিগ
গিনিপিগ
Q50. একজন পূর্ণবয়স্কা মহিলার গড় BMR হল –
- 37 Kcal / বর্গমিটার দেহতল / ঘন্টা
- 39 Kcal / বর্গমিটার দেহতল / ঘন্টা
- 40 Kcal / বর্গমিটার দেহতল / ঘন্টা
- 3000 Kcal / বর্গমিটার দেহতল / ঘন্টা
37 Kcal / বর্গমিটার দেহতল / ঘন্টা
Q51. গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যা ঘটে তা হল-
- প্রোটিন থেকে গ্লাইকোজেন
- গ্লাইকোজেন থেকে গ্লুকোজ
- গ্লুকোজ থেকে গ্লাইকোজেন
- ফ্যাট থেকে গ্লাইকোজেন
গ্লুকোজ থেকে গ্লাইকোজেন
Q52. আমাদের খাদ্যনালীর কার্বহাইড্রেট পরিপাক স্থল হল-
- মুখগহ্বর ও পাকস্থলী
- মুখগহ্বর ও বৃহদন্ত্র
- পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র
- মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র
মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র
Q53. BMR মাপক যন্ত্রের নাম –
- বেনেডিক্ট রথ
- ডগলার্স ব্যাগ
- দুটোই
- কোনোটিই নয়
দুটোই
Q54. আন্ত্রিক রসের pH হল –
- 7.1 – 8.2
- 6.3 – 9.0
- 1.5 – 2.5
- 5.5 – 7.7
6.3 – 9.0
Q55. চিবানোর পর খাদ্যের নরম দলাকে বলে –
- কাইম
- কাইল
- বোলাস
- কাইলোমাইক্রন
বোলাস
Q56. পাকস্থলীতে আংশিক পরিপাককৃত HCL মিশ্রিত আম্লিক খাদ্য মন্ডকে বলে –
- কাইম
- কাইল
- ভিলাই
- কাইলোমাইক্রন
কাইম
Q57. উদ্ভিদজাত প্রোটিনেজ উৎসেচকটি হল –
- প্যাপাইন
- ট্রিপসিন
- পেপসিন
- ইউরিয়েজ
প্যাপাইন
Q58. ব্রুনার গ্রন্থি থাকে –
- পাকস্থলীতে
- ক্ষুদ্রান্ত্রে
- বৃহদন্ত্রে
- যকৃতে
ক্ষুদ্রান্ত্রে
Q59. লালারসে উপস্থিত ব্যাক্টেরিয়া ধ্বংসকারী উৎসেচকটি হল –
- অ্যামাইলেজ
- লাইসোজোম
- লাইসোজাইম
- মলটেজ
লাইসোজাইম
পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট(PDF)
Q60. কোন লালাগ্রন্থিটি সর্বাধিক লালারস ক্ষরণ করে ?
- প্যারোটিড
- সাব –ম্যাক্সিলারি
- সাব –লিঙ্গুয়াল
- জাইগোম্যাটিক
সাব –ম্যাক্সিলারি
Q61. টায়ালিন : সিদ্ধ শ্বেতসার : : ________ : প্রোটিন
- লাইপেজ
- পেপসিন
- ট্রিপসিন
- ইরিপসিন
পেপসিন
Q62. মটর গাছের অর্বুদ : রাইজোবিয়াম : : _________ : ই –কোলাই
- মানুষের অন্ত্র
- মানুষের পাকস্থলী
- বৃক্ক
- যকৃত
মানুষের অন্ত্র
Q63.কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না ?
- লালাগ্রন্থি
- অগ্ন্যাশয়
- যকৃত
- বৃহদন্ত্র
যকৃত
Q64. যে পাচকরসে খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না সেটি হল –
- লালারস
- অগ্ন্যাশয় রস
- পিত্তরস
- আন্ত্রিক রস
পিত্তরস
Q65. লিবারকুনেন গ্রন্থিটি থাকে-
- ডিওডিনামে
- জেজুনামে
- ইলিয়ামে
- পাকস্থলীতে
ইলিয়ামে
Name of the File-পুষ্টি ও বিপাক MCQ মক টেস্ট
Type of File– PDF
Size of File- 284Kb
Number of Pages- 17
Number of Questions-100+ Imprtant Selective MCQ and SAQ
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট