Koshe dekhi 7.3 Class 10|Koshe dekhi 7.3 Class10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|মাধ্যামিক গণিত প্রকাশ সমাধান|WBBSE Madhyamik Class 10(Ten)(X) Math Solution Of Chapter 7| Ganit Prakash Class 10 Solution Of Chapter 7|কষে দেখি ৭.৩ ক্লাস ১০(টেন) সমাধান
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন |
মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন |
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
1.ABC ত্রিভুজের B কোনটি সমকোণ । যদি AC – কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা AB কে D বিন্দুতে ছেদ করে , তবে নীচের তথ্য গুলির মধ্যে কোনটি সঠিক লিখি –
(i) AB>AD
(ii) AB=AD
(iii) AB<AD
সমাধানঃ আমরা জানি , অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এবং এক্ষেত্রে AC বাহুর ওপর বিপরীত কৌনিক বিন্দু B এবং B সমকোণ
বৃত্তটি AB কে D বিন্দুতে ছেদ করলে D সমকোণ হবে । একই সরলরেখার ওপর পৃথক দুটি বিন্দু থেকে কোণ সমান হতে পারে না ।
∴ B ও D একই বিন্দুতে অবস্থিত ।
অর্থাৎ , AB =AD
(ii) AB=AD (সত্য )
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
2. প্রমান করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে- কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখন্ডিত করে ।
ধরি , ∆ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB =AC , AB বাহুকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC কে D বিন্দুতে ছেদ করেছে ।
প্রমান করতে হবে যে , বৃত্তটি ∆ABC ত্রিভুজের অসমান বাহু অর্থাৎ BC কে সমদ্বিখন্ডিত করে ।
অঙ্কনঃ AD যুক্ত করা হল ।
প্রমানঃ AB বৃত্তের ব্যাস
∴ ∠ADB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ADB = 90°
∴ AD ⊥ BC
এখন , ∆ABD ও ∆ACD এর মধ্যে ,
AB =AC [ প্রদত্ত ]
∠ADB=∠ADC [ উভয়ই 90°]
AD সাধারণ বাহু
∴ ∆ABD ≅ ∆ACD
∴ BD=DC
∴ D, BC এর মধ্যবিন্দু
∴ বৃত্তটি সমদ্বিবাহু ত্রিভুজটির অসমান বাহুটিকে সমদ্বিখন্ডিত করে ।
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
3. সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে । PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে , প্রমান করি যে A ,Q ও B বিন্দুত্রয় সমরেখ ।
দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে , PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস প্রমান করেতে হবে যে A , Q ও B বিন্দুত্রয় সমরেখ ।
অঙ্কনঃ P ,Q যুক্ত করা হল ।
প্রমানঃ ∆APQ ত্রিভুজে , AP ব্যাস ।
∴ ∠AQP = 90° [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
আবার , ∆BQP ত্রিভুজে , PB ব্যাস
∴ ∠PQB = 90° [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
এখন , ∠AQB
=∠AQP+∠PQB
=90°+90°
=180°
∴ A ,Q ও B একই সরলরেখায় অবস্থিত ।
∴ A ,Q ও B সমরেখ (প্রমাণিত) ।
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
4. রজত একটি সরলরেখাংশ PQ এঁকেছে যার মধ্যবিন্দু R এবং সে PR ও PQ –কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে । আমি P বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্ত কে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে । যুক্তি দিয়ে প্রমান করি যে PS = ST
সমাধানঃ PQ একটি সরলরেখা অঙ্কন করা হল যার মধ্যবিন্দু R । PR ও PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে । P বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে যা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে । প্রমান করতে হবে যে , PS = ST
অঙ্কনঃ S ,R এবং T , Q যোগ করা হল ।
প্রমানঃ PR ব্যাস
∴ ∠PSR =90° [যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
আবার , PQ ব্যাস
∴ ∠PTQ = 90° [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ]
এখন , ∆PSR এবং ∆PTQ ত্রিভুজে ,
∠PSR = ∠PTQ [ উভয়ই 90°]
∴ SR ∥ TQ
আবার , R , PQ-এর মধ্যবিন্দু
