WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Circulatory System MCQ Mock Test in Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।নবম শ্রেণি জীবন বিজ্ঞানের সংবহন অধ্যায়ের মক টেস্ট এর বাছাই করা 50 টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ কমন আসার চান্স 99% । এই কুইজের মক টেস্ট তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞান সংবহনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Circulatory System MCQ Mock Test in Bengali।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
সংবহন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর) |Circulatory System MCQ Mock Test in Bengali
Q1. রক্তের শ্রেণী বিভাগের আবিস্কারক হল –
- উইলিয়াম হার্ভে
- কার্ল ল্যান্ডস্টেইনার
- টমাস হাস্কলে
- ওয়াটসন
কার্ল ল্যান্ডস্টেইনার
Q2. মানুষের দ্বি – অবতল , ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন রক্তকণিকাটি হল –
- লোহিত রক্তকণিকা
- শ্বেত রক্তকণিকা
- অনুচক্রিকা
- কোনোটিই নয়
অনুচক্রিকা
Q3. CO2 পরিবহণকারী রক্তকণিকাটি হল –
- লোহিত রক্তকণিকা
- ইউসিনোফিল
- লিম্ফোসাইট
- অনুচক্রিকা
লোহিত রক্তকণিকা
Q4. শ্বেত রক্তকণিকার গড় আয়ু হল –
- 3 দিন
- 120 দিন
- 12 -13 দিন
- 7-12 দিন
12 -13 দিন
Q5. সাইনোভিয়াল তরল দেখা যায় –
- হৃদপিন্ডে
- মস্তিস্কে
- বৃক্কে
- অস্থিসন্ধির ফাঁকা স্থানে
অস্থিসন্ধির ফাঁকা স্থানে
Q6. আরশোলার হৃদপৃন্ডে প্রকোষ্ঠের সংখ্যা –
- 4 টি
- 7 টি
- 13 টি
- 14 টি
13 টি
Q7. পতঙ্গদের রক্তপূর্ণ গহ্বরকে বলে –
- সিলোম
- হিমোসিল
- গ্যাস্ট্রোভ্যাসকুলার তরল
- ভেন্ট্রিকল
হিমোসিল
Q8. শিরারক্তে স্পন্দন নেই কারণ –
- রক্তচাপ বেশি
- গহ্বরের ব্যাস ছোটো
- কপাটিকা অনুপস্থিত
- রক্তচাপ কম
রক্তচাপ কম
Q9. নিম্নের কোন শিরাতে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় ?
- ফুসফুসীয় শিরা
- নিম্ন মহাশিরা
- উর্দ্ধ মহাশিরা
- রেনাল শিরা
ফুসফুসীয় শিরা
Q10. হৃদপৃন্ডের আবরণকে বলে –
- মেনিনজেস
- প্লুরা
- ক্যাপসুল
- পেরিকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম
Q11. হিমোসিল দেখা যায় –
- মানুষে
- কেঁচোতে
- কুনোব্যাঙে
- আরশোলাতে
আরশোলাতে
Q12. হিমোগ্লোবিন কার্বনডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলে –
- অক্সিহিমোগ্লোবিন
- কার্বমিনোহিমোগ্লোবিন
- কার্বাক্সিহিমোগ্লোবিন
- সোডিয়াম বাইকার্বনেট
Q13. রক্ত গ্রুপ AB ও Rh(-) যুক্ত কোনো ব্যাক্তিকে নীচের কোন গ্রুপের রক্ত দেওয়া যাবে না ?
- Rh (-)
- B Rh(-)
- AB Rh(+)
- A Rh(-)
AB Rh(+)
Q14. রক্তের জলীয় অংশকে বলে –
- কলারস
- সিরাম
- রক্তরস
- লসিকা
রক্তরস
Q15. নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সহায়ক –
- পটাশিয়াম
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
- সোডিয়াম
পটাশিয়াম
Q16. হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে ?
