WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Forces and Motion Mock Test In Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান অধ্যায় ২ -এর MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট । নবম শ্রেণি ভৌতবিজ্ঞান বল ও গতি অধ্যায়ের মক টেস্ট এর বাছাই করা ৩০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 2 -এর MCQ প্রশ্ন উত্তর গুলো আপনার কেমন লাগলো কটা প্রশ্নের উত্তর আপনার ঠিক হল কমেন্টের মাধ্যমে জানান ।
নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Forces and Motion Mock Test In Bengali।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
বল ও গতি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Forces and Motion Mock Test In Bengali
Q1. রকেট ছোঁড়া কোন নীতির উপর নির্ভরশীল ?
- নিউটনের তৃতীয় সূত্র
- শক্তির সংরক্ষণ সূত্র
- ভরবেগের সংরক্ষণ সূত্র
- ভরের সংরক্ষণ সূত্র
ভরবেগের সংরক্ষণ সূত্র
Q2. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- কোনোটিই নয়
তৃতীয়
Q3. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল –
- তাপমাত্রা
- বেগ
- রৈখিক ভরবেগ
- গতিশক্তি
রৈখিক ভরবেগ
বল ও গতি অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Forces and Motion Mock Test In Bengali(MCQ Question Answer) |
Q4. একটি চলন্ত বাস 10 কিলোমিটার / ঘন্টা প্রাথমিক বেগে চলতে শুরু করে । বাসটি কতক্ষন পর থেমে যাবে , যদি মন্দন 25/18 মিটার /সেকেন্ড2 হয় –
- 2 ঘন্টা
- 2 সেকেন্ড
- 2 মিনিট
- 5 মিনিট
2 সেকেন্ড
Q5. বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোন বস্তু –
- সমবেগে গতিশীল হয়
- সমদ্রুতিতে গতিশীল হয়
- পরিবর্তনশীল বেগে গতিশীল হয়
- পরিবর্তনশীল দ্রুতিতে গতিশীল হয়
পরিবর্তনশীল বেগে গতিশীল হয়
Q6. কোনটির যান্ত্রিক সুবিধা 1 হয় ?
- ঢেঁকি
- এক চাকার হাতগাড়ি
- চিমটা
- সাধারণ তুলাযন্ত্র
সাধারণ তুলাযন্ত্র
Q7. একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে ?
- বেগ
- সরণ
- ত্বরণ
- গতিশক্তি
ত্বরণ
Q8. আনত তলের যান্ত্রিক সুবিধা কত ?
- 1
- 1 এর কম
- 1 এর বেশি
- 0.5
1 এর বেশি
Q9. ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল ?
- অভিস্রবণ
- ডিফিউশন
- সেন্ট্রিফিউগেশন
- ডায়ালিসিস
সেন্ট্রিফিউগেশন
Q10. সার্কাসের ‘মৃত্যুকূপ’ খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ ?
- অপকেন্দ্র বল
- অভিকেন্দ্র বল
- অভিসারী বল
- কোনোটিই নয়
অপকেন্দ্র বল
Q11. অপকেন্দ্র বলকে কি বলে ?
- কার্যহীন বল
- অলীক বল
- উভয়
- কোনোটিই নয়
অলীক বল
Q12. কোন ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুঁড়বে ?
- 22.5 ডিগ্রী
- 39 ডিগ্রী
- 45 ডিগ্রী
- 90 ডিগ্রী
45 ডিগ্রী
Q13. কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে –
- তার ভরবেগ দ্বিগুণ হবে
- তার ত্বরণ দ্বিগুন হবে
- তার ভর দ্বিগুন হবে
- কোনোটিই নয়
তার ভরবেগ দ্বিগুণ হবে
Q14. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?
- সাঁড়াশি
- কাঁচি
- মাছ ধরার ছিপ
- নৌকার দাঁড়
নৌকার দাঁড়
Q15. জাঁতি কোন ধরনের লিভার ?
