Madhyamik 2017 Life Science Solution|মাধ্যমিক ২০১৭ জীবনবিজ্ঞান প্রশ্নের সমাধান

Madhyamik 2017 Life Science Solution| মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান| WBBSE Madhyamik Life Science Previous Year Solution. মাধ্যমিক জীবন বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর ।

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

WBBSE Official Site.

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

বিভাগ ক

১।  প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ। ১ ✕ ১৫= ১৫

. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে,  কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়   এটি হলো

() ফটোন্যাস্টি

() সিসমোন্যাস্টি

() কেমোন্যাস্টি

() থার্মোন্যাস্টি

উত্তরঃ (ক) ফটোন্যাস্টি ।

.২  ডায়াবেটিস মেলিটা –এ  আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম

(ক) অ্যাড্রেনালিন

() ইনসুলিন

() থাইরক্সিন

() টেস্টোস্টেরন

উত্তরঃ (খ) ইনসুলিন।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৩ দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো

() থ্যালামাস

()  লঘু মস্তিষ্ক

() হাইপোথ্যালামাস

() সুষুম্নাশীর্ষক

উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস ।

.৪ তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে  আলাদা হতে দেখলে দশাটি হল () প্রফেজ

(খ) টেলোফেজ

(গ)  অ্যানাফেজ

() মেটাফেজ

উত্তরঃ (গ)  অ্যানাফেজ

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

. নিচের কোন জোড়টি  সঠিক

() কোরকোদ্গম ইস্ট

() খন্ডীভবন কেঁচো

() রেনু উৎপাদন অ্যামিবা

() পুনরুৎপাদনড্রায়োপটেরিস

উত্তরঃ   (ক) কোরকোদ্গম – ইস্ট

. জনন অঙ্গ ও জনন গ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরনের

() শৈশব দশায়

() বয়ঃসন্ধি দশায়

()  বার্ধক্য দশায়

() সদ্যোজাত দশায়

উত্তরঃ (খ) বয়ঃসন্ধি দশায় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

 . মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো

() কুঞ্চিত বীজ

() হলুদ রঙের বীজ

()  বেগুনি রঙের ফুল

() কাক্ষিক পুষ্প

উত্তরঃ (ক) কুঞ্চিত বীজ

. Y,R জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়

()

()

()

()

উত্তরঃ  (খ) ৪

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো

() ৭৫%

() ৫০%

() ১০০%

() %

উত্তরঃ (ঘ) ০%

.১০  পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো

() হাইড্রোজেন

() অক্সিজেন

()  মিথেন

()  অ্যামোনিয়া

উত্তরঃ (খ) অক্সিজেন

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১১ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল

() উৎপত্তিগত ভাবে ভিন্ন এবং  কাজ ভিন্ন

()  উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই

()  অপসারী বিবর্তন কে নির্দেশ করে

()  উৎপত্তিগত   গঠনগতভাবে এক

উত্তরঃ (খ)  উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই ।

.১২  নিচের কোনটি অস্থি যুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়

(রেড গ্রন্থি

()  অগ্র প্রকোষ্ঠ

() গ্যাস্ট্রিক গ্রন্থি

() রেটি মিরাবিলি

উত্তরঃ (ঘ) রেটি মিরাবিলি ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোনটির সাথে যুক্ত? –

() নাইট্রোজেন আবদ্ধ কারণ

()  নাইট্রিফিকেশন

() ডিনাইট্রিফিকেশন

()  অ্যামোনিফিকেশন

উত্তরঃ (গ) ডিনাইট্রিফিকেশন ।

.১৪ পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পট এর একটি বিপন্ন প্রজাতি হলো

() লায়ন টেন্ড ম্যাকাক

()  ওরাং ওটান

()  রেড পান্ডা

()  নীলগিরি থর

উত্তরঃ  (গ)  রেড পান্ডা ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৫ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ গুলি হল

(ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস

() হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা

()  ব্রংকাইটিস,  হাঁপানি,  ফুসফুসের ক্যান্সার

()  ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া

উত্তরঃ (গ)  ব্রংকাইটিস,  হাঁপানি,  ফুসফুসের ক্যান্সার ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

বিভাগ –খ

২ । নীচের ২৬ টি প্রশ্ন থেকে যে কোন ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ : ২১ ✕ ১ =২১

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর ( যেকোনো পাঁচটি ) : ১ ✕ ৫ = ৫

.১ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য  প্রয়োজনমত পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে ।

.২ অ্যাডেনিন  একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।

.৩  হিমোফিলিয়া হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ।

.৪ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইউহিপ্পাস

.৫ ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল মিথেন

২.৬ সুন্দরবন হল পশ্চিমবঙ্গে অবস্বঙ্গেএক্তি বায়োস্ফিয়ার রিজার্ভ ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কর ( যেকোনো পাঁচটি ) : ১ ✕ ৫ = ৫

.৭ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল  পত্রমোচন রোধ করে

উত্তর : মিথ্যা ।

.৮ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস –এর ফলে উৎপন্ন হয়

উত্তর : মিথ্যা ।

.৯ মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়

উত্তর: সত্য ।

.১০ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য

উত্তর: সত্য ।

.১১ ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী

উত্তর: মিথ্যা ।

.১২ ফ্ল্যাজেলা হল প্যারমিশিয়ামের গমন অঙ্গ

উত্তর: মিথ্যা ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখ  (যেকোনো পাঁচটি ) ১ ✕ ৫ = ৫

                   A- স্তম্ভ                   B -স্তম্ভ
.১৩ অন্ধবিন্দু(ক) ভূগর্ভস্থ জল দূষণ
.১৪ সাইটোকাইনেসিস(খ) রেটিনা ও অপটিক স্নায়ুর          সংযোগস্থল
.১৫ 44A+XY(গ) সমসংস্থ অঙ্গ
.১৬ বাদুর ও পাখির ডানা(ঘ) কোশপাত  গঠন
.১৭ আর্সেনিক(ঙ) পরাগরেনু
.১৮ গর্ভমুণ্ডে স্থানান্তকরন(চ) শব্দ দূষণ
 (ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস

উত্তর :

                   A- স্তম্ভ                   B -স্তম্ভ
২.১৩ অন্ধবিন্দু(খ) রেটিনা ও অপটিক স্নায়ুর          সংযোগস্থল
২.১৪ সাইটোকাইনেসিস(ঘ) কোশপাত  গঠন
২.১৫ 44A+XY(ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস
২.১৬ বাদুর ও পাখির ডানা(গ) সমসংস্থ অঙ্গ
২.১৭ আর্সেনিক(ক) ভূগর্ভস্থ জল দূষণ
২.১৮ গর্ভমুণ্ডে স্থানান্তকরন(ঙ) পরাগরেনু

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছটি ) ১ ✕ ৬ = ৬

.১৯ বিসদৃশটি বেছে লেখ : TSH , ACTH , GTH , CSF .

উত্তর: CSF.

.২০ মায়েলিন আবরণীর একটি কাজ লেখ

উত্তর:মায়েলিন আবরণীর একটি কাজ হল -এই আবরণটি স্নায়ু স্পন্দনের বিকিরণে বাধা দেয় ।

.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : প্রফেজ  :নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি : : ————– : নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব

উত্তর : টেলোফেজ ।

.২২ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরনের উদাহরণ দাও

উত্তর: রোলার জিভ ।

.২৩ থ্যালাসেমিয়া রোগের অন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ?

উত্তরঃ অটোজোম ।

.২৪ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ কর

উত্তরঃ বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ।

.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার কর এবং লেখঃ

ভ্রুন , ভাজক কলা , বীজ , ক্রায়োসংরক্ষন

উত্তরঃ  ক্রায়োসংরক্ষন ।

.২৬ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখ

উত্তরঃ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি হল – এর প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

বিভাগ – গ

৩ । নীচের ১৭ টি প্রশ্ন  থেকে যেকোন ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো । ২✕ ১২ =২৪

.১ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন –এর মধ্যে দুটি পার্থক্য লেখো

উত্তর :   ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন –এর মধ্যে দুটি পার্থক্য –

           বিষয়       ট্রপিক চলন   ন্যাস্টিক চলন
( i) উদ্দীপনাউদ্দীপকের গতিপথ দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয় ।উদ্দীপকের তীব্রতা দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয় ।
(ii) হরমোনের প্রভাবএই চলনে অক্সিন হরমোনের প্রভাব রয়েছে ।এই চলনে অক্সিন হরমোনের প্রভাব নেই ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.২  মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরনে GTH –এর ভূমিকা লেখো

উত্তর : মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরনে GTH –এর ভূমিকা-

মানবদেহে প্রধানত চার প্রকার GTH হরমোন ক্ষরিত হয় –FSH , LH , ICSH ,LTH ।

(i) FSH হরমোন  স্ত্রীদেহে ডিম্বাশয়ে ডিম্বথলির বৃদ্ধিতে ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে ।

(ii) LH হরমোন পীতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরনে সাহায্য করে ।

(iii) ICSH হরমোন পুরুষদেহে শুক্রাশয়ের লিডিগের আন্তর কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় ।

(iv) LTH হরমোন মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদন ও ক্ষরন কে উদ্দীপিত করে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

৩.৩  নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোণগুলি সহজাত বা কোণগুলি অর্জিত প্রতি বর্তমান প্রতিবর্ত ক্রিয়া তা তালিকা ভুক্ত কর –

সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা

সাইকেল চালানো

হাঁচি

ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা

উত্তর :

সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা– সহজাত প্রতিবর্ত ক্রিয়া

সাইকেল চালানো– অর্জিত  প্রতিবর্ত ক্রিয়া

হাঁচি – সহজাত  প্রতিবর্ত ক্রিয়া

ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা –   অর্জিত   প্রতিবর্ত ক্রিয়া

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৪ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র –এর অংশ গুলি লেখো

উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র –এর ২ টি  অংশ  । অংশ দুটি হল – মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড

প্রান্তীয় স্নায়ুতন্ত্র –এর ২ টি অংশ । অংশ দুটি হল –করোটিক স্নায়ু ( ১২ জোড়া ) ও সুষুম্না স্নায়ু (৩১ জোড়া ) ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৫  কোশচক্রের দুটি গুরুত্ব লেখো

উত্তর : কোশচক্রের দুটি গুরুত্ব লেখো –

১ । কোশচক্রের নিয়ন্ত্রিত বিন্দুগুলি বিনষ্ট হলে কোশ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে , ফলে টিউমার সৃষ্টি হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে । কোশচক্র এই নির্দিষ্ট বিন্দুতে কোশ বিভাজন নিয়ন্ত্রন করে ।

২ । কোশচক্রের মাধ্যমে কোশের বিভিন্ন উপাদানের গুনগত পরিনামগত মান বজায় থাকে । কোশের বৃদ্ধি ও ক্ষয়পুরন -এর জন্যও কোশচক্র গুরুত্বপূর্ণ ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্য –এর ভিত্তিতে DNA ও RNA –এর মধ্যে পার্থক্য নিরূপন কর

পিরিমিডিন ক্ষারক         5-C যুক্ত শর্করা

উত্তর :  DNA ও RNA –এর মধ্যে পার্থক্য –

          বৈশিষ্ট্য          DNA         RNA
পিরিমিডিন ক্ষারক         এতে উপস্থিত থাকে –  T (থাইমিন) ও          C (সাইটোসিন ) ।এতে উপস্থিত থাকে – C (সাইটোসিন ) ও U (ইউরাসিল )  ।
  5-C যুক্ত শর্করা  5-C যুক্ত ডি -অক্সিরাইবোজ শর্করা  থাকে ।  5-C যুক্ত রাইবোজ শর্করা থাকে ।  

.৭ কোণ কোন বাহক নীচের উদ্ভিদ গুলিতে পরাগযোগ সম্পন্ন করে

ধান      পাতাঝাঝি       শিমূল         আম

উত্তর

                  উদ্ভিদ                  বাহক
ধানবায়ু
পাতাঝাঝিজল
শিমূলপাখি
আমপতঙ্গ

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৮  সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুন প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো

উত্তর

দুটি বিপরীত বৈশিষ্ট্য ধর্মী জীবের মধ্যে সংকরায়ন হলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়  সেটি হল প্রকট গুণ ।

 যেমন- বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে গাছের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম অপত্য জনুতে সমস্ত গাছ লম্বা হবে ।  এক্ষেত্রে লম্বা গুণটি প্রকাশ হওয়ায়, লম্বা গুণটি প্রকট বৈশিষ্ট্য ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 – জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ এর অনুপাত কী হবে ?

