বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test||উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
1. বহুরূপী’ নাট্যগোষ্ঠী গড়ে ওঠার পিছনে যার পৃষ্ঠপোষকতা ছিল উল্লেখযোগ্য, তিনি হলেন-
- বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
- অজিতেশ বন্দ্যোপাধ্যায়
- মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য
- বিজন ভট্টাচার্য
মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য
2. বহুরূপী’ নাট্যদল গড়ে ওঠে –
- ১৯৪৬ খ্রিস্টাব্দে
- ১৯৫১ খ্রিস্টাব্দে
- ১৯৫০ খ্রিস্টাব্দে
- ১৯৪৮ খ্রিস্টাব্দে
১৯৫০ খ্রিস্টাব্দে
3. ‘বহুরূপী’ প্রযোজিত প্রথম নাটক –
- উলুখাগড়া
- নবান্ন
- বিভাব
- ডাকঘর
উলুখাগড়া
4. শম্ভু মিত্র যে নাট্যদল গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, সেটি হল-
- রঙমহল
- পঞ্চম বৈদিক
- বহুরূপী
- লিটল থিয়েটার গ্রুপ
বহুরূপী
5. কোন্ নাটকে শম্ভু মিত্রের শিশুকন্যা প্রথম অভিনয় করেন?
- চার অধ্যায়
- ডাকঘর
- দশচক্র
- রক্তকরবী
ডাকঘর
6. শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকটি রচিত হয় –
- ১৯৪৮ খ্রিস্টাব্দে
- ১৯৫১ খ্রিস্টাব্দে
- ১৯৪৯ খ্রিস্টাব্দে
- ১৯৬৫ খ্রিস্টাব্দে
১৯৫১ খ্রিস্টাব্দে
7. বিভাব’ নাটক প্রথম মঞ্চস্থ হয় –
- ১৯৫১ খ্রিস্টাব্দে
- ১৯৫০ খ্রিস্টাব্দে
- ১৯৪৯ খ্রিস্টাব্দে
- ১৯৫৪ খ্রিস্টাব্দে
১৯৫১ খ্রিস্টাব্দে
8. কোন নাট্যগোষ্ঠী ‘বিভাব’ নাটকটি মঞ্চস্থ করে?
- নান্দনিক
- বহুরূপী
- চেতনা
- ক্লাইভ অপেরা
বহুরূপী
9. ‘বিভাব’ কী ধরনের নাটক?
- একাঙ্ক
- প্রহসন
- অ্যাবসার্ড
- সামাজিক
একাঙ্ক
10. বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হল –
- জাপানের কাবুকি নাটক
- রবীন্দ্রনাথের নাটক
- দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
- দীনবন্ধু মিত্রের নাটক
জাপানের কাবুকি নাটক
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
11. বিভাব’ শব্দের সাধারণ অর্থ কী?
- বিশেষ ভাব
- বিগত ভাব
- বিদ্বেষের ভাব
- বিরক্ত ভাব
বিশেষ ভাব
12. ‘বিভাব’ নাটকটি অভিনয়রীতিতে কীসের জন্য বিশিষ্ট বা স্বতন্ত্র?
- আড়ম্বরপূর্ণ মঞ্চসজ্জা
- আলোর উগ্র ব্যবহার
- মূকাভিনয়
- নাটকের চরিত্রদের অঙ্গভঙ্গির ব্যবহার
নাটকের চরিত্রদের অঙ্গভঙ্গির ব্যবহার
13. “পরদা খুললে দেখা যায়…।”
- মঞ্চ ফাঁকা
- মঞ্চ অন্ধকার
- মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
- মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে
মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
14. “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…”-
- স্বভাব নাটক
- অভাব নাটক
- বিভাব নাটক
- ভাব নাটক
অভাব নাটক
15. বিভাব’ ‘নাটকের নাম ‘অভাব’ হওয়া উচিত, তার কারণ –
- এই নাটকে অর্থের অভাব দেখানো হয়েছে
- এই নাটকে চরিত্রের অভাব রয়েছে
- এই নাটকের জন্ম অভাব থেকে
- এই নাটকে অভিনয়ের উপকরণের অভাব আছে
এই নাটকের জন্ম অভাব থেকে
16. সঙ্গে থাকবার মধ্যে আছে।” _____________
- কেবল নাটক করবার বোকামিটা
- নাটক করবার বোকামিটা
- কেবল নাটকের বোকামিটা
- কেবল বোকামিটা
কেবল নাটক করবার বোকামিটা
17. রাজা রথারোহণম্ নাটয়তি’-এর অর্থ হল –
- রাজা রথে আরোহণ করলেন
- রাজা রথ থেকে নামলেন
- রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
- রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন
রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
18. তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি”-উক্তিটি রাজা করেন –
- দূতকে
- মন্ত্রীকে
- সেনাপতিকে
- রানিকে
দূতকে
19. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা: পড়লাম।”- সাহেবের নাম –
- আইজেনস্টাইন
- গেরাসিম লেবেদফ
- আইনস্টাইন
- জর্জ বার্নার্ড শ
আইজেনস্টাইন
20. রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-
- আইজেনস্টাইন
- আইনস্টাইন
- আইজেকস্টাইন
- রুশো
আইজেনস্টাইন
21. কাবুকি থিয়েটার কোন দেশের?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- জাপান
- ভিয়েতনাম
- রাশিয়া
জাপান
22. “এক ___________ অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন”-কে দুর্গ থেকে বেরিয়ে গেলেন?
- পুলিশ
- সেনাপতি
- সৈন্য
- নাইট
নাইট
23. তারপর ধরুন দু-জন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে- সে লড়াই__________।
- সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
- মিথ্যা তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
- তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
- বাস্তব লড়াই
সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
24. একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে____________।
- মরে গেল
- সত্যি সত্যি মরে গেল
- কাল্পনিকভাবে মরে গেল
- কাল্পনিক মরে গেল
কাল্পনিকভাবে মরে গেল
25. কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন –
- ইসথেটিক মরা
- খুব রোমান্টিক
- অস্বাভাবিক মরা
- অদ্ভুত মরা
ইসথেটিক মরা
26. বলতে পারো হাসাতে এলাম-বা ____________
- কাঁদতে এলাম
- হাসির খোরাক হতে এলাম
- হাসির খোরাক জোগাড় করতে এলাম
- ওপরের কোনোটিই নয়
হাসির খোরাক জোগাড় করতে এলাম
27. “তার নাকি দারুণ বক্স অফিস।”-কীসের?.
- প্রেমের নাটকের
- দুঃখের নাটকের
- সামাজিক নাটকের
- হাসির নাটকের
হাসির নাটকের
28. হ্যাঁ বল্লভভাই বলে গেছেন-“
- বাঙালিরা আড্ডাবাজ
- বাঙালিরা উদার
- বাঙালিরা সংস্কৃতিমনস্ক
- বাঙালিরা কাঁদুনে জাত
বাঙালিরা কাঁদুনে জাত
29. “আমি জানলাটা খুলে দিই, যা গরম!”-জানলাটির অবস্থান।
- উত্তর দিকে
- পশ্চিম দিকে
- পূর্ব দিকে
- দক্ষিণ দিকে
দক্ষিণ দিকে
30. – অমর এসে আবার নিজের চেয়ারে_____________
- বসার ভঙ্গি করেন
- বসে পড়ে
- উঠে দাঁড়ায়
- ওপরের কোনোটিই নয়
বসার ভঙ্গি করেন
31. “ঠিক আছে ফেলে দিন না-আবার দেব-“কী ফেলে দিতে বলা হয়েছে?
- খাবার
- জল
- সিগারেট
- চা
সিগারেট
32. ওঃ দাতাকর্ণ যে।”-কথাটি কে বলেছিলেন?
- বউদি অমরকে
- অমর শম্ভুকে
- শম্ভু অমরকে
- বউদি শম্ভুকে
শম্ভু অমরকে
33. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ….”-সঠিক শব্দটি নির্বাচন করো।
- নাটক
- প্রেম
- গান
- বন্ধুত্ব
প্রেম
34. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” উক্তিটি করেছেন –
- অমর
- বউদি
- শম্ভু
- নাট্যকার
বউদি
35. “আচ্ছা, তাহলে আমাদের দরকার _______________ “
- একজন নায়ক
- একজন নায়িকা
- একজন নায়ক এবং একজন নায়িকা
- ওপরের কোনোটিই নয়
একজন নায়ক এবং একজন নায়িকা
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
36. “হ্যাঁ, হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।”-কী হওয়ার কথা বলা হয়েছে?
- যুবক চরিত্র
- নায়ক চরিত্র
- সার্জেন্ট চরিত্র
- খলনায়ক চরিত্র
নায়ক চরিত্র
37. বিভাব’ নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরছিল –
- অফিস থেকে
- কলেজ থেকে
- বন্ধুর বাড়ি থেকে
- গ্রাম থেকে
কলেজ থেকে
38. ‘লড সিন’-এ কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল?
- বেহালা
- গীটার
- সেতার
- হারমোনিয়াম
হারমোনিয়াম
39. মুক্ত ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল –
- মালতী লতা দোলে
- আমাদের জাতীয় সংগীত
- আমি রূপে তোমায় ভোলাব না
- আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
মালতী লতা দোলে
40. মালতীলতা দোলে’-গানটি যেভাবে গাওয়া হয়েছিল –
- ফিল্মি কায়দায়
- কীর্তনের আঙ্গিকে
- শাস্ত্রীয় ভঙ্গিতে
- ঠুংরির ধরনে
ফিল্মি কায়দায়
41. যাও যাও-এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল –
- ‘ভালোবেসে সখী নিভৃত যতনে
- ‘আলো আমার আলো’
- ঐ মহামানব আসে’
- ‘মালতী লতা দোলে’
‘মালতী লতা দোলে’
42. “আরে সবসময়ে কি aesthetic দিক দেখালেই চলে?”-কার উক্তি?
- শম্ভু মিত্র
- হারমোনিয়াম বাদক
- তৃপ্তি মিত্র
- প্রম্পটার
হারমোনিয়াম বাদক
43. ‘প্রগ্রেসিভ লভ সিন’ করার ভাবনা কার মাথায় এসেছিল?
- অমরের
- বউদির
- শত্রুর
- পরিচালকের
বউদির
44. এই “নায়ক আছে, নায়িকা তো আছেই।” এখন –
- একজন ভিলেনের দরকার
- একজন পুলিশের দরকার
- একজন শত্রুর দরকার
- ওপরের কোনোটিই নয়
একজন পুলিশের দরকার
45. “এই দেখো ফ্যাসাদ”-‘ফ্যাসাদ’টি হল –
- ‘লভ সিন’-এ অভিনয়ের জন্য নায়িকার অভাব
- ‘লভ সিন’ অভিনয় করতে গিয়ে শম্ভু পুলিশের ভয়ে পালাতে নারাজ
- ‘লভ সিন’-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব
- ‘লভ সিন’-এর অভিনয়ে অমর নায়ক হওয়ার গোঁ ধরে বসে আছে।
‘লভ সিন’-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব
46. “ওঃ তা হলে তুমি তো একেবারে সার্জেন্ট হয়ে যাবে।” – সার্জেন্ট হওয়ার যোগ্যতা হল-
- ৩২ ইঞ্চি বুক হতে হবে
- ৩২ ইঞ্চির বেশি বুক হতে হবে
- উচ্চতা হতে হবে দু-ফুট
- ভুঁড়ি থাকা চলবে না
৩২ ইঞ্চি বুক হতে হবে
47. ‘বিভাব’ নাটকে কোন্ রাস্তার উল্লেখ আছে?
- ছকু খানসামা লেন
- মণি সমাদ্দার লেন
- বুদ্ধু ওস্তাগর লেন
- ফণী সমাদ্দার লেন
মণি সমাদ্দার লেন
48. “আর তার নীচের দিয়েই তো একটা রাস্তা আছে?”-রাস্তাটির নাম হল-
- অজিত সিং সরণি
- মানস সমাদ্দার লেন
- মণি সমাদ্দার লেন
- সুশান্ত সরণি
মণি সমাদ্দার লেন
49. ‘underground political leader’ কথাটির অর্থ হল –
- যে-সমস্ত রাজনৈতিক নেতা মাটি খনন করেন
- আত্মগোপনকারী নকশাল নেতা
- যারা মাটির নীচে জনগণের ভয়ে লুকিয়ে থাকেন
- যারা মাটি খননের কাজে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন
আত্মগোপনকারী নকশাল নেতা
50. “তোমাকে ধরবে না তো কাকে ধরবে?” ধরবার কারণ তিনি –
- দাগী চোর
- আত্মগোপনকারী
- সমাজবিরোধী
- দেশবিরোধী ব্যক্তি
আত্মগোপনকারী
51. বহুরূপী তখন লাটে উঠবে”, -‘বহুরূপী’ একটি –
- বিদ্যালয়
- নাট্যগোষ্ঠী
- পাঠশালা
- গ্রাম
নাট্যগোষ্ঠী
52. The Night is calling me”-সংলাপটি কার লেখা?
- শেলি
- বার্নার্ড শ
- বায়রন
- শেকসপিয়র
বার্নার্ড শ
53. “The Night is calling me-me-me”-কোন্ নাটকের উক্তি?
- পিগম্যালিয়ন
- আর্মস অ্যান্ড দ্য ম্যান
- ম্যান অ্যান্ড সুপারম্যান
- ক্যান্ডিডা
ক্যান্ডিডা
54. “তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি- (ফিল্মি ঢঙে) ‘আমি তো চললাম….”-বক্তা কে?
- বৌদি
- অমর
- শম্ভু
- সার্জেন্ট
শম্ভু
55. অমর তুলসী লাহিড়ির _____নাটক থেকে বলি (ফিল্মি ঢঙে) ‘আমি তো চললাম”-তুলসী লাহিড়ির কোন্ নাটকের উক্তি?
- ছেঁড়া তার
- নবান্ন
- পথিক
- এদের কোনোটিই নয়
পথিক
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
56. “চোট্টা হোঙ্গে জবুর-আরে-পাকড়ো!”-যার উদ্দেশে এ কথা বলা হয়েছিল তিনি হলেন-
- অমর
- বউদি
- শম্ভু
- একজন পুলিশ
শম্ভু
57. এতে আমার হাসি পেল না”-সংলাপটির বক্তা-
- শম্ভু মিত্র
- জনৈক দর্শক
- অমর
- বউদি
অমর
58. মা বুয়াৎ সত্যম্ অপ্রিয়ম্,”-কথাটির অর্থ হল –
- অপ্রিয় সত্যকথা বোলো না
- অপ্রিয় সত্যকথা সর্বদা বোলো না
- অপ্রিয় সত্যকথা বলবে
- অপ্রিয় হলেও সত্যি তো।
অপ্রিয় সত্যকথা বোলো না
59. “হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রোমোশান দেননি।”- কারণ –
- সংস্কৃতে বারো পেয়েছিলাম
- সংস্কৃতে ফেল করেছিলাম
- সংস্কৃতে দশ পেয়েছিলাম
- সংস্কৃতে তেরো পেয়েছিলাম
সংস্কৃতে তেরো পেয়েছিলাম
60. হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক’-কোথায় পাওয়া যাবে?
- ঘরে
- বাইরে
- মাঠে
- ঘাটে
বাইরে
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
61. “দেখছ, ইংরেজ কোম্পানি কিনা”-কোন কোম্পানির কথা বলা হয়েছে?
- ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি
- কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা
- ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি
62. “হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়”-
- অন্ন চাই, গৃহ চাই
- চাল চাই, কাপড় চাই
- ফ্যান চাই, ভাত চাই
- এর কোনোটিই নয়
চাল চাই, কাপড় চাই
63. দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”-দুজনে কে কে?
- শম্ভু ও বৌদি
- অমর ও বৌদি
- শম্ভু ও অমর
- শম্ভু ও যুবক
শম্ভু ও অমর
64. চাল চাই, কাপড় চাই।”-নাটকে এই দাবি বা আবেদন কীসের ইঙ্গিত বহন করে?
- রেশন দোকানে এবং বস্ত্রালয়ে খরিদ্দারের দাবি
- গৃহস্থবাড়ির দরজায় দরিদ্র ভিক্ষুকের করুণ আবেদন
- চালের আড়তে এবং কাপড়ের কারখানায় শ্রমিক বিক্ষোভ
- দেশজোড়া দুর্ভিক্ষ
দেশজোড়া দুর্ভিক্ষ
65. আহত মেয়েটির পিঠে হাত দিয়ে”-কে হাত দেয়?
- পুলিশ
- অমর
- সার্জেন্ট
- শম্ভু
অমর
বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer
66. “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?”-সংলাপটি বলেছেন-
- শম্ভু
- শম্ভু ও অমর
- বউদি
- অমর
শম্ভু
67. অমরকে সম্পাদক কী ধরনের নাটক করার কথা বলেছিল ?
- দুঃখের নাটক
- হাসির নাটক
- প্রেমের নাটক
- লারেলাল্লা
হাসির নাটক
68. “সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে – ।”
- দূত ঘোড়ায় চড়েই গেল এবং এল
- দূত গাধায় চড়ে গেল এবং এল
- দূত হাতিতে চড়ে গেল এবং এল
- দূত উটে চড়েই গেল এবং এল
দূত ঘোড়ায় চড়েই গেল এবং এল
69. “এক পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে – ।”
- রাজা রথারোহণম্
- রাজা রথারোহণম্ নাটয়তি
- রথারোহণম্ নাটয়তি
- রাজা ও প্রজা রথারোহণম্ নাটয়তি
রাজা রথারোহণম্ নাটয়তি
70. ‘বিভাব’ নাটকে বৌদি হলেন –
- শোভা সেন
- তৃপ্তি মিত্র
- চিত্রা সেন
- শাঁওলি মিত্র
তৃপ্তি মিত্র
প্রত্যেক প্রশ্নের মান 1 ধরে নিয়ে কে কটি সঠিক উত্তর দিতে পারলেন কমেন্টের মাধ্যমে জানান ।