কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test in Bengali – WBBSE Board -এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট । এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস X-এর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার কোষ বিভাজন MCQ প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস টেনের জীবন বিজ্ঞানের কোষ বিভাজন অধ্যায়ের বাছাই করা ৬৫ টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% । জীবন বিজ্ঞান কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS , নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো।
কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test in Bengali
1. নিউক্লিওটাইড হল-
(A) N₂ বেস + ফসফেট
(B) N₂ বেস + শর্করা
(C ) শর্করা + ফসফেট + N₂ বেস
(D) শর্করা + হাইড্রোজেন + N₂ বেস
(C ) শর্করা + ফসফেট + N₂ বেস
2. অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা-
(A) একটি
(B) দুটি
(C ) তিনটি
(D) চারটি
(B) দুটি
3. DNA অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি হল –
(A) অ্যাডেনিন (A)
(B) সাইটোসিন (C)
(C ) থাইমিন (T)
(D) ইউরাসিল (U)
(B) সাইটোসিন (C)
4. কোনটি DNA-এর গঠনগত উপাদান নয় ?
(A) ডি-অক্সিরাইবোজ শর্করা
(B) ইউরাসিল ক্ষারক
(C ) থাইমিন ক্ষারক
(D) ফসফোরিক অ্যাসিড।
(B) ইউরাসিল ক্ষারক
5. মাইটোসিসের কোন্ দশায় বেম গঠন সম্পূর্ণ হয় ?-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D) টেলোফেজ।
(B) মেটাফেজ
6. মানুষের জনন কোশে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে-
(A) 44, 1
(B) 22, 2
(C ) 22, 1
(d) 44,21
(C ) 22, 1
7. মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশাটি হল –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) টেলোফেজ
(D) অ্যানাফেজ
(D) অ্যানাফেজ।
8. DNA-এর পিউরিন ক্ষারগুলি হল-
(A) A এবং T
(B) T এবং C
(C) G এবং T
(D) A এবং G
(D) A এবং G
9. এগুলির মধ্যে কোন্ অঙ্গাণুতে DNA দেখা যায় না ?-
(A) ক্লোরোপ্লাস্ট
(B) নিউক্লিয়াস
(C ) রাইবোজোম
(D) মাইটোকনড্রিয়া
(C ) রাইবোজোম
10. DNA-এর ক্ষেত্রে কোনটি সঠিক ?-
(A) A = T
(B) G = C
(C) A = U
(D) A = T
(A) A = T
11. মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, তা হল –
(A) টেলোফেজ
(B) মেটাফেজ
(C ) প্রোফেজ
(D) অ্যানাফেজ
(A) টেলোফেজ
12. মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমগুলি বিভাজন মাকুর নিরক্ষীয় তলে সজ্জিত থাকে ? –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(D) টেলোফেজ
(B) মেটাফেজ
13. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে, তাকে বলে-
(A) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
(B) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম
(C) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
(D) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
(D) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
14. ‘L’-আকৃতির ক্রোমোজোম-
(A) মেটাসেন্ট্রিক
(B) সাবমেটাসেন্ট্রিক
(C ) অ্যাক্রোসেন্ট্রিক
(D) টেলোসেন্ট্রিক।
(B) সাবমেটাসেন্ট্রিক
15. কোশ বিভাজনের কোন্ দশায় সিস্টার বা ভগিনী সদৃশ ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায় ?-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D) টেলোফেজ
(C )অ্যানাফেজ
16. কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে অর্থাৎ ক্রোমোজমীয় চলন দেখা যায় ?- (A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D) টেলোফেজ
(C )অ্যানাফেজ
17. মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হল –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
(D)টেলোফেজ
18. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল –
(A) রেণু মাতৃকোশ
(B) অগ্রমুকুলের কোশ
(C ) পরিণত পাতার কোশ
(D) মূলের কোশ
(A)রেণু মাতৃকোশ
19. মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?
