WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Archimedes Principle Mock Test In Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞান আর্কিমিডিসের নীতি অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ১৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 3 ‘পদার্থের গঠন ও ধর্ম’ -এর MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের আর্কিমিডিসের নীতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Archimedes Principle Mock Test In Bengali।তাই এই মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
আর্কিমিডিসের নীতি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Archimedes Principle Mock Test In Bengali
Q1. যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক –
- 32˚F
- 42˚F
- 4˚F
- 39.2˚F
39.2˚F
Q2. একটি পাখি সমেত তারের তৈরি খাঁচাকে স্প্রিং তুলার সাহায্যে ঝুলিয়ে ওজন করা হল । এখন পাখিটি খাঁচার মধ্যে বসে না থেকে উড়তে শুরু করলে স্প্রিং তুলার পাঠের কী পরিবর্তন দেখা যাবে ?
- স্প্রিং তুলার পাঠ একই থাকবে
- স্প্রিং তুলার পাঠ কমে যাবে
- স্প্রিং তুলার পাঠ বেড়ে যাবে
- কোনোটিই নয়
স্প্রিং তুলার পাঠ একই থাকবে
Q3. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে d1 এবং d2। তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে –
- d1+d2/2
- 2d1d2/d1+d2
- d1+d2/2d1d2
- Öd1d2
2d1d2/d1+d2
Q4. লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 এবং পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 , লোহা পারদে ভাসে । ভাসার সময় লোহার কত অংশ পারদে ডুবে থাকবে ?
- 0.256
- 0.785
- 0.321
- 0.573
0.573
Q5. একখণ্ড বরফ জলে ভাসছে । সমস্ত বরফ গলে গেলে জলের লেভেল –
- কমে যাবে
- বেড়ে যাবে
- একই থাকবে
- বলা সম্ভব নয়
একই থাকবে
Q6. একটি নৌকা কিছু পাথর নিয়ে একটি পুকুরে ভাসছে । নৌকা থেকে পাথরগুলো যদি জলে ফেলে দেওয়া হয় তবে জলতল –
- উঠবে
- নামবে
- একই থাকবে
- বলা সম্ভব নয়
নামবে
Q7. একটি বেলুনের খালি অবস্থায় যে ওজন , বায়ুমন্ডলীয় চাপে বায়ু ভর্তি করলেও বেলুনটির ওজন –
- একই থাকবে
- বেড়ে যাবে
- কমে যাবে
- বলা সম্ভব নয়
একই থাকবে
Q8. একটি জ্যান্ত মাছকে একটি জলের বালতিতে ছেড়ে দিলে বালতিসহ জলের ওজন –
- কমে যাবে
- বেড়ে যাবে
- একই থাকবে
- বলা সম্ভব নয়
একই থাকবে
Q9. একটি বস্তুর জলে নিমজ্জিত অবস্থায় ওজন 105 g-wt, কিন্তু বায়ুতে তার ওজন 120 g-wt । বস্তুটির আপেক্ষিক গুরুত্ব –
- 5
- 8
- 10
- 12
8
Q10. একটি নিরেট বস্তু জলে 4/5 অংশ নিমজ্জিত রেখে ভাসে । বস্তুর ঘনত্ব SI এককে নির্ণয় করো
- 450 kg/m
- 740 kg/m3
- 800 kg/m3
- 1000 kg/m3
800 kg/m3
Q11. প্লবতা নির্ভর করে না _____ এর ওপর ।
- অপসারিত তরলের আয়তন
- নিমজ্জিত বস্তুর ঘনত্ব
- তরলের ঘনত্ব
- অভিকর্ষজ ত্বরণের ওপর
নিমজ্জিত বস্তুর ঘনত্ব
Q12. প্লবতার মাত্রীয় সংকেত –
- [MLT-2]
- [ML1T2]
- [ML2T1]
- [MLT-3]
[MLT-2]
Q13. কোনো পদার্থের ঘনত্ব 8000 kg /m3 হলে , আপেক্ষিক গুরুত্ব কত হবে ?
- 6
- 10
- 16
- 8
8
Q14. ঘনত্বের মাত্রীয় সংকেত হল –
- [ML2]
- [ML3]
- [ML-2]
- [ML-3]
[ML-3]
Q15. পরিমাপের কোন পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান ?
- SI
- FPS
- CGS
- কোনোটিই নয়
CGS
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট