দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প|HS Class 12 Geography MCQ

দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ

দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ

১। ভারতের একটি বৃহৎ রেডিমেড পোশাক শিল্পকেন্দ্র হল –

  • মুম্বাই (উত্তর)
  • কোচি
  • কটক
  • গুয়াহাটি

 ২।  ‘রাশিয়ার ম্যাঞ্চেস্টার বলা হয় –

  • মস্কোকে
  • ওসাকাকে
  • আমেদাবাদকে
  • আইভানোভোকে (উত্তর)

৩। ভারতের একক বৃহত্তম শিল্প হল –

  • পাট
  • পশম
  • কার্পাস বয়ন (উত্তর)
  • কাগজ শিল্প

৪। BMW গাড়ি কোম্পানি কোন্ দেশের? –

  • জাপান
  • ফ্রান্স
  • জার্মানি (উত্তর)
  • যুক্তরাষ্ট্র

৫। বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ হল –

  • যুক্তরাষ্ট্র
  • কানাডা (উত্তর)
  • রাশিয়া
  • নরওয়ে

৬। ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানা হল –

  • রৌরকেল্লা
  • বোকারো
  • ভিলাই(উত্তর)
  • দুর্গাপুর

৭। হ্রদ শিল্পাঞ্চল যে দেশে অবস্থিত, তা হল –

  • জাপান
  • ব্রিটিশ যুক্তরাজ্য
  • ভারত
  • আমেরিকা যুক্তরাষ্ট্র (উত্তর)

৮। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে –

  • রিষড়াতে
  • ঘুঘুড়িতে (উত্তর)
  • শ্রীরামপুরে
  • পোর্টোনোভাতে

৯। পাটজাত নতুন সামগ্রী ‘ওরিকোটেক’ উৎপাদন ও ব্যবহার হয় –

  • নির্মাণ কাজে,
  • ভূমিক্ষয় ও ভূমিধস নিয়ন্ত্রণে
  • দ্রব্যসমূহের – সুরক্ষার উদ্দেশ্যে
  • খাবারের প্যাকেট, ময়লা ফেলার ব্যাগ তৈরির উদ্দেশ্যে (উত্তর)

১০। ‘ন্যূনতম কার্য তত্ত্বে সমপরিবহণ ব্যয়রেখাকে বলে –

  • আইসোটিম (উত্তর)
  • আইসোথার্ম
  • আইসোহায়েট
  • আইসোবার

দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ

১১।  ভারতে কার্পাস উৎপাদক অঞ্চলের বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান ও উন্নতির কারণ হল –

  • ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বাজার (উত্তর)
  • শহর এলাকার স্থানাভাব
  • নগর এলাকায় শিল্পের জমির অভাব
  • বিজ্ঞাপনের সুযোগ

১২।  কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল –

  • কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে
  • বাজারের কাছে (উত্তর)
  • নদীর ধারে
  • বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে

১৩। “শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন –

  • অগাস্ট লস
  • আলফ্রেড ওয়েবার (উত্তর)
  • জর্জ রেনার
  • ইউ – জিমারম্যান

১৪।  ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল –

  • < 1
  • >1(উত্তর)
  • 1
  • 0

১৫। ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে’ একটি অগ্রণী রাজ্য হল—

  • পশ্চিমবঙ্গ (উত্তর)
  • বিহার
  • মধ্যপ্রদেশ
  • মিজোরাম

১৬। ভারতের ‘উদীয়মান শিল্প হল –

  • তথ্যপ্রযুক্তি শিল্প
  • পেট্রোরসায়ন শিল্প (উত্তর)
  • বস্ত্রবয়ন শিল্প
  •  কাগঙ্গ শিল্প

১৭। ‘শিল্পের অবস্থানগত তত্ত্ব’ সর্বপ্রথম প্রবর্তন করেন । –

  • ই ডব্ল জিমারম্যান
  • ডন খুনেন
  • অ্যালফ্রেড ওয়েবার (উত্তর)
  • অগস্ট লস

১৮। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল।

  • পাটশিষ্ট
  • কাগজ শিল্প
  • রবার শিল্প (উত্তর)
  • পেট্রোরসায়ন শিল্প

১৯। বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি উৎপাদক দেশ হল –

  • জাপান (উত্তর)
  • ব্রিটিশ যুক্তরাজ্য
  • ভারত
  • আমেরিকা যুক্তরাষ্ট্র

২০।  কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় –

  • পাটশিল্পে
  • কাগজ শিল্পে (উত্তর)
  • কার্পাস বয়ন শিল্পে
  • লৌহ-ইস্পাত শিল্পে

২১।  ফিনল্যান্ড –

  • পাটশিল্প
  • বস্ত্রশিল্প
  • কাগজশিল্প (উত্তর)
  • লৌহ-ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত

২২। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত –

  • কার্পাস-বয়ন শিল্পের জন্য
  • মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য (উত্তর)
  • পেট্রোরসায়ন শিল্পের জন্য
  • কাগজ শিল্পের জন্য