∵একটি ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ডিত করে
∴ S , PT এর মধ্যবিন্দু
∴ PS = ST [ প্রমাণিত ]
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন
5.একটি বৃত্তের ওপর তিনটি বিন্দু P ,Qও R অবস্থিত । PQ ও PR এর ওপর P বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে S ও T বিন্দুতে ছেদ করেছে ।প্রমান করি যে RQ =ST
ধরাযাক , O কেন্দ্রীয় বৃত্তের ওপর P ,Q এবং R তিনটি বিন্দু । PQ ও PR এর ওপর P বিন্দুতে অঙ্কিত লম্বদুটি বৃত্তকে যথাক্রমে S ও T বিন্দুতে ছেদ করেছে ।
প্রমান করতে হবে যে, RQ=ST
অঙ্কনঃ S ,Q ; T,R যুক্ত করা হল ।
প্রমানঃ যেহেতু, PQ ও PR এর ওপর P বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে S ও T বিন্দুতে ছেদ করেছে ।
∴ ∠TPR = 90° এবং ∠SPQ = 90°
যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ
∴ TR এবং SQ উভয়ই বৃত্তের ব্যাস ।
এখন , ত্রিভুজ ∆OST এবং ∆ORQ এর মধ্যে ,
OT = OS [ একই বৃত্তের ব্যাসার্ধ ]
OQ=OR [ একই বৃত্তের ব্যাসার্ধ ]
∠SOT = ∠QOR [ বিপ্রতীপ কোণ ]
∴ ∆SOT ≅ ∆PQR
∴ ST=QR [প্রমাণিত]
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ সমাধান ক্লাস ৯
6.∆ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ∆ABC ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস AP ; BE ও CF যথাক্রমে AC ও AB বাহুর ওপর লম্ব এবং তারা পরস্পরকে Q বিন্দুতে ছেদ করে । প্রমান করি যে BPCQ একটি সামান্তরিক ।
∆ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ । ∆ABC এর পরিবৃত্তের ব্যাস AP ; BE ও CF যথাক্রমে AC ও AB বাহুর ওপর লম্ব এবং তারা পরস্পরকে Q বিন্দুতে ছেদ করে । প্রমান করতে হবে BPCQ একটি সামান্তরিক ।
অঙ্কনঃ B,P এবং C,P যুক্ত করা হল ।
প্রমানঃ যেহেতু , AP বৃত্তের ব্যাস
∴ ∠ABP =90°
আবার, ∠CFB = 90° [যেহেতু,CF,AB এর ওপর লম্ব]
∴ FC ∥ BP
অর্থাৎ , QC ∥ BP—-(i)
আবার , যেহেতু AP বৃত্তের ব্যাস
∴ ∠ACP = 90°
আবার , ∠BEC = 90° [ যেহেতু , BE , AC এর ওপর লম্ব ]
∴ BE ∥ PC
অর্থাৎ BQ ∥ PC—-(ii)
∴(i) ও (ii) থেকে পাই ,
∴ BPCQ একটি সামান্তরিক [প্রমাণিত] ।
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
7. একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃ সমদ্বিখণ্ডক ও বহির্সমদ্বিখন্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে । প্রমান করি যে PQ বৃত্তের একটি ব্যাস ।
ধরি , ∆ABC এর ∠BAC এর অন্তর্দ্বিখন্ডক ও বহির্দ্বিখন্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে P ও Q বিন্দুতে ছেদ করে । প্রমান করতে হবে PQ বৃত্তের একটি ব্যাস ।
প্রমানঃ যেহেতু , AP ও AQ উভয়ই যথাক্রমে ∠BAC এর অন্তর্দ্বিখন্ডক এবং বহির্দ্বিখন্ডক ;
সুতরাং , ∠PAQ = 1 সমকোণ [ যেহেতু , কোনো কোণের অন্তর্দ্বিখন্ডক এবং বহির্দ্বিখন্ডক -এর মধ্যবর্তী কোণ 1 সমকোণ ]
∴ ∠PAQ অর্ধবৃত্তস্থ কোণ ।
∴ PQ বৃত্তের ব্যাস [প্রমাণিত]
8. AB ও CD একটি বৃত্তের দুটি ব্যাস । প্রমান করি যে , ACBD একটি আয়তকার চিত্র ।
AB এবং CD বৃত্তের দুটি ব্যাস । প্রমান করতে হবে যে , ACBD একটি আয়তকার চিত্র ।
অঙ্কনঃ A,D;A,C এবং B,C যুক্ত করা হল ।
প্রমানঃ যেহেতু AB বৃত্তের ব্যাস
∴ ∠ACB =∠ADB = 1 সমকোণ [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
আবার , যেহেতু CD বৃত্তের ব্যাস ,
∴ ∠CAD = ∠DBC = 1 সমকোণ [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
∴ ACBD চতুর্ভুজের চারটি কোণ প্রত্যেকে সমকোণ ।
∴ ACBD একটি আয়তকার চিত্র । [প্রমাণিত]
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
9. প্রমান করি , একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় ।
ABCD একটি রম্বস । প্রমান করতে হবে যে , রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে ।
অঙ্কনঃ A ,C এবং B,D যুক্ত করা হল যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করল ।
প্রমানঃ যেহেতু রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে , সুতরাং ,
∠AOB = ∠BOC = ∠COD = ∠DOA = 90°
আবার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ , তাই AB বা BC বা CD বা DA যেকোনো বাহুকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা O বিন্দু দিয়ে যাবে ।
∴ রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে [প্রমাণিত]
10. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A)
(A) বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q)
(i) O কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস এবং PR = RQ ; ∠RPQ এর মাণ
(a) 30°
(b) 90°
(c ) 60°
(d) 45°
Ans: (d) 45°
সমাধানঃ
PQ ব্যাস
∴ ∠PRQ= 90°
আবার , PR =RQ
∴ ∠RPQ = ∠RQP
এখন , ∆PRQ তে ,
∠RPQ+∠PRQ+∠PQR = 180°
বা, ∠RPQ+90+∠RPQ = 180° [∵∠RPQ =∠RQP ]
বা, 2∠RPQ+90°=180°
বা, 2∠RPQ = 90°
বা, ∠RPQ = 45°
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
(ii) PQ বৃত্তের একটি জ্যা এবং POR বৃত্তের একটি ব্যাস । OD , QR বাহুর ওপর লম্ব । OD = 4 সেমি. হলে PQ- এর দৈর্ঘ্য
(a) 4 সেমি.
(b) 2 সেমি.
(c ) 8 সেমি.
(d) কোনোটিই নয়
Ans: (c ) 8 সেমি.
সমাধানঃ OD ⊥ QR
আবার , O হল বৃত্তের কেন্দ্র
∴ D, QR এর মধ্যবিন্দু
∴ O, বৃত্তের কেন্দ্র এবং PR ব্যাস ।
∴ OD = ½ PQ [∵ ত্রিভুজের যেকোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্য তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক ]
বা, PQ = 2OD
বা, PQ = 2✕4 = 8 সেমি.
(iii) AOB বৃত্তের ব্যাস । AC এবং BD জ্যা দুটিকে বর্ধিত করলে E বিন্দুতে মিলিত হয় । ∠COD = 40° হলে ∠CED এর মাণ
(a) 40°
(b) 80°
(c ) 20°
(d) 70°
Ans: (d) 70°
সমাধানঃ
A,D এবং C ,D যুক্ত করা হল ।
∠ADB = 90° [ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
∴ ∠ADE = 90°
CD , বৃত্তচাপের ওপর CAD বৃত্তস্থ কোণ এবং COD পরিধিস্থ কোণ ।
সুতরাং , ∠CAD = ½ ✕∠COD
বা , ∠CAD = ½✕ 40°
বা, ∠CAD = 20°
∆AED তে, ∠ADE +∠DAE+∠AED = 180°
বা, 90°+20°+∠AED = 180°
বা, ∠AED = 70°
(iv) AOB বৃত্তের ব্যাস । AC = 3 সেমি. ও BC = 4 সেমি. হলে AB এর দৈর্ঘ্য
(a) 3 সেমি
(b) 4 সেমি.
(c) 5 সেমি.
(d) 8 সেমি.
Ans: (c) 5 সেমি.
সমাধানঃ
AOB বৃত্তের ব্যাস
∴ ∠ACB = 90° [যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
এখন , ∆ACB ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,
AC2+BC2=AB2
বা, (3)2 +(4)2 = AB2
বা , AB2 = 25
বা , AB=5[ উভয় পক্ষে বর্গমূল করে পাই ]
(v) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস । ∠BAE = 20° , ∠CAE = 25° হলে , ∠AEC এর মাণ
(a) 50°
(b) 90°
(c ) 45°
(d) 20°
Ans: (c ) 45°
সমাধানঃ
∠BAE = ∠BCE = 20° [ একই বৃত্তাংশস্থ সকল কোণের মাণ সমান ]
∠CAE = 25° ( প্রদত্ত )
আবার , ∠ACB = 90°
∆ACE থেকে পাই ,
∠ACE+∠CAE+∠AEC = 180°
∠ACB+∠BCE+∠CAE+∠AEC = 180°
90+20+25+∠AEC=180°
135+∠AEC = 180°
∠AEC = 180°-135°
∠AEC = 45°
WBBSE
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
B. সত্য বা মিথ্যা লিখিঃ
(i) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্যাংশস্থ কোণ স্থূলকোণ ।
উত্তরঃ মিথ্যা ।
(ii) ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু O এবং OA = OB=OC ; AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দু দিয়ে যাবে ।
উত্তরঃ সত্য
(C ) শূন্যস্থান পূরণ করিঃ
(i) অর্ধ বৃত্তস্থ কোণ _____________ ।
উত্তরঃ সমকোণ
বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩
(ii) অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ _________ ।
উত্তরঃ স্থূলকোণ
বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩
(iii) সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ___________ বিন্দু দিয়ে যাবে ।
উত্তরঃ সমকৌণিক
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন
11. সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (S.A.)
