HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
1. লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।” কারণ –
- লোকটা ভালোভাবে কথা বলতে পারে না
- লোকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনো বুনো
- লোকটা দেখতে খারাপ
- লোকটা চোর।
লোকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনো বুনো
2. “ভাত খাবে কাজ করবে।”-উদ্ধৃতিটির বক্তা হলেন
- বামুন ঠাকুর
- বড়ো পিসিমা
- বড়ো বউ
- বাসিনী
বামুন ঠাকুর
3. বড়ো বাড়ির সংসার চলে কার নিয়মে?
- বড়ো বউ
- বড়ো পিসিমা
- বড়ো ছেলে
- বুড়ো কর্তা
বড়ো পিসিমা
4. “খুবই অদ্ভুত কথা।”-অদ্ভুত কথাটি হল
- বড়ো বাড়ির সবকিছুই বড়ো পিসিমার নিয়মে চলে
- বড়ো বাড়িতে একটা শিবমন্দিরও আছে
- বড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন
- বড়ো পিসিমার বিয়ে হয়নি
বড়ো পিসিমার বিয়ে হয়নি
5. উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল?
- ভজন চাকর
- বাসিনী
- তান্ত্রিক
- ছোটো বউয়ের বাবা
বাসিনী
6. অমন বড়োলোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।” কারণ –
- কর্তামশায়কে দেখার জন্য
- বিয়েতে অনিচ্ছার জন্য
- সংসার ঠেলার জন্য
- দেবতার সেবা করার জন্য
সংসার ঠেলার জন্য
7. বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা-ঝামটা হচ্ছিল।” কারণ
- বুড়ো কর্তার বয়স হয়ে গিয়েছিল
- বুড়ো কর্তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল
- বুড়ো কর্তার বউ মারা গিয়েছিল
- বুড়ো কর্তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল
বুড়ো কর্তার বউ মারা গিয়েছিল
8. “দূরদর্শী লোক ছিলেন।”-যার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে হল –
- বুড়ো কর্তা
- বড়ো পিসিমা
- সতীশবাবু
- বড়ো বউ
বুড়ো কর্তা
9. “মানুষের সঙ্গে বিয়ে দিও না।”-এ কথা বলেছিল –
- বড়ো পিসিমা
- বড়ো বউ
- বাসিনী
- মেজো বউ
বড়ো পিসিমা
10. আমাদের বাসিনীর কেহয়। সেই ডেকে আনলে।”-বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কারণ-
- ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে
- লোকটি খুব কাজের
- লোকটি খুব গরিব
- লোকটি বাসিনীর আত্মীয়
ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে
HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
11. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”-উক্তিটির বক্তা –
- বাসিনী
- বড়ো পিসিমা
- বড়ো বউ
- মেজো বউ
বড়ো পিসিমা
12. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”-কার প্রসঙ্গে এই উক্তি?
- বুড়ো কর্তা
- সেজো ছেলে
- মহানাম শতপতি
- উৎসব নাইয়া
উৎসব নাইয়া
13. “দিতে পারবে না প্রাণে ধরে।”-এখানে কী দিতে না পারার কথা বলা হয়েছে?
- দশটা টাকা
- দশটা পয়সা
- দশটা লোক
- দশটা মোহর
দশটা পয়সা
14. “এই চোদ্দ দফায় কাজ করবে”-‘চোদ্দ দফা’ বলতে বোঝায়
- সমস্ত
- চোদ্দটার কম
- চোদ্দটা
- চোদ্দটার বেশি
সমস্ত
15. “বাদা থেকে চাল আসছে”-‘বাদা’ কী?
- পুকুর
- বিস্তীর্ণ জলাভূমি
- সমুদ্র
- বিদেশ
বিস্তীর্ণ জলাভূমি
16. তোমার শ্বশুরই মরতে বসেচে বাছা।”-এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে?
- বড়ো পিসিমার
- বড়ো বউয়ের
- বাসিনীর
- উৎসবের বউয়ের
বড়ো বউয়ের
17. “সে জন্যেই হোম-যজ্ঞি হচ্ছে।”-এই হোম-যজ্ঞি হচ্ছে-
- শ্বশুরের জন্য
- চলুনীর মা-র জন্য
- উৎসবের জন্য
- চমুনীর জন্য
শ্বশুরের জন্য
18. বাসিনীর মনিব বাড়ির বড়ো কর্তার বয়স হয়েছিল –
- বিরাশি বছর
- চুরাশি বছর
- আশি বছর
- তিরাশি বছর
বিরাশি বছর
19. “তাই বড়ো বউ জানত না।”-বড়ো বউ জানত না যে বিষয়টি তা হল-
- পিসিমা অবিবাহিত
- উৎসব নাইয়া কাজ করার উদ্দেশ্যে এসেছে
- বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে
- লিভারে ক্যানসার হয়
লিভারে ক্যানসার হয়
20. “মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।”- এখানে কার কথা বলা হয়েছে?
- বুড়ো কর্তা
- বড়ো পিসিমা
- শাশুড়ি
- মেজো বউ
শাশুড়ি
21. এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি”, কারণ –
- তারা ঘরজামাই থাকে
- তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
- তারা অসুস্থ
- তারা বাড়ির কাজে ব্যস্ত
তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
22. বড়ো বউ ভাবতে চেস্টা করে”-কী ভাবতে চেস্টা করে?
- তখন আর মাছ আসবে না
- কত কাজ বাকি আছে
- তখনও চাঁদ সূর্য উঠবে কি না
- বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল
তখনও চাঁদ সূর্য উঠবে কি না
23. বুড়ো কর্তা খেতে আসার কত মিনিট আগে বাড়ির বড়ো বউকে বৃটি-লুচি করতে হত?
- পনেরো মিনিট
- পাঁচ মিনিট
- দশ মিনিট
- এক মিনিট
পাঁচ মিনিট
24. আজ এই যজ্ঞি-হোম হচ্ছে।”- বড়ো বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে। কারণ-
- শিবের সঙ্গে পিসিমার বিয়ে হচ্ছে
- কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে
- মেজো ছেলে বিলেত থেকে ফিরছে
- উৎসবের বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা গেছে
কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে
25. কালো বিড়ালের লোম আনতে গেছে”-
- ভজন চাকর
- বড়ো পিসিমা
- উৎসব
- বড়ো বউ
ভজন চাকর
26. তুই “ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে।” কারণ-
- এদের ক্যানিং থেকে চাল আসে
- এদের বিলেত থেকে চাল আসে
- এদের বাদা থেকে চাল আসে
- এরা চাল কিনে আনে
এদের বাদা থেকে চাল আসে
27. “আজ খাওয়া-দাওয়া ঝপ করে সারতে হবে”, কারণ-
- বাড়িতে অনুষ্ঠান আছে
- বড়ো কর্তার শরীর ভালো নেই
- ছেলেরা বিলেত থেকে ফিরবে
- তান্ত্রিক হোমে বসবে
তান্ত্রিক হোমে বসবে
28. বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়।
- বামুন চাকর-ঝি-দের জন্য
- মেজো আর ছোটোবাবুর জন্য
- বড়োবাবুর জন্য
- নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্যে
বড়োবাবুর জন্য
29. কনকপানি’ ঢালের ভাত খান –
- বড়োবাবু
- মেজোবাবু
- ছোটোবাবু
- পিসিমা
বড়োবাবু
30. মেজো আর ছোটোর জন্য বারোমাস কোন্ চাল রান্না হয় –
- কনকপানি
- পদ্মজালি
- রামশাল
- ঝিঙেশাল
পদ্মজালি
31. বাবুরা খায়’-বাবুরা কী খায়?
- নানাবিধ চাল
- নানাবিধ ফল
- নানাবিধ পানীয়
- নানাবিধ শাক
নানাবিধ চাল
32. “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।”-বাদার লোকটার চোখ ঠিকরে বেরিয়ে আসে –
- নানাবিধ চাল দেখে
- যজ্ঞের আয়োজন দেখে
- বড়ো বাড়ি দেখে
- পিসিমার কথা শুনে
নানাবিধ চাল দেখে
HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
33. এই “এক সৃস্টি চাইল দে।”-উক্তিটি কে, কাকে করেছে?
- বড়ো পিসিমা বড়ো বউকে
- বড়ো পিসিমা বাসিনীকে
- বাসিনী উৎসবকে
- উৎসব বাসিনীকে
উৎসব বাসিনীকে
34. বাসিনী বাগ্যতা করি তোর’-বক্তা কে?
- সেজো বউ
- হরিচরণ
- উচ্ছব
- বড়ো পিসিমা
উচ্ছব
35. “আমি ঠিক তাগেবাগে দে ঝাব।”-এ কথা বলেছে।
- বাসিনী
- বড়ো বউ
- পিসিমা
- মেজো বউ
বাসিনী
36. আগে চাট্টি খেতে দে।”-এই উত্তি করা হয়েছে-
- বড়ো বাড়ির লোকেদের সম্পর্কে
- বাসিনীদের সম্পর্কে
- সতীশবাবুদের সম্পর্কে
- মন্দিরের চাতালে বসে থাকা ছেলেদের সম্পর্কে
বড়ো বাড়ির লোকেদের সম্পর্কে
37. “যত দিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি।”-উৎসব রান্না খিচুড়ি খেতে পারেনি কারণ –
- সে কাঠ কাটছিল
- সে কলকাতা গিয়েছিল
- সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল
- সে সতীশবাবুর কাছে ছিল
সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল
38. “সে ঘরের মাঝ-খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল।”-এখানে যার কথা বলা হয়েছে, সে হল-
- উৎসব
- বাসিনী
- উৎসবের বউ
- পিসিমা
উৎসবের বউ
39. “উচ্ছব বলে চলেছিল”-উৎসব কী বলে চলেছিল?