২৩। পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠেনি –

  • ডিব্ৰুগড় (উত্তর)
  • ভাদোদরায়
  • হলদিয়ায়
  • ট্রসেতে

২৪।  ডুলুথ হল –

  • লৌহ-ইস্পাত শিল্প (উত্তর)
  • পেট্রোরসায়ন শিল্প
  • খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
  • পাটশিল্প-এর শ্রেষ্ঠ কেন্দ্র

২৫। ভারতের প্রথম কাগজের কলটি স্থাপিত হয়েছিল –

  • বালিতে
  • টিটাগড়ে
  • রানিগঞ্জে
  • শ্রীরামপুরে (উত্তর)

২৬। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় –

  • রিষড়ায় (উত্তর)
  • ব্যান্ডেলে
  • শ্রীরামপুরে
  • টিটাগড়ে

২৭। মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা হলেন –

  • লশ (উত্তর)
  • ওয়েবার
  • উভয়ই
  • ভন থুনেন

২৮। রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে –

  • কয়লা (উত্তর)
  • লৌহ আকরিক
  • ম্যাঙ্গানিজ
  • বক্সাইট-কে কেন্দ্র করে

২৯। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রধান শিল্প –

  • বস্ত্রবয়ন
  • লৌহ-ইস্পাত (উত্তর)
  • মাংস
  • রাসায়নিক শিল্প

৩০। ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি অবস্থিত –

  • আমেদাবাদে
  • চিত্তরঞ্জনে (উত্তর)
  • জামশেদপুরে
  • সালেম-এ

৩১। একটি শিকড় আলগা (foot-loose) শিল্পের উদাহরণ হল –

  • লৌহ-ইস্পাত
  • পাট
  • বস্ত্রবয়ন (উত্তর)
  • খাদ্য প্রক্রিয়াকরণ

৩২। বিশুদ্ধ কাচামালভিত্তিক শিল্প হল –

  • লৌহ-ইস্পাত
  • শর্করা
  • কাগজ
  • বস্ত্র শিল্প (উত্তর)

৩৩। ভারতের রেলওয়ে কোচ নির্মাণক্ষেত্রটি অবস্থিত –

  • বেঙ্গালুরুতে (উত্তর)
  • কোয়েম্বাটোরে
  • পেরাঘুরে
  • নাসিকে

৩৪। জাপানের ম্যাঞ্চেস্টার হল –

  • কোবে
  • ওসাকা (উত্তর)
  • ইয়োকোহামা
  • টোকিও

দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ

৩৫। পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য কাগজ শিল্পকেন্দ্র –

  • মালদা
  • হলদিয়া
  • দার্জিলিং
  • টিটাগড় (উত্তর)

৩৬। যে শিল্পের জন্য বেঙ্গালুরু বিখ্যাত তা হল-

  • মোটর গাড়ি
  • পেট্রোকেমিক্যাল
  • লৌহ-ইস্পাত
  • বিমানপোত নির্মাণ (উত্তর)

৩৭। দ্রব্যসূচক ‘1’ অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই –

  • কাঁচামাল উৎসের নিকট হবে
  • বাজারকেন্দ্রিক হবে (উত্তর)
  • কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী স্থানে হবে
  • এর মধ্যে কোনোটিই নয়

৩৮। টোকিও-ইয়োকোহামা শিল্পাগলের প্রধান শিল্প হল –

  • পাটশিল্প
  • লৌহ-ইস্পাত শিল্প (উত্তর)
  • কার্পাস শিল্প
  • মাংস শিল্প

৩৯। নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ –

  • নগরায়ণ (উত্তর)
  • প্রতিকূল জলবায়ু
  • শ্রমিক মালিক বিরোধ
  • বন্দরের অভাব

৪০।  ভারতে প্রথম নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠে –

  • মধ্যপ্রদেশের নেপানগরে (উত্তর)
  • কর্ণাটকের ভদ্রাবতীতে
  • কেরালার নিউজপ্রিন্টনগরে
  • পশ্চিমবঙ্গের কলকাতায়

৪১। ‘পৃথিবীর মোটরগাড়ির রাজধানী’ বলা হয় –

  • আলাবামা
  • কানসাস
  • ডেট্রয়েট (উত্তর)
  • বাউলিন গ্রিন-কে

৪২। এশিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হল –

  • কোবে ওসাকা (উত্তর)
  • টেক্সাস
  • টুলা
  • রুঢ়

৪৩। বিশ্বে সবচেয়ে বেশি রেডিমেড পোশাক উৎপাদিত হয় –

  • চিনে (উত্তর)
  • মেক্সিকোতে
  • বাংলাদেশে
  • ভারতে

৪৪।  ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি গড়ে উঠেছে –

  • গার্ডেনরিচে
  • মাঝগাঁওতে
  • বিশাখাপত্তনমে (উত্তর)
  • কোচিতে

৪৫।  বিশ্বের প্রথম রেডিমেড বস্ত্র রপ্তানিকারক দেশ হল –

  • চিন (উত্তর)
  • বাংলাদেশ
  • ভারত
  • জার্মানি

৪৬।  কয়লা ও লৌহ আকরিক খনির মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে-

