সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 6 Mock Test|দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ মক টেস্ট|উচ্চমাধ্যমিক ক্লাস ১২ রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ MCQ প্রশ্ন উত্তরঃ আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই টেস্ট এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের বাছাই করা ৪০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । রাষ্ট্রবিজ্ঞান কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test Chapter 6
1. একক-পরিচালকের একটি উদাহরণ হল –
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
- ভারতের রাষ্ট্রপতি
- সুইটজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
- ব্রিটেনের রাজা বা রানি
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
2. বহু-পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল –
- গ্রেট ব্রিটেন
- ভারত
- ফ্রান্স
- সুইটজারল্যান্ড
সুইটজারল্যান্ড
3. ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন –
- প্রধানমন্ত্রী
- স্পিকার
- রাজা/রানি
- লর্ড চ্যান্সেলার
রাজা/রানি
4. মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের __________ প্রধান । –
- সাংবিধানিক
- প্রকৃত
- সাংবিধানিক ও প্রকৃত
- কোনোটিই নয়
সাংবিধানিক ও প্রকৃত
5. সরকারের কার্যাবলিকে মূলত _________ ভাগে ভাগ করা যায় । –
- দুই
- তিন
- চার
- পাঁচ
তিন
6. অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেন-
- মন্ত্রী পরিষদের সদস্য
- আইন বিভাগের সদস্য
- বিচার বিভাগের সদস্য
- আমলাতন্ত্রের সদস্য
আমলাতন্ত্রের সদস্য
7. আমলাতন্ত্র হল ___________ শাসন। –
- স্থায়ী
- অস্থায়ী
- একক
- বহু
স্থায়ী
8. আমলাতন্ত্রের প্রধান কাজ হল –
- সরকারের নীতিসমূহের রূপায়ণ
- আইন প্রণয়ন
- সংবিধানের ব্যাখ্যা
- এদের সবকটিই
সরকারের নীতিসমূহের রূপায়ণ
9. এককক্ষবাদের সমর্থক হলেন –
- ল্যাস্কি
- জে এস মিল
- লর্ড অ্যাক্টন
- লর্ড ব্রাইস
ল্যাস্কি
10. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-
- গ্রেট ব্রিটেন
- চিন
- ভারত
- মার্কিন যুক্তরাষ্ট্র
চিন
11. আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে –
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- ব্রিটেনের
- ভারতে
- ফ্রান্সে
ব্রিটেনের
12. উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। – বলেছেন –
- ফাইনার
- ল্যাস্কি
- হেগেল
- আবে সিয়ে
আবে সিয়ে
13. দ্বিকক্ষবিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন –
- ল্যাস্কি
- বেন্থাম
- লর্ড ব্রাইস
- ফ্রাংকলিন
লর্ড ব্রাইস
14. “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।” – এ কথা বলেছেন –
- লর্ড কার্জন
- লর্ড অ্যাক্টন
- গ্রিন
- লক্
লর্ড অ্যাক্টন
15. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে ‘বিপরীতগামী অশ্ব ও অশ্বযান’-এর সঙ্গে তুলনা করেছেন –
- ফ্রাংকলিন
- ল্যাস্কি
- আবে সিয়ে
- দ্যুগুই
ফ্রাংকলিন
16. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় –
- কংগ্রেস
- ডুমা
- পার্লামেন্ট
- শোরা
কংগ্রেস
17. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল –
- লর্ডসভা
- কমন্সসভা
- সিনেট
- লোকসভা
কমন্সসভা
18. যেসব আইনসভার দুটি কক্ষ থাকে, তাকে বলা হয় । –
- এককক্ষবিশিষ্ট আইনসভা
- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা
- পার্লামেন্ট
- বিধানসভা
19. পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন্ কক্ষকে ? –
- নিম্নকক্ষকে
- উচ্চকক্ষকে
- বিধান পরিষদকে
- রাজ্যসভাকে
নিম্নকক্ষকে
সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test Chapter 6
20. পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল-
- মার্কিন সিনেট
- ফরাসি সিনেট
- লর্ডসভা
- লোকসভা
মার্কিন সিনেট
21. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন। –
- 3 জন
- 2 জন
- 5 জন
- 4 জন
2 জন
22. আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন –
- গ্রেট ব্রিটেনে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- ভারতে
- সুইটজারল্যান্ডে
সুইটজারল্যান্ডে
23. __________ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যক –
- এককেন্দ্রিক
- যুক্তরাষ্ট্রীয়
- রাষ্ট্রপতিশাসিত
- সংসদীয়
সংসদীয়
24. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল –
- লোকসভা
- রাজ্যসভা
- সিনেট
- জনপ্রতিনিধি সভা
সিনেট
25. মন্ত্রীসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে –
- সংসদীয় শাসনব্যবস্থায়
- রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায়
- একনায়কতন্ত্রে
- এর কোনোটিই নয়
26. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগ পালন করে, তা হল –
- আইন বিভাগ
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- বিদেশ মন্ত্রক
বিচার বিভাগ
27. সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় –
- আইন বিভাগকে
- বিচার বিভাগকে
- শাসন বিভাগকে
- সংবাদমাধ্যমকে
বিচার বিভাগকে
28. ___________কে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয় । –
- শাসন বিভাগ
- আইন বিভাগ
- বিচার বিভাগ
- কোনোটিই নয়
বিচার বিভাগ
29. ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে –
- আইন বিভাগ
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- ট্রেড ইউনিয়ন
বিচার বিভাগ
30. সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে –
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- ভারতে
- ব্রিটেনে
- ফ্রান্সে
মার্কিন যুক্তরাষ্ট্রে
31. “বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না” – এ কথা বলেছেন –
- ল্যাস্কি
- গার্নার
- ব্রাইস
- লক্
গার্নার
32. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার”-এ কথা বলেছেন –
- মার্কস
- গেটেল
- লর্ড ব্রাইস
- গার্নার
লর্ড ব্রাইস
33. “বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তিসম্পন্ন হন, তবে ন্যায়বিচার পদদলিত হতে বাধ্য” – মন্তব্যটি করেছেন –
- গোখেল
- অ্যাক্টন
- ব্রাইস
- হোয়ার
গোখেল
34. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে ? –
- মঁতেস্কু
- ব্ল্যাকস্টোন
- বার্কার
- ডাইসি
মঁতেস্কু
35. তত্ত্বগতভাবে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে –
- ব্রিটেনে
- ভারতে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- জাপানে
মার্কিন যুক্তরাষ্ট্রে
36. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল –
- সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ সামজ্জস্যপূর্ণতা
- এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে
- সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ
- সবকটি বক্তব্য সঠিক
সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ
37. মঁতেস্কুর পর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিস্ফুট করেন । –
- ব্ল্যাকস্টোন
- গুডনাউ
- জেংকস
- উইলোবি
ব্ল্যাকস্টোন
38. “একই ব্র্যাক্তির হাতে সব ক্ষমতার কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারিতার নামান্তর” উক্তিটি করেন । –
- ম্যাডিসন
- মিল
- মঁতেস্কু
- ব্ল্যাকস্টোন
ম্যাডিসন
39. ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি প্রকাশিত হয় –
- 1748 সালে
- 1749 সালে
- 1750 সালে
- 1789 সালে
1748 সালে
40. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে –
- ব্রিটেন
- পাকিস্তানে
- নেপালে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
মার্কিন যুক্তরাষ্ট্রে