(A) অ্যানাফেজ
(B ) প্রোফেজ
(C ) মেটাফেজ
(D) টেলোফেজ।
(B )প্রোফেজ
20. মাইটোসিস ঘটে –
(A) রেণু মাতৃকোশে
(B) জনন মাতৃকোশে
(C ) জননকোশে
(D) দেহ মাতৃকোশে
(D)দেহ মাতৃকোশে
21. অ্যামাইটোসিস ঘটে –
(A) রেণু মাতৃকোশে
(B) ব্যাকটেরিয়ার কোশে
(C ) ব্যাঙের দেহে
(D) কেঁচোর দেহে।
(B)ব্যাকটেরিয়ার কোশে
22. উদ্ভিদকোশে বেম গঠনে সাহায্য করে –
(A) সেন্ট্রোজোম
(B ) মাইক্রোটিউবিউলস
(C ) গলগি বস্তু
(D) রাইবোজোম।
(B )মাইক্রোটিউবিউলস
23. যে পদ্ধতিতে প্রাণীকোশের সাইটোপ্লাজম বিভাজন ঘটে –
(A) ক্যারিওকাইনেসিস
(B ) কোশপাত গঠন
(C ) ক্লিভেজ
(D) ফ্ল্যাগমোপ্লাস্ট।
(C )ক্লিভেজ
24. উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে –
(A) কোশপাত গঠন
(B ) ক্লিভেজ
(C ) ফারোয়িং
(D ) ক্যারিওকাইনেসিস।
(A)কোশপাত গঠন
25. প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হল –
(A) সাইন্যাপসিস্
(B) কায়াজমা
(C ) ক্রসিংওভার
(D ) সাইটোকাইনেসিস।
(C )ক্রসিংওভার
26. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় তা হল-
(A) প্রোফেজ
(B ) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D ) টেলোফেজ।
(B )মেটাফেজ
কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test
27. দুটি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলে –
(A ) ক্রসিংওভার
(B ) কায়াজমা
(C ) সাইন্যাপসিস্
(D) কোনোটিই নয়।
(A )ক্রসিংওভার
28. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন্ অ্যামাইনো অ্যাসিড থাকে ?
(A) ভ্যালিন
(B) ট্রিপটোফ্যান
(C ) লাইসিন
(D) লিউসিন।
(B)ট্রিপটোফ্যান
29. ক্রসিংওভার ঘটে _______ উপদশায় –
(A) জাইগোটিন
(B ) প্যাকাইটিন
(C ) লেপ্টোটিন
(D ) ডায়াকাইনেসিস।
(B )প্যাকাইটিন
30. মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়, সেটি হল-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D) টেলোফেজ।
(C )অ্যানাফেজ
31. ডিম্বকের একটি স্ত্রীরেণু মাতৃকোশ থেকে মিয়োসিস বিভাজন পদ্ধতিতে কটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু উৎপন্ন হয় ?
(A) 1টি
(B) 2টি
(C ) 5টি
(D) 4টি
(D) 4টি
32. মিয়োসিস কোশ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, ক্রোমোজোম বিভাজিত হয়-
(A) একবার
(B) দুইবার
(C ) তিনবার
(D) চারবার।
(A)একবার
33. মাইটোসিসের যে দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে-
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D) টেলোফেজ।
(C )অ্যানাফেজ
34. নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে যে কোশ বিভাজনে-
(A ) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C ) মিয়োসিস
(D) সবকটি।
(A )অ্যামাইটোসিস
35. জনন কোশে মোট ক্রোমোজোম সংখ্যাকে বলে-
(A) ডিপ্লয়েড সেট
(B) জিনোম
(C ) হ্যাপ্লয়েড
(D) জেনোফোর।
(C ) হ্যাপ্লয়েড
35. একটি দেহ মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 40 হলে মিয়োসিস বিভাজনে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা কটি হবে –
(A) 10
(B) 30
(C ) 40
(D) 20
(D) 20
36. হ্যাপ্লয়েড অবস্থা দেখা যায় যে কোশে, তা হল-
(A ) দেহকোশ
(B) পেশিকোশ
(C ) নিউরোন
(D) ডিম্বাণু
(D) ডিম্বাণু
37. একটি কোশ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কয়টি কোশ উৎপন্ন হবে-
(A) 24
(B) 16
(C ) 32
(D) 64
(B) 16
38. অণুবীক্ষণ যন্ত্রের নীচে মাইটোসিস পর্যবেক্ষণের সময় তুমি একটি কোশে একক ক্রোমোটিডযুক্ত দুই সারি ক্রোমোজোম দেখতে পেলে। এটি হল মাইটোসিসের
(A) প্রোফেজ দশা
(B) ইন্টারফেজ দশা
(C ) অ্যানাফেজ দশা
(D) মেটাফেজ দশা।
(C )অ্যানাফেজ দশা
39. একটি কোশ থেকে কতবার মাইটোসিস বিভাজন হলে 128টি অপত্য কোশ সৃষ্টি হবে ?-
(A) 32 বার
(B) 14 বার
(C ) 7 বার
(D) 16 বার।
(C ) 7 বার
40. সস্যকলায় ক্রোমোজোম সংখ্যা 27 হলে, মূলের কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে ?-
(A) 9
(B) 18
(C ) 27
(D) 36
(B) 18
41. কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির জোগান দেয় কোন্ কোশীয় অঙ্গাণু ?
