Madhyamik 2022 Life Science Question Answer PDF Download

Madhyamik 2022 Life Science Question Answer 
 মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 
2022 Madhyamik Life Science Question Paper Solved PDF 
Complete Solution of Madhyamik 2022 Life Science Question

Madhyamik 2022 Life Science Question Answer PDF || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF || Complete Solution of Madhyamik 2022 Life Science Question || WBBSE Class 10 Board Exam Previous Year Question Paper PDF || West Bengal Madhyamik 5 Years Question Answer PDF

Madhyamik 2022 Life Science Question Answer PDF || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

বিভাগ-ক

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ । ১ × ১৫=১৫

১.১ সঠিক জোড়াটি নির্বাচন করো –

ক) স্ক্লেরা -অক্ষিগোলকের ওপরে অবস্থিত 

খ) কোরয়েড-অক্ষিগোলকের নির্দিষ্ট আকার দেয় 

গ) লেন্স- আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে ।

ঘ) রেটিনা- লেন্সকে সাস্পেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে ।

উত্তরঃ গ) লেন্স- আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে ।

১.২. অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো ।

ক) হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে ।

খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে 

গ) হার্দ উৎপাদ বৃদ্ধি করে 

ঘ) সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে 

উত্তরঃ খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে 

১.৩ নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –

ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন 

খ) এটি একধরনের রসস্ফীতি জনিত চলন 

গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন 

ঘ) অক্সিনের প্রভাবে ঘটে না 

উত্তরঃ ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন 

১.৪. ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো – 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
CSF(i) কেন্দ্রীয় স্নায়তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে । 
মেনিনজেস(ii) মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে 
নিউরোগ্লিয়া(iii) অভিঘাত শোষকরূপে কাজ করে ।

ক)  A -(ii)    B -(iii)  C -(i) 

খ) A – (iii)    B-(i)    C-(ii)  

গ) A-(i)       B-(ii)     C- (iii) 

ঘ) A- (i)     B-(iii)      C-(ii) 

উত্তরঃ খ) A – (iii)    B-(i)    C-(ii)

১.৫. নীচের সঠিক ক্রমটি স্থির করোঃ 

ক) গ্রাহক – কারক – সংজ্ঞাবহ স্নায়ু – আজ্ঞাবহ স্নায়ু- স্নায়ুকেন্দ্র 

খ) গ্রাহক – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – সংজ্ঞাবহ স্নায়ু – কারক 

গ) গ্রাহক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – কারক 

ঘ) গ্রাহক – আজ্ঞাবহ স্নায়ু – কারক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র

উত্তরঃ গ) গ্রাহক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – কারক 

১.৬. সঠিক জোড়াটি নির্বাচন করো – 

ক) টেলোফেজ – অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন 

খ) টেলোফেজ – নিউক্লিও পর্দা ও নিওক্লিওলাসের বিলুপ্তি 

গ) টেলোফেজ – বেমতন্তু গঠন ]

ঘ) টেলোফেজ – নিওক্লিও  পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব 

উত্তরঃ ঘ) টেলোফেজ – নিওক্লিও পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব 

১.৭. ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো- 

ক) সেন্ট্রোমিয়ার 

খ) টেলোমিয়ার 

গ) নিউক্লিওলার অর্গানাইজার 

ঘ) স্যাটেলাইট 

উত্তরঃ খ) টেলোমিয়ার 

১.৮. ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো – 

ক) বাহকের প্রয়োজন হয় 

খ) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় 

গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে 

ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয় 

উত্তরঃ গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে 

১.৯. অযৌন ও যৌন জননের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও – 

অযৌন জননযৌন জনন
1 একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে। 
2.কোশবিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। 
3.অ্যামাইটোসিস,মাইটোসিস ও মিয়োসিস নির্ভর।  মিয়োসিস নির্ভর 
4. অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়।  অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয়। 

