[ভাত]HS Bengali Vat MCQ Mock Test

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

1. লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।” কারণ –

  • লোকটা ভালোভাবে কথা বলতে পারে না
  • লোকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনো বুনো  
  • লোকটা দেখতে খারাপ
  • লোকটা চোর।

লোকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনো বুনো

2. “ভাত খাবে কাজ করবে।”-উদ্ধৃতিটির বক্তা হলেন

  • বামুন ঠাকুর
  • বড়ো পিসিমা
  • বড়ো বউ
  • বাসিনী

বামুন ঠাকুর

3. বড়ো বাড়ির সংসার চলে কার নিয়মে?

  • বড়ো বউ
  • বড়ো পিসিমা
  • বড়ো ছেলে
  • বুড়ো কর্তা

বড়ো পিসিমা

4. “খুবই অদ্ভুত কথা।”-অদ্ভুত কথাটি হল

  • বড়ো বাড়ির সবকিছুই বড়ো পিসিমার নিয়মে চলে
  • বড়ো বাড়িতে একটা শিবমন্দিরও আছে
  • বড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন
  • বড়ো পিসিমার বিয়ে হয়নি

বড়ো পিসিমার বিয়ে হয়নি

5. উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল?

  • ভজন চাকর
  • বাসিনী
  • তান্ত্রিক
  • ছোটো বউয়ের বাবা

বাসিনী

6. অমন বড়োলোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।” কারণ –

  • কর্তামশায়কে দেখার জন্য
  • বিয়েতে অনিচ্ছার জন্য
  • সংসার ঠেলার জন্য
  • দেবতার সেবা করার জন্য

সংসার ঠেলার জন্য

7. বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা-ঝামটা হচ্ছিল।” কারণ

  • বুড়ো কর্তার বয়স হয়ে গিয়েছিল
  • বুড়ো কর্তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল
  • বুড়ো কর্তার বউ মারা গিয়েছিল
  • বুড়ো কর্তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল

বুড়ো কর্তার বউ মারা গিয়েছিল

8. “দূরদর্শী লোক ছিলেন।”-যার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে হল  –

  • বুড়ো কর্তা
  • বড়ো পিসিমা
  • সতীশবাবু
  • বড়ো বউ

বুড়ো কর্তা

9. “মানুষের সঙ্গে বিয়ে দিও না।”-এ কথা বলেছিল –

  • বড়ো পিসিমা
  • বড়ো বউ
  • বাসিনী
  • মেজো বউ

বড়ো পিসিমা

10. আমাদের বাসিনীর কেহয়। সেই ডেকে আনলে।”-বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কারণ-

  • ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে
  • লোকটি খুব কাজের
  • লোকটি খুব গরিব
  • লোকটি বাসিনীর আত্মীয়

ঝড়জলে লোকটির দেশ ভেসে গেছে

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

11. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”-উক্তিটির বক্তা –

  • বাসিনী
  • বড়ো পিসিমা
  • বড়ো বউ
  • মেজো বউ

বড়ো পিসিমা

12. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”-কার প্রসঙ্গে এই উক্তি?

  • বুড়ো কর্তা
  • সেজো ছেলে
  • মহানাম শতপতি
  • উৎসব নাইয়া

উৎসব নাইয়া

13. “দিতে পারবে না প্রাণে ধরে।”-এখানে কী দিতে না পারার কথা বলা হয়েছে?

  • দশটা টাকা
  • দশটা পয়সা
  • দশটা লোক
  • দশটা মোহর

দশটা পয়সা

14. “এই চোদ্দ দফায় কাজ করবে”-‘চোদ্দ দফা’ বলতে বোঝায়

  • সমস্ত
  • চোদ্দটার কম
  • চোদ্দটা
  • চোদ্দটার বেশি

সমস্ত

15. “বাদা থেকে চাল আসছে”-‘বাদা’ কী?

  • পুকুর
  • বিস্তীর্ণ জলাভূমি
  • সমুদ্র
  • বিদেশ

বিস্তীর্ণ জলাভূমি

16. তোমার শ্বশুরই মরতে বসেচে বাছা।”-এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে?