(i) ∆ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB=AC; AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে , BD = 4 সেমি. হলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো ।
সমাধানঃ ∆ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB=AC
AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে ।
∴ ∠ADB = 90° [∵অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
∴ AD⊥ BC
∴ D, BC এর মধ্যবিন্দু [∵ বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর লম্ব হলে ওই সরলরেখাটি ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে ]
∴ BD=CD
∴ CD = 4 সেমি.[উত্তর]
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিকের সকল বিষয়ের মক টেস্টে অংশগ্রহণ করুন এই লিঙ্কে ক্লিক করে
(ii) একটি বৃত্তে দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব । AB = 4 সেমি. ও AC = 3 সেমি. হলে , বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি ।
সমাধানঃ যেহেতু, AB ও AC জ্যা দুটি পরস্পর লম্ব ।
∠BAC = 90° [ অর্ধবৃত্তস্থ কোণ ]
∴ BC বৃত্তের ব্যাস
এখন , ∆ABC সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,
BC2=AB2+AC2
বা, BC2= (4)2 + (3)2
বা, BC2 = 16+9
বা, BC2= 25
বা, BC = 5
∴ বৃত্তের ব্যাসার্ধ = BC /2 = 5/2 = 2.5 সেমি.[উত্তর]
Madhyamik Math Koshe dekhi 7.3 |বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩
(iii) একটি বৃত্তে দুটি জ্যা PQ ও PR পরস্পর লম্ব । বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি. হলে জ্যা QR এর দৈর্ঘ্য নির্ণয় করি ।
সমাধানঃ যেহেতু, PQ ও PR জ্যা দুটি পরস্পর লম্ব ।
∠QPR = 90° [ অর্ধবৃত্তস্থ কোণ ]
∴ QR বৃত্তের ব্যাস ।
∴ OR ব্যাসের দৈর্ঘ্য =2✕ ব্যাসার্ধ= 2r সেমি.[উত্তর]
(iv) AOB বৃত্তের একটি ব্যাস । C বৃত্তের ওপর একটি বিন্দু । ∠OBC = 60° হলে ∠OCA এর মাণ নির্ণয় করি ।
সমাধানঃ
AOB বৃত্তটির একটি ব্যাস ।
C বৃত্তের ওপর একটি বিন্দু ।
∴ ∠ACB = 1 সমকোণ [∵অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ ]
আবার , ∠OBC = 60°
∴ ∠ABC = 60°
∴ ∠BAC
= 180°-(90°+60°)
= 180°-150°
= 30°
∴ ∠OAC = 30°
∴ ∠OCA = 30° [∵OA =OC,একই বৃত্তের ব্যাসার্ধ][উত্তর]
(v) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস । জ্যা CD এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য – এর সমান । AC ও BD কে বর্ধিত করায় P বিন্দুতে ছেদ করে । ∠APB এর মাণ নির্ণয় করি ।
সমাধানঃ
A,D যুক্ত করা হল ।
O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস ।
জ্যা CD এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য – এর সমান
∴ OC=OD=CD
∴ ∆OCD সমবাহু ত্রিভুজ
∴ ∠COD = 60° [ যেহেতু, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাণ 60°]
∴ ∠CAD = 30°[ যেহেতু , একই বৃত্তচাপের ওপর ∠COD কেন্দ্রস্থ কোণ এবং ∠CAD পরিধিস্থ কোণ এবং একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ ]
আবার , ∠ADB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ADB = 90°
∴ ∠ADP = 90°
∠APD = 180°-(∠ADP+∠PAD)
= 180°-(90°+30°)
= 180°-120°
= 60°
∴ ∠APB = 60°[উত্তর]
Koshe dekhi 7.3 Class 10|বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৭.৩|কষে দেখি 7.3 ক্লাস 10
মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন
ধন্যবাদ । এই POST টি ভাল লাগলে SHARE করার অনুরোধ রইল । এরকম আরও সুন্দর সুন্দর POST পেতে , আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।
How can I print Koshe dekhi 7.3 class 10
There is no option to print. You have to see the solutions from the website. Thanks for visiting Anushilan.Com