সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test Chapter 6

সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Chapter 6 Mock Test|দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ মক টেস্ট|উচ্চমাধ্যমিক ক্লাস ১২ রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ MCQ প্রশ্ন উত্তরঃ আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই টেস্ট এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের বাছাই করা ৪০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । রাষ্ট্রবিজ্ঞান কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test Chapter 6

1. একক-পরিচালকের একটি উদাহরণ হল –

  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
  • ভারতের রাষ্ট্রপতি
  • সুইটজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
  • ব্রিটেনের রাজা বা রানি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি

2. বহু-পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল –

  • গ্রেট ব্রিটেন
  • ভারত
  • ফ্রান্স
  • সুইটজারল্যান্ড

সুইটজারল্যান্ড

3. ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন –

  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • রাজা/রানি
  • লর্ড চ্যান্সেলার

রাজা/রানি

4. মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের __________ প্রধান । –

  • সাংবিধানিক
  • প্রকৃত
  • সাংবিধানিক ও প্রকৃত
  • কোনোটিই নয়

সাংবিধানিক ও প্রকৃত

5. সরকারের কার্যাবলিকে মূলত _________ ভাগে ভাগ করা যায় । –

  • দুই
  • তিন
  •  চার
  • পাঁচ

তিন

6.  অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেন-

  • মন্ত্রী পরিষদের সদস্য
  • আইন বিভাগের সদস্য
  • বিচার বিভাগের সদস্য
  • আমলাতন্ত্রের সদস্য

আমলাতন্ত্রের সদস্য

7. আমলাতন্ত্র হল ___________ শাসন। –

  • স্থায়ী
  • অস্থায়ী
  • একক
  • বহু

স্থায়ী

8. আমলাতন্ত্রের প্রধান কাজ হল –

  • সরকারের নীতিসমূহের রূপায়ণ
  • আইন প্রণয়ন
  • সংবিধানের ব্যাখ্যা
  • এদের সবকটিই

সরকারের নীতিসমূহের রূপায়ণ

9. এককক্ষবাদের সমর্থক হলেন –

  • ল্যাস্কি
  • জে এস মিল
  • লর্ড অ্যাক্‌টন
  • লর্ড ব্রাইস

ল্যাস্কি

10. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-

  • গ্রেট ব্রিটেন
  • চিন
  • ভারত
  • মার্কিন যুক্তরাষ্ট্র

চিন

11. আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে –

  • মার্কিন যুক্তরাষ্ট্রে
  • ব্রিটেনের
  • ভারতে
  • ফ্রান্সে

ব্রিটেনের

12. উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর।  – বলেছেন –

  • ফাইনার
  • ল্যাস্কি
  • হেগেল
  • আবে সিয়ে

আবে সিয়ে

13. দ্বিকক্ষবিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন –

  • ল্যাস্কি
  • বেন্থাম
  • লর্ড ব্রাইস
  • ফ্রাংকলিন

লর্ড ব্রাইস

14. “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।” – এ কথা বলেছেন –

  • লর্ড কার্জন
  • লর্ড অ্যাক্‌টন
  • গ্রিন
  • লক্‌

লর্ড অ্যাক্‌টন

15. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে ‘বিপরীতগামী অশ্ব ও অশ্বযান’-এর সঙ্গে তুলনা করেছেন –

  • ফ্রাংকলিন
  • ল্যাস্কি
  • আবে সিয়ে
  • দ্যুগুই

ফ্রাংকলিন

16. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় –

  • কংগ্রেস
  • ডুমা
  • পার্লামেন্ট
  • শোরা

কংগ্রেস

17. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল –

  • লর্ডসভা
  • কমন্সসভা
  • সিনেট
  • লোকসভা

কমন্সসভা

18. যেসব আইনসভার দুটি কক্ষ থাকে, তাকে বলা হয় । –

  • এককক্ষবিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা
  • পার্লামেন্ট
  •  বিধানসভা

19. পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন্ কক্ষকে ? –

  • নিম্নকক্ষকে
  • উচ্চকক্ষকে
  • বিধান পরিষদকে
  • রাজ্যসভাকে

নিম্নকক্ষকে

সরকারের বিভিন্ন বিভাগ MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test Chapter 6

20. পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল-

  • মার্কিন সিনেট
  • ফরাসি সিনেট
  • লর্ডসভা
  • লোকসভা

মার্কিন সিনেট

21. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন। –

  • 3 জন
  • 2 জন
  • 5 জন
  •  4 জন

2 জন

22. আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন –

  • গ্রেট ব্রিটেনে
  • মার্কিন যুক্তরাষ্ট্রে
  • ভারতে
  • সুইটজারল্যান্ডে

সুইটজারল্যান্ডে

23. __________ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যক –

  • এককেন্দ্রিক
  • যুক্তরাষ্ট্রীয়
  • রাষ্ট্রপতিশাসিত
  • সংসদীয়

সংসদীয়

24. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল –

  • লোকসভা
  • রাজ্যসভা
  • সিনেট
  • জনপ্রতিনিধি সভা

সিনেট

25. মন্ত্রীসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে –

  • সংসদীয় শাসনব্যবস্থায়
  • রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায়
  • একনায়কতন্ত্রে
  • এর কোনোটিই নয়

26. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগ পালন করে, তা হল –

  • আইন বিভাগ
  • শাসন বিভাগ
  • বিচার বিভাগ
  • বিদেশ মন্ত্রক

বিচার বিভাগ

27. সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় –

  • আইন বিভাগকে
  • বিচার বিভাগকে
  • শাসন বিভাগকে
  • সংবাদমাধ্যমকে

বিচার বিভাগকে

28. ___________কে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয় । –

  • শাসন বিভাগ
  • আইন বিভাগ
  • বিচার বিভাগ
  • কোনোটিই নয়

বিচার বিভাগ

29. ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে –

  • আইন বিভাগ
  • শাসন বিভাগ
  • বিচার বিভাগ
  • ট্রেড ইউনিয়ন

বিচার বিভাগ

30. সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে –

  • মার্কিন যুক্তরাষ্ট্রে
  • ভারতে
  • ব্রিটেনে
  • ফ্রান্সে

মার্কিন যুক্তরাষ্ট্রে

31. “বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না” – এ কথা বলেছেন –

  • ল্যাস্কি
  • গার্নার
  • ব্রাইস
  • লক্‌

গার্নার

32. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার”-এ কথা বলেছেন –

  • মার্কস
  • গেটেল
  • লর্ড ব্রাইস
  • গার্নার

লর্ড ব্রাইস

33. “বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তিসম্পন্ন হন, তবে ন্যায়বিচার পদদলিত হতে বাধ্য” – মন্তব্যটি করেছেন –

  • গোখেল
  • অ্যাক্‌টন
  • ব্রাইস
  • হোয়ার

গোখেল

34. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে ? –

  • মঁতেস্কু
  • ব্ল্যাকস্টোন
  • বার্কার
  • ডাইসি

মঁতেস্কু

35. তত্ত্বগতভাবে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে –

  • ব্রিটেনে
  • ভারতে
  • মার্কিন যুক্তরাষ্ট্রে
  • জাপানে

মার্কিন যুক্তরাষ্ট্রে

36. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল –

  • সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ সামজ্জস্যপূর্ণতা
  • এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে
  • সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ
  • সবকটি বক্তব্য সঠিক

সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ

37. মঁতেস্কুর পর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিস্ফুট করেন । –

  • ব্ল্যাকস্টোন
  • গুডনাউ
  • জেংকস
  • উইলোবি

ব্ল্যাকস্টোন

38. “একই ব্র্যাক্তির হাতে সব ক্ষমতার কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারিতার নামান্তর” উক্তিটি করেন । –

  • ম্যাডিসন
  • মিল
  • মঁতেস্কু
  • ব্ল্যাকস্টোন

ম্যাডিসন

39. ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি প্রকাশিত হয় –

  • 1748 সালে
  • 1749 সালে
  • 1750 সালে
  • 1789 সালে

1748 সালে

40. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে –

  • ব্রিটেন
  • পাকিস্তানে
  • নেপালে
  • মার্কিন যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!