  • বড়ো পিসিমার
  • বড়ো বউয়ের
  • বাসিনীর
  • উৎসবের বউয়ের

বড়ো বউয়ের

17. “সে জন্যেই হোম-যজ্ঞি হচ্ছে।”-এই হোম-যজ্ঞি হচ্ছে-

  • শ্বশুরের জন্য
  • চলুনীর মা-র জন্য
  • উৎসবের জন্য
  • চমুনীর জন্য

শ্বশুরের জন্য

18. বাসিনীর মনিব বাড়ির বড়ো কর্তার বয়স হয়েছিল –

  • বিরাশি বছর
  • চুরাশি বছর
  • আশি বছর
  • তিরাশি বছর

বিরাশি বছর

19. “তাই বড়ো বউ জানত না।”-বড়ো বউ জানত না যে বিষয়টি তা হল-

  • পিসিমা অবিবাহিত
  • উৎসব নাইয়া কাজ করার উদ্দেশ্যে এসেছে
  • বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে
  • লিভারে ক্যানসার হয়

লিভারে ক্যানসার হয়

20. “মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।”- এখানে কার কথা বলা হয়েছে?

  • বুড়ো কর্তা
  • বড়ো পিসিমা
  • শাশুড়ি
  • মেজো বউ

শাশুড়ি

21. এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি”, কারণ –

  • তারা ঘরজামাই থাকে
  • তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
  • তারা অসুস্থ
  • তারা বাড়ির কাজে ব্যস্ত

তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না

22. বড়ো বউ ভাবতে চেস্টা করে”-কী ভাবতে চেস্টা করে?

  • তখন আর মাছ আসবে না
  • কত কাজ বাকি আছে
  • তখনও চাঁদ সূর্য উঠবে কি না
  • বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল

তখনও চাঁদ সূর্য উঠবে কি না

23. বুড়ো কর্তা খেতে আসার কত মিনিট আগে বাড়ির বড়ো বউকে বৃটি-লুচি করতে হত?

  • পনেরো মিনিট
  • পাঁচ মিনিট
  • দশ মিনিট
  • এক মিনিট

পাঁচ মিনিট

24. আজ এই যজ্ঞি-হোম হচ্ছে।”- বড়ো বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে। কারণ-

  • শিবের সঙ্গে পিসিমার বিয়ে হচ্ছে
  • কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে
  • মেজো ছেলে বিলেত থেকে ফিরছে
  • উৎসবের বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা গেছে

কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে

25. কালো বিড়ালের লোম আনতে গেছে”-

  • ভজন চাকর
  • বড়ো পিসিমা
  • উৎসব
  • বড়ো বউ

ভজন চাকর

26. তুই “ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে।” কারণ-

  • এদের ক্যানিং থেকে চাল আসে
  • এদের বিলেত থেকে চাল আসে
  • এদের বাদা থেকে চাল আসে
  • এরা চাল কিনে আনে

এদের বাদা থেকে চাল আসে

27. “আজ খাওয়া-দাওয়া ঝপ করে সারতে হবে”, কারণ-

  • বাড়িতে অনুষ্ঠান আছে
  • বড়ো কর্তার শরীর ভালো নেই
  • ছেলেরা বিলেত থেকে ফিরবে
  • তান্ত্রিক হোমে বসবে

তান্ত্রিক হোমে বসবে

28. বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়।

  • বামুন চাকর-ঝি-দের জন্য
  • মেজো আর ছোটোবাবুর জন্য
  • বড়োবাবুর জন্য
  • নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্যে

বড়োবাবুর জন্য

29. কনকপানি’ ঢালের ভাত খান –

  • বড়োবাবু
  • মেজোবাবু
  • ছোটোবাবু
  • পিসিমা

বড়োবাবু

30. মেজো আর ছোটোর জন্য বারোমাস কোন্ চাল রান্না হয় –

  • কনকপানি
  • পদ্মজালি
  • রামশাল
  • ঝিঙেশাল

পদ্মজালি

31. বাবুরা খায়’-বাবুরা কী খায়?