- ভগমান! ভগমান
- দেবতা! দেবতা
- ঈশ্বর! ঈশ্বর
- ঠাকুর। ঠাকুর
ভগমান! ভগমান
40. “উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি গেল।”
- ভূমিকম্পে
- ঝড়জলে
- বন্যায়
- খরায়
ঝড়জলে
41. “উচ্ছব নেয় না।”-উৎসব কার কথা নেয় না?
- বাসিনীর
- মহানাম শতপতির
- সাধন দাশের
- হরিচরণ নাইয়ার
সাধন দাশের
42. উৎসবের মেয়ের নাম –
- চন্নুনী
- বাসিনী
- সুভাষিণী
- চন্দ্রানী
চন্নুনী
43. উৎসবের পিতার নাম ছিল –
- হরিনাম নাইয়া
- হরিচরণ নাইয়া
- হরিহর নাইয়া
- হরিদাস নাইয়া
হরিচরণ নাইয়া
44. তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল।”-এখানে যার কথা বলা হয়ছে, সে হল-
- মেজো বউয়ের
- বড়ো বউয়ের
- বাসিনীর
- ছোটো বউয়ের
বাসিনীর
45. “এ গল্প গ্রামে সবাই শুনেছে”-গল্পটা হল –
- বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত
- বাসিনীর মনিব খুব ভালো লোক
- বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়
- বাসিনীর মনিবের বাড়িতে লোকের মেলা
বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত
HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
46. তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল।”- কারণ –
- বৈশাখ মাসে ধান খড় হয়ে গেল
- শ্রাবণ মাসে ধান খড় হয়ে গেল
- পৌষ মাসে ধান খড় হয়ে গেল
- কার্তিক মাসে ধান খড় হয়ে গেল
কার্তিক মাসে ধান খড় হয়ে গেল
47. অ উচ্ছব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন?”-এ কথা বলেছিল –
- সতীশবাবু
- বড়ো কর্তা
- বামুন ঠাকুর
- সাধনবাবু
সাধনবাবু
48. “উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ” – উচ্ছবের বুকে শত হাতির বল থাকত যদি –
- চন্নুনীরা মারা যেত না
- উচ্ছব কলকাতায় আসত
- উচ্ছব পেট ভরে খেতে পেত
- সতীশবাবুর ধান ঘড়ে পরিণত না হয়ে যেত
চন্নুনীরা মারা যেত না
49. পিসিমা বললেন, “ভাত নামলেও খাওয়া নেই একন।” কারণ –
- অনেক রান্না তখনও হয়নি
- বড়ো বউ ওপর থেকে নামেনি
- সেজো ছেলে বাড়ি ফিরলে তারপর খাওয়া হবে
- তান্ত্রিকের নতুন বিধান হোমের পরে খাওয়া হবে
তান্ত্রিকের নতুন বিধান হোমের পরে খাওয়া হবে
50. “উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল”-যার কাছ থেকে, সে হল-
- বড়ো পিসিমা
- সতীশবাবু
- বড়ো বউ
- সাধন দাশ
সতীশবাবু
51. কী উচ্ছবকে বড়ো উতলা করে?
- বাদার চালের গন্ধ
- যজ্ঞ শেষে ভাত পাবার আশা
- বউ-ছেলেমেয়ের কথা
- ফুটন্ত ভাতের গন্ধ
ফুটন্ত ভাতের গন্ধ
52. বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল?
- চিড়ে
- মুড়ি
- বাতাসা
- ছাতু
ছাতু
53. “গরিবের গতর এরা শস্তা দেকে”-কে বলেছেন?
- রাঁধুনি ঠাকুর
- বাসিনী
- বুড়ো কর্তার খাস ঝি
- বাড়ির দারোয়ান
বাসিনী
54. কিন্তু সাগরে শিশির পড়ে।” উপমাটি প্রযুক্ত হয়েছে –
- খালি পেটে ভাত খাওয়ার প্রসঙ্গো
- খালি পেটে জল খাওয়ার প্রসঙ্গে
- খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে
- খালি পেটে মুড়ি খাওয়ার প্রসঙ্গে
খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে
55. “মহানাম শতপতি তো এল না।”-উৎসবের গ্রামের লোকেরা মহানাম শতপতিকে খবর দেয়, কারণ –
- গ্রামে অনুষ্ঠান চলছিল
- গ্রামে নির্ভুই উৎসবের বাড়িঘর ভেসে যায়
- কর্তামশায়ের শ্রাদ্ধ করতে হবে
- গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে
গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে
56. উচ্ছব কালীঘাটে ছরাদ সারবে।”-উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে, কারণ –
- তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে
- বড়ো কর্তা মারা গেছেন
- গ্রামের লোকেদের জন্য
- তার বাবা মারা গেছে
তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে
57. “দেশ জোড়া দুর্যোগেও” কার ঘরে রান্না হয়?
