[PDF]মাধ্যমিক 2017 ইতিহাস প্রশ্ন || Madhyamik 2017 History Question Paper Download || মাধ্যমিক ২০১৭ ইতিহাস প্রশ্ন উত্তর || Madhyamik 2017 History Question Paper with Answer
[PDF]মাধ্যমিক 2017 ইতিহাস প্রশ্ন || Madhyamik 2017 History Question Paper Download || মাধ্যমিক ২০১৭ ইতিহাস প্রশ্ন উত্তর || Madhyamik 2017 History Question Paper with Answer
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১x২০=২০
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পোর্তুগিজরা
উত্তরঃ- (ক) ইংরেজরা।
১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন –
(ক) সত্তর বৎসর
(খ) জীবনস্মৃতি
(গ) এ নেশন ইন মেকিং
(ঘ) আনন্দমঠ
উত্তরঃ- (ক) সত্তর বৎসর।
১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ- (ক) উমেশচন্দ্র দত্ত।
১.৪ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে।
১.৫ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- (খ) কেশবচন্দ্র সেন
১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল হুল
(ঘ) মুণ্ডা বিদ্রোহ
উত্তরঃ- (খ) কোল বিদ্রোহ
১.৭ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
উত্তরঃ- (খ) তিনটি স্তরে
১.৮ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন –
(ক) সুভাষ চন্দ্র বসু
(খ) জওহরলাল নেহরু
(গ) বি. ডি. সাভারকার
(ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ- (গ) বি. ডি. সাভারকার
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
(ক) ভারত সভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
উত্তরঃ- (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর।
১.১১ ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিন্স
উত্তরঃ- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি।
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন –
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১.১৩ ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন –
(ক) মাদারি পাসি
(খ) ড. আম্বেদকর
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) বাবা রামচন্দ্র
উত্তরঃ- (ক) মাদারি পাসি।
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯২০ খ্রিস্টাব্দে।
১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
(ক) বোম্বাই-এ
(খ) পাঞ্জাবে
(গ) মাদ্রাজে
(ঘ) গুজরাটে
উত্তরঃ- (ঘ) গুজরাটে।
১.১৬ বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন হয়েছিল –
(ক) ১৯০৪ খ্রি.
(খ) ১৯০৫ খ্রি.
(গ) ১৯০৬ খ্রি.
(গ) ১৯১১ খ্রি.
উত্তরঃ- (খ) ১৯০৫ খ্রি.।
১.১৭ মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে –
(ক) তমলুক
(খ) সুতাহাটা
(গ) বরিশাল
(ঘ) পুরুলিয়া
উত্তরঃ- (ক) তমলুক।
১.১৮ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) কল্পনা দত্ত
(খ) লীলা নাগ (রায়)
(গ) বাসন্তী দেবী
(ঘ) বীণা দাস
উত্তরঃ- (খ) লীলা নাগ (রায়)।
১.১৯ ভারতের ‘লৌহমানব’ বলা হয় –
(ক) মহাত্মা গান্ধী
(খ) সর্দার বল্লভভাই প্যাটেল
(গ) মহম্মদ আলি জিন্নাহ
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ- (খ) সর্দার বল্লভভাই প্যাটেল।
১.২০ ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন –
(ক) জওহরলাল নেহরু
(খ) ভি. পি. মেনন
(গ) খুশবন্ত সিং
(ঘ) সলমন রুশদি
উত্তরঃ- (গ) খুশবন্ত সিং।
[PDF]মাধ্যমিক 2017 ইতিহাস প্রশ্ন || Madhyamik 2017 History Question Paper Download || মাধ্যমিক ২০১৭ ইতিহাস প্রশ্ন উত্তর || Madhyamik 2017 History Question Paper with Answer
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)
বিভাগ – খ
২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ১x১৬=১৬
উপবিভাগ: ২.১
২.১ একটি বাক্যে উত্তর দাও: ১x৪=৪
২.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
২.১.৩ বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?
২.১.৪ ‘উলগুলান’ বলতে কী বোঝায় ?
উপবিভাগ: ২.২
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো: ১x৪=৪
২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
২.২.২ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
২.২.৩ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
২.২.৪ গান্ধিজি ও ড. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।
উপবিভাগ: ২.৩
২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: ১x৪=৪
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ অরবিন্দ ঘোষ | (১) আজাদ হিন্দ ফৌজ |
২.৩.২ তারকনাথ পালিত | (২) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ |
২.৩.৩ নবগোপাল মিত্র | (৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট |
২.৩.৪ রশিদ আলি | (৪) হিন্দুমেলা |
উপবিভাগ: ২.৪
২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: ১x৪=৪
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.৩ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট
উপবিভাগ: ২.৫
২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১x৪=৪
২.৫.১ বিবৃতি : ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা
১: এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
২: এটি ছিল একটি কৃষক আন্দোলন।
৩: এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।
২.৫.২ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা
১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
২.৫.৩ বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী
আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
ব্যাখ্যা
১: বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।
২: তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।
৩: তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।
২.৫.৪ বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা
১: কারণ তারা গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
২: কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
৩: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
[PDF]মাধ্যমিক 2017 ইতিহাস প্রশ্ন || Madhyamik 2017 History Question Paper Download || মাধ্যমিক ২০১৭ ইতিহাস প্রশ্ন উত্তর || Madhyamik 2017 History Question Paper with Answer
বিভাগ-গ
৩. দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি): ২x১১=২২
৩.১ সামাজিক ইতিহাস কী?
৩.২ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
৩.৩ বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
৩.৪. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?
৩.৫ ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
৩.৬ নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।
৩.৭ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন?
৩.৮ ‘আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
৩.৯ উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল?
৩.১০ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১১ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১২ ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১৩ রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?
৩.১৪ দলিত কাদের বলা হয়?
৩.১৫ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?
৩.১৬ ১৯৫০ সালে কেন নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষর হয়েছিল?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)
বিভাগ – ঘ
৪. সাত-আটটি বাক্যে যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও) ৪x৬=২৪
উপবিভাগ: ঘ.১
৪.১ নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো।
৪.২ স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ: ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬ কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের’ কী ভূমিকা ছিল?
উপবিভাগ: ঘ.৪
৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।
৪.৮ স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)
বিভাগ – ঙ
৫. পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৮x১=৮
৫.১. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৫.২ সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো।
৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
Click Here to Download this PDF