উত্তর

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 – জনুতে ফিনোটাইপ -এর অনুপাত হবে – ১  : ২ : ১   ।

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 – জনুতে  জিনোটাইপ -এর অনুপাত হবে – ১ : ২ : ১      ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

.১০  বর্ণান্ধতার কীভাবে বংশগত সঞ্চরন ঘটে তা একটি ক্রশের সাহায্যে দেখাও

উত্তর : 

বর্ণান্ধতার বংশগত সঞ্চরন

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১১ জীবনের রাসায়নিক উৎপত্তি  সংক্রান্ত মিলার ও উরে –এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি  এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো

উত্তর :

জীবনের রাসায়নিক উৎপত্তি  সংক্রান্ত মিলার ও উরে –এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম– মিথেন ,অ্যামোনিয়া , হাইড্রোজেন ও জল

জীবনের রাসায়নিক উৎপত্তি  সংক্রান্ত মিলার ও উরে –এর পরীক্ষায়  উৎপন্ন একটি জৈব যৌগের নাম– গ্লাইসিন  ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১২ ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে

উত্তর : ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –

১ । দৌড়ের জন্য অগ্রপদ ও পশ্চাদপদ –এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ।

২ । শক্ত মাটিতে দৌড়ের জন্য খুরের আবির্ভাব হয়েছে ।

৩ । পায়ের ৩ নং আঙুলের দৈর্ঘ্যের ও প্রস্থের বৃদ্ধি হয়েছে ।

৪ । উভয় পদের আঙুলের সংখ্যা হ্রাস ঘটেছে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৩  সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবন কীভাবে রেচিত করে ?

উত্তর : অতিরিক্ত লবন রেচনের জন্য সুন্দরী গাছের অভিযোজন –

 ১ । জলশোষনের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবন পাতায় সঞ্চিত হয় এবং লবন গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে যায় ।

২ । মূলের ত্বক ও অধস্তক পুরু হওয়ায় অন্তঃঅভিস্রবনের মাধ্যমে জল শোষিত হওয়ার সময় অতিরিক্ত লবন শোষন বাধা পায় ।

৩ । বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবন অপসারণ ঘটে ।

৪ । কখনো কখনো মূলের মাধ্যমেও অতিরিক্ত লবন অপসারণ ঘটে ।   

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৪  জীবজ নাইট্রোজেন আবদ্ধকরন পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবানুর নাম লেখো

উত্তরজীবজ নাইট্রোজেন আবদ্ধকরন পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবানুর নাম হল – আজোটোব্যাক্টর ও ক্লসট্রিডিয়াম

.১৫  অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ কর

উত্তর :  অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি হল –

১ । জমির অম্লতা বৃদ্ধি পায় , ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় ।

২ । জলাশয়ের মাছ ও অন্যান্য প্রানীর জীবন সংশয় ঘটে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৬  পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য –এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও

উত্তর :  পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য –এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ হল –

১ । মেরু ভাল্লুক- বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের ক্রমাগত বরফ গলার ফলে মেরু ভাল্লুকের বাসস্থানের অভাব ঘটছে ।

২ । পেঙ্গুইন- বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের ক্রমাগত বরফ গলার ফলে পেঙ্গুইনের বাসস্থানের অভাব হচ্ছে এবং প্রজননের জন্য সঠিক স্থানের অভাব হচ্ছে ।

৩ । সামুদ্রিক মাছ – বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের তাপীয় উষ্ণতা বৃদ্ধি পায় ফলে সামুদ্রিক মাছেদের জীবন বিপন্ন হচ্ছে ।   

৪ । সুন্দরবন- বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে বহু দ্বীপ জলের মধ্যে নিমজ্জিত হচ্ছে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.১৭  পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) –এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখ

উত্তর :

পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) –এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় তা হল –

১ । স্থানীয় জীব বৈচিত্র্য  সম্পর্কে সঠিক ধারণা দেয়  , যার ওপর ভিত্তি করে বিপন্ন জীবগুলির সংরক্ষনের ব্যাবস্থা করা হয় ।

২ । স্থানীয় মানুষকে জীব বৈচিত্র্য সংরক্ষনের ব্যাপারে সজাগ করে সংরক্ষনে অংশীদার করতে সাহায্য করা ।

৩ । স্থানীয় প্রজাতিগুলি সমন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত ও বিশ্বাস সংক্রান্ত তথ্য ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