- সতীশবাবুর
- অবিনাশবাবুর
- সাধনবাবুর
- মহানাম শতপতির
সতীশবাবুর
58. সেই হতেই তো উচ্ছবের আধ-পেটা সিকি-পেটা উপোসের শুরু।”-কখন থেকে উৎসবের উপোসের শুরু?
- যবে উৎসব কলকাতায় এসেছে
- যবে উৎসবের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটল
- যবে পোকায় ধান নষ্ট হল
- যবে বড়ো কর্তা মারা গেলেন
যবে পোকায় ধান নষ্ট হল
59. উচ্ছবও প্রেত হয়ে আছে।”-উৎসব প্রেত হয়ে আছে, কারণ-
- তার বউ মারা গেছে
- তার পেটে ভাত নেই
- তার ঘর ভেসে গেছে
- তার ভাতের ডেকচি চুরি হয়েছে
তার পেটে ভাত নেই
60. “মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে”-মানুষ থাকলে উৎসব কী বুঝত?
- জলের টানে মানুষ ভেসে গেছে
- বড়ো বাড়িতে যজ্ঞের আয়োজন চলছে
- বড়ো পিসিমা অবিবাহিত
- বড়ো বাড়িতে উৎসব ভাত খেতে পাবে
জলের টানে মানুষ ভেসে গেছে
HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর
61. একন চান করব নে।”-উৎসব তখন চান করতে চায়নি কারণ –
- অবেলায় চান করলে শরীর খারাপ হবে
- সমস্ত কাজ সেরে তবেই সে স্নান করবে
- মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না
- কর্তামশায়ের দাহকার্যের পরই সে স্নান করবে বলে
মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না
62. “অন্ন লক্ষ্মী”-এ কথা বলত –
- উৎসবের পিসিমা
- উৎসবের ঠাকুমা
- উৎসবের মাসিমা
- উৎসবের দিদিমা
উৎসবের ঠাকুমা
63. বাড়িতে ঢুকে উৎসবের কানে কার বিলাপ আসে?
- বড়ো পিসিমার
- মেজো বউ-এর
- বড়ো বউ-এর
- বাসিনীর
বড়ো পিসিমার
64. বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল?
- ৮২ বছর
- ৮৪ বছর
- ৯৮ বছর
- ৯০ বছর
৯৮ বছর
65. রাতে রাতে কাজ সারতে হবে।”-কর্তার কাজ রাতে রাতে সারতে হবে, কারণ-
- নইলে মৃতদেহে পচন ধরবে
- নইলে বাধা আসবে
- নইলে দোষ লাগবে
- নইলে শববাহকদের পাওয়া যাবে না
নইলে দোষ লাগবে
66. শাড়ির উনুনই জ্বলবে না।”-কারণ –
- বাসিনী দেশে চলে গিয়েছে
- বড়ো কর্তার মৃত্যু হয়েছে
- সেদিন অরন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে
- বাড়িতে সেদিন জ্বালানির আয়োজন ছিল না
বড়ো কর্তার মৃত্যু হয়েছে
67. “আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের” । কারণ –
- সে বাদা থেকে চলে আসে
- সে বড়ো বাড়িতেই থেকে যায়
- তাকে থানায় নিয়ে যাওয়া হয়
- সে বাদার রাস্তা ভুলে যায়
তাকে থানায় নিয়ে যাওয়া হয়
68. “বড়ো পিসিমা বলেন, বাসিনী, সব্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা।”-এ কথা বলার কারণ –
- খাবার নষ্ট হয়ে গেছে
- কর্তা মারা গেছেন
- হোমের এটাই নিয়ম
- কুকুরে মুখ দিয়েছে
কর্তা মারা গেছেন
69. “সে স্বর্গ সুখ পায়”-উৎসব স্বর্গ সুখ পায় –
- ভাতের স্পর্শে
- ধনের স্পর্শে
- জলের স্পর্শে
- সন্তানের স্পর্শে
ভাতের স্পর্শে
70. “আমার মধ্যে বসে তোরাও খা!”-এ কথা বলেছে –
- উৎসব
- সতীশবাবু
- সাধনবাবু
- বুড়ো কর্তা
উৎসব