ক) 1,4

খ) 2,3

গ) 3,4

ঘ) 1,2 

উত্তরঃ খ) 2,3 

১.১০. মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো- 

ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+XX

খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস -22A+Y

গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+X 

ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস- 22A +XY

উত্তরঃ গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+X

১.১১. কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো –

 ক) BbRr 

খ) BBRr 

গ) BbRR 

ঘ) bbrr 

উত্তরঃ ঘ) bbrr 

১.১২. সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো – 

ক) bbRR , bbrr 

খ) BBRR , bbrr 

গ) bbRR , bbRr

ঘ) BbRr , BbRR

উত্তরঃ গ) bbRR , bbRr

১.১৩. কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা নির্বাচন করো – 

ক) কান্ডের দৈর্ঘ্য – লম্বা , বীজের আকার- গোল 

খ) ফুলের অবস্থান শীর্ষ , ফুলের বর্ণ সাদা 

গ) বীজপত্রের বর্ণ – সবুজ , বীজের আকার -কুঞ্চিত 

ঘ) কান্ডের দৈর্ঘ্য – খর্ব , বীজের আকার -কুঞ্চিত 

উত্তরঃ ক) কান্ডের দৈর্ঘ্য – লম্বা , বীজের আকার- গোল 

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

১.১৪. একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় , তা থেকে উৎপন্ন মটর গাছ গুলোর প্রকৃতি নির্ণয় করো – 

ক) 100% দীর্ঘ 

খ) 50% দীর্ঘ , 50% খর্ব 

গ) 100% খর্ব 

ঘ) 75% দীর্ঘ , 25% খর্ব 

উত্তরঃ খ) 50% দীর্ঘ , 50% খর্ব 

১.১৫. বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন্‌ রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো – 

ক) গয়টার

 খ) ম্যালেরিয়া 

গ) থ্যালাসেমিয়া

 ঘ) যক্ষা 

উত্তরঃ গ) থ্যালাসেমিয়া

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

বিভাগ-’খ’

২. নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখঃ  ১×২১= ২১

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ (যে-কোনো পাঁচটি ) ১×৫ 

২.১ ___________ হরমোন পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় । 

উত্তরঃ জিব্বেরেলিন 

২.২. প্রতিবর্ত ক্রিয়া দ্রুত , স্বতস্ফুর্ত এবং ___________ ।

উত্তরঃ অনৈচ্ছিক । 

২.৩. ________ কোশবিভাজনে বেমতন্তু গঠিত হয় না । 

উত্তরঃ অ্যামাইটসিস । 

২.৪. _________ একটি পতঙ্গপরাগী পুস্প ।

উত্তরঃ আম

২.৫. রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি __________ ।

উত্তরঃ প্রকট 

২.৬. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র ___________ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় । 

উত্তরঃ হোমোজাইগাস বা সংকরায়ণ 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ (যে-কোনো পাঁচটি ) ১×৫=৫

২.৭ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে । 

উত্তরঃ সত্য  

২.৮. প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক  অ্যাসিড থাকে ।

উত্তরঃ মিথ্যা 

২.৯. মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকাই নেই। 

উত্তরঃ সত্য 

২.১০.যদি কোনো মটরগাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে , তবে এই অ্যালিলের সাপেক্ষে মটরগাছটি হেটেরোজাইগাস হয় । 

উত্তরঃ মিথ্যা 

২.১১. মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটরগাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় । 

উত্তরঃ মিথ্যা 

২.১২. কোশীয় বিভেদন দশায় অপত্য কোশগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা , অঙ্গ ও তন্ত্র গঠন করে । 

উত্তরঃ সত্য 

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখঃ (যেকোনো পাঁচটি ) ১×৫=৫

A-স্তম্ভ B-স্তম্ভ 
২.১৩ বহুমুত্র (ক) স্বাধীন বন্টন সূত্র 
২.১৪ সোয়ান কোশ (খ)অস্থির ভঙ্গুরতা 
২.১৫ মিয়োসিস (গ) অ্যাক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে 
২.১৬ বার্ধক্য দশা (ঘ) ADH -এর কম ক্ষরণ 
২.১৭. জিনগত রোগ (ঙ) রেণুমাতৃ কোশ ও জনন মাতৃকোশ 
২.১৮ মেন্ডেলের দ্বিতীয় সূত্র (চ) বর্ণান্ধতা 
(ছ) পৃথকীভবনের সূত্র 