- ইওসিনোফিল
- অনুচক্রিকা
- লোহিত রক্তকণিকা
- বেসোফিল
লোহিত রক্তকণিকা
Q17. কোন রক্ত কণিকাটি হেপারিন ক্ষরণ করে ?
- ইওসিনোফিল
- বেসোফিল
- নিঊট্রোফিল
- মনোসাইট
বেসোফিল
Q18. নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন অণু গঠনে প্রয়োজন ?
- পটাশিয়াম
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
- লৌহ
লৌহ
Q19. কোন রঞ্জকের উপস্থিতির জন্য রক্তের রঙ নীলাভ দেখায় ?
- হিমোসায়ানিন
- হিমোএরিথ্রিন
- হিমোগ্লোবিন
- লেগ হিমোগ্লোবিন
হিমোসায়ানিন
Q20. হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায় ?
- আরশোলা
- চিংড়ি
- কেঁচো
- কুনোব্যাং
চিংড়ি
Q21. নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা থাকে না ?
- কেঁচো
- মানুষ
- কুনোব্যাং
- মাছ
কেঁচো
Q22. একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘনমিলি লিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ হল –
- 5 লক্ষ
- 50000
- 500 লক্ষ
- 50 লক্ষ
50 লক্ষ
Q23. তঞ্চিত রক্ত থেকে যে হলুদ রঙের তরল নির্গত হয় তাকে বলে –
- রক্তরস
- লসিকা
- সিরাম
- কলারস
সিরাম
Q24. কে মানব দেহে রক্ত সংবহনের অস্তিত্ব প্রথম পর্যবেক্ষণ করেন ?
- স্টারলিং
- হার্ভে
- শেরিংটন
- ডারউইন
হার্ভে
Q25. মানুষের রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হল –
- 1 : 700 (প্রায়)
- 70 : 1 (প্রায়)
- 700 : 1 (প্রায়)
- 1 : 70 (প্রায়)
700 : 1 (প্রায়)
Q26. একটি অনুচক্রিকা সাধারণত বাঁচে –
- ১২ দিন
- ১৫ দিন
- ৩ দিন
- ৯ দিন
৩ দিন
Q27. মানুষের রক্ত সংবহন তন্ত্রে রক্তের পরিমাণ প্রায় –
- 1 লিটার
- 2 লিটার
- 5 লিটার
- 10 লিটার
5 লিটার
Q28. যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় তা হল –
- ব্যারোমিটার
- স্ফিগমোম্যানোমিটার
- টেনোমিটার
- উপরের কোনোটিই নয়
স্ফিগমোম্যানোমিটার
Q29. মানুষের রক্তের প্রকৃতি হল –
- অ্যাসিডিক
- অ্যালকালাইন
- নিউট্রাল
- ভ্যারিয়েবল
অ্যালকালাইন
Q30. দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গরে তোলে যে রক্ত কণিকা তা হল –
- শ্বেত রক্ত কণিকা
- লোহিত রক্ত কণিকা
- অনুচক্রিকা
- এরিথ্রোসাইট
শ্বেত রক্ত কণিকা
Q31. লোহিত রক্ত কণিকার জীবনকাল হল –
- 60 দিন
- 120 দিন
- 180 দিন
- 240 দিন
120 দিন
Q32. নিম্নের কোনটি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত পদার্থ উৎপন্ন করে –
- CO2
- SO2
- NO2
- CO
CO
Q33. মানুষের সাধারণ রক্তচাপ এইপরিসরে থাকা উচিত –
- 120 /80 mm Hg
- 110/70 mm Hg
- 140/80 mm Hg
- 110 /60 mm Hg
120 /80 mm Hg