  • নানাবিধ চাল
  • নানাবিধ ফল
  • নানাবিধ পানীয়
  • নানাবিধ শাক

নানাবিধ চাল

32. “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।”-বাদার লোকটার চোখ ঠিকরে বেরিয়ে আসে –

  • নানাবিধ চাল দেখে
  • যজ্ঞের আয়োজন দেখে
  • বড়ো বাড়ি দেখে
  • পিসিমার কথা শুনে

নানাবিধ চাল দেখে

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

33. এই “এক সৃস্টি চাইল দে।”-উক্তিটি কে, কাকে করেছে?

  • বড়ো পিসিমা বড়ো বউকে
  • বড়ো পিসিমা বাসিনীকে
  • বাসিনী উৎসবকে
  • উৎসব বাসিনীকে

উৎসব বাসিনীকে

34. বাসিনী বাগ্যতা করি তোর’-বক্তা কে?

  • সেজো বউ
  • হরিচরণ
  • উচ্ছব
  • বড়ো পিসিমা

উচ্ছব

35. “আমি ঠিক তাগেবাগে দে ঝাব।”-এ কথা বলেছে।

  • বাসিনী
  • বড়ো বউ
  • পিসিমা
  • মেজো বউ

বাসিনী

36. আগে চাট্টি খেতে দে।”-এই উত্তি করা হয়েছে-

  • বড়ো বাড়ির লোকেদের সম্পর্কে
  • বাসিনীদের সম্পর্কে
  • সতীশবাবুদের সম্পর্কে
  • মন্দিরের চাতালে বসে থাকা ছেলেদের সম্পর্কে

বড়ো বাড়ির লোকেদের সম্পর্কে

37. “যত দিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি।”-উৎসব রান্না খিচুড়ি খেতে পারেনি কারণ –

  • সে কাঠ কাটছিল
  • সে কলকাতা গিয়েছিল
  • সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল
  • সে সতীশবাবুর কাছে ছিল

সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল

38. “সে ঘরের মাঝ-খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল।”-এখানে যার কথা বলা হয়েছে, সে হল-

  • উৎসব
  • বাসিনী
  • উৎসবের বউ
  • পিসিমা

উৎসবের বউ

39. “উচ্ছব বলে চলেছিল”-উৎসব কী বলে চলেছিল?

  • ভগমান! ভগমান
  • দেবতা! দেবতা
  • ঈশ্বর! ঈশ্বর
  • ঠাকুর। ঠাকুর

ভগমান! ভগমান

40. “উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি গেল।”

  • ভূমিকম্পে
  • ঝড়জলে
  • বন্যায়
  • খরায়

ঝড়জলে

41. “উচ্ছব নেয় না।”-উৎসব কার কথা নেয় না?

  • বাসিনীর
  • মহানাম শতপতির
  • সাধন দাশের
  • হরিচরণ নাইয়ার

সাধন দাশের

42. উৎসবের মেয়ের নাম –

  • চন্নুনী
  • বাসিনী
  • সুভাষিণী
  • চন্দ্রানী

চন্নুনী

43. উৎসবের পিতার নাম ছিল –

  • হরিনাম নাইয়া
  • হরিচরণ নাইয়া
  • হরিহর নাইয়া
  • হরিদাস নাইয়া

হরিচরণ নাইয়া

44. তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল।”-এখানে যার কথা বলা হয়ছে, সে হল-

  • মেজো বউয়ের
  • বড়ো বউয়ের
  • বাসিনীর
  • ছোটো বউয়ের

বাসিনীর

45. “এ গল্প গ্রামে সবাই শুনেছে”-গল্পটা হল –

  • বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত
  • বাসিনীর মনিব খুব ভালো লোক
  • বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়
  • বাসিনীর মনিবের বাড়িতে লোকের মেলা

বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

46. তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল।”- কারণ –

  • বৈশাখ মাসে ধান খড় হয়ে গেল
  • শ্রাবণ মাসে ধান খড় হয়ে গেল
  • পৌষ মাসে ধান খড় হয়ে গেল
  • কার্তিক মাসে ধান খড় হয়ে গেল

কার্তিক মাসে ধান খড় হয়ে গেল

47. অ উচ্ছব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন?”-এ কথা বলেছিল –

  • সতীশবাবু
  • বড়ো কর্তা
  • বামুন ঠাকুর
  • সাধনবাবু

সাধনবাবু

48. “উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ” –  উচ্ছবের বুকে শত হাতির বল থাকত যদি –

  • চন্নুনীরা মারা যেত না
  • উচ্ছব কলকাতায় আসত
  • উচ্ছব পেট ভরে খেতে পেত
  • সতীশবাবুর ধান ঘড়ে পরিণত না হয়ে যেত

চন্নুনীরা মারা যেত না

49. পিসিমা বললেন, “ভাত নামলেও খাওয়া নেই একন।” কারণ –

  • অনেক রান্না তখনও হয়নি
  • বড়ো বউ ওপর থেকে নামেনি
  • সেজো ছেলে বাড়ি ফিরলে তারপর খাওয়া হবে
  • তান্ত্রিকের নতুন বিধান হোমের পরে খাওয়া হবে

তান্ত্রিকের নতুন বিধান হোমের পরে খাওয়া হবে

50. “উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল”-যার কাছ থেকে, সে হল-

  • বড়ো পিসিমা
  • সতীশবাবু
  • বড়ো বউ
  • সাধন দাশ

সতীশবাবু

51. কী উচ্ছবকে বড়ো উতলা করে?

  • বাদার চালের গন্ধ
  • যজ্ঞ শেষে ভাত পাবার আশা
  • বউ-ছেলেমেয়ের কথা
  • ফুটন্ত ভাতের গন্ধ

ফুটন্ত ভাতের গন্ধ

52. বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল?

  • চিড়ে
  • মুড়ি
  • বাতাসা
  • ছাতু

ছাতু

53. “গরিবের গতর এরা শস্তা দেকে”-কে বলেছেন?

  • রাঁধুনি ঠাকুর
  • বাসিনী
  • বুড়ো কর্তার খাস ঝি
  • বাড়ির দারোয়ান

বাসিনী

54. কিন্তু সাগরে শিশির পড়ে।” উপমাটি প্রযুক্ত হয়েছে –

  • খালি পেটে ভাত খাওয়ার প্রসঙ্গো
  • খালি পেটে জল খাওয়ার প্রসঙ্গে
  • খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে
  • খালি পেটে মুড়ি খাওয়ার প্রসঙ্গে

খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে

55. “মহানাম শতপতি তো এল না।”-উৎসবের গ্রামের লোকেরা মহানাম শতপতিকে খবর দেয়, কারণ –

  • গ্রামে অনুষ্ঠান চলছিল
  • গ্রামে নির্ভুই উৎসবের বাড়িঘর ভেসে যায়
  • কর্তামশায়ের শ্রাদ্ধ করতে হবে
  • গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে

গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে

56. উচ্ছব কালীঘাটে ছরাদ সারবে।”-উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে, কারণ –

  • তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে
  • বড়ো কর্তা মারা গেছেন
  • গ্রামের লোকেদের জন্য
  • তার বাবা মারা গেছে

তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে

57. “দেশ জোড়া দুর্যোগেও” কার ঘরে রান্না হয়?

  • সতীশবাবুর
  • অবিনাশবাবুর
  • সাধনবাবুর
  • মহানাম শতপতির

সতীশবাবুর

58. সেই হতেই তো উচ্ছবের আধ-পেটা সিকি-পেটা উপোসের শুরু।”-কখন থেকে উৎসবের উপোসের শুরু?