                                           বিভাগ- ঘ

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

৪ । নীচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো । ৫✕৬ =৩০

.১ মানুষের চোখের অক্ষিগোলোকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নত করো

(ক) কর্নিয়া    (খ) লেন্স   (গ) ভিট্রিয়াস হিউমর     (ঘ) রেটিনা  । ৩+২=৫

উত্তর :

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

একটি উদ্ভিদকোশ বা একটি প্রানীকোশ –এর মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো

(ক) ক্রোমোজোম      (খ) বেমতন্তু      (গ) মেরু অঞ্চল     (ঘ) সেন্ট্রোমিয়ার  । ৩+২=৫

উত্তর :

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

.২  ক্রোমোজোম , DNA  ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা কর ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন –এর মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো :

কুন্ডলী        ,        সক্রিয়তা   । ৩+২=৫

উত্তর: ক্রোমোজোম , DNA  ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা——  ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে অবস্থিত DNA অনু ও প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার বা দন্ডাকার যে সংগঠন জীবের বংশগত বৈশিষ্ট্য –এর ধারক ,বাহক ও নিয়ন্ত্রকরূপে কাজ করে , তাকে ক্রোমোজোম বলে  ।

ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে অংশ জীবদেহের  বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে , তাকে DNA বলে ।

DNA –এর মধ্যে অবস্থিত যে গঠনগত ও কার্যগত একক প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে , তাকে জিন বলে ।

দ্বিতীয় অংশ :   ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন –এর মধ্যে পার্থক্য —

           বিষয়   ইউক্রোমাটিন  হেটেরোক্রোমাটিন
কুন্ডলীইন্টারফেজ দশায় কম প্যাঁচানো কুন্ডলী গঠন করে অবস্থান করে ।ইন্টারফেজ দশায় দৃঢ়ভাবে পেঁচিয়ে কুন্ডলী গঠন করে অবস্থান করে ।
সক্রিয়তাসক্রিয় জিন বহন করে, তাই এটা সক্রিয় ।নিস্ক্রিয় জিন বহন করে, তাই এটা নিস্ক্রিয় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

অথবা

মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয় ? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত কর :

জননকোশ  বা গ্যামেট উৎপাদন

নিষেক

ভ্রূণসৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন  । ২+৩=৫

উত্তর :   মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি —-

১ । প্রথমে উপযুক্ত এক্সপ্ল্যান্ট বা উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয় ,যা পুরোপুরি প্রজাতি নির্ভর  ।

২ । নির্বাচিত এক্সপ্ল্যানটি প্রথমে ৭০% অ্যালকোহলে ১ মিনিট ধুয়ে ,পরে ১০% হাইপোক্লোরাইট দ্রবনে ১৫ মিনিট রেখে নির্বীজ বা স্টেরিলাইজ করা হয় ।

৩ । এরপর এক্সপ্ল্যানটি কর্ষণ মাধ্যমে স্থাপন করা হয় । এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎসরূপে সুক্রোজ ব্যবহৃত হয় । এছাড়া  বৃদ্ধি নিয়ন্ত্রকরূপে কৃত্রিম অক্সিন , সাইটোকাইনিন ও বিভিন্ন পরিপোষক ব্যবহৃত হয় ।

৪ । প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে একগুচ্ছ অবিভেদিত কোশ বা ক্যালাস সৃষ্টি হয় । এটি পরে বিভেদিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টি করে , যা ক্রমে বিভেদিত হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে ।

দ্বিতীয় অংশ :

 সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়ের ঘটনাগুলির বর্ণনা:

জননকোশ  বা গ্যামেট উৎপাদন –ফুলের পুংস্তবকের পুংকেশর অংশে পরাগধানী যে দুটি খন্ড দিয়ে গঠিত সেই খন্ডদ্বয় কে  পরাগথলি বলে । এই পরাগথলির প্রজননিক অংশ রেনমাতৃকোশ (2n) থেকে পুংগ্যামেট  উৎপন্ন হয় ।

ফুলের চতুর্থ স্তবকের ( স্ত্রী স্তবক) গর্ভাশয় অংশের ডিম্বথলিতে প্রজননিক কোশ থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে অসংখ্য ডিম্বক থেকে ডিম্বানু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় ।

নিষেকপরাগধানী থেকে পরাগরেনু গর্ভমুন্ডে স্থানান্তরনের পর পরাগ নালিকা -এর মাধ্যমে পংগ্যামেটদ্বয় ডিম্বাশয়ে প্রবেশ করে । ডিম্বাশয়ে প্রবেশের পর পরাগ নালির অগ্রভাগ বিদীর্ণ হয়ে ভ্রূনস্থলিতে পুংগ্যামেটদ্বয় মুক্ত হয় । ভ্রূন স্থলির মধ্যে ডিম্বানুর ( স্ত্রী গ্যামেট ) সঙ্গে একটি পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট (2n) গঠন করে । পুংগ্যামেট- এর সঙ্গে স্ত্রী গ্যামেট- এর এই মিলন কে নিষেক বলে ।

ভ্রূণসৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন- পুংগ্যামেট এর সঙ্গে স্ত্রী গ্যামেট এর মিলনে উৎপন্ন জাইগোট (2n) বারংবার বিভাজিত হয়ে ডিম্বকের ভিতরে ভ্রূন তৈরী করে। দুটি  পুংগ্যামেট –এর অপরটি নির্ণীত নিউক্লিয়াসের (2n) সাথে মিলিত হিয়ে সস্য (3n) গঠিত হয় । ভ্রূন ও সস্য সহ ডিম্বক বীজে রূপান্তরিত হয় , ডিম্বকত্বক থেকে বীজত্বক গঠিত হয় । পরবর্তি পর্যায়ে ডিম্বাশয় বৃদ্ধি পেয়ে বীজ ও সস্য সহ ফলে রূপান্তরিত হয় । ওই ফলের ভিতর বীজের সুপ্ত ভ্রূন অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত  হয় ও নতুন উদ্ভিদ সৃষ্টি হয় । 

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

৪.৩ একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও । মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত কর । ৩+২=৫

উত্তর:

এখানে সংকর কালো গিনিপিগ – Bb এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ – bb , এদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে দেখা যাচ্ছে F1 জনুতে কোনোরকম বিশুদ্ধ কালো গিনিপিগ উৎপন্ন হয়নি এবং সংকর কালো গিনিপিগ ও বিশুদ্ধ সাদা গিনিপিগ ১ঃ১ অনুপাতে উৎপন্ন হয়েছে ।

দ্বিতীয় অংশ : পৃথকী ভবন -এর সূত্র – কোন জীবের একটি চরিত্রের অন্তর্গত এক জোড়া বিপরীত ধর্মি বৈশিষ্ট্য  একটি জনু (জনিতৃ জনু) থেকে অপর  একটি জনুতে (অপত্য জনু) সঞ্চারিত হওয়ার সময়ে একত্রিত হলেও বৈশিষ্ট গুলি কখনোই মিশ্রিত হয় না বরং গ্যামেট উৎপাদন এর সময় বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ কর । অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় । এই ধারনাটি যে যথার্থ নয় তা একটি ক্রশের সাহায্যে দেখাও । ২+৩=৫

উত্তর : থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি হল –

 হাড়ের গঠন বিকৃতি ঘটে,

রোগীর মুখ ও মাথার খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়,

বৃদ্ধি ব্যাহত হয়,

৪। জন্ডিস,  ক্লান্তি প্রভৃতি লক্ষণ দেখা যায় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

দ্বিতীয় অংশঃ

  মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মা এর ক্রোমোজোমগত ভূমিকা থাকে না কারণ মা কেবলমাত্র এক প্রকার গ্যামেট (X ক্রোমোজোম যুক্ত)  উৎপাদন করতে পারেন।  পিতার কোশ দুই প্রকার যৌন ক্রোমোজোম অবস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট (X অথবা Y ক্রোমোজোম যুক্ত)  উৎপাদনে সক্ষম।  অর্থাৎ X এবং Y ক্রোমোজোম দান এর মাধ্যমে লিঙ্গ নির্ধারনে পিতার ক্রোমোজোমগত ভূমিকাই প্রধান।

This image has an empty alt attribute; its file name is rsz_1img_20210307_0002_new-1.jpg

সুতরাং দেখা যাচ্ছে পিতার শুক্রাণুতে y ক্রোমোজোম থাকলে পুত্র সন্তান এবং x ক্রোমোজোম থাকলে কন্যা সন্তান হবে । শুক্রাণুর প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে পুত্র (XY) ও কন্যা (XX) সন্তান সৃষ্টি হয় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

৪.৪ যে দুটি অন্তর্গঠন গত বৈশিষ্ট্যর ভিত্তিতে ‘ তিমির ফ্লিপার ‘  আর ‘ পাখির ডানা ‘ কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচিত করা হয় তা উল্লেখ কর । একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় ? ২+৩=৫

উত্তর

যেসব অঙ্গ উৎপত্তিগতভাবে ও গঠনগতভাবে  এক কিন্তু কার্যগতভাবে  আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে ।

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

 ‘ তিমির ফ্লিপার ‘  আর ‘ পাখির ডানা ‘ কে সমসংস্থ অঙ্গ বলা হয় কারণ –

এদের গঠন বিশ্লেষন করলে দেখা যায় যে , এদের  প্রত্যেকের অগ্রপদে হিউমেরাস , রেডিয়াস ও আলনা , কারপাল ,  মেটাকারপাল , ফ্যালানজেস ইত্যাদি অস্থি আছে । এছাড়া অগ্রপদের নির্দিষ্ট পেশি ও স্নায়ু বিন্যাস ও একই ।  কিন্তু এদের কাজ আলাদা যেমন – তিমির ফ্লিপার সাঁতার কাটার জন্য এবং পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয় ।

দ্বিতীয় অংশ : একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের দুটি উপায়  খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় – (i) ওয়াগল নৃত্য (ii) বৃত্তাকার নৃত্য ।

(i) ওয়াগল নৃত্য – খাদ্যের উৎস ৫০-৭৫ মিটারের থেকে দূরবর্তী হলে , সন্ধানী কর্মী মৌমাছিরা এই নৃত্য করে । এরা চাকের নিকটে উল্লম্ব তলে নাচে যার বার্তা থেকে অন্যান্য মৌমাছিরা অনুভূমিক তলে খাবারের উৎসের অবস্থান নির্ণয় করতে পারে । এই নৃত্য ইংরাজি 8 সংখ্যার আকৃতি বিশিষ্ট হয় ।

(ii) বৃত্তাকার নৃত্য – খাদ্যের সন্ধান ৫০-৭৫ মিটারের মধ্যে হলে শ্রমিক সন্ধানী মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্য মৌমাছিদের  বোঝায় যে , খাদ্যের সন্ধান পাওয়া গেছে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

 অথবা

অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও । ৫

উত্তর :

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

৪.৫  অ্যাজমা বা হাঁপানি –র কারণগুলি কি কি ? জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট –এর ভূমিকা কি কি ? ২+৩=৫

উত্তর :  অ্যাজমা বা হাঁপানি –র কারণগুলি হল –

১ । কলকারখানার বা গৃহের কয়লা , তেলের দহনে সৃষ্ট ধোঁয়া , কারখানা সৃষ্ট SO2, NO2 ইত্যাদির প্রভাবে হয় ।

২ । বাতাসে ধূলিকণা , পরাগ রেনু , ইত্যাদির প্রভাবে অ্যাজমা –এর প্রকোপ বৃদ্ধি পায় ।

৩ । অত্যধিক ধূমপান , ভাইরাসের সংক্রমন –অ্যাজমা -এর জন্য দায়ী ।

দ্বিতীয় অংশ :  জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট –এর ভূমিকা –

১ । বিভিন্ন রাজ্যে  বন্যপ্রাণী সংরক্ষণে রাজ্য বনদপ্তরকে সক্রিয় সহযোগিতা করে এই কমিটি ।

২ । দাবানল , বেআইনি পশুচারন , বেআইনি খননকার্য ইত্যাদি রোধে বনদপ্তরকে অবহিত করে এই কমিটি ।

৩ । জঙ্গল পুনরুদ্ধারেও সক্রিয় ভূমিকা পালন করে এই কমিটি ।

৪ । বনজ উপাদানের পরিচালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কমিটি ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

অথবা

জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ কর । ৫

উত্তর :  জীব বৈচিত্র্য যে যে কারণে হ্রাস পাচ্ছে –

১ । হরিণের শিং , গণ্ডারের শিং , কচ্ছপের মাংস , পশুর চামড়া ইত্যাদির লোভের কারণে চোরাশিকার বেড়ে যাচ্ছে এবং এসব জীব দের জীবন বিপন্ন হচ্ছে , ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে ।