Q34. একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে –
- 150 লিটার (প্রায় )
- 200 লিটার (প্রায় )
- 300 লিটার (প্রায় )
- 340 লিটার (প্রায় )
300 লিটার (প্রায় )
Q35. সঠিক ক্রস ম্যাচিং না করে রক্ত সঞ্চারণ করলে গ্রহীতার দেহে যে ঘটনাটি ঘটতে পারে , তা হল –
- ABO বিসংগতি
- অ্যাগ্লুটিনেশন
- হিমোলাইসিস
- সবকটি
সবকটি
Q36. রক্ত সঞ্চারণে সংক্রমণের সম্ভবনা থাকে যে রোগটিতে , তা হল –
- টাইফয়েড
- হেপাটাইটিস
- পোলিও
- কলেরা
হেপাটাইটিস
Q37. দাতার রক্ত তঞ্চিত হতে না –দেওয়ার জন্য ব্যবহার করা হয় –
- সোডিয়াম সাইট্রেট
- হেপারিন
- Na –গ্লাইকোকোলেট
- Na – টরোকোলেট
সোডিয়াম সাইট্রেট
Q38. A ও B দুই রকমের অ্যান্টিজেন থাকে যে গ্রুপের রক্তে তা হল –
- A
- B
- AB
- O
AB
Q39. অ্যান্টিজেনবিহীন রক্তশ্রেণিটি হল –
- A
- B
- AB
- O
O
Q40. সিরামে অনুপস্থিত উপাদানটি হল –
- অ্যালবুমিন
- গ্লোবিউলিন
- ফাইব্রিনোজেন
- বিলিরুবিন
ফাইব্রিনোজেন
Q41. নিউক্লিয়াসবিহীন রক্ত কণিকাটি হল –
- নিউট্রোফিল
- মনোসাইট
- এরিথ্রোসাইট
- লিম্ফোসাইট
এরিথ্রোসাইট
Q42. মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত ?
- 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ
- 3 লক্ষ থেকে 5 লক্ষ
- 0.2 লক্ষ থেকে 0.9 লক্ষ
- 7 লক্ষ থেকে 10 লক্ষ
1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ
Q43. সবচেয়ে ছোটো রক্ত কণিকার নাম –
- লোহিত রক্ত কণিকা
- বেসোফিল
- অনুচক্রিকা
- নিউট্রোফিল
অনুচক্রিকা
Q44. কোন পদার্থের জন্য রক্তবাহে রক্ত জমাট বাঁধে না ?
- হেপারিন
- থ্রম্বোপ্লাসটিন
- ফাইব্রিনোজেন
- প্রোথ্রম্বিন
হেপারিন
Q45. হেপারিন নিঃসরণ করা কোন শ্বেত রক্ত কণিকার কাজ ?
- ইউসিনোফিল
- নিউট্রোফিল
- বেসোফিল
- লিম্ফোসাইট
বেসোফিল
Q46. কোন প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে ?
- নিউট্রোফিল
- ইউসিনোফিল
- লিম্ফোসাইট
- বেসোফিল
ইউসিনোফিল
Q47. কোন শ্বেত রক্তকণিকার ফ্যগোসাইটোসিস পদ্ধতি দেখা যায় ?
- অনুচক্রিকা
- ইউসিনোফিল
- বেসোফিল
- নিউট্রোফিল ও মনোসাইট
নিউট্রোফিল ও মনোসাইট
Q48. মানব শরীরে ইমিউনিটি গড়ে তোলে কোন শ্বেত রক্ত কণিকা ?
- মনোসাইট
- বেসোফিল
- লিম্ফোসাইট
- ইউসিনোফিল
লিম্ফোসাইট
Q49. কোন প্রাণীর রক্ত শ্বাসরঞ্জক বিহীন –
- বাদুড়
- সাপ
- রুইমাছ
- প্রজাপতি
প্রজাপতি
Q50. মানুষের দেহের সবচেয়ে মোটা রক্তবাহটি হল –
- মহাধমনি
- মহাশিরা
- ফুসফুসীয় ধমনি
- ফুসফুসীয় শিরা
মহাধমনি
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট
Too good website