(A ) রাইবোজোম
(B) সেন্ট্রোজোম
(C ) মাইটোকনড্রিয়া
(D) গলগি বস্তু।
(C ) মাইটোকনড্রিয়া
42. কোশচক্রের পর্যায়ক্রমিক ঘটনাবলি সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ থাকে-
(A) G1 দশায়
(B) S দশায়
(C ) Go দশায়
(D) G2 দশায় ।
(C )Go দশায়
43. কোনো জীবের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 20 হলে ওই জীবের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে-
(A) 20টি
(B) 10টি
(C ) 10 জোড়া
(D) 5টি।
(B) 10টি
44. মাইটোসিস কোশ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন-
(A) বোভারি
(B) ওয়ালটেয়ার
(C ) ফ্লেমিং
(D) মেন্ডেল ।
(C )ফ্লেমিং
45. মিয়োসিস’ নামকরণ করেন-
(A) ফ্লেমিং
(B) স্নেইডার
(C ) ফার্মার ও মুরে
(D) স্ট্রাসবার্জার।
(C )ফার্মার ও মুরে
৪৬. ক্রোমোজোমের গঠনে যে ধাতব আয়ন দেখা যায় –
(A) Mg++
(B) Ca++
(C) Mn++
(D) Aও B
(D)Aও B
৪৭. কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে ?
(A) সেন্ট্রোমিয়ার অঞ্চলে
(B) প্রান্ত দেশে
(C ) মধ্যবর্তী স্থানে
(D) কোনোটিই নয়
(A)সেন্ট্রোমিয়ার অঞ্চলে
৪৮. হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডের প্রাধান্য থাকে তা হল-
(A) লাইসিন
(B) হিস্টিডিন
(C ) A ও B
(D) কোনোটিই নয়
(C ) A ও B
৪৯. সেন্ট্রোজোম বিহীন ক্রোমোজোমকে বলে –
(A) মেটাসেন্ট্রিক
(B) টেলোসেন্ট্রিক
(C ) অ্যাসেন্ট্রিক
(D) অ্যাক্রোসেন্ট্রিক
(C )অ্যাসেন্ট্রিক
৫০. ট্রিপ্লয়েড সেট কোথায় দখা যায় ?
(A) ডিম্বাণুতে
(B) ভ্রূণাণুতে
(C ) সস্য নিউক্লিয়াসে
(D) বীজে
(C ) সস্য নিউক্লিয়াসে
৫১।. নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম –
(A) ফস্ফোগ্লিসারিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C ) ফসফোরিক অ্যাসিড
(D) সালফিউরিক অ্যাসিড
(C ) ফসফোরিক অ্যাসিড
৫২. মাইটোসিসের দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশাটির নাম –
(A) মেটাফেজ , টেলোফেজ
(B) অ্যানাফেজ , প্রোফেজ
(C) প্রোফেজ , মেটাফেজ
(D) প্রোফেজ , অ্যানাফেজ
(D) প্রোফেজ , অ্যানাফেজ
৫৩. কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে অর্থাৎ ক্রোমোজমীয় চলন দেখা যায় ?
(A) প্রোফেজ
(B ) মেটাফেজ
(C ) অ্যানাফেজ
(D ) টেলোফেজ
(C ) অ্যানাফেজ
৫৪. কোশ চক্রের কোন দশায় DNA সংশ্লেষিত হয় ?