২ । নগরায়নের ফলে বসতি স্থাপনের জন্য , কলকারখানা গড়ে ওঠার জন্য প্রচুর পরিমানে গাছ কাটা হচ্ছে , ফলে অরন্য ধ্বংস হচ্ছে । অরন্যের পশু , পাখি , উদ্ভিদ এসব জীবদের জীবন বিপন্ন হচ্ছে । ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে ।

৩ । পরিবেশ দূষণের ফলে বহু জীব প্রজাতি হ্রাস পাচ্ছে । যেমন -নদীর মাছেদের প্রজনন ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে ।

৪ । বহিরাগত প্রজাতির আগমনের ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে । যেমন – তেলাপিয়া মাছের আগমনে এদেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

৪.৬ ভারতীয় এক শৃঙ্গ গণ্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব কর । মিষ্টি জলের উৎসগুলি কি কি ভাবে দূষিত হয় – তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও । ২+৩=৫

উত্তর :  ভারতীয় এক শৃঙ্গ গণ্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ –

১ । চোরাশিকার কঠোর আইন দ্বারা নিষিদ্ধ করা এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য উপযুক্ত চিকিৎসার ব্যাবস্থা করা ।

২ । এদের প্রজননের জন্য উপযুক্ত  স্থান নির্বাচন করা এবং উপযুক্ত সঙ্গীর সংখ্যা বৃদ্ধি করা ।

 Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান                                                           

দ্বিতীয় অংশ :  মিষ্টি জলের উৎসগুলি যে যে কারণে দূষিত হয় –

 ১। জমিতে ব্যবহৃত DDT , অ্যালড্রিন ইত্যাদি কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির জলের সাথে মিশে নদীতে বা পুকুরের জলের সঙ্গে মিশে মিষ্টি জল দূষণ ঘটায় ।

২ । গৃহস্থলীর নোংরা , আবর্জনা পুকুরের জলে মিশে জল দূষণ ঘটায় ।

৩ । কলকারখানার গরম জল নদীতে মিশে জল দূষণ ঘটায় ।

৪ । নোংরা জলে ক্ষতিকর জীবাণু থাকে , যা জলদূষণ ঘটায় ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

অথবা

দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে ? এক্স –সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও । ৩+২=৫

উত্তর :   দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করার জন্য বিবেচ্য বিষয় –১ । ওই অঞ্চলের সমস্ত প্রজাতিকে প্রাথমিকভাবে স্থানীয় প্রজাতি বা সেখান থেকে উদ্ভুত প্রজাতি হতে হবে ।

২ । অন্য কোন অঞ্চল থেকে ওই নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির অনুপ্রবেশ ঘটিয়ে প্রজাতির সংখ্যা বৃদ্ধি ঘটানো হবে না ।

৩ । ওই অঞ্চলে অন্তত ১৫০০ সংবহন কলাযুক্ত স্থানীয় উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকবে যা সমগ্র বিশ্বে সংবহন কলাযুক্ত স্থানীয় প্রজাতির 0.৫% হবে ।

দ্বিতীয় অংশ :

 এক্স –সিটু সংরক্ষণের দুটি উদাহরণ –

চিড়িয়াখানাবিভিন্ন ধরনের জলজ ও স্থলজ প্রাণীকে সংরক্ষন করা হয় । যেমন –  আলিপুর চিড়িয়াখানা ( পশ্চিমবঙ্গ )।

বোটানিক্যাল গার্ডেন – বিভিন্ন প্রকার বিরল এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা হয় । যেমন- আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেন (পশ্চিমবঙ্গ ) ।

Madhyamik 2017 Life Science Solution | মাধ্যমিক ২০১৭ জীবন বিজ্ঞান সমাধান

ধন্যবাদ । এই পোস্টটি ভাল লাগলে SHARE করার অনুরোধ রইল । এই রকম আরও সুন্দর সুন্দর পোস্ট পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন

 

2 thoughts on “Madhyamik 2017 Life Science Solution|মাধ্যমিক ২০১৭ জীবনবিজ্ঞান প্রশ্নের সমাধান”

Leave a Comment

error: Content is protected !!