উত্তরঃ ২.১৩-ঘ , ২.১৪ -গ , ২.১৫ – ঙ , ২.১৬ – খ , ২.১৭ – চ , ২.১৮ – ক 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো ছটি ) ১×৬ = ৬

২.১৯. বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ 

অলফ্যাক্টরি স্নায়ু , ভেগাস স্নায়ু , অপটিক স্নায়ু , অডিটরি স্নায়ু 

উত্তরঃ ভেগাস স্নায়ু ।

২.২০. প্রাণীদের কাজ শেষ হওয়ায় পর হরমোনের পরিণতি কি ? 

উত্তরঃ ধ্বংসপ্রাপ্ত হয় । 

২.২১. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ 

পিউরিনঃ অ্যাডেনিন : : পিরিমিডিন : ? 

উত্তরঃ থাইমিন 

২.২২. কোশচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে ? 

উত্তরঃ টিউমার সৃষ্টি হবে 

২.২৩. সংকরায়ণ কি ?

উত্তরঃ কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন জননকে সংকরায়ণ বলে । যেমন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর গাছের মিলন ঘটিয়ে সংকর লম্বা মটর গাছ সৃষ্টি করার পদ্ধতি ।

২.২৪. প্রকট বৈশিষ্ট্য কী ? 

উত্তরঃ একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে (F1 জনুতে ) যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় , তাকে প্রকট বৈশিষ্ট্য বলে ।

উদাহরণঃ বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের পরনিষেক ঘটালে F1 জনুতে সৃষ্ট সকল গাছ বেগুনি ফুল বিশিষ্ট হয় , অর্থাৎ বেগুনি ফুল হওয়ার বৈশিষ্ট্যটি হল  প্রকট বৈশিষ্ট্য ।

২.২৫. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – 

মৌল বিপাকীয় হার বৃদ্ধি , থাইরক্সিন , লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতি , এক্সপথ্যালিক গয়টার 

উত্তরঃ থাইরক্সিন 

২.২৬. ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় ? 

উত্তরঃ G1 দশায় 

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

বিভাগ-

৩. নীচের ১৭ টি প্রশ্ন থেকে যে-কোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ ২×১২ =২৪

৩.১. নীচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো – 

  • দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজীভবন ঘটিয়ে অস্থিত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় । 
  • বিদীর্ণ ডিম্বথলিকে পীতগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দিপনা জোগায় । 
  • যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে । 
  • প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায় । 

উত্তরঃ (i) দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজীভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় – STH (সোমাটোট্রপিক হরমোন )  

(ii) বিদীর্ণ ডিম্বথলিকে পীতগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দিপনা জোগায় – LH বা লিউটিনাইজিং হরমোন 

(iii) যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে -ইনসুলিন হরমোন ।

(iv) প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায় – প্রোজেস্টেরন হরমোন । 

৩.২. মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ ব্যাখ্যা করো । 

উত্তরঃ মায়োপিয়া – চোখের যে ট্রুটির কারণে নিকটের দৃষ্টি ঠিক থাকলেও দূরের দৃষ্টি ব্যাহত হয় , তাকে মায়োপিয়া বলে । এক্ষেত্রে অক্ষিগোলকের আকার বড় হওয়ায় বা লেন্সের ট্রুটির জন্য দূরবর্তী বস্তু থেকে আগত আলোক রশ্মি রেটিনার সামনে প্রতিবিম্ব গঠন করে । ফলে দূরদৃষ্টি অস্পষ্ট হয় । 

হাইপারমেট্রোপিয়া – চোখের যে ট্রুটির জন্য দূরের দৃষ্টি অব্যাহত থাকলেও কাছের দৃষ্টি ব্যাহত হয় , তাকে হাইপারমেট্রোপিয়া বলে । এক্ষেত্রে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ার বা লেন্সের ট্রুটির জন্য রেটিনার পশ্চাতে প্রতিবিম্ব গঠিত হয় । 

