WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-4 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট ( ইলিয়াস ) -এর বাছাই করা ২৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% । ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
নবম শ্রেণী বাংলা চিঠি প্রবন্ধের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই ,এই মক টেস্ট Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
নবম শ্রেণি বাংলা মক টেস্টঃ’ইলিয়াস’|WBBSE Class 9 Bengali Mock Test Set-4
Q1.’ইলিয়াস’ গল্পটির রচয়িতা হলেন –
- শেকসপিয়র
- ও হেনরি
- বার্নাড শ
- লিও তলস্তয়
লিও তলস্তয়
Q2. ‘ইলিয়াস’ গল্পটি তর্জমা করেছেন –
- লিও তলস্তয়
- মণীন্দ্র দত্ত
- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
- সুধীন্দ্রনাথ দত্ত
মণীন্দ্র দত্ত
Q3. ইলিয়াস ছিল একজন –
- মোল্লা
- বাস্কির
- উকিল
- হাকিম
বাস্কির
Q4. ইলিয়াসের বিয়ের ক বছর পর তার বাবা মারা যান ?
- এক
- দুই
- তিন
- চার
এক
Q5. “এই তার যা কিছু বিষয় সম্পত্তি” সেগুলি হল-
- সাতটা ঘোটকী, দুটো গোরু , কুড়িটা ভেড়া
- পাঁচটা ঘোটকী, সাতটা গোরু , দশটা ভেড়া
- আটটা ঘোটকী , পাঁচটা গোরু
- দশটা ঘোটকী, দশটা গোরু , দশটা ভেড়া
সাতটা ঘোটকী, দুটো গোরু , কুড়িটা ভেড়া
Q6. কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল ?
- ৩০ বছর
- ৩২ বছর
- ৩৪ বছর
- ৩৫ বছর
৩৫ বছর
Q7. ইলিয়াসের ভাড়াটে মজুরনিরা যে কাজগুলি করত –
- দুধ দোয়া , মাখন বানানো
- দুধ দোয়া , কুমিস বানানো
- দুধ দোয়া এবং কুমিস , মাখন ও পনির বানানো
- দুধ দোয়া ,পনির বানানো
দুধ দোয়া এবং কুমিস , মাখন ও পনির বানানো
Q8. “ইলিয়াসের তখন খুব বোলবোলাও”- ‘বোলবোলাও’ শব্দের অর্থ –
- হাঁকডাক
- দুর্নাম
- দুরবস্থা
- সংকট
হাঁকডাক
Q9. ইলিয়াসের বড়ো ছেলে মারা গিয়েছিল –
- দুর্ভিক্ষে
- মড়কে
- জ্বরে
- মারামারিতে
মারামারিতে
Q10.ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল –
- হার্মাদরা
- তাতাররা
- কিরবিজরা
- পাঠানরা
কিরবিজরা
Q11. ইলিয়াস ছোট ছেলেকে বিতাড়িত করলেও সঙ্গে দিয়েছিল –
- একটি বাড়ি , কিছু গোরু- ঘোড়া
- দশটি ঘোটকী
- কিছু টাকা
- একটি বাড়ি
একটি বাড়ি , কিছু গোরু- ঘোড়া
Q12. ইলিয়াস বৃদ্ধ বয়সে সর্বহারা হয়ে যার বাড়িতে আশ্রয় পেয়েছিল –
- মহম্মদ শা
- মোল্লাসাহেব
- ছোট ছেলে
- এক মজুর
মহম্মদ শা
Q13. “ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল ।” – প্রতিবেশীটি হল-
- মোল্লাসাহেব
- মহম্মদ শা
- শ্যাম – শেমাগি
- ইব্রাহিম
মহম্মদ শা
Q14. মহম্মদ শা-এর বাড়িতে এল একদল –
- চোর
- আত্মীয়
- কিরবিজ
- প্রতিবেশী
আত্মীয়
Q15. মহম্মদ শা -এর বাড়িতে আগত অথিতিদের মধ্যে একজন ছিলেন –
- পুরোহিত
- মোল্লাসাহেব
- ইলিয়াস
- ইলিয়াসের ছেলে
মোল্লাসাহেব
Q16. “ভাগ্য যেন চাকার মতন ঘোরে;একজন তলায় পরে যায় তো আর একজন তলায় পড়ে যায় ” -বক্তা কে ?
- মহম্মদ শা
- মোল্লাসাহেব
- শাম শেমাগি
- বাড়ির এক অতিথি
বাড়ির এক অতিথি
Q17. ‘ইলিয়াস’ গল্পে কাকে ‘বাবাই’ বলা হয়েছে ?
- ইলিয়াসকে
- শাম -শেমাগিকে
- মহম্মদ শা – কে
- মোল্লাকে
ইলিয়াসকে
Q18. ইলিয়াস অতিথিদের সঙ্গে কতাহ বলার জন্য বসল –
- দরজার পাশে এক কোণে
- পর্দার আড়ালে
- কুশনের পাশে
- সোফায়
দরজার পাশে এক কোণে
Q19. “বন্ধুগণ হাসবেন না । এটা তামাশা নয় । ” -এটি কার উক্তি ?
- ইলিয়াসের
- মোল্লার
- শাম -শেমাগির
- মহম্মদ শা-র
ইলিয়াসের
Q20. “এটা খুব জ্ঞানের কথা ” -বক্তা হলেন –
- ইলিয়াস
- মহম্মদ শা
- মোল্লা
- শাম -শেমাগি
মোল্লা
Q21. “এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন । ” -কার কথা বলা হয়েছে ?
- ইলিয়াসের
- মহম্মদ শার
- মোল্লাসাহেবের
- শাম –শেমাগির
শাম –শেমাগির
Q22. শরবত শব্দের উৎস –
- তুর্কি শব্দ
- আরবি শব্দ
- তৎসম শব্দ
- তদ্ভব শব্দ
আরবি শব্দ
Q23. ঈশ্বর শব্দের উৎস –
- তদ্ভব শব্দ
- তুর্কি শব্দ
- ফরাসি শব্দ
- তৎসম শব্দ
তৎসম শব্দ
Q24. নমস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হল-
- নম + স্কার
- নম+কার
- নমঃ+কার
- নমোঃ +কার
নমঃ+কার
Q25. উন্নতি শব্দের সন্ধি বিচ্ছেদ হল –
- উৎ +নতি
- উত +নোতি
- উৎ +নোতি
- উন্নয়ন +অতি
উৎ +নতি