[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর|Madhyamik 2019 Geography Question with Answer Download

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ — ‘ক’

১।  বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :  ১ x ১৪ = ১৪ 

 ১.১  যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—

(ক) আরোহণ প্রক্রিয়া (উত্তর)    

(খ) অবরোহণ প্রক্রিয়া    

(গ) আবহবিকার প্রক্রিয়া    

(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া

 ১.২  পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে—

(ক) নুনাটাক     

(খ) ক্রেভাস (উত্তর)     

(গ) অ্যারেট    

(ঘ) সার্ক

 ১.৩  বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে—

(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে (উত্তর)    

(খ) মৌসুমি জলবায়ু অঞ্চলে   

(গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে   

(ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে

 ১.৪  ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে—

(ক) চিনুক     

(খ) সিরোক্কো     

(গ) মিস্ট্রাল (উত্তর)     

(ঘ) বোরা

১.৫  উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে—

(ক) হিমপ্রাচীর (উত্তর)  

(খ) হিমশৈল    

(গ) হিমানী সম্প্রপাত    

(ঘ) হিমগুল্ম

১.৬  পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে—

(ক) সিজিগি     

(খ) পেরিজি     

(গ) অ্যাপোজি    

(ঘ) অপসূর

 ১.৭  মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়—

(ক) আমাশয়    

(খ) হাঁপানি    

(গ) ফুসফুসের ক্যান্সার   

(ঘ) দৃষ্টিহীনতা

 ১.৮  ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল—

(ক) ভাষা    

(খ) ভূপ্রকৃতিগত সাদৃশ্য   

(গ) খাদ্যের সাদৃশ্য   

(ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

 ১.৯  গঙ্গা নদীর উৎস হল—

(ক) যমুনোত্রী হিমবাহ   

(খ) জেমু হিমবাহ    

(গ) সিয়াচেন হিমবাহ    

(ঘ) গঙ্গোত্রী হিমবাহ

 ১.১০  ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল—

(ক) ভাকরা-নাঙ্গাল  

(খ) দামোদর 

(গ) রিহান্দ    

(ঘ) হিরাকুঁদ

 ১.১১  ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল—

(ক) পশ্চিমবঙ্গ     

(খ) উত্তরপ্রদেশ     

(গ) পাঞ্জাব    

(ঘ) অন্ধ্রপ্রদেশ

 ১.১২  লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল—

 (ক) আকরিক লৌহ    

 (খ) কয়লা    

(গ) ম্যাঙ্গানিজ     

(ঘ) সবগুলিই প্রযোজ্য

 ১.১৩  ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল—

(ক) ৫৫টি     

(খ) ৫৩টি     

(গ) ৫১টি     

(ঘ) ৪৯টি 

 ১.১৪  মিলিয়ন শীট ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার—

(ক) ১৫’ x ১৫’     

(খ) ৩০’ x ৩০’     

(গ) ১° x ১°     

(ঘ) ৪° x ৪°

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ – ‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো ( যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):  ১ x ৬ = ৬ 

 ২.১.১  অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে ।     

উঃ — ‘শু’

 ২.১.২  অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ।               

উঃ — ‘শু’

 ২.১.৩  নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা সর্বাধিক থাকে ।               

উঃ — ‘অ’

  ২.১.৪  ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ ।                        

উঃ — ‘অ’

২.১.৫  গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে ।             

উঃ — ‘শু’

২.১.৬  বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর ।                    

উঃ — ‘অ’

২.১.৭  উপগ্রহ চিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় ।   

উঃ — ‘অ’

২.২  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১ x ৬ = ৬

২.২.১  নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ____ বলে ।      

উঃ  ‘মন্থকূপ’

২.২.২  শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ____ ।  

উঃ  ‘ধোঁয়াশা

২.২.৩  ___ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় ।    

উঃ  ‘ল্যাব্রাডর’

২.২.৪  বর্জ্য কাগজ একটি _____ ধরনের বর্জ্য ।   

উঃ  ‘জৈবভঙ্গুর’

২.২.৫  ক্রান্তীয় পূবালী জেট বায়ু ____ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ।  

উঃ  ‘দঃপঃ মৌসুমি’

২.২.৬  ভারতের মূলভূখণ্ডের দক্ষিণতম অংশ ____ ।      

উঃ  ‘কন্যাকুমারিকা অন্তরীপ’

২.২.৭  ___ ভারতের সর্বাধিক জনবহুল শহর ।        

উঃ  ‘মুম্বাই’

  ২.৩  একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি):        ১ x ৬ = ৬ 

২.৩.১  নাতিশীতোষ্ণমণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ?     

উঃ — নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত / সীমান্ত বৃষ্টি ।

২.৩.২  সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে ?    

উঃ — লোহাচড়া

২.৩.৩  ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?     

উঃ — জেরোফাইট

২.৩.৪  মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় ?       

উঃ— শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি

 ২.৩.৫  গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় ?     