(A) G1 দশা
(B) S দশা
(C ) G2 দশা
(D) G0 দশা
(B) S দশা
কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test
৫৫. কোশ বিভাজনের সময় সেন্ট্রোজোমের কাজটি শণাক্ত করো –
(A) মাতৃক্রোমোজোম থেকে অপত্য ক্রোমোজোম গঠন
(B ) প্রোটিন সংশ্লেষ
(C) শক্তি উৎপাদন
(D) বেম গঠন ও মেরু নির্ধারণ
(D) বেম গঠন ও মেরু নির্ধারণ
৫৬. ক্রোমোজোম সৃষ্টি হয় –
(A) নিউক্লিয় পর্দা থেকে
(B) নিউক্লিওলাস থেকে
(C ) নিউক্লিয় প্লাজম থেকে
(D) নিউক্লিয় জালিকা থেকে
(D)নিউক্লিয় জালিকা থেকে
৫৭. ক্রোমোজোমের কোন অঞ্চল বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে ?
(A) ক্রোমোমিয়ার
(B) সেন্ট্রোমিয়ার
(C ) টেলোমিয়ার
(D ) এর কোনোটিই ঠিক নয়
(B)সেন্ট্রোমিয়ার
৫৮. মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যগুলি সঠিক তা স্থির করো –
বিষয় | মাইটোসিস | মিয়োসিস |
(i) সম্পাদনা স্থান | রেনু মাতৃকোশ এবিং জনন মাতৃকোশ | দেহ মাতৃকোশ |
(ii) ক্রোমোজোমের বিভাজন সংখ্যা | একবার | দুইবার |
(iii) উৎপন্ন কোশের সংখ্যা | চারটি | দুইটি |
(iv) তাৎপর্য | জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি ঘটায় | বৃদ্ধি , ক্ষয়পূরণ ও পুনরুৎপাদন করে |
(A) (i) ,(iii) ,(iv)
(B) (ii) ,(iii) , (iv)
(C ) (ii)
(D) (i) , (ii) , (iv)
(A) (i) ,(iii) ,(iv)
৫৯. মাইটোসিস কোশ বিভাজনে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যায় যে দশায় সেগুলি হল –
(A) প্রোফেজ ও মেটাফেজ
(B) অ্যানাফেজ ও টেলোফেজ
(C ) প্রোফেজ ও টেলোফেজ
(D) মেটাফেজ ও অ্যানাফেজ
(C )প্রোফেজ ও টেলোফেজ
৬০. কোশ বিভাজন সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো ।
(A) প্রাণীকোশের মেটেফেজে ছোট ছোটো ক্রোমোজোম গুলি বেমের বিপরীতে থাকে
(B) অ্যামাইটোসিসে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোশ গঠন করে ।
(C ) উদ্ভিদ সাইটোকাইনেসিসে ফ্রাগ মো প্লাস্ট গল গি ভেকলের সাথে মিলিত হয়ে কোশপাত গঠন করে ।
(D) মিয়োসিস –(II) তে সমসঙ্গস্থ ক্রোমোজম পাশাপশি আসে ও জোড় বাঁধে ।
(D) মিয়োসিস –(II) তে সমসঙ্গস্থ ক্রোমোজম পাশাপশি আসে ও জোড় বাঁধে ।
কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test
৬১. অ্যানাস্ট্রাল বেম দেখা যায় –
(A) মূলে
(B) পেশি কোশে
(C ) নিউরোন
(D) ডিম্বাণু
(A) মূলে
৬২. কোন প্রকার কোশ বিভাজনে ক্রসিং ওভার ঘটে ?
(A) মিয়োসিস
(B) অ্যামাইটোসিস
(C ) মাইটোসিস
(D) সবকটিই তে
(A) মিয়োসিস
৬৩. একটি উদ্ভিদের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 12 হলে , মাইটোসিস বিভাজনের পর অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা হবে –
(A) 6
(B) 12
(C ) 18
(D) 24
(B) 12
৬৪. কোশচক্রের সঠিক ক্রমটি হল-
(A) G1 → G2 → S → M
(B) S → M → G1 →G2
(C) G1 → S → M →G2
(D) G1 →S →G2 → M
(D) G1 →S →G2 → M
কোশ বিভাজন ও ক্রোমোজোম MCQ মক টেস্ট|Cell Division and Chromosome MCQ Mock Test
৬৫. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো ।
(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(C ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
(D) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
(D) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না