- প্রথম শ্রেণি
- দ্বিতীয় শ্রেণি
- তৃতীয় শ্রেণি
- কোনোটিই নয়
দ্বিতীয় শ্রেণি
Q16. কোন বস্তুকণার প্রাথমিক বেগ u , ত্বরন f ,অতিক্রান্ত সময় t এবং অন্তিম বেগ v হলে , পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো :
- u = v + ft
- u + v = ft
- v = u + ft
- u = v – ft
v = u + ft
Q17. নিউটনের কোন সূত্রকে জাড্যের সূত্র বলে ?
- প্রথম সূত্র
- দ্বিতীয় সূত্র
- তৃতীয় সূত্র
- সবগুলিই
প্রথম সূত্র
Q18. লিফট -এর ছাদ থেকে ঝোলানো স্প্রিং- তুলায় বস্তু আটকে দিলে , কখন স্প্রিং তুলার পাঠ শূন্য হবে ?
- লিফট ত্বরণ নিয়ে উঠলে
- লিফট ত্বরণ নিয়ে নামলে
- লিফট সমবেগে উঠলে বা নামলে
- লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে
লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে
Q19. একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে , সর্বোচ্চ অবস্থানে –
- বেগ শূন্য , ত্বরণ শূন্য
- বেগ শূন্য ,ত্বরন অশূন্য
- বেগ অশূন্য ,ত্বরন শূন্য
- বেগ অশূন্য , ত্বরন অশূন্য
বেগ শূন্য ,ত্বরন অশূন্য
Q20. কোন বলের উপাংশ – এর মান ওই বলের মানের
- ছোট হয়
- বড় হয়
- ছোট বা সমান হয়
- বড় বা সমান হয়
ছোট বা সমান হয়
Q21. এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর 100 মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এল , এক্ষেত্রে সরণ-
- 100 মিটার
- 200 মিটার
- 300 মিটার
- 0
0
Q22. বাইরে থেকে বল প্রযুক্ত না হলে , বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ –
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- অপরিবর্তিত থাকে
- বলা সম্ভব নয়
অপরিবর্তিত থাকে
Q23. নিউটন ও ডাইন – এর মধ্যে সম্পর্ক –
- N = 107 dyn
- 1 N = 105 dyn
- 1 N = 103 dyn
- 1N = 10 dyn
1 N = 105 dyn
Q24. সমবেগে গতিশীল বস্তুর –
- ত্বরণ থাকে
- মন্দন থাকে
- ত্বরণ থাকে না
- ত্বরণ ক্রমশ বাড়তে থাকে
ত্বরণ থাকে না
Q25. একটি কণা 5√2 cm ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর A থেকে B বিন্দুতে গেল, যাতে কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 60 ডিগ্রী , কণাটির সরণ –
- 5 সেমি
- 10√2 সেমি
- 5√2 সেমি.
- 10 সেমি
5√2 সেমি.
Q26. বেগ সময় লেখচিত্রের নতি নির্দেশ করে বস্তুর –
- সরণ
- বেগ
- অতিক্রান্ত দূরত্ব
- ত্বরণ
ত্বরণ
Q27. একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল ,বস্তুটির গতিবেগ – সময় লেখচিত্র হবে –
- সময় অক্ষের সমান্তরাল
- বক্ররেখা
- মূলবিন্দুগামী সরলরেখা
- বৃত্ত
সময় অক্ষের সমান্তরাল
Q28. তিনটি প্রাথমিক একক দিয়ে গঠিত হয় এমন একটি রাশি হল –
- মন্দন
- দ্রুতি
- ত্বরণ
- ভরবেগ
ভরবেগ
Q29. ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে আগে সক্রিয় হয় –
- ক্রিয়া
- প্রতিক্রিয়া
- দুটিই একসঙ্গে
- নির্দিষ্ট করে বলা যাবে না
দুটিই একসঙ্গে
Q30. একটি বস্তুকণা S দূরত্ব অতিক্রম করার ফলে সরণ হয় d । তাহলে –
- S ≥ d
- S=d
- S ≤ d
- সবকটিই
S ≥ d
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট