নবম শ্রেণি বাংলা মক টেস্টঃনব নব সৃষ্টি|WBBSE Class 9 Bengali Mock Test Set-6

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃনব নব সৃষ্টি(MCQ প্রশ্ন-উত্তর)

WBBSE Class 9 Bengali Mock Test Set-6

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 9 Bengali Mock Test Set-6 ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 বাংলার নব নব সৃষ্টি রচনাংশের MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি বাংলা মক টেস্ট ( নব নব সৃষ্টি ) -এর  বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে  থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স 99% ।এই MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইন বাংলা নব নব সৃষ্টি রচনাংশের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি এই মক টেস্ট ।তাই , এই মক টেস্ট Class IX পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

নবম শ্রেণি বাংলা মক টেস্টঃনব নব সৃষ্টি|WBBSE Class 9 Bengali Mock Test Set-6

Q1. ‘নব নব সৃষ্টি’ রচনাংশটির রচয়িতা হলেন –

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • সৈয়দ মুজতবা আলী
  • বুদ্ধদেব গুহ
  • বেগম রোকেয়া

সৈয়দ মুজতবা আলী

Q2. সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম –

  • ভানুসিংহ
  • ওমর খৈয়াম
  • আনিলা দেবী
  • মৌমাছি

ওমর খৈয়াম

Q3. ‘নব নব সৃষ্টি’  প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলী রচিত যে মূল প্রবন্ধের অংশবিশেষ , সেটি হল-

  • বেজো না চরণে চরণে
  • ফরাসি -বাংলা
  • পুস্পধনু
  • মাম্‌দোর পুনর্জন্ম

মাম্‌দোর পুনর্জন্ম

Q4. সৈয়দ মুজতবা আলীর যে গ্রন্থ থেকে ‘নব নব সৃষ্টি ‘ প্রবন্ধটি সংকলিত তার নাম –

  • পঞ্চতন্ত্র (প্রথম পর্ব)
  • পঞ্চতন্ত্র (দ্বিতীয় পর্ব )
  • ময়ূরকন্ঠী
  • চতুরঙ্গ

চতুরঙ্গ

Q5. চতুরঙ্গ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়-

  • ১৯৫৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৫৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৬০ খ্রিষ্টাব্দে
  • ১৯৬৬ খ্রিষ্টাব্দে

১৯৬০ খ্রিষ্টাব্দে

Q6. ‘নব নব সৃষ্টি ‘ রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল –

  • হিন্দি
  • বাংলা
  • ইংরাজি
  • সংস্কৃত

সংস্কৃত

Q7. “সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ” । -লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন , কারণ –

  • সংস্কৃত কখনও বিদেশি শব্দ গ্রহণ করেনি
  • সংস্কৃত এখন আর কোনো বিদেশি শব্দ গ্রহণ করে না
  • কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত নিজের মধ্যেই তাঁর অনুসন্ধান  করে
  • সংস্কৃত হল অন্যতম প্রাচীন একটি ভাষা

কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত নিজের মধ্যেই তাঁর অনুসন্ধান  করে

Q8. প্রাচীন যুগের ভাষা নয় –

  • হিব্রু
  • গ্রীক
  • আবেস্তা
  • এসপারেন্তো

এসপারেন্তো

Q9. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে লেখক নীচের যে  ভাষাটিকে আত্মনির্ভরশীল বলেননি , সেটি হল  –

  • হিব্রু
  • আবেস্তা
  • আরবি
  • বাংলা

বাংলা

Q10. “বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় ” -কেন -না  –

  • এই দুটি ভাষার নিজস্ব কোনো শব্দভান্ডার নেই
  • এই দুটি ভাষা প্রয়োজনে – অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়ে থাকে
  • খুব কম মানুষ এই দুটি ভাষায় কথা বলে থাকেন
  • এই দুটি ভাষা অপেক্ষাকৃত নবীন

এই দুটি ভাষা প্রয়োজনে – অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়ে থাকে

Q11. “আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি । ” – আমাদের শব্দভান্ডারে প্রচুর আরবি ফারসি শব্দ এসেছে  –