৩.৩. নীচের পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো । 

  • ফ্লেক্সর পেশি 
  • এক্সটেন্সর পেশি 
  • অ্যাবডাক্টর পেশি 
  • রোটেটর পেশি 

উত্তরঃ 

পেশির নাম সংকোচনের ফলে
ফ্লেক্সর পেশি দুটি অস্থি কাছাকাছি আসে ।
এক্সটেন্সর পেশি ভাঁজ হওয়া অস্থি দূরে সরে যায় ।
অ্যাবডাক্টর পেশি কোনো অঙ্গ দেহের অক্ষের কাছাকাছি আসে ।
রোটেটর পেশি কোনো অঙ্গ দেহের মধ্যবর্তী অক্ষের চারপাশে বৃত্তাকারে ঘুরে আসতে পারে ।

৩.৪. উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন্‌ কোন্‌ কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো ।

উত্তরঃ উদ্ভিদদেহে অক্সিন নিম্নলিখিত ভূমিকা পালন করে ।

(i) অগ্রস্থ প্রকটতা ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হ্রাসঃ অক্সিনের প্রভাবে উদ্ভিদের কান্ডের অগ্রমুকুল বৃদ্ধি পায় ও পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলগুলির বৃদ্ধি ব্যাহত হয় । 

(ii) কোশ বিভাজন ও কোশের আঁকার বৃদ্ধিঃ অক্সিন কোশে DNA -র পরিমাণ বৃদ্ধি করে কোশের বিভাজনে সাহায্য করে এবং কোশ বিভাজনের দ্বারা কোশের সংখ্যা বৃদ্ধি করে ।

(iii) ফলের বৃদ্ধিঃ নিষেকের পর ডিম্বাশয় অক্সিনের পরিমাণ বাড়ে । এর প্রভাবে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় । 

(iv) মূলের বৃদ্ধিঃ অক্সিন উদ্ভিদের মূলের সৃষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে । 

(v) ট্রপিক চলন নিয়ন্ত্রনঃ অক্সিন হরমোনের অসম বন্টনের জন্য ফটোট্রপিক ও জিওট্রপিক চলন দেখা যায় । 

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

৩.৫. নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদকোশের মাইটোসিস ও প্রাণীকোশের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো – 

  • বেমতন্তু গঠন
  •  সাইটোকাইনেসিস পদ্ধতি 

উত্তরঃ 

উদ্ভিদ মাইটোসিস ও প্রাণী মাইটোসিসের পার্থক্য

বিষয় উদ্ভিদকোশের মাইটোসিস প্রাণীকোশের মাইটোসিস 
বেমতন্তুর গঠন মূলত কোশীয় কঙ্কাল , যেমন- অণুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয় ।সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় ।
সাইটোকাইনেসিস পদ্ধতিফ্র্যাগমোপ্লাস্ট ও কোশপাত গঠনের দ্বারা এই পদ্ধতি ঘটে থাকে । উৎপন্ন অপত্য কোশগুলি পৃথক হয়ে যায় । 

৩.৬. পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো ।

উত্তরঃ পাথরকুচির পাতার কিনারা থেকে অস্থানিক মুকুল জন্মায় । একে পত্রাশয়ী মুকুল বলে । এই পত্রাশ্রয়ী মুকুলের নীচের দিক থেকে আবার অনেক মূল বের হয় । পরে মূলসহ প্রতিট পাতা বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দেয়। 

৩.৭. নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো ।

উত্তরঃ নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা নিম্নে আলোচনা করা হল –

(i) এই দশার শুরুতেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি সমান দুভাগে ভাগ হয়ে যায় । 

(ii) নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায়  অপত্য ক্রোমোজোম দুটির মধ্যে বিকর্ষণ শুরু হয় ।ক্রোমোজোমীয় তন্তু ও ইন্টারজোনাল তন্তুগুলির যথাক্রমে সংকোচন ও প্রসারণের ফলে অপত্য ক্রোমোজোমগুলির অর্ধেক বিষুব অঞ্চল থেকে বেমের দুটি বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে । ক্রোমোজোমের এইরূপ চলনকে ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন বলে । 

