Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীববিজ্ঞান প্রশ্নের সমাধান

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান| Madhyamik Life Science Previous Year Solution| মাধ্যমিক জীবন বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন-উত্তর

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

WBBSE OFFICIAL SITE

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

ক – বিভাগ

১।  প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।     ১ ✕ ১৫ =১৫

১.১ সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে।  এটি হলো —

() সিসমোন্যাস্টি

()  থার্মোন্যাস্টি

()  ফটোন্যাস্টি

() কেমোন্যাস্টি

উত্তরঃ (ঘ) কেমোন্যাস্টি ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল

() TSH

() ADH

() ইস্ট্রোজেন

() ACTH

উত্তরঃ (গ) ইস্ট্রোজেন।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ

(ক)  গ্রাহককারক বহির্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র অন্তর্বর্তী স্নায়ু

(খ) স্নায়ুকেন্দ্র গ্রাহক অন্তর্বাহী স্নায়ু কারক বহির্বাহী স্নায়ু

(গ)  বহির্বাহী স্নায়ু গ্রাহক  অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র  কারক

(ঘ) গ্রাহক  অন্তর্বাহী স্নায়ু  স্নায়ুকেন্দ্র  বহির্বাহী স্নায়ু  কারক।

উত্তরঃ (ঘ) গ্রাহক →  অন্তর্বাহী স্নায়ু →  স্নায়ুকেন্দ্র →  বহির্বাহী স্নায়ু →  কারক।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায়—–

()  অ্যানাফেজ

() প্রোফেজ

() মেটাফেজ

()  টেলোফেজ

উত্তরঃ (খ) প্রোফেজ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

১.৫ নিচের কোনটির DNA-এর গঠনগত উপাদান নয় —

() ডিঅক্সিরাইবোজ শর্করা

() ইউরাসিল ক্ষারক

() থাইমিন ক্ষারক

() ফসফরিক অ্যাসিড

উত্তরঃ (খ) ইউরাসিল ক্ষারক

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক——

() যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

() যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর

() যৌন জননে একটি মাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে

()  যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মত হয়

উত্তরঃ (ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

১.৭ নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপিক অনুপাত —-

(ক) ১:২: ১

(খ) ৩ :১

(গ) ৯ :৩: ৩: ১

(ঘ) ২: ১: ২

উত্তরঃ (ক) ১: ২: ১ ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

১.৮ মানুষের অটোজোম -এ থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না—

()  রোলার জিভ

()  হিমোফিলিয়া

()  থ্যালাসেমিয়া

()  কানের লতি

উত্তরঃ (খ)  হিমোফিলিয়া।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ এর অনুপাত কি হতে পারে —

(ক) ৩: ১

(খ) ২: ১: ১

(গ) ৯: ৩: ৩: ১

(ঘ) ১ :২: ১

উত্তরঃ (ঘ) ১: ২: ১।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১০ নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম—-

()  শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম

(খ) ঈগল ও চীলের মধ্যে সংগ্রাম

() পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম

(ঘ) বক ও মাছরাঙ্গার মধ্যে সংগ্রাম।

উত্তরঃ (গ) পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১১ নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনের ঘটেনি—-

()  পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি

() পায়ের সব কটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি

() পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি

() সমগ্র দেহের আকার বৃদ্ধি

উত্তরঃ (খ) পায়ের সব কটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১২ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ ছিল যেন—-

()  সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ

() সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ

()  নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ

() মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ

উত্তরঃ (ক)  সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১৩ নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন এ অংশগ্রহণ করে —-

() নাইট্রোসোমোনাস

()  অ্যাজোটোব্যাকটার

() সিউডোমোনাস

() থায়োব্যাসিলাস

উত্তরঃ (ক) নাইট্রোসোমোনাস।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১৪ এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল —–

() সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প

() করবেট জাতীয় উদ্যান

() নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

() ক্রায়োসংরক্ষণ

উত্তরঃ (ঘ) ক্রায়োসংরক্ষণ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১৫ জলদূষণের ফলে নিচের যেটি ঘটে তা হল—–

() বিশ্ব উষ্ণায়ন

() ইউট্রফিকেশন

() বধিরতা

() ব্রংকাইটিস

উত্তরঃ (খ) ইউট্রফিকেশন।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

বিভাগ – খ

২। নির্দেশ অনুসারে নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর লেখ। ১✕ ২১ =২১

নিচের বাক্যগুলি তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ ( যেকোনো পাঁচটি) ১✕ ৫ =৫

২.১ আয়োডিনের অভাবে থাইরক্সিন  হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস  কোষ বিভাজন ঘটে ।

২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একটি ফিনোটাইপ দেখাতে পারে ।

২.৪  অপসারী  বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।

২.৫ স্থানীয় জীব বৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল পার্থেনিয়াম

২.৬ বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেনু ইত্যাদির সুক্ষ কনাকে একত্রে SPM  বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো    ঃ( যেকোনো পাঁচটি) ১✕৫=৫

২.৭  হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে

উত্তরঃ  মিথ্যা ।

২.৮  DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিন এর সঙ্গে যুক্ত থাকে

উত্তরঃ  মিথ্যা ।

২.৯ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে ৭৫% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।

উত্তরঃ মিথ্যা ।

.১০ ল্যামার্ক এর মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে

উত্তরঃ সত্য ।

২.১১ এসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2  গ্যাস

উত্তরঃ সত্য ।

২.১২ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে

উত্তরঃ মিথ্যা ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখ  ঃ  (যেকোন পাঁচটি) ১✕৫=৫

A স্তম্ভB স্তম্ভ
.১৩ CSF() বৃহৎ কলয়েড সমন্বয়
.১৪ ক্রসিং ওভার() জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ  
.১৫ হিমোফিলিয়া() মিয়োসিস
.১৬ কোয়াসারভেট() অপত্য ক্রোমোজোম এর মেরুবর্তী গমন   
.১৭ JFM(ঙ) মানুষের এক্স ক্রোমোজোম এ অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ  
.১৮ গ্রাফটিং() মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে  
 () স্টক এবং সিয়ন  

উত্তরঃ

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ CSF(চ) মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে  
২.১৪ ক্রসিং ওভার(গ) মিয়োসিস
২.১৫ হিমোফিলিয়া(ঙ) মানুষের এক্স ক্রোমোজোম এ অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ  
২.১৬ কোয়াসারভেট(ক) বৃহৎ কলয়েড সমন্বয়
২.১৭ JFM(খ) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ  
২.১৮ গ্রাফটিং(ছ) স্টক এবং সিয়ন  

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও ঃ ( যেকোনো ছটি) ১✕৬=৬

.১৯ বিসদৃশটি বেছে লেখ  

বামনত্বগলগন্ডথ্যালাসেমিয়ামধুমেহ

উত্তরঃ  থ্যালাসেমিয়া।

.২০ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ কর

উত্তরঃ  আলোক রশ্মি কে প্রতিসৃত করে রেটিনাতে ফোকাস করে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা হল লেন্স এর কাজ।

.২১ নীচের সম্পর্ক যুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়টির সম্পর্ক বুঝে

দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও 

মাইটোসিস ভ্রূনমূল —-———–ঃ রেনু মাতৃকোশ

উত্তরঃ  মিয়োসিস ।

২.২২ গিনিপিগের ক্ষেত্রে bbRR  এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?

উত্তরঃ  হ্যাঁ । ফিনোটাইপ টি হল সাদা- খর্ব লোম।

.২৩ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি

লেখ

উত্তরঃ  ৯: ৩: ৩ :১ ।

.২৪ লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ কর

উত্তরঃ  পাতার অভিযোজন — পাতার ফলকে মোমের প্রলেপ থাকে,  যা বাষ্পমোচনের হার হ্রাস করে।

২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখ  ঃ

স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান,  PBR,  স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাসস্থানীয় জীব সম্পদ এর স্থিতিশীল ব্যবহার

