[PDF]মাধ্যমিক 2018 ভূগোল প্রশ্ন || Madhyamik 2018 Geography Question Download || মাধ্যমিক ২০১৮ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ || Madhyamik 2018 Geography Question Answer PDF
[PDF]মাধ্যমিক 2018 ভূগোল প্রশ্ন || Madhyamik 2018 Geography Question Download || মাধ্যমিক ২০১৮ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ || Madhyamik 2018 Geography Question Answer PDF
বিভাগ —ক
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪ = ১৪
১.১ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—
(ক) ক্যানিয়ন (উত্তর)
(খ) ‘V’ আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
১.২ পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে—
(ক) নীলনদের মোহানায়
(খ) হোয়াংহোর মোহানায়
(গ) সিন্ধুনদের মোহানায়
(ঘ) মিসিসিপি–মিসৌরির মোহানায়(উত্তর)
১.৩ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—
(ক) আয়নোস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার (উত্তর)
(ঘ) এক্সোস্ফিয়ার
১.৪ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—
(ক) সাইক্লোন
(খ) টুইস্টার (উত্তর)
(গ) টাইফুন
(ঘ) হ্যারিকেন
১.৫ শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—
(ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল (উত্তর)
(খ) গিনি উপকূল
(গ) ফ্লোরিডা উপকূল
(ঘ) পেরু উপকূল
১.৬ মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—
(ক) ১৮০°
(খ) ৩৬০°
(গ) ৯০°(উত্তর)
(ঘ) ১২০°
১.৭ নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য —
(ক) প্লাস্টিক বর্জ্য
(খ) কৃত্রিম রবার বর্জ্য
(গ) অ্যালুমিনিয়াম পাত
(ঘ) সবকটিই প্রযোজ্য (উত্তর)
১.৮ নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—
(ক) মধ্যপ্রদেশ
(খ) অন্ধ্রপ্রদেশ (উত্তর)
(গ) বিহার
(ঘ) উত্তরপ্রদেশ
১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—
(ক) খাদার
(খ) ভাঙ্গর
(গ) ভাবর (উত্তর)
(ঘ) বেট
১.১০ ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল—
(ক) প্যাংগং হ্রদ (উত্তর)
(খ) ভীমতাল
(গ) ডাল হ্রদ
(ঘ) লোকটাক হ্রদ
১.১১ ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—
(ক) গাঙ্গেয় সমভূমি
(খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে (উত্তর)
(গ) সুন্দরবন
(ঘ) মরু অঞ্চল
১.১২ গম হল একটি—
(ক) রবি শস্য (উত্তর)
(খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য
(ঘ) পানীয় ফসল
১.১৩ উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে—
(ক) পূর্ব-পশ্চিম করিডোর
(খ) সোনালি চতুর্ভূজ
(গ) উত্তর–দক্ষিণ করিডর (উত্তর)
(ঘ) উত্তর-মধ্য করিডর
১.১৪ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —
(ক) IRS (উত্তর)
(খ) LANDSAT
(গ) SPOT
(ঘ) Station
[PDF]মাধ্যমিক 2018 ভূগোল প্রশ্ন || Madhyamik 2018 Geography Question Download || মাধ্যমিক ২০১৮ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ || Madhyamik 2018 Geography Question Answer PDF
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)
বিভাগ — খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো ( যেকোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬ = ৬
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় ।
২.১.২ বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ।
২.১.৩ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় ।
২.১.৪ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় ।
২.১.৫ বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় ।
২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয় ।
২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল ‘প্লাটফর্ম’ ।
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে–কোনো ছ–টির উত্তর দাও): ১x৬=৬
২.২.১ __________নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডর’ নামে পরিচিত ।
২.২.২ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে___________ বলে ।
২.২.৩ বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ___________ বলে ।
২.২.৪ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে __________ বলা হয় ।
২.২.৫ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে __________বলে ।
২.২.৬ _________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ।
২.২.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার __________ শতাংশ ।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে–কোনো ছ–টি) : ১x৬=৬
২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?
২.৩.৩ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?
২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো ।
২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
২.৩.৬ ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?
২.৩.৭ ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।
২.৩.৮ কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় ।
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ তাল | ১. কফি গবেষণা কেন্দ্র |
২.৪.২ ঝুম চাষ | ২. ডিজেল রেল ইঞ্জিন |
২.৪.৩ চিকমাগালুর | ৩. পশ্চিম হিমালয়ের হ্রদ |
২.৪.৩ বারাণসী | ৪. মৃত্তিকা ক্ষয় |
বিভাগ—গ
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ২x৬ =১২
৩.১ ‘অপসারণ গর্ত’ কিভাবে গঠিত হয় ? অথবা, হিমশৈল কী ?
৩.২ চিনুক কি ? অথবা, অ্যাপোজি জোয়ার কাকে বলে ?
৩.৩ বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় ? অথবা, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো ?
৩.৪ কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখো । অথবা, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি ?
৩.৫ ধাপ চাষের গুরুত্ব কি ? অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?
৩.৬ উপগ্রহ চিত্র বলতে কী বোঝো ? অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও ।
[PDF]মাধ্যমিক 2018 ভূগোল প্রশ্ন || Madhyamik 2018 Geography Question Download || মাধ্যমিক ২০১৮ ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফ || Madhyamik 2018 Geography Question Answer PDF
বিভাগ—ঘ
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ৩x৪ =১২
৪.১ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো ।
অথবা
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ?
৪.২ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি ? অথবা, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো ।
অথবা
আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো ?
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী ?
অথবা
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তিনটি ব্যবহার উল্লেখ করো ।
বিভাগ—ঙ
৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়): ৫x২=১০
৫.১.১ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও ।
৫.১.২ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো ।
৫.১.৩ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।
৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০
৫.২.১ ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ।
৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ।
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)
বিভাগ—চ
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: ১x১০ =১0
৬.১ শিবালিক পর্বত
৬.২ কৃষ্ণানদী,
৬.৩ ভারতের শুষ্কতম অঞ্চল,
৬.৪ ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল,
৬.৫ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার,
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,
৬.৭ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার,
৬.৮ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ,
৬.৯ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র,
৬.১০ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ।
Click Here to Download PDF