(iii) এই দশার শেষে অপত্য ক্রোমোজোম গুলিকে ইংরাজি V,L,J,I অক্ষরের মত দেখায় । এদের যথাক্রমে মেটাসেন্ট্রিক , সাবমেটাসেন্ট্রিক , আক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে । 

৩.৮. ইস্টের কোরকদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো ।

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

উত্তরঃ ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়াঃ অনুকূল পরিবেশে ইস্টের কোশ থেকে একটি স্ফীত উপবৃদ্ধি সৃষ্টি হয় । একে কোরক বলে । মাতৃকোশের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিভাজিত হয়ে কোরকে প্রবেশ করে এবং কোরক সম্পূর্ণ কোশের বৈশিষ্ট্য লাভ করে । পরিণত কোরক ইস্টকোশ থেকে পুষ্টি সংগ্রহ করে ও পরে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে ।

৩.৯. মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো ।

উত্তরঃ মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় পুরুষ এবং মহিলাদের যে যে পরিবর্তন ঘটে সেগুলি হল- 

পুরুষের দেহে পরিবর্তনঃ 

(i) দৈহিক ওজন ও উচ্চতা বৃদ্ধি ।

(ii) পেশি ও অস্থি শক্তিশালী হয় ।

(iii) কন্ঠস্বর ভারী হয় ।

স্ত্রী দেহে পরিবর্তনঃ 

(i) ত্বকের নীচে মেদ জমায় দেহে নমনীয় ভাব দেখা যায় ।

(ii) স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে 

(iii) নারীত্বের লক্ষণ প্রকাশ পেতে থাকে ।

(iv) রজঃচক্র শুরু হয় ।

৩.১০. মিয়োসিস কোশবিভাজনের নীচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো । 

  • প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা 
  • জীবের মধ্যে প্রকরণের উতপত্তি 

উত্তরঃ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখাঃ মিয়োসিসের ফলে মাতৃকোশের অপত্য কোশে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় । দুটি হ্যাপ্লয়েড কোশ মিলিত হয়ে ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট গঠিত হয় । যা বিভাজিত হয় ও বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব গঠন করে । অর্থাৎ জীবদেহে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে । 

জিনগত প্রকরণ সৃষ্টিঃ এই প্রক্রিয়ায় ক্রসিং ওভারের সময়ে ক্রোমোজোমের খন্ড বিনিময় ঘটে , ফলে তাদের চারিত্রিক গুণাবলির মিশ্রণ ঘটে , একে জিনের রিকমবিনেশন বলে । এর ফলে সৃষ্ট অপত্য জীব ক্রমবিবর্তনের সহায়ক নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয় । একে প্রকরণ বলে । 

৩.১১ বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।

উত্তরঃ বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রঃ দুই বা তার বেশি বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিতৃ থেকে অপত্য জনুতে সঞ্চারিত হলেও তারা মিশ্রিত হয় না বরং অপত্যের জনন কোশ তৈরির সময়ে এরা পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে জনন কোশে সঞ্চারিত হয় ।এটিই মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র । 

৩.১২ “অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়” – বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।

উত্তরঃ

স্পস্টতই চেকার বোর্ড থেকে দেখা যায় যে F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত হয় 1(লাল ফুল) : 2 (গোলাপি ফুল) : 1(সাদা ফুল) এবং F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদের জিনোটাইপিক অনুপাত হয় 1 : 2 : 1 (RR : Rr : rr) । অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সর্বদা সমান হয় ।  

৩.১৩ বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেণ্ডেলের সাফল্যলাভের দুটি কারণ লেখো। 

উত্তরঃ  বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেণ্ডেলের সাফল্যলাভের দুটি কারণঃ

