উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট || Plant Hormone MCQ Mock Test – West Bengal Board -এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট। এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস X-এর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার উদ্ভিদ হরমোন MCQ প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস টেনের জীবন বিজ্ঞানের হরমোন অধ্যায়ের বাছাই করা ৩৫ টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% । জীবন বিজ্ঞান কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS , নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো।
উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট || Plant Hormone MCQ Mock Test
১.হরমোন হল একপ্রকার –
- উৎসেচক
- রাসায়নিক সমন্বায়ক
- ভৌত সমন্বায়ক
- গ্রাহক
রাসায়নিক সমন্বায়ক
২. প্রথম আবিস্কৃত উদ্ভিদ হরমোন হল-
- জিব্বেরেলিন
- অক্সিন
- সাইটকাইনিন
- ABA
অক্সিন
৩. ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় যে হরমোনটি , সেটি হল –
- GA
- IAA ( ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড)
- সাইটকাইনিন
- ফ্লোরিজেন
IAA ( ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড)
৪. অগ্রমুকুলের বৃদ্ধি তরান্বিত করে –
- IAA
- ABA
- ইথিলিন
- ফ্লোরিজেন হরমোন
IAA
৫. একটি প্রকল্পিত হরমোনের নাম –
- সাইটোকাইনিন
- জিয়াটিন
- ডরমিন
- ইথিলিন
ডরমিন
৬. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন হরমোনের কাজ ?
- অক্সিন
- সাইটোকাইনিন
- ইথিলিন
- জিব্বেরেলিন
জিব্বেরেলিন
৭. একটি কৃত্রিম হরমোন হল-
- ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
- ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
- জিব্বেরেলিক অ্যাসিড
- জিয়াটিন
ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
৮. গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পর্যন্ত পাতাকে সতেজ বা সবুজ রাখার জন্য অর্থাৎ জরা প্রতিরোধে সাহায্য করে কোন হরমোন ?
- অক্সিন
- সাইটোকাইনিন
- জিব্বেরেলিন
- ABA
সাইটোকাইনিন
৯. নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোন হল-
- ভারনালিন
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
জিব্বেরেলিন
১০. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হল-
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- ইথিলিন
অক্সিন
১১. কোন হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয় ?
- সাইটোকাইনিন
- অক্সিন
- জিব্বেরেলিন
- ইথিলিন
অক্সিন
১২. কোন জোড়াটি সঠিক নয় ?
- অ্যাবসাইসিক অ্যাসিড – পত্ররন্ধ্রের বন্ধ হওয়া
- সাইটোকাইনিন – কোশ বিভাজন
- জিব্বেরেলিন – পত্রমোচন রোধ
- অক্সিন – অগ্রস্থ প্রকটতা
জিব্বেরেলিন – পত্রমোচন রোধ
১৩. অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত –
- C10H9O2Mg
- C12H10O
- C10H10O2N
- C10H9O2N
C10H9O2N
১৪. উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখাপ্রশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হল –
- অ্যাবসাইসিক অ্যাসিড
- জিব্বেরেলিন
- অক্সিন
- সাইটোকাইনিন
সাইটোকাইনিন
১৫. কোনটির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় ?