  • ইংরেজ আমলে
  • প্রাচীন যুগে
  • বিশ শতকের মধ্যভাগে
  • পাঠান -মোগল যুগে

পাঠান -মোগল যুগে

Q12. হিন্দি সাহিত্যে যে সাহিত্যিক আরবি ফারসি শব্দ ব্যবহার করেছেন –

  • প্রেমচাঁদ
  • ইকবাল
  • চেতন  ভগত
  • নজরুল

প্রেমচাঁদ

Q13. হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় –

  • কবি ইকবালকে
  • প্রেমচাঁদকে
  • চেতনভগতকে
  • অমিতাভ ঘোষকে

প্রেমচাঁদকে

Q14. ‘আলাল’ বলতে যা বোঝানো হয়েছে –

  • আলালের ঘরের দুলাল
  • আলালের বন্ধু
  • আলাল একটি ভাষার নাম 
  • আলাল দুলাল  

আলালের ঘরের দুলাল

Q15. “আরবি -ফারসি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ‘আহাম্মুখী’ বলে মনে করতেন –

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • নজরুল ইসলাম
  • হরপ্রসাদ  শাস্ত্রী
  • হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র

হরপ্রসাদ  শাস্ত্রী

Q16. “সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না” – যার কথা বলা হয়েছে  –

  • রবীন্দ্রনাথ
  • শরৎচন্দ্র
  • বিদ্যাসাগর
  • প্রেমচাঁদ

বিদ্যাসাগর

Q17. ‘ইনকিলাব’ ,  ‘শহিদ’ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন –

  • নজরুল
  • বিদ্যাসাগর
  • রবীন্দ্রনাথ
  • বঙ্কিমচন্দ্র

নজরুল

Q18. “… সে প্রশ্ন অবান্তর” । – যে প্রশ্নটিকে প্রাবন্ধিক অবান্তর বলেছেন , সেটি হল-

  • কীভাবে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে শব্দ বাংলা ভাষায় এল
  • বিদেশি শব্দকে শব্দভান্ডারে গ্রহণ করা ভালো না মন্দ
  • আরবি ও ফারসি শব্দ বাংলা শব্দ ভান্ডারকে কতখানি সমৃদ্ধ করেছে
  • কোনো ভাষার শব্দকে শব্দভান্ডারে গ্রহণ করার সময়ে অনুমতি নিতে হয় কি না

বিদেশি শব্দকে শব্দভান্ডারে গ্রহণ করা ভালো না মন্দ

 Q19. “সে সম্মন্ধেও কারও কোনো সন্দেহ  নেই ।” – যে বিষয়ে সকলেই নিঃসন্দেহ , সেটি হল-

  • বিদেশি শব্দের আগমনে শব্দভান্ডার সমৃদ্ধ হয়
  • সংস্কৃত ভাষা যথার্থই নির্ভরশীল ভাষা
  • পৃথিবিতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়
  • শিক্ষার মাধ্যমরূপে ইংরেজি বর্জন করে বাংলা নেওয়ার পরে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে

শিক্ষার মাধ্যমরূপে ইংরেজি বর্জন করে বাংলা নেওয়ার পরে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে

Q20. এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে ” – বিদেশি বস্তু দুটি হল-

  • আলু ,কপি এবং ওষুধ
  • পোশাক এবং বই
  • খাতা এবং পেন
  • দর্শন এবং বিজ্ঞান পুস্তক

আলু ,কপি এবং ওষুধ

Q21. ‘মেয়াদ’ শব্দটির উৎস –

  • ফারসি শব্দ
  • তৎসম শব্দ
  • তদ্ভব শব্দ
  • আরবি শব্দ

আরবি শব্দ

Q22. ‘ইনকিলাব’ শব্দের উৎস –

  • ফারসি শব্দ
  • মিশ্র শব্দ
  • আরবি শব্দ
  • তদ্ভব শব্দ

আরবি শব্দ

Q23. স্বয়ংসম্পূর্ণ –

  • স্বয়ম্‌ + সম্পূর্ণ
  • স্বয়ং +সম্পূর্ণ
  • স্বম্‌ +সম্পূর্ণ
  • স্ব +অসম্পূর্ণ  

স্বয়ম্‌ + সম্পূর্ণ

Q24. “… সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন ।” -এখানে যা কাজে লাগানোর চেষ্টার কথা বলা হয়েছে , তা হল-

  • নতুন বিদেশি শব্দের সন্ধান ছেড়ে অচলিত আরবি -ফারসি শব্দ
  • স্প্যানিশ ও পোর্তুগিজ শব্দ
  • ইউরোপীয় শব্দ
  • তৎসম ও অর্ধতৎসম শব্দ

