[PDF]Madhyamik 2020 Bengali Question Paper Download || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্র ডাউনলোড পিডিএফ || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2020 Bengali Question Answer
[PDF]Madhyamik 2020 Bengali Question Paper Download || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্র ডাউনলোড পিডিএফ || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2020 Bengali Question Answer
মাধ্যমিক ২০২০
বিষয়– বাংলা
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
পূর্ণমান – ৯০
১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ (সঠিক উত্তরগুলি মোটা হরফে রয়েছে। ১৭x১=১৭
১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন-
(ক) জগদীশবাবুর বাড়ি
(খ) চকের বাসস্ট্যান
গ) দয়ালবাবুর লিচুবাগানে (উত্তর)
ঘ) চায়ের দোকানে
১.২ নদেরচাঁদের বয়স-
(ক) পঁচিশ বছর
(খ) ত্রিশ বছর(উত্তর)
(গ) পঁয়ত্রিশ বছর
(ঘ) চল্লিশ বছর
১.৩ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো ?
(ক) বছর পাঁচেকের
(খ) বছর আষ্টেকের (উত্তর)
(গ) বছর দশেকের
(ঘ) বছর বরোর
১.৪ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’-এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে ?
(ক) প্রথম সর্গ(উত্তর)
(খ) তৃতীয় সর্গ
(গ) নবম সর্গ
(ঘ) পঞ্চম সর্গ
১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” কারা স্বপ্ন দেখতে পারল না?
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত হলুদ দেবতারা(উত্তর)
[PDF]Madhyamik 2020 Bengali Question Paper Download || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্র ডাউনলোড পিডিএফ || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2020 Bengali Question Answer
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
১.৬ “গান বাঁধবে সহস্র উপায়ে- কে গান বাঁধবে ?
(ক) চিল
(খ) কোকিল(উত্তর)
(গ) শকুন
(ঘ) ময়ূর
১.৭ পালকের কলমের ইংরেজি নাম হল-
(ক) স্টাইলাস
(খ) ফাউন্টেন পেন
(গ) কুইল (উত্তর)
(ঘ) রিজার্ভার পেন
১.৮ কানে কলম খুঁজে দুনিয়া খোজেন-
(ক) প্রাবন্ধিক
(খ) দার্শনিক (উত্তর)
(গ) গল্পকার
(ঘ) নাট্যকার
১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি
(ক) রবীন্দ্রনাথের
(খ) বকিমচন্দ্রের
(গ) কালিদাসের (উত্তর)
(ঘ) বিদ্যাসাগরের
১.১০ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?
(ক) জন্য (উত্তর)
(খ) খানা
(গ) টি
(ঘ) গাছা
১.১১ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে-
(ক) পূর্ব পদের
(খ) উভয় পদের (উত্তর)
(গ) পর পদের
(ঘ) অন্য পদের
১.১২ ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্ম কারক (উত্তর)
(খ) করণ কারক
(গ) কর্তৃ কারক
(ঘ) অপাদান কারক
১.১৩ ‘ফেলাইলা কনক–বলয় দূরে’ – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয় (উত্তর)
১.১৪ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ – এটি কী ধরনের বাক্য ?
(ক) অনুজ্ঞাসূচক বাক্য (উত্তর)
(খ) নির্দেশক বাক্য
(গ) বিস্ময়সূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য
১.১৫ ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি’ – এটি কোন্ শ্রেণির বাক্য ?
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য(উত্তর)
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১.১৬ ‘জগদীশবাবু সিড়ি ধরে নেমে যান’ – বাক্যটির ভাববাচ্যের রূপ হল-
(ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়
(খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় (উত্তর)
(গ) জগদীশবাবু সিড়ি ধরে নামেন
(ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন
১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’- এটি কোন বাচ্যের উদাহরণ
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য(উত্তর)
(ঘ) কর্মকর্তৃবাচ্য
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ x ১৯ = ১৯
২.১ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ১ X ৪= ৪
২.১.১ “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের”- নদেরচাঁদের কেন ভয় করতে লাগল ?