- জিব্বেরেলিন
- অক্সিন
- ইথিলিন
- ABA
অক্সিন
১৬. একটি গ্যাসীয় হরমোন হল-
- অক্সিন
- IPA
- ডরমিন
- ইথিলিন
ইথিলিন
১৭. জিব্বেরেলিন হল-
- পিউরিন গোষ্ঠীভুক্ত
- ইনডোল গোষ্ঠীভুক্ত
- পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
- টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
১৮. ফ্লোরিজেন হল একপ্রকার –
- উদ্ভিদ হরমোন
- প্রাণী হরমোন
- উৎসেচক
- ভিটামিন
উদ্ভিদ হরমোন
১৯. অক্সিন আবিস্কার করেন –
- ওয়েন্ট
- জগদীশ চন্দ্র বসু
- প্যাভ্লভ
- সোয়ান
ওয়েন্ট
২০. জিব্বেরেলিন প্রথম পৃথককরণ ও নামকরণ করেন –
- এইচি কুরোসাওয়া
- তেইজিরো ইয়াবুটা
- কাওয়াসাকি
- বেলিস ও স্টারলিং
তেইজিরো ইয়াবুটা
উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট || Plant Hormone MCQ Mock Test
২১. জিব্বেরেলিন আবিস্কার করেন –
- এইচি কুরোসাওয়া
- তেইজিরো ইয়াবুটা
- রোনাল্ড রস
- কোনোটিই নয়
এইচি কুরোসাওয়া
২২. পত্রমোচন বিলম্বিত করে –
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- ফ্লোরিজেন
সাইটোকাইনিন
২৩. নাইট্রোজেনযুক্ত জৈব-ক্ষার প্রকৃতির হরমোন হল-
- অক্সিন
- সাইটোকাইনিন
- ভ্যাসোপ্রোসিন
- থাইরক্সিন
সাইটোকাইনিন
২৪. শাখা কলম সৃষ্টিতে সাহয্য করে-
- কৃত্রিম GA
- কৃত্রিম সাইটোকাইনিন
- কৃত্রিম অক্সিন
- ইথিলিন
কৃত্রিম অক্সিন
২৫. প্রধান সাইটোকাইনটি হল-
- জিয়াটিন ও কাইনেটিন
- 2, 4-D
- GA3 ও GA7
- কোনোটিই নয়
জিয়াটিন ও কাইনেটিন
২৬. বীজের দ্রুত অঙ্কুরোদগম ঘটায় –
- ফ্লোরিজেন
- ইথিলিন
- অ্যাবসিসিক অ্যাসিড
- জিব্বেরেলিন
জিব্বেরেলিন
২৭. ডাবের জল , ভুট্টা , গমের সস্যে যে ফাইটহরমোনটি পাওয়া যায় , সেটি হল-
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- IBA
সাইটোকাইনিন
২৮. কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী হরমোন হল-
- কৃত্রিম অক্সিন
- অক্সিন
- ইথিলিন
- জিব্বেরেলিন
কৃত্রিম অক্সিন
২৯. নাইট্রোজেনযুক্ত জৈব –অম্ল প্রকৃতির হরমোন হল-
- অক্সিন
- অ্যালডোস্টেরন
- অক্সিটোসিন
- ভ্যাসোপ্রোসিন
অক্সিন
৩০. নিষেক ছাড়া বীজহীন ফ উৎপাদনকে বলা হয় –
- পারথেনোজেনেসিস
- পারথেনোকার্পি
- অ্যাপোগ্যামি
- অ্যাপোস্পোরি
পারথেনোকার্পি
৩১. কোন হরমোন ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে সাহায্য করে ?
- অক্সিন
- ইথিলিন
- সাইটোকাইনিন
- ফ্লোরিজেন
অক্সিন
৩২. ভুট্টার সস্যে প্রাপ্ত হরমোন হল –
- অক্সিন
- জিব্বেরেলিন
- সাইটোকাইনিন
- ফ্লোরিজেন
সাইটোকাইনিন
উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট || Plant Hormone MCQ Mock Test
৩৩. __________ হরমোনের প্রভাবে উদ্ভিদের কান্ডের পর্বমধ্যের বৃদ্ধি ঘটে ।
- জিব্বেরেলিন
- অক্সিন
- সাইটোকাইনিন
- ইথলিন
জিব্বেরেলিন
উদ্ভিদ হরমোন MCQ মক টেস্ট || Plant Hormone MCQ Mock Test
৩৪. _________ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে ।
- সাইটোকাইনিন
- অক্সিন
- জিব্বেরেলিন
- ফ্লোরিজেন
ফ্লোরিজেন
৩৫. বীজপত্রে ও পরিপক্ক বীজে কোন্ হরমোন পাওয়া যায় ?
- জিব্বেরেলিন
- অক্সিন
- সাইটোকাইনিন
- ইথিলিন
জিব্বেরেলিন