  • যবে উৎসব কলকাতায় এসেছে
  • যবে উৎসবের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটল
  • যবে পোকায় ধান নষ্ট হল
  • যবে বড়ো কর্তা মারা গেলেন

যবে পোকায় ধান নষ্ট হল

59. উচ্ছবও প্রেত হয়ে আছে।”-উৎসব প্রেত হয়ে আছে, কারণ-

  • তার বউ মারা গেছে
  • তার পেটে ভাত নেই
  • তার ঘর ভেসে গেছে
  • তার ভাতের ডেকচি চুরি হয়েছে

তার পেটে ভাত নেই

60. “মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে”-মানুষ থাকলে উৎসব কী বুঝত?

  • জলের টানে মানুষ ভেসে গেছে
  • বড়ো বাড়িতে যজ্ঞের আয়োজন চলছে
  • বড়ো পিসিমা অবিবাহিত
  • বড়ো বাড়িতে উৎসব ভাত খেতে পাবে

জলের টানে মানুষ ভেসে গেছে

HS Bengali Vat MCQ Mock Test || ভাত গল্পের MCQ মক টেস্ট || Vat Golper MCQ Online Test || উচ্চমাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ প্রশ্ন উত্তর

61. একন চান করব নে।”-উৎসব তখন চান করতে চায়নি কারণ –

  • অবেলায় চান করলে শরীর খারাপ হবে
  • সমস্ত কাজ সেরে তবেই সে স্নান করবে
  • মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না
  • কর্তামশায়ের দাহকার্যের পরই সে স্নান করবে বলে

মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না

62. “অন্ন লক্ষ্মী”-এ কথা বলত –

  • উৎসবের পিসিমা
  • উৎসবের ঠাকুমা
  • উৎসবের মাসিমা
  • উৎসবের দিদিমা

উৎসবের ঠাকুমা

63. বাড়িতে ঢুকে উৎসবের কানে কার বিলাপ আসে?

  • বড়ো পিসিমার
  • মেজো বউ-এর
  • বড়ো বউ-এর
  • বাসিনীর

বড়ো পিসিমার

64. বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল?

  • ৮২ বছর
  • ৮৪ বছর
  • ৯৮ বছর
  • ৯০ বছর

৯৮ বছর

65. রাতে রাতে কাজ সারতে হবে।”-কর্তার কাজ রাতে রাতে সারতে হবে, কারণ-

  • নইলে মৃতদেহে পচন ধরবে
  • নইলে বাধা আসবে
  • নইলে দোষ লাগবে
  • নইলে শববাহকদের পাওয়া যাবে না

নইলে দোষ লাগবে

66. শাড়ির উনুনই জ্বলবে না।”-কারণ –

  • বাসিনী দেশে চলে গিয়েছে
  • বড়ো কর্তার মৃত্যু হয়েছে
  • সেদিন অরন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে
  • বাড়িতে সেদিন জ্বালানির আয়োজন ছিল না

বড়ো কর্তার মৃত্যু হয়েছে

67. “আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের” । কারণ –

  • সে বাদা থেকে চলে আসে
  • সে বড়ো বাড়িতেই থেকে যায়
  • তাকে থানায় নিয়ে যাওয়া হয়
  • সে বাদার রাস্তা ভুলে যায়

তাকে থানায় নিয়ে যাওয়া হয়

68. “বড়ো পিসিমা বলেন, বাসিনী, সব্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা।”-এ কথা বলার কারণ –

  • খাবার নষ্ট হয়ে গেছে
  • কর্তা মারা গেছেন
  • হোমের এটাই নিয়ম
  • কুকুরে মুখ দিয়েছে

কর্তা মারা গেছেন

69. “সে স্বর্গ সুখ পায়”-উৎসব স্বর্গ সুখ পায় –

  • ভাতের স্পর্শে
  • ধনের স্পর্শে
  • জলের স্পর্শে
  • সন্তানের স্পর্শে

ভাতের স্পর্শে

70. “আমার মধ্যে বসে তোরাও খা!”-এ কথা বলেছে –

  • উৎসব
  • সতীশবাবু
  • সাধনবাবু
  • বুড়ো কর্তা

উৎসব

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!