[অর্থনৈতিক ক্রিয়াকলাপ] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Geography Mock Test ||ক্লাস 12 ভূগোল অর্থনৈতিক কার্যাবলী MCQ প্রশ্ন উত্তর || West Bengal HS Class 12 Geography MCQ Question Answer
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল অর্থনৈতিক ক্রিয়াকলাপ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘অর্থনৈতিক ক্রিয়াকলাপ‘ অধ্যায়ের বাছাই করা ২৫ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । ভূগোল কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
[অর্থনৈতিক ক্রিয়াকলাপ] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Geography Mock Test || ক্লাস 12 ভূগোল অর্থনৈতিক ক্রিয়াকলাপ MCQ প্রশ্ন উত্তর || West Bengal HS Class 12 Geography MCQ Question Answer
১। সিদ্ধান্ত গ্রহণ যে অর্থনৈতিক স্তরের কাজ, তা হল –
- টার্সিয়ারি
- কুইনারি
- কোয়ার্টারনারি
- প্রাইমারি
কুইনারি
২। গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তা হল –
- তৃতীয়
- দ্বিতীয়
- চতুর্থ
- পঞ্চম
তৃতীয়
৩। সোনালি পোশাক বা গোল্ড কলার কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল –
- অতি নব্যস্তর
- প্রাথমিক স্তর
- পরিসেবা স্তর
- দ্বিতীয় বা গৌণ স্তর
অতি নব্যস্তর
৪। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বলা হয় –
- গ্রিন কলার
- গ্রে কলার
- ব্লু কলার
- রেড কলার ওয়াকার্স
গ্রে কলার
৫। নির্ণায়কের কাজ কোন্ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? –
- দ্বিতীয়
- তৃতীয়
- প্রথম
- পঞ্চম
পঞ্চম
অথবা, যে ধরনের শ্রমিক পণ্যম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হল-
- কৃষক
- শিল্প শ্রমিক
- পরিবহণ কর্মী
- নীতি নির্ধারক
নীতি নির্ধারক
৬। তথ্যপ্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হল-
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
চতুর্থ
৭। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল-
- লৌহ-ইস্পাত শিল্প
- পশম সংগ্রহ
- নরম কাঠের বাণিজ্য
- তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা
পশম সংগ্রহ
৮। পর্যটন যে-প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল –
- প্রাথমিক ক্ষেত্র
- দ্বিতীয় ক্ষেত্র
- তৃতীয় ক্ষেত্র
- চতুর্থ ক্ষেত্র
তৃতীয় ক্ষেত্র
৯। প্রদত্ত কোনটি তৃতীয় শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত ? –
- কৃষি
- শিল্প
- পরিবহণ
- পরামর্শ দান
পরিবহণ
১০। প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়? –
- বিমা
- বিজ্ঞাপন
- পরিবহণ
- গবেষণা
গবেষণা
১১। পঞ্চম স্তরের কার্যাবলির একটি উদাহরণ হল –
- তথ্যভিত্তিক
- গবেষণা ও উন্নয়ন
- কৃষি
- শিল্প
গবেষণা ও উন্নয়ন
১২। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলে –
- লাল কলারের
- সাদা কলারের
- নীল কলারের
- গোলাপি কলারের কর্মী
সাদা কলারের
১৩। ‘পেশাদার পরামর্শদান; যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল –
- টার্সিয়ারি ক্রিয়াকলাপ
- কোয়াটারনারি ক্রিয়াকলাপ
- কুইনারি ক্রিয়াকলাপ
- এগুলির কোনোটিই নয়।
কুইনারি ক্রিয়াকলাপ
[অর্থনৈতিক ক্রিয়াকলাপ] উচ্চমাধ্যমিক ভূগোল MCQ মক টেস্ট || WB HS Class 12 Geography Mock Test ||ক্লাস 12 ভূগোল অর্থনৈতিক কার্যাবলী MCQ প্রশ্ন উত্তর || West Bengal HS Class 12 Geography MCQ Question Answer
অথবা, ‘সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল –
- কৃষিকাজ
- শিল্পকর্ম
- পরিবহণ
- পরামর্শদান
পরামর্শদান
১৪। পেশাদার বুদ্ধিজীবীদের বলে –
- Gold-collar
- White-collar
- Blue-collar
- Red-collar worker
Gold-collar
15. কর্মপন্থা নির্ধারক পরিসেবা প্রদানকারী হলেন –
- সাদা পোশাক কর্মী
- সোনালি পোশাক কর্মী
- নীল পোশাক কর্মী
- লাল পোশাক কর্মী
সোনালি পোশাক কর্মী
16. চতুর্থ অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ হল –
- ব্যবসা-বাণিজ্য
- ব্যাংকিং
- আইনি পরামর্শ
- গবেষণা
গবেষণা
অথবা, নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল-
- গবেষণা ও উন্নয়ন
- পর্যটন
- পরামর্শ দান
- ব্যাংকিং পরিসেবা
গবেষণা ও উন্নয়ন
১৭। শিক্ষকের শিক্ষাদান কোন্ শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি ? –
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
তৃতীয়
১৮। রেড কলার ওয়ার্কার হল –
- প্রাথমিক
- দ্বিতীয়
- তৃতীয়
- কুইনারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ
প্রাথমিক
১৯। প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক স্তরের কাজকর্মে কোন্ অর্থনৈতিক স্তর প্রাথমিক পরিসেবা দেয়? –
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- পঞ্চম
তৃতীয়
২০। শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলিটি হল –
- প্রথম স্তরের কার্যাবলি
- দ্বিতীয় বা গৌণ কার্যাবলি
- তৃতীয় বা পরিসেবা কার্যাবলি
- নবা স্তরের কার্যাবলি
প্রথম স্তরের কার্যাবলি
২১। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় –
- সোনালি কলার
- সাদা কলার
- নীল কলার
- লাল কলার কর্মী
নীল কলার
২২। অর্থনৈতিক কাজের নবীনতম সংযোজন হল –
- কুইনারি ক্ষেত্র
- কোয়াটারনারি ক্ষেত্র
- প্রাইমারি ক্ষেত্র
- সেকেন্ডারি ক্ষেত্র
কুইনারি ক্ষেত্র
২৩। Three Sector Hypothesis ধারণাটি দেন – H
- ক্লার্ক ও ফউরাসাইট
- ডেভিস ও পেঙ্ক
- রিকার্ডো ও উইভার
- পাওয়েল ও ডেভিস
ক্লার্ক ও ফউরাসাইট
২৪। White Collar কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল –
- দ্বিতীয় ক্ষেত্র
- তৃতীয় ক্ষেত্র
- চতুর্থ ক্ষেত্র
- পঞ্চম ক্ষেত্র
চতুর্থ ক্ষেত্র
২৫। শিল্পক্ষেত্রে যুক্ত কর্মীদের বলা হয় –
- Red কলার
- Blue কলার
- White কলার
- Pink কলার কর্মী
Blue কলার