উঃ — নিম্নপ্রবাহে  

২.৩.৬  ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখ ।     

উঃ —  চিনাবাদাম

২.৩.৭  ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ?    

উঃ — তামিলনাড়ু

 ২.৩.৮  ‘ভারতের জরিপ সংস্থা’র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?  

উঃ — দেরাদুন

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখ :       ১ x ৪ = ৪ 

বাম দিকডান দিক
 ২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য (১) গুড়গাঁও
 ২.৪.২ ইক্ষু গবেষণাগার (২) জম্মু ও কাশ্মীর
 ২.৪.৩ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র (৩)স্ট্র্যটোস্ফিয়ার
 ২.৪.৪  কারেওয়া (৪) লক্ষ্ণৌ

উত্তরঃ

     বামদিকডানদিক
২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য  (৩) স্ট্র্যটোস্ফিয়ার
২.৪.২ ইক্ষু গবেষণাগার(৪) লক্ষ্ণৌ
২.৪.৩ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র(১) গুড়্গাঁও
২.৪.৪ কারেওয়া(২) জম্মু ও কাশ্মীর

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

                        বিভাগ – ‘গ’

৩।  নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :      ২ x ৬ = ১২ 

৩.১  নগ্নীভবন কাকে বলে ?  

অথবা,  বৈপরীত্য উষ্ণতা কাকে বলে ?

৩.২  আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল (ITCZ) কাকে বলে ? 

অথবা,  সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও ।

৩.৩  বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও । 

অথবা,  তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝ ?

৩.৪  মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ?  

অথবা,  ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো ।

৩.৫  মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো ? 

অথবা,  ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো ।

৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও । 

অথবা,  ভগ্নাংশসূচক স্কেলের (R.F.) ব্যবহার উল্লেখ করো ।

বিভাগ – ‘ঘ’

৪।  সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :  ৩ x ৪ = ১২

  ৪.১  অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো । 

অথবা,  উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো ।

  ৪.২  পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো ।

অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে-কোন তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ।

  ৪.৩  ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো ।

অথবা, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো ।

  ৪.৪  উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো ।

অথবা, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো ।

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

বিভাগ – ‘ঙ’

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫।  ৫.১  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৫.১.১  নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ।

 ৫.১.২  নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।

 ৫.১.৩  শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো ।

 ৫.১.৪  জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।

৫.২  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:  ৫ x ২ = ১০ 

৫.২.১  উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো ।

৫.২.২  ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ৫.২.৩  গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো ।

৫.২.৪  ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

                         বিভাগ – ‘চ’

৬।  প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:  ১ x ১০ = ১০

৬.১  বিন্ধ্য পর্বত

৬.২  লোকটাক হ্রদ

৬.৩  মহানদী নদী

৬.৪  একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

৬.৫  একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল

৬.৬  একটি মরু মৃত্তিকা অঞ্চল

৬.৭  উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল

৬.৮  পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনীয়ারিং শিল্পকেন্দ্র

৬.৯  বিশাখাপত্তনম বন্দর

৬.১০ পশ্চিম উপকূলর একটি মহানগর ।

[PDF]মাধ্যমিক 2019 ভূগোল প্রশ্ন উত্তর || Madhyamik 2019 Geography Question with Answer Download || মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড

অথবা

(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

৬।  যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :১ x ১০ = ১০

৬.১  দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী  ।

৬.২  ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদ কোনটি ?

৬.৩  পাঞ্জাব সমভূমিতে প্রবাহিত সিন্দুর একটি উপনদীর নাম লেখো ।

৬.৪  ভারতে কোন মাসে কালবৈশাখী দেখা যায় ?

৬.৫  ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো ।

 ৬.৬  ভারতের লবণাক্ত মৃত্তিকা কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় ?

৬.৭  ভারতে উৎপাদিত একটি বাগিচা ফসলের নাম লেখো ।

৬.৮  ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত ?

৬.৯  ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম লেখো ।

৬.১০  পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী  ?

৬.১১  মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে ?

৬.১২  বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়ঝঞ্ঝা দেখা যায় ?

৬.১৩  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

৬.১৪  পশ্চিমবঙ্গের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো ।

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

বিভাগ – ‘ছ’

(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

৭।  ৭.১  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৩ = ৬

৭.১.১  ধারণ অববাহিকা কাকে বলে ?

৭.১.২  অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো ?

৭.১.৩  বান ডাকা কাকে বলে ?

৭.১.৪  বিষাক্ত বর্জ্য কী ?

৭.২  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৪ = ৪

৭.২.১  ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কোন খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

৭.২.২  থর মরুভূমির চলমান বালিয়াড়ির নাম কী ?

৭.২.৩  ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ?

৭.২.৪  আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী ?

৭.২.৫  ভারতের একটি অনুসারী শিল্পের নাম লেখো ।

Click Here to Download This PDF

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!