Madhyamik Physical Science Light Chapter Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Light Chapter MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Light Chapter Mock Test। তাই এই ‘আলো’ অধ্যায়ের অঙ্কের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Light Chapter Mock Test
Q1. বায়ুতে ও কাঁচে আলোর গতিবেগ যথাক্রমে 3×108m/s এবং 2×108m/s । কাঁচের প্রতিসরাঙ্ক –
- 2.5
- 2
- 1
- 1.5
1.5
Q2. কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ 3×108 m/s । কাচের ভিতর 500 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে ?
- 2.5×10-6 s
- 1.5×10-8 s
- 2.5×106 s
- 2.5×20-6 s
2.5×10-6 s
Q3. জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8 হলে , কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হবে –
- 1 (প্রায় )
- 0.98 (প্রায়)
- 0.89 (প্রায়)
- 0.33 (প্রায়)
0.89 (প্রায়)
Q4. বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 । বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 । তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে –
- 2
- 1.125
- 2.220
- 3.567
1.125
Q5. একটি প্রিজমের কোণ 60° । প্রিজমে আপাতিত আলোর আপাতন কোণ 30° এবং চ্যুতিকোণ 15° হলে , নির্গত কোণের মান হবে –
- 45°
- 30°
- 25°
- 0°
45°
Q6. 60° কোণ বিশিষ্ট কোনো প্রিজমে একটি আলোকরশ্মি 50° কোণে আপাতিত হল এবং নূন্যতম চ্যুতিকোণ পাওয়া গেল । চ্যূতিকোণের মান কত ?
- 15°
- 25°
- 35°
- 40°
40°
Q7. একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি. ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ?
- 5 সেমি.
- 4.5 সেমি.
- 9 সেমি.
- 7.5 সেমি.
7.5 সেমি.
Q8. জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2 হলে , জল ও কাচে আলোর গতিবেগের অনুপাত –
- 8:9
- 3:4
- 7:11
- 9:8
9:8
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘আলো’ অধ্যায়ের গাণিতিক প্রশ্নের মক টেস্ট|Madhyamik Physical Science Light Chapter Mock Test
Q9. একটি খালি বালতিকে জলপূর্ণ করায় বালতির গভীরতা 4 সেমি. কমে গেল । বালতির প্রকৃত গভীরতা কত ? (μw=4/3)
- 17 সেমি.
- 12 সেমি.
- 16 সেমি.
- 18 সেমি.
16 সেমি.
Q10. একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচে লম্বভাবে আপাতিত হল । আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান নির্ণয় করো । (কাচের প্রতিসরাঙ্ক =√2)
- আপাতন কোণ =30° ,প্রতিসরণ কোণ = 45°
- আপাতন কোণ =0°, প্রতিসরণ কোণ = 0°
- আপাতন কোণ =45°, প্রতিসরণ কোণ = 30°
- আপাতন কোণ =120°, প্রতিসরণ কোণ = 90°
আপাতন কোণ =0°, প্রতিসরণ কোণ = 0°