১. বৈশিষ্ট্যের বিশুদ্ধতা- মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন । গাছগুলি বিশুদ্ধ বৈশিষ্ট্য যুক্ত ও স্বপ্রজননক্ষম হওয়ায় সহজেই তিনি সংকরায়ণ ঘটাতে সক্ষম হয়েছিলেন । এবং মটর ফুল উভলিঙ্গ হওয়ায় খুব সহজেই পরীক্ষাগুলি করা সম্ভব হয়েছিল ।

২. দ্রুত উৎপাদনশীলতা-মটরগাছ একবর্ষজীবী হওয়ায় ম্বেন্ডেল অল্প সময়ের মধ্যে কয়েক জনু ধরে বংশানুক্রমে পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছিলেন ।

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

৩:১৪ “গমনের একটি চালিকা শক্তি হল প্রাণীর বিস্তার” – উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো।

উত্তরঃ প্রাণীরা প্রজনন ও বংশবিস্তারের জন্য , উপযুক্ত সঙ্গী বাঁ সঙ্গিনী খোঁজার উদ্দেশ্যে , উপযুক্ত নিরাপদ স্থানে অপত্যের জন্মদান ও প্রতিপালনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে । যেমন- ‘স্যামন মাছ’ ও ‘অলিভ রিডল’ নামে এক কচ্ছপ উপযুক্ত প্রজনন স্থল খোঁজার জন্য সমুদ্রে শত শত কিলোমিটার সাঁতার কেটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় ।তাই বলা যায় গমনের চালিকা শক্তি বা উদ্দেশ্য হল প্রাণীর বিস্তার ।

৩.১৫ ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণির সাহায্যে দেখাও।

উত্তরঃ 

৩.১৬ DNA ও RNA এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো —

• শর্করার প্রকৃতি

• পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি

উত্তরঃ 

বিষয়DNARNA
শর্করার প্রকৃতিপাচ কার্বনযুক্ত ডি-অক্সিরাইবোজ শর্করা পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা
পিরিমিডিনের ক্ষারকের প্রকৃতিপিউরিন জাতীয় ক্ষারক অ্যাডেনিন , গুয়ানিন এবং পিরিমিডিন জাতীয় ক্ষারক সাইটোসিন ও থাইমিন অবস্থিত পিউরিঞ্জাতীয় ক্ষারক অ্যাডেনিন , গুয়ানিন এবং পিরিমিডিন জাতীয় ক্ষারক সাইটোসিন ও ইউরাসিল অবস্থিত 

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

৩.১৭ “কোনাে কোনাে ফিনােটাইপের একাধিক জিনােটাইপ এবং অপর কোনােকোনাে ফিনােটাইপের একটিই জিনােটাইপ থাকতে পারে” – মটরগাছের ক্ষেত্রে দ্বিসংকরজননের পরীক্ষা লব্ধ ফলাফল থেকে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করাে।

উত্তরঃ মটরগাছের ক্ষেত্রে দ্বিসংকরজননের পরীক্ষালব্ধ ফলাফলঃ

 ফিনোটাইপজিনোটাইপ জিনোটাইপিক অনুপাতফিনোটাইপিক অনুপাত
1হলুদ ও গোল বীজYYRR
YYRr
YyRR
YyRr
1
2
2
4
9
2 হলুদ ও কুঞ্চিত বীজYYrr
Yyrr
1
2
3
3সবুজ ও গোল বীজyyRR
yyRr
1
2
3
4সবুজ ও কুঞ্চিত বীজyyrr11

মটরগাছের ক্ষেত্রে দ্বিসংকরজননের পরীক্ষালব্ধ ফলাফলের এই ছকটি থেকে দেখা যায় যে হলুদ ও গোল বীজ এই ফিনোটাইপের একাধিক জিনোটাইপ (YYRR , YYRr , YyRR , YyRr ) বর্তমান কিন্তু সবুজ ও কুঞ্চিত বীজ এই ফিনোটাইপের একটি মাত্র জিনোটাইপ বর্তমান (yyrr) । অর্থাৎ “কোনো কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোনো  ফিনোটাইপের একটিই জিনোটাইপ থাকতে পারে” বক্ত্যব্যটি যথার্থ । 

