Nije Kori 12.1 Class 6|তিনটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু – Anushilan.Com -এর তরফ থেকে West Bengal Board -এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিতপ্রভা ক্লাস VI বইয়ের নিজে করি 12.1 এর সমাধান এখানে দেওয়া হল । এখানে তোমরা শিখতে পারবে তিনটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু নির্ণয়ের পদ্ধতি এবং ল.সা.গু ও গ.সা.গু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক । WBBSE Class 6 -এর গণিতপ্রভা বইয়ের নিজে করি 12.1 এর এই অঙ্কগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ । অঙ্কগুলো খুব সহজভাবে ছাত্রছাত্রীদের জন্য করে দেওয়া হল যাতে তারা খুব সহজেই অঙ্ক গুলো বুঝতে পারে । কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাও ।
Nije Kori 12.1 Class 6|তিনটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু
1. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি ।
সমাধানঃ
564 -3 =561
630-3 =627
যেহেতু বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে সুতরাং সেই বৃহত্তম সংখ্যা দিয়ে 561 ও 627 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবেনা । বৃহত্তম সংখ্যাটি হল 561 ও 627 এর গ.সা.গু ।
∴ 561 ও 627 এর গ.সা.গু = 33
উত্তরঃ বৃহত্তম সংখ্যা 33 দ্বারা 564 ও 630 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে ।
2. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78 , 182 ও 195 –কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না হিসাব করি ।
সমাধানঃ 78 , 182 ও 195 এই সংখ্যাগুলিকে এদের গ.সা.গু দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ।
∴ 78 , 182 ও 195 এর গ.সা.গু. = 13
উত্তরঃ 13 দ্বারা 78 , 182 ও 195 –কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ।
Nije Kori 12.1 Class 6|তিনটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু
3. মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনল । তার দাদা ওই একইরকমের আরও কয়েকটি খাতা কিনল 57 টাকা 50 পয়সায় । প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলো খাতা কেনা হয়েছিল হিসাব করি ।
সমাধানঃ মিলির কেনা খাতার মোট দাম 80 টাকা 50 পয়সা ={(80×100)+50}পয়সা = 8050 পয়সা ।
মিলির দাদার কেনা খাতার মোট দাম 57 টাকা 50 পয়সা = {(57×100)+50}পয়সা = 5750 পয়সা ।
প্রত্যকে খাতার সবচেয়ে বেশি দাম হবে 8050 পয়সা এবং 5750 পয়সার গ.সা.গু ।
∴ নির্ণেয় গ.সা.গু = 1150 পয়সা = 11 টাকা 50 পয়সা
অর্থাৎ একটি খাতার সর্বাধিক দাম হবে 11 টাকা 50 পয়সা ।
এখন মিলি ও তার দাদার কেনা খাতার মোট দাম = (8050 + 5750 ) পয়সা = 13800 পয়সা ।
সুতরাং মোট খাতার সংখ্যা = 13800 ÷ 1150 = 12 টি ।
উত্তরঃ একটি খাতার সর্বাধিক দাম 11 টাকা 50 পয়সা । এবং মোট খাতা কেনা হয়েছিল 12 টি ।
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করুন ।