২.১.২ “অমৃত ফতোয়া জারি করে দিল,”- অমৃত কী ‘ফতোয়া’ জারি করেছিল ?
২.১.৩ “বুড়ো মানুষের কথাটা শুনো” – বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে?
২.১.৪ “আপনি কি ভগবানের চেয়েও বড়ো ?”- বক্তা একথা কাকে বলেছিলেন ?
২.১.৫ “আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের?
[PDF]Madhyamik 2020 Bengali Question Paper Download || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্র ডাউনলোড পিডিএফ || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2020 Bengali Question Answer
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৪× ১ = ৪
২.২.১ “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” – ওরা কারা ?
২.২.২“হায়, বিধি বাম মম প্রতি।” বক্তার এমন মন্তব্যের কারণ কী?
২.২.৩ “তোমায় নিয়ে বেড়াবে গান”- গান কোথায় বেড়াবে?
২.২.৪ “ধ্বংস দেখে ভয় কেন তোর ?”- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
২.২.৫ ‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – “মাঞ্জস’ শব্দের অর্থ কী?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ৩x১=৩
২.৩.১“তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।”- কী নিয়ে লেখকদের ‘প্রথম লেখালেখি’ ?
২.৩.২ “লাঠি তোমার দিন ফুরাইয়াছে।”- কথাটি কে বলেছিলেন?
২.৩.৩ “এতে রচনা উৎকট হয়।”- ‘রচনা উৎকট’ হয় কীসে ?
২.৩.৪ প্রয়োজনমত বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন ?
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ ৮x১=৮
২.৪১ তির্যক বিভক্তি কাকে বলে?
২.৪.২ সম্বন্ধপদ কারক নয় কেন?
২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৪ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
২.৪.৫ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো:-
“পৃথিবী হয়তো বেঁচে আছে।”
২.৪.৬ উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো- “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।“
২.৪.৭ সূর্য পশ্চিমদিকে উদিত হয়- বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?
২.৪.৮ ‘বহুরূপী’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
২.৪.৯ ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।‘ জটিল বাক্যে পরিবর্তন করো।
২.৪.১০‘নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাওঃ ৩+৩= ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ৩.১.১ “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়? ১+২
৩.১.২ “সে ভয়ানক দুর্লভ জিনিস।”- কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? ১+২
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ১X৩
৩.২.১ “এসো যুগান্তের কবি,”– ‘যুগান্তের কবি’ কে কেন আহ্বান করা হয়েছে?
৩.২.২ “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।”- ‘সে’ কে? ‘আমি আর কখনো ফিরে আসব না’ বলার কারণ কী? ১+২
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫
৪.১ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে ? ২+৩
৪.২ “তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল”— কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কী? ১+৪
[PDF]Madhyamik 2020 Bengali Question Paper Download || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্র ডাউনলোড পিডিএফ || মাধ্যমিক 2020 বাংলা প্রশ্ন উত্তর || Madhyamik 2020 Bengali Question Answer
৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫
৫.১ “অভিষেক করিলা কুমারে।”– ‘কুমার’ কে ? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো।
৫.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি”- কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ৫
৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫
৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ? ৫
৬.২ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ১+৪
৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪
৭.১ “এইবার হয় তাে শেষ যুদ্ধ !”– কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন? ১+৩
৭.২ “দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।”- বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? ১+৩
৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২=১০
৮.১ “ফাইট কোনি, ফাইট”- সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ।
৮.২ “ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?”- বক্তা কে?উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন? ১+৪
৮.৩ “খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি।”- বক্তা কে ? তার ডায়েটিং-এর পরিচয় দাও। ১+৪
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করোঃ ৪
Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫
১০.১ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করোঃ ১০
১১.১ বিজ্ঞানের ভালো মন্দ
১১.২ একটি ভ্রমণের অভিজ্ঞতা
১১.৩ আমাদের পরিবেশঃ সমস্যা অ প্রতিকার
১১.৪ খেলাধুলা ও ছাত্রসমাজ
Click Here to Download This PDF