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

বিভাগ – ‘ঘ’

৪. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখাে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১(A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মানের বিভাজন ৩+২, ২+৩ কিম্বা ৫) : ৫X৬=৩০

৪.১ একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ৩+২=৫

ক) অ্যাক্সন

খ) র‍্যানভিয়ারের পর্ব

গ) ডেনড্রন

ঘ) সোয়ান কোশ

অথবা

একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অংগসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো : ৩+২=৫

ক) ক্রোমাটিড

খ) টেলোমিয়ার 

গ) সেন্ট্রোমিয়ার 

ঘ) নিউক্লিওলার অরগ্যানাইজার

৪.২ মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো । 

• ইনসুলিন ও গ্লুকাগন

• ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন

• FSH ও LH

পশ্চাৎ মস্তিষ্কের সংগে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। ৩+২=৫ 

অথবা

কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো  ব্যাহত হলো। কাজগুলোর সংগে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো :

• বাকশক্তি 

• ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা

• দেহভঙ্গি ও দেহের ভারসাম্য

• জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ 

হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো । ৩+২=৫

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

৪.৩ কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলোর একটি তালিকা তৈরি করো।  মানবদেহের গ্লুকোজ  শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলো কী কী? ২+৩=৫

অথবা

দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত বিষয়ে তিনটি পার্থক্য লেখো : 

• বস্তুর প্রতিবিম্ব গঠন 

• দৃষ্টিক্ষেত্র 

• গভীরতা

সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো –  ৩+২=৫

• প্রকৃতি 

• শর্ত 

• পূর্ব অভিজ্ঞতা 

• স্নায়ুপথ

৪.৪ ফার্ণের জনুক্রম একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। ৫

অথবা

শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও।  ৫

৪.৫ মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো: 

• সম্পাদনের স্থান 

• ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি 

• উৎপন্ন কোশের সংখ্যা 

মিয়োসিস কোশবিভাজন সম্পর্কিত নীচের ঘটনাগুলো ব্যাখ্যা করো: 

• ক্রমোজোম ও ক্রোমাটিডের পৃথকিকরণ

• ক্রসিং-ওভার

অথবা

উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করোঃ 

• পদ্ধতি 

• সূচনার সময়কাল 

• গলগি বস্তুর ভূমিকা

জিন, DNA ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ৩+২=৫ 

৪.৬ নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে :

• বাবা বা মায়ের এর একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক

 • বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক

থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কী কী?  ২+৩=৫

অথবা

মেণ্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণির সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ-নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ৩+২=৫

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

বিভাগ – ‘ঙ’ (কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য) 

৫. যে কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

৫.১ যােগকলার একটি বৈশিষ্ট্য লেখাে। 

৫.২ কোন কোশ অঙ্গাণুকে কোশের ‘শক্তি ঘর’ বলা হয়?

 ৫.৩ কোলেনকাইমা কলার একটি কাজ লেখাে। 

৫.৪ একটি পক্ষীপরাগী ফুলের উদাহরণ দাও। 

৫.৫ একটি শর্করা পরিপাককারী উৎসেচকের উদাহরণ দাও।

৬. যে কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও। ২×৩=৬

৬.১ স্নায়ুকোশের দুটি গঠনগত অংশের নাম লেখাে।

৬.২ উদ্ভিদের নাইট্রোজেনবিহীন দুটি রেচন পদার্থের নাম লেখাে। 

৬.৩ রাইবােজোম ও লাইসােজোমের একটি করে কাজ লেখাে। 

৬.৪ পশ্চিমবঙ্গের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখাে।

Madhyamik 2022 Life Science Question Answer || মাধ্যমিক ২০২২ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || 2022 Madhyamik Life Science Question Paper Solved PDF

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

‘ঘ’ বিভাগের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নীচের বাটনে ক্লিক করে PDF টি ডাউনলোড করুন

File Name- Madhyamik 2022 life Science Question Paper Solved PDF

File Size– 722 KB

Pages– 24

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!