নতুন বিদেশি শব্দের সন্ধান ছেড়ে অচলিত আরবি -ফারসি শব্দ

Q25. ” ‘চন্ডী’ থেকে আরম্ভ করে …” – ‘চন্ডী’ বলতে বোঝায় –

  • চন্ডীমঙ্গল
  • চন্ডীমন্ডপ
  • ওলাইচন্ডী
  • চন্ডীচরণ

চন্ডীমঙ্গল

Q26. “এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না ।” -যে দুই ভাষার কথা বলা হয়েছে –

  • আরবি-ফারসি
  • ইংরাজি-সংস্কৃত
  • হিন্দি -সংস্কৃত
  • আরবি-হিন্দি

আরবি-ফারসি

Q27. “একমাত্র আরবি-ফারসি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে… ” –

  • বাংলাভাষাকে ঐশ্বর্যমন্ডিত করে তুলেছে এই দুই  ভাষা
  • এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না
  • উর্দু শব্দের মত ওজস্বিতা এই  দুই ভাষার শব্দভান্ডারে নেই
  • বহুকাল ধরে বাংলা শব্দভান্ডারে আরবি-ফারসি শব্দ রয়েছে

এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না

Q28. যে ভাষাচর্চা উঠিয়ে দিলে  “আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবো “-

  • হিন্দি
  • ইংরেজি
  • আরবি
  • সংস্কৃত

সংস্কৃত

Q29. “এস্থলে আরেকটি কথা বলে রাখা ভালো “- এক্ষেত্রে লেখক যে কথা বলতে চান সেটি হল-

  • প্রেমচন্দ্র হলেন হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র
  • কোনো রচনার ভাষা কখনোই তাঁর বিষয়বস্তুর ওপর নির্ভর করে না
  • কোনো রচনার বিষয়বস্তু তাঁর ভাষার ওপর নির্ভর করে
  • কোনো রচনার ভাষা  তাঁর বিষয়বস্তুর ওপর নির্ভর করে

কোনো রচনার ভাষা  তাঁর বিষয়বস্তুর ওপর নির্ভর করে

Q30. “সেগুলি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ” যেগুলি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ,সেগুলি হল-

  • আরবি, ফারসি ও ইংরাজি থেকে আগত শব্দ
  • পোর্তুগিজ , স্প্যানিশ ,ফরাসি থেকে আগত শব্দ
  • আরবি, ফারসি ও হিন্দি থেকে আগত শব্দ
  • সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ

পোর্তুগিজ , স্প্যানিশ ,ফরাসি থেকে আগত শব্দ

Q31. “…. আশা করতে পারি “…. প্রাবন্ধিক যে বিষয়ে আশা প্রকাশ করেছেন তা হল-

  • হিন্দি  অন্য ভাষার শব্দকে বর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে
  • সংস্কৃত ভাষায় বিপুল পরিমাণ ইউরোপীয় শব্দ প্রবেশ করবে
  • বাংলা ভাষায় সংস্কৃত শব্দগ্রহণ প্রক্রিয়া চলতে থাকবে
  • স্কুল -কলেজে সংস্কৃতের চর্চা উঠিয়ে দেওয়া হবে

হিন্দি  অন্য ভাষার শব্দকে বর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে

Q32. উর্দু সাহিত্যের মূলসুর যে ভাষার সঙ্গে বাঁধা –

  • বাংলা
  • আরবি
  • ফারসি
  • ইংরেজি

ফারসি

 Q33. “ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি  দিয়ে  ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না ।” – এই তিন ভাষা হল –

  • সিন্ধি, গুজরাটি ,মালয়ালম
  • তামিল,সিন্ধি , মারাঠি
  • সিন্ধি , উর্দু ও কাশ্মীরি
  • সিন্ধি , উর্দু ও তামিল

সিন্ধি , উর্দু ও কাশ্মীরি

 Q34. বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি –

  • মঙ্গলকাব্য
  • পদাবলী কীর্তন
  • শাক্ত সাহিত্য
  • দরবারি সাহিত্য

পদাবলী কীর্তন

Q35. উর্দুকে ফারসির অনুকরণ থেকে নিস্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন যে উর্দু কবি , তিনি হলেন –

  • ইকবাল
  • প্রেমচাঁদ
  • মুশাফির
  • মাশুদ

ইকবাল

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!