  • ঝরিয়া
  • ভিলাই
  • বোকারো
  • জামশেদপুর (উত্তর)

৪৭। রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে –

  • অজয় নদী
  • দামোদর নদী
  • কংসাবতী নদী
  • ব্রাহ্মণী নদীর বামতীরে (উত্তর)

৪৮। কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি তৈরির কারখানা (TEXMACO) অবস্থিত –

  • বর্ধমান জেলার রূপনারায়ণপুরে
  • কলকাতার কাছে বেলঘরিয়ায় (উত্তর)
  • তেলেঙ্গানার হায়দরাবাদে
  • রাঁচির কাছে হাতিয়াতে

৪৯।  শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হল –

  • যেখানে আইসোডাপেনের মান সবচেয়ে বেশি
  • আইসোডাপেনের মান সবচেয়ে কম (উত্তর)
  • আইসোটিমের মান সবচেয়ে কম
  • আইসোটিমের মান সবচেয়ে বেশি

৫০। প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন, ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন্ রাজ্য ?

  • জাপান
  • জার্মানি
  • অস্ট্রেলিয়া
  • আমেরিকা যুক্তরাষ্ট্র (উত্তর)

দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজঃশিল্প || উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || HS Class 12 Geography MCQ

৫১।  আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’ প্রকাশিত হয়। –

  • 1956 খ্রি
  • 1940 খ্রি
  • 1926 খ্রি
  • 1909 খ্রি (উত্তর)

৫২। ‘বিশ্বের রবার রাজধানী’ বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের-

  • উইলমিংটন
  • হোয়াইটিং
  • টেকসাস সিটি
  • অ্যাক্রন-কে (উত্তর)

৫৩। অস্থাণু শিল্পটি হল –

  • পেট্রোরসায়ন
  • কার্পাস বয়ন (উত্তর)
  • রবার
  • লৌহ-ইস্পাত শিল্প

৫৪।  সর্বাধিক লাভযুক্ত স্থানে শিল্প গড়ে উঠবে বলে মনে করেছিলেন-

  • ওয়েবার
  • লশ (উত্তর)
  • উইভার
  • মামফোর্ড

৫৫। শিল্পের আইসোডাপেন’ কথাটি প্রথম ব্যবহার করেন। –

  • অগাস্ট লশ
  • ওয়েবার (উত্তর)
  • থমসন
  • হটেলিং

৫৬। IISCO ইস্পাত কারখানাটি যেখানে অবস্থিত, তা হল –

  • বোকারো
  • জামশেদপুর
  • বার্নপুর (উত্তর)
  • দুর্গাপুর

৫৭। ষড়ভুজ আকৃতির বাজারের রূপান্তরের ধারণাটি প্রবর্তন করেন। –

  • আলফ্রেড ওয়েবার
  • জিমারম্যান
  • অগস্ট লশ (উত্তর)
  • গুনার মিরডাল

৫৮। ‘ভারতের ডেট্রয়েট’ হল –

  • চেন্নাই (উত্তর)
  • নাসিক
  • পুনে
  • গুরগাঁও

৫৯।  ‘ভারতের শেফিল্ড’ কাকে বলা হয় ? –

  • হাওড়া (উত্তর)
  • বেলঘরিয়া
  • যাদবপুর
  • খিদিরপুর

৬০।  হিন্দুস্থান মোটরস লিমিটেড-এর মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র আছে –

  • হিন্দমোটর (উত্তর)
  • গুরগাঁও
  • সুরজপুর
  • চেন্নাই-তে

৬১। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি উল্লেখযোগ্য রাজ্য হল –

  • উত্তরাখণ্ড
  • অন্ধ্রপ্রদেশ (উত্তর)
  • সিকিম
  • মিজোরাম

৬২। ভারতের পিট্সবার্গ’ বলা হয় –

  • জামশেদপুর
  • বোকারো
  • ভিলাই
  • দুর্গাপুর-কে (উত্তর)

৬৩। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পের কারখানা গড়ে উঠেছে –

  • টুম্বে
  • জামনগর (উত্তর)
  • হলদিয়া
  • ভাদোদরা-তে।

৬৪। ‘ভারতের গ্লাসগো’ হল –

  • চন্দননগর
  • হাওড়া (উত্তর)
  • কলকাতা
  • মুরশিদাবাদ

৬৫। Locational Triangle’-এর প্রবক্তা হলেন –

  • অ্যাডাম স্মিথ
  • থম্পসন
  • ওয়েবার (উত্তর)
  • রিকার্ডো

৬৬। বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হল –

  • 1-এর বেশি
  • 1 বা 1-এর কম (উত্তর)
  • 0
  •  2

৬৭। ‘চাহিদা শঙ্কু’ কথাটি পাওয়া যায় যাঁর তত্ত্বে তিনি হলেন –

  • অগাস্ট লশ (উত্তর)
  • ভন থুনেন
  • আলফ্রেড ওয়েবার
  • পেঙ্ক

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!