উত্তরঃ  PBR

.২৬ সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রানীর নাম লেখ

উত্তরঃ রেড পান্ডা।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

বিভাগ – গ

৩। নিচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিন  টি বাক্যে লেখ। ২✕১২=২৪

. নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখ

যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে

 যখন নাকের মধ্যে কোন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে

উত্তরঃ  যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে —- শ্বাসনালীতে যখন খাদ্যকণা ঢুকে পড়ে তৎক্ষণাৎ কাশির উদ্রেক হয়। এই কাশির ফলে ফুসফুসীয় বায়ুর মাধ্যমে ঐ বস্তুর নির্গমন ঘটে।  এটি এক প্রকার প্রতিবর্ত ক্রিয়া।

যখন নাকের মধ্যে কোন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে —— যখন নাকের মধ্যে কোন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তখন ওই বিজাতীয় বস্তু সংস্পর্শে আমরা হাঁচি এবং নাসাপথ থেকে বিজাতীয় বস্তুর অপসারণ ঘটে ।এটি প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে ঘটে।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. চোখের কোন কোন দৃষ্টি জনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়

উত্তরঃ  অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় মায়োপিয়া দৃষ্টি জনিত ত্রুটি সংশোধনের জন্য।

উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়া দৃষ্টি জনিত ত্রুটি সংশোধনের জন্য।

. নিম্নলিখিত ক্রিয়া গুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোন গুলির নাম তালিকাভুক্ত করো—-

 রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রিত

থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান

 স্ত্রীদেহে কর্পাস লুটিয়াম ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান

 উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা

উত্তরঃ

রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রিতইনসুলিন ও গ্লুকাগন হরমোন।

থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান—– TSH হরমোন।

 স্ত্রীদেহে কর্পাস লুটিয়াম ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান—- LH হরমোন।

উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা—-অ্যাড্রিনালিন হরমোন।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

৩.৪ বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল।  এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করো।

উত্তরঃ  গমনের চারটি সম্ভাব্য কারণ——

 প্রাণীটির খাদ্যের সন্ধানে স্থানান্তরে গমন।

 শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার জন্য প্রাণীটির স্থানান্তরে গমন ।

 উপযুক্ত অনুকূল পরিবেশের সন্ধানে স্থানান্তরে গমন।

৪।  বংশবিস্তারের জন্য উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার জন্য বা উপযুক্ত সঙ্গী নির্বাচনের জন্য প্রাণীটির স্থানান্তরে গমন।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোম এর মধ্যে পার্থক্য লেখ

প্রকৃতি    , সংখ্যা।

উত্তরঃ

পার্থক্যের বিষয় অটোজোমসেক্স ক্রোমোজোম
প্রকৃতিমানুষের বিভিন্ন দেহজ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমমানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম
সংখ্যামানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা ২২ জোড়ামানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমের  সংখ্যা ১ জোড়া ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?

উত্তরঃ 

স্পাইরোগাইরা – খন্ডীভবন অযৌন জনন পদ্ধতি  

প্ল্যানেরিয়া – পুনরুৎপাদন অযৌন জনন পদ্ধতি।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. মানব বিকাশের অন্তিম পরিণতি বা

বার্ধ্যক্য  দশায়  দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো

উত্তরঃমানব বিকাশের অন্তিম পরিণতি বার্ধ্যক্য  দশায়  দৃষ্টিশক্তি দুটি পরিবর্তন(i) লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার ফলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে ।

(ii) চোখে ছানি পড়ে ।

মানব বিকাশের অন্তিম পরিণতি বার্ধ্যক্য  দশায়  অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন– (i) অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয় কমে যাওয়ার ফলে অস্থি গুলি ভঙ্গুর হয়ে পড়ে ।

(ii) দুটি অস্থির মাঝে অবস্থিত সানোভিয়াল তরল শুকিয়ে যাওয়ার ফলে অস্থি সন্ধির প্রদাহ , চলাফেরায় অসুবিধা দেখা যায় ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

. মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রস এর সাহায্যে দেখাও

উত্তরঃ

মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মা এর ক্রোমোজোমগত ভূমিকা থাকে না কারণ মা কেবলমাত্র এক প্রকার গ্যামেট (X ক্রোমোজোম যুক্ত)  উৎপাদন করতে পারেন।  পিতার কোশ দুই প্রকার যৌন ক্রোমোজোম অবস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট ( X অথবা Y ক্রোমোজোম যুক্ত)  উৎপাদনে সক্ষম।  অর্থাৎ X এবং Y ক্রোমোজোম দান এর মাধ্যমে লিঙ্গ নির্ধারনে পিতার ক্রোমোজোমগত ভূমিকাই প্রধান।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

. একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল  এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলজনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে তা লেখ

উত্তরঃ জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা যে-সব উদ্যোগ নিতে পারে , সেগুলি হল –

(i) যেসব পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত বা বাহক আছে তাদের বিবাহের পূর্বে জিনগত পরামর্শ ( জেনেটিক কাউন্সেলিং ) দিয়ে এই রোগের বিস্তার রোধ করা ।

(ii) দুজন থ্যালাসেমিয়া রোগের বাহক নারি ও পুরুষের বিবাহ হয়ে গিয়ে থাকলে তাদের জিনগত পরামর্শ দান করে সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সচেতন করা ।

(iii) সামাজিক ও জনকল্যান কর্মসূচীর অঙ্গ হিসাবে বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী এবং পৌর ও পঞ্চায়েত এলাকায় অবিবাহিত প্রাপ্ত বয়েস্ক মানুষদের বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগের বাহক চিহ্নিত করার জন্য জন সচেতনতা গড়ে তোলা ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

৩.১০ দ্বি সংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সঙ্কর  উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে?

উত্তরঃ দ্বি সংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন YyRr জিনোটাইপ বিশিষ্ট সংকর উদ্ভিদ  থেকে যেসকল সম্ভাব্য গ্যামেট  গুলি উৎপন্ন হয় সেগুলি হল-

(১) YR  (২) Yr   (৩) yR    (৪) yr

.১১ পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি  গুরুত্ব কি কি?

উত্তরঃ

 পায়রার ওড়ার সময় প্রচুর শক্তি প্রয়োজন হয়।  এই অতিরিক্ত শক্তি উৎপাদনের জন্য প্রশ্বাসকার্যে যে অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন তা বায়ুথলি সরবরাহ করে।  অর্থাৎ বায়ুথলি ফুসফুসের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করে।

২। ওড়ার সময় বায়ুথলিগুলি বায়ু পূর্ণ হয়ে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে পায়রাকে হাওয়ায় ভেসে থাকতে সাহায্য করে।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১২ মানবদেহের মেরুদন্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ

উত্তরঃ মানবদেহের মেরুদন্ড অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল- কক্সিস।

মানবদেহের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল- অ্যাপেন্ডিক্স।

.১৩ ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায় ক্রমে সাজিয়ে লেখ

উত্তরঃ

ইওহিপ্পাস ( ৫৫ মিলিয়ন বছর আগে) → মেসোহিপ্পাস (৪০ মিলিয়ন বছর আগে ) → মেরিচিপ্পাস (২৫ মিলিয়ন বছর আগে) → প্লিওহিপ্পাস ( ১০ মিলিয়ন বছর আগে) ।

৩.১৪ মানুষের ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো –

উত্তরঃ

মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গুলির পরিমাণ অধিকমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব উষ্ণায়ন নাইট্রাস অক্সাইড গ্যাসটি তাপশোষী গ্রীনহাউস গ্যাস বা সূর্য  এর প্রতিফলনে সৃষ্ট অবলোহিত আলো বা উত্তাপ শোষন করে গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।

নদী এবং হ্রদের  মাটি ও জলের অম্লীকরণ ঃ নাইট্রোজেনের অক্সাইড গুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক এ্যসিড উৎপন্ন করে যা, অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। এই অম্লবৃষ্টি জলজ জীব ও উদ্ভিদ ধ্বংস করে এবং নদী এবং হ্রদের  মাটি ও  জল আম্লিক করে সেখানের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট করে ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

.১৫ ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে?

উত্তরঃ ক্রমাগত জলাভূমি ধ্বংস হওয়ার ফলে যে যে পরিবেশগত পরিণাম দেখা যেতে পারে , তা হল –

পানীয় জলের সঙ্কট , জীব বৈচিত্র্য হ্রাস , বন্যা , বায়ু দূষণ বৃদ্ধি , জলসেচের পরিমাণ হ্রাস , মৎস্য চাষের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভবনা হ্রাস – এসব ঘটে ।

ক্রমাগত কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় যে যে  পরিবেশগত পরিণাম হতে পারে তা হল –

খাদ্য উৎপাদন হ্রাস ও দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা , কৃষি জমিতে জীব বৈচিত্র্য হ্রাস ইত্যাদি হতে পারে ।

.১৬ শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে?

উত্তরঃ শব্দ দূষণ মানবশরীরে কানের ওপর যেসব ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে

তা হল – আংশিক বা সম্পূর্ণ বধিরতা , অন্তঃ কর্ণের অরগান অব কর্টির কোশগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে  ।

শব্দ দূষণ মানবশরীরে হৃৎপিণ্ডের ওপর যেসব ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে তা হল – রক্তচাপ বৃদ্ধি , হৃদ স্পন্দন হার বৃদ্ধি , হার্ট অ্যাটাক , স্ট্রোক হতে পারে  ।

.১৭ মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীব বৈচিত্রের ভূমিকা উল্লেখ করোঃ

  খাদ্য উৎপাদন   , ওষুধ প্রস্তুতি।

উত্তরঃ মানব সভ্যতার বিকাশে  খাদ্য উৎপাদনে   জীব বৈচিত্রের ভূমিকা(i)  বিভিন্ন দানাশস্য জাতীয় খাদ্য (ধান ,গম ইত্যাদি ) সরবরাহ করে ।

(ii) বিভিন্ন ডালশস্য (মুগ ,মুসুর)  সরবরাহ করে ।

(iii) বিভিন্ন তৈলবীজ উৎপাদনকারী উদ্ভিদ (সর্ষে , সূর্যমুখী )সরবরাহ করে ।

মানব সভ্যতার বিকাশে  ওষুধ প্রস্তুতিতে জীব বৈচিত্রের ভূমিকা (i) বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদ সরবরাহ করে ।

(ii) ভেষজ উদ্ভিদ গুলির ওষধি গুন সম্পন্ন অংশ গুলি ও তাদের কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যায় ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

বিভাগ ঘ

৪। নিজের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দিতে হবে ৫✕৬=৩০

৪.১ একটি প্রতিবর্ত চাপ এর চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো  ঃ ৩+২=৫

() গ্রাহক

(খ) সংজ্ঞাবহ স্নায়ু

()  স্নায়ুকেন্দ্র

()  চেষ্টীয় স্নায়ু

উত্তরঃ

প্রতিবর্ত চাপের চিত্র

অথবা

একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ঃ ৩+২=৫

() ক্রোমাটিড

()  সেন্ট্রোমিয়ার

()  নিউক্লিয়ার অর্গানাইজার

()  টেলোমিয়ার

উত্তরঃ

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

৪.২ একটি কোষ চক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়?  একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? ৩+২=৫

উত্তরঃ একটি কোষ চক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশায় যে  ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় তা হল – (i) DNA (ii) RNA (iii) ATP (iv) হিস্টোন প্রোটিন (v) নন হিস্টোন প্রোটিন (vi) নলাকার প্রোটিন (vii) উৎসেচক ।

দ্বিতীয় অংশ

একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে যা  ঘটতে পারে তা হল  – (i) অনিয়ন্ত্রিত কোশ বিভাজন দেখা যাবে যার ফলে টিউমার সৃষ্টি হতে পারে ।

(ii) এইভাবে সৃষ্ট টিউমারগুলি বিনাইন অথবা ম্যালিগন্যান্ট প্রকৃতির হতে পারে ।

(iii) ম্যালিগন্যান্ট টিউমার শরীরে ক্যানসার রোগ সৃষ্টি করে ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ  এবং টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখ। ৩+২=৫

উত্তরঃ

Madhyamik 2018 Life Science Solution

দ্বিতীয় অংশ

   বিষয় প্রফেজ  টেলোফেজ
ক্রোমাটিন জালিকা  ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় ।অপত্য ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা সৃষ্টি হয় ।
 নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস   অবলুপ্তি ঘটে   পুনরাবির্ভাব ঘটে

৪.৩ মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার —এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন।  এই পরীক্ষার F2 জনুতে  যে ক’টি হলুদ ও গোলাকার যুক্ত মটর গাছ উৎপন্ন হয়,  তাদের জিনোটাইপ গুলো লেখ।  মেন্ডেলের স্বাধীন সঞ্চারনের সূত্রটি বিবৃত করো। ২+৩=৫

উত্তরঃ পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত হলুদ ও গোলাকার বীজ যুক্ত মটর গাছ গুলির জিনোটাইপ হল – (i) YYRR (ii) YYRr (iii) YyRR (iv) YyRr

দ্বিতীয় অংশ

মেন্ডেলের স্বাধীন সঞ্চারনের সূত্রটি——–দুই বা তার বেশি বিপরীত ধর্মি বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিতৃ থেকে অপত্য জনুতে সঞ্চারিত হলেও তারা মিশ্রিত হয় না বরং এর জনন কোষ তৈরীর সময়ে এরা পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে জনন কোষে সঞ্চারিত হয়।  এটিই মেন্ডেলের স্বাধীন সঞ্চারনের সূত্র।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

অথবা

মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।  বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষা গুলি যুগান্তকারী – এই পরীক্ষাগুলো তার সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো। ২+৩=৫

উত্তরঃ

ফুলের বৈশিষ্ট্যপ্রকটপ্রচ্ছন্ন
বর্ণবেগুনীসাদা
অবস্থানকাক্ষিক  শীর্ষস্থ

দ্বিতীয় অংশ সাফল্যের তিনটি কারণ —–

 মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য নির্দিষ্ট চরিত্রের খাঁটি মটর গাছ নির্বাচন করেছিলেন যা তিনি দুই বছর ধরে অনবরত ও নির্বাচন দ্বারা তৈরি করেন।

 মেন্ডেল কর্তৃক অনির্বাচিত সাত জোড়া বিপরীত ধর্মী চরিত্রের দিনগুলি পৃথক পৃথক ক্রোমোজোমে বিন্যস্ত থাকায় তিনি স্বাধীন বিন্যাসের সঠিক অনুপাত পেতে সক্ষম হন।

৩।  মটর গাছ সহজে চাষযোগ্য দ্রুত প্রজননক্ষম উভলিঙ্গ ফুল বিশিষ্ট স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ সক্ষম ও অনেকগুলি বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় পরীক্ষা সম্পন্ন করতে সুবিধা হয়েছিল।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

৪.৪ উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার (RBC)  বিশেষ চরিত্রটির কিভাবে সম্পর্কযুক্ত?  খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। ২+৩=৫

উত্তরঃ উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার সম্পর্ক-

 উটের RBC এর আকৃতি ক্ষুদ্র ও ডিম্বাকার হয় এবং এর জন্য এগুলি জল হীন অবস্থায় খুব সরু রক্ত বাহির মধ্যে দিয়ে যেতে পারে।

 অনেকদিন জল না খেয়ে হঠাৎ অনেক জল পান করলেও উটের RBC বিদীর্ণ হয় না কারণ এদের RBC প্রাথমিকের প্রাথমিক আকারের তুলনায় প্রায় ২৪০%  বৃদ্ধি পেতে সক্ষম অর্থাৎ এদের আরবিসি আকস্মিক অভিস্রবণ চাপ সহ্য করতে পারে।

দ্বিতীয় অংশ

খাