[বিভাব] HS Bengali Bivab MCQ Mock Test

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test||উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

1. বহুরূপী’ নাট্যগোষ্ঠী গড়ে ওঠার পিছনে যার পৃষ্ঠপোষকতা ছিল উল্লেখযোগ্য, তিনি হলেন-

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
  • অজিতেশ বন্দ্যোপাধ্যায়
  • মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য
  • বিজন ভট্টাচার্য

মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য

2. বহুরূপী’ নাট্যদল গড়ে ওঠে –

  • ১৯৪৬ খ্রিস্টাব্দে
  • ১৯৫১ খ্রিস্টাব্দে
  • ১৯৫০ খ্রিস্টাব্দে
  • ১৯৪৮ খ্রিস্টাব্দে

১৯৫০ খ্রিস্টাব্দে

3. ‘বহুরূপী’ প্রযোজিত প্রথম নাটক –

  • উলুখাগড়া
  • নবান্ন
  • বিভাব
  • ডাকঘর

উলুখাগড়া

4. শম্ভু মিত্র যে নাট্যদল গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, সেটি হল-

  • রঙমহল
  • পঞ্চম বৈদিক
  • বহুরূপী
  • লিটল থিয়েটার গ্রুপ

বহুরূপী

5. কোন্ নাটকে শম্ভু মিত্রের শিশুকন্যা প্রথম অভিনয় করেন?

  • চার অধ্যায়
  • ডাকঘর
  • দশচক্র
  • রক্তকরবী

ডাকঘর

6. শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকটি রচিত হয় –

  • ১৯৪৮ খ্রিস্টাব্দে
  • ১৯৫১ খ্রিস্টাব্দে
  • ১৯৪৯ খ্রিস্টাব্দে
  • ১৯৬৫ খ্রিস্টাব্দে

১৯৫১ খ্রিস্টাব্দে

7. বিভাব’ নাটক প্রথম মঞ্চস্থ হয় –

  • ১৯৫১ খ্রিস্টাব্দে
  • ১৯৫০ খ্রিস্টাব্দে
  • ১৯৪৯ খ্রিস্টাব্দে
  • ১৯৫৪ খ্রিস্টাব্দে

১৯৫১ খ্রিস্টাব্দে

8. কোন নাট্যগোষ্ঠী ‘বিভাব’ নাটকটি মঞ্চস্থ করে?

  • নান্দনিক
  • বহুরূপী
  • চেতনা
  • ক্লাইভ অপেরা

বহুরূপী

9. ‘বিভাব’ কী ধরনের নাটক?

  • একাঙ্ক
  • প্রহসন
  • অ্যাবসার্ড
  • সামাজিক

একাঙ্ক

10. বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হল –

  • জাপানের কাবুকি নাটক
  • রবীন্দ্রনাথের নাটক
  • দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
  • দীনবন্ধু মিত্রের নাটক

জাপানের কাবুকি নাটক

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

11. বিভাব’ শব্দের সাধারণ অর্থ কী?

  • বিশেষ ভাব
  • বিগত ভাব
  • বিদ্বেষের ভাব
  • বিরক্ত ভাব

বিশেষ ভাব

12. ‘বিভাব’ নাটকটি অভিনয়রীতিতে কীসের জন্য বিশিষ্ট বা স্বতন্ত্র?

  • আড়ম্বরপূর্ণ মঞ্চসজ্জা
  • আলোর উগ্র ব্যবহার
  • মূকাভিনয়
  • নাটকের চরিত্রদের অঙ্গভঙ্গির ব্যবহার

নাটকের চরিত্রদের অঙ্গভঙ্গির ব্যবহার

13. “পরদা খুললে দেখা যায়…।”

  • মঞ্চ ফাঁকা
  • মঞ্চ অন্ধকার
  • মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
  • মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে

মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

14. “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…”-

  • স্বভাব নাটক
  • অভাব নাটক
  • বিভাব নাটক
  • ভাব নাটক

অভাব নাটক

15. বিভাব’ ‘নাটকের নাম ‘অভাব’ হওয়া উচিত, তার কারণ –

  • এই নাটকে অর্থের অভাব দেখানো হয়েছে
  • এই নাটকে চরিত্রের অভাব রয়েছে
  • এই নাটকের জন্ম অভাব থেকে
  • এই নাটকে অভিনয়ের উপকরণের অভাব আছে

এই নাটকের জন্ম অভাব থেকে

16. সঙ্গে থাকবার মধ্যে আছে।” _____________

  • কেবল নাটক করবার বোকামিটা
  • নাটক করবার বোকামিটা
  • কেবল নাটকের বোকামিটা
  • কেবল বোকামিটা

কেবল নাটক করবার বোকামিটা

17. রাজা রথারোহণম্ নাটয়তি’-এর অর্থ হল –

  • রাজা রথে আরোহণ করলেন
  • রাজা রথ থেকে নামলেন
  • রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
  • রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন

রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন

18. তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি”-উক্তিটি রাজা করেন –

  • দূতকে
  • মন্ত্রীকে
  • সেনাপতিকে
  • রানিকে

দূতকে

19. “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা: পড়লাম।”- সাহেবের নাম –

  • আইজেনস্টাইন
  • গেরাসিম লেবেদফ
  • আইনস্টাইন
  • জর্জ বার্নার্ড শ

আইজেনস্টাইন

20. রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-

  • আইজেনস্টাইন
  • আইনস্টাইন
  • আইজেকস্টাইন
  • রুশো

আইজেনস্টাইন

21. কাবুকি থিয়েটার কোন দেশের?

  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • জাপান
  • ভিয়েতনাম
  • রাশিয়া

জাপান

22. “এক ___________ অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন”-কে দুর্গ থেকে বেরিয়ে গেলেন?

  • পুলিশ
  • সেনাপতি
  • সৈন্য
  • নাইট

নাইট

23. তারপর ধরুন দু-জন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে- সে লড়াই__________।

  • সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
  • মিথ্যা তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
  • তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়
  • বাস্তব লড়াই

সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়

24. একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে____________।

  • মরে গেল
  • সত্যি সত্যি মরে গেল
  • কাল্পনিকভাবে মরে গেল
  • কাল্পনিক মরে গেল

কাল্পনিকভাবে মরে গেল

25. কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন –

  • ইসথেটিক মরা
  • খুব রোমান্টিক
  • অস্বাভাবিক মরা
  • অদ্ভুত মরা

ইসথেটিক মরা

26. বলতে পারো হাসাতে এলাম-বা ____________

  • কাঁদতে এলাম
  • হাসির খোরাক হতে এলাম
  • হাসির খোরাক জোগাড় করতে এলাম
  • ওপরের কোনোটিই নয়

হাসির খোরাক জোগাড় করতে এলাম

27. “তার নাকি দারুণ বক্স অফিস।”-কীসের?.

  • প্রেমের নাটকের
  • দুঃখের নাটকের
  • সামাজিক নাটকের
  • হাসির নাটকের

হাসির নাটকের

28. হ্যাঁ বল্লভভাই বলে গেছেন-“

  • বাঙালিরা আড্ডাবাজ
  • বাঙালিরা উদার
  • বাঙালিরা সংস্কৃতিমনস্ক
  • বাঙালিরা কাঁদুনে জাত

বাঙালিরা কাঁদুনে জাত

29. “আমি জানলাটা খুলে দিই, যা গরম!”-জানলাটির অবস্থান।

  • উত্তর দিকে
  • পশ্চিম দিকে
  • পূর্ব দিকে
  • দক্ষিণ দিকে

দক্ষিণ দিকে

30. – অমর এসে আবার নিজের চেয়ারে_____________

  • বসার ভঙ্গি করেন
  • বসে পড়ে
  • উঠে দাঁড়ায় 
  • ওপরের কোনোটিই নয়

বসার ভঙ্গি করেন

31. “ঠিক আছে ফেলে দিন না-আবার দেব-“কী ফেলে দিতে বলা হয়েছে?

  • খাবার
  • জল
  • সিগারেট
  • চা

সিগারেট

32. ওঃ দাতাকর্ণ যে।”-কথাটি কে বলেছিলেন?

  • বউদি অমরকে
  • অমর শম্ভুকে
  • শম্ভু অমরকে
  • বউদি শম্ভুকে

শম্ভু অমরকে

33. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ….”-সঠিক শব্দটি নির্বাচন করো।

  • নাটক
  • প্রেম
  • গান
  • বন্ধুত্ব

প্রেম

34. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” উক্তিটি করেছেন –

  • অমর
  • বউদি
  • শম্ভু
  • নাট্যকার

বউদি

35. “আচ্ছা, তাহলে আমাদের দরকার _______________ “

  • একজন নায়ক
  • একজন নায়িকা
  • একজন নায়ক এবং একজন নায়িকা
  • ওপরের কোনোটিই নয়

একজন নায়ক এবং একজন নায়িকা

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

36. “হ্যাঁ, হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।”-কী হওয়ার কথা বলা হয়েছে?

  • যুবক চরিত্র
  • নায়ক চরিত্র
  • সার্জেন্ট চরিত্র
  • খলনায়ক চরিত্র

নায়ক চরিত্র

37. বিভাব’ নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরছিল –

  • অফিস থেকে
  • কলেজ থেকে
  • বন্ধুর বাড়ি থেকে
  • গ্রাম থেকে

কলেজ থেকে

38. ‘লড সিন’-এ কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল?

  • বেহালা
  • গীটার
  • সেতার
  • হারমোনিয়াম

হারমোনিয়াম

39. মুক্ত ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল –

  • মালতী লতা দোলে
  • আমাদের জাতীয় সংগীত
  • আমি রূপে তোমায় ভোলাব না
  • আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

মালতী লতা দোলে

40. মালতীলতা দোলে’-গানটি যেভাবে গাওয়া হয়েছিল –

  • ফিল্মি কায়দায়
  • কীর্তনের আঙ্গিকে
  • শাস্ত্রীয় ভঙ্গিতে
  • ঠুংরির ধরনে

ফিল্মি কায়দায়

41. যাও যাও-এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি হল –

  • ‘ভালোবেসে সখী নিভৃত যতনে
  • ‘আলো আমার আলো’
  • ঐ মহামানব আসে’
  • ‘মালতী লতা দোলে’

‘মালতী লতা দোলে’

42. “আরে সবসময়ে কি aesthetic দিক দেখালেই চলে?”-কার উক্তি?

  • শম্ভু মিত্র
  • হারমোনিয়াম বাদক
  • তৃপ্তি মিত্র
  • প্রম্পটার

হারমোনিয়াম বাদক

43. ‘প্রগ্রেসিভ লভ সিন’ করার ভাবনা কার মাথায় এসেছিল?

  • অমরের
  • বউদির
  • শত্রুর
  • পরিচালকের

বউদির

44. এই “নায়ক আছে, নায়িকা তো আছেই।” এখন –

  • একজন ভিলেনের দরকার
  • একজন পুলিশের দরকার
  • একজন শত্রুর দরকার
  • ওপরের কোনোটিই নয়

একজন পুলিশের দরকার

45. “এই দেখো ফ্যাসাদ”-‘ফ্যাসাদ’টি হল –

  • ‘লভ সিন’-এ অভিনয়ের জন্য নায়িকার অভাব
  • ‘লভ সিন’ অভিনয় করতে গিয়ে শম্ভু পুলিশের ভয়ে পালাতে নারাজ
  • ‘লভ সিন’-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব
  • ‘লভ সিন’-এর অভিনয়ে অমর নায়ক হওয়ার গোঁ ধরে বসে আছে।

‘লভ সিন’-এ অভিনয়ের জন্য পুলিশের অভাব

46. “ওঃ তা হলে তুমি তো একেবারে সার্জেন্ট হয়ে যাবে।” – সার্জেন্ট হওয়ার যোগ্যতা হল-

  • ৩২ ইঞ্চি বুক হতে হবে
  • ৩২ ইঞ্চির বেশি বুক হতে হবে
  • উচ্চতা হতে হবে দু-ফুট
  • ভুঁড়ি থাকা চলবে না

৩২ ইঞ্চি বুক হতে হবে

47. ‘বিভাব’ নাটকে কোন্ রাস্তার উল্লেখ আছে?

  • ছকু খানসামা লেন
  • মণি সমাদ্দার লেন
  • বুদ্ধু ওস্তাগর লেন
  • ফণী সমাদ্দার লেন

মণি সমাদ্দার লেন

48. “আর তার নীচের দিয়েই তো একটা রাস্তা আছে?”-রাস্তাটির নাম হল-

  • অজিত সিং সরণি
  • মানস সমাদ্দার লেন
  • মণি সমাদ্দার লেন
  • সুশান্ত সরণি

মণি সমাদ্দার লেন

49. ‘underground political leader’ কথাটির অর্থ হল –  

  • যে-সমস্ত রাজনৈতিক নেতা মাটি খনন করেন
  • আত্মগোপনকারী নকশাল নেতা
  • যারা মাটির নীচে জনগণের ভয়ে লুকিয়ে থাকেন
  • যারা মাটি খননের কাজে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন

আত্মগোপনকারী নকশাল নেতা

50. “তোমাকে ধরবে না তো কাকে ধরবে?” ধরবার কারণ তিনি –

  • দাগী চোর
  • আত্মগোপনকারী
  • সমাজবিরোধী
  • দেশবিরোধী ব্যক্তি

আত্মগোপনকারী

51. বহুরূপী তখন লাটে উঠবে”, -‘বহুরূপী’ একটি –

  • বিদ্যালয়
  • নাট্যগোষ্ঠী
  • পাঠশালা
  • গ্রাম

নাট্যগোষ্ঠী

52. The Night is calling me”-সংলাপটি কার লেখা?

  • শেলি
  • বার্নার্ড শ
  • বায়রন
  • শেকসপিয়র

বার্নার্ড শ

53. “The Night is calling me-me-me”-কোন্ নাটকের উক্তি?

  • পিগম্যালিয়ন
  • আর্মস অ্যান্ড দ্য ম্যান
  • ম্যান অ্যান্ড সুপারম্যান
  • ক্যান্ডিডা

ক্যান্ডিডা

54. “তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি- (ফিল্মি ঢঙে) ‘আমি তো চললাম….”-বক্তা কে?

  • বৌদি
  • অমর
  • শম্ভু
  • সার্জেন্ট

শম্ভু

55. অমর তুলসী লাহিড়ির _____নাটক থেকে বলি (ফিল্মি ঢঙে) ‘আমি তো চললাম”-তুলসী লাহিড়ির কোন্ নাটকের উক্তি?

  • ছেঁড়া তার
  • নবান্ন
  • পথিক
  • এদের কোনোটিই নয়

পথিক

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

56. “চোট্টা হোঙ্গে জবুর-আরে-পাকড়ো!”-যার উদ্দেশে এ কথা বলা হয়েছিল তিনি হলেন-

  • অমর
  • বউদি
  • শম্ভু
  • একজন পুলিশ

শম্ভু

57. এতে আমার হাসি পেল না”-সংলাপটির বক্তা-

  • শম্ভু মিত্র
  • জনৈক দর্শক
  • অমর
  • বউদি

অমর

58. মা বুয়াৎ সত্যম্ অপ্রিয়ম্,”-কথাটির অর্থ হল –

  • অপ্রিয় সত্যকথা বোলো না
  • অপ্রিয় সত্যকথা সর্বদা বোলো না
  • অপ্রিয় সত্যকথা বলবে
  • অপ্রিয় হলেও সত্যি তো।

অপ্রিয় সত্যকথা বোলো না

59. “হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রোমোশান দেননি।”- কারণ –

  • সংস্কৃতে বারো পেয়েছিলাম
  • সংস্কৃতে ফেল করেছিলাম
  • সংস্কৃতে দশ পেয়েছিলাম
  • সংস্কৃতে তেরো পেয়েছিলাম

সংস্কৃতে তেরো পেয়েছিলাম

60. হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক’-কোথায় পাওয়া যাবে?

  • ঘরে
  • বাইরে
  • মাঠে
  • ঘাটে

বাইরে

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

61. “দেখছ, ইংরেজ কোম্পানি কিনা”-কোন কোম্পানির কথা বলা হয়েছে?

  • ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি
  • কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা
  • ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি

62. “হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়”-

  • অন্ন চাই, গৃহ চাই
  • চাল চাই, কাপড় চাই
  • ফ্যান চাই, ভাত চাই
  • এর কোনোটিই নয়

চাল চাই, কাপড় চাই

63. দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”-দুজনে কে কে?

  • শম্ভু ও বৌদি
  • অমর ও বৌদি
  • শম্ভু ও অমর
  • শম্ভু ও যুবক

শম্ভু ও অমর

64. চাল চাই, কাপড় চাই।”-নাটকে এই দাবি বা আবেদন কীসের ইঙ্গিত বহন করে?

  • রেশন দোকানে এবং বস্ত্রালয়ে খরিদ্দারের দাবি
  • গৃহস্থবাড়ির দরজায় দরিদ্র ভিক্ষুকের করুণ আবেদন
  • চালের আড়তে এবং কাপড়ের কারখানায় শ্রমিক বিক্ষোভ
  • দেশজোড়া দুর্ভিক্ষ

দেশজোড়া দুর্ভিক্ষ

65. আহত মেয়েটির পিঠে হাত দিয়ে”-কে হাত দেয়?

  • পুলিশ
  • অমর
  • সার্জেন্ট
  • শম্ভু

অমর

বিভাব -HS Bengali Bivab MCQ Mock Test|| দ্বাদশ শ্রেণি ক্লাস 12 বাংলা বিভাব নাটকের MCQ প্রশ্ন উত্তর || Bivab Natoker MCQ Question Answer || WB HS Bengali MCQ Question Answer

66. “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?”-সংলাপটি বলেছেন-

  • শম্ভু
  • শম্ভু ও অমর
  • বউদি
  • অমর

শম্ভু

67. অমরকে সম্পাদক কী ধরনের নাটক করার কথা বলেছিল ?

  • দুঃখের নাটক
  • হাসির নাটক
  • প্রেমের নাটক
  • লারেলাল্লা

হাসির নাটক

68. “সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে – ।”

  • দূত ঘোড়ায় চড়েই গেল এবং এল
  • দূত গাধায় চড়ে গেল এবং এল
  • দূত হাতিতে চড়ে গেল এবং এল
  • দূত উটে চড়েই গেল এবং এল

দূত ঘোড়ায় চড়েই গেল এবং এল

69. “এক পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে – ।”

  • রাজা রথারোহণম্‌
  • রাজা রথারোহণম্‌ নাটয়তি
  • রথারোহণম্‌ নাটয়তি
  • রাজা ও প্রজা রথারোহণম্‌ নাটয়তি

রাজা রথারোহণম্‌ নাটয়তি

70. ‘বিভাব’ নাটকে বৌদি হলেন –

  • শোভা সেন
  • তৃপ্তি মিত্র
  • চিত্রা সেন
  • শাঁওলি মিত্র  

তৃপ্তি মিত্র

প্রত্যেক প্রশ্নের মান 1 ধরে নিয়ে কে কটি সঠিক উত্তর দিতে পারলেন কমেন্টের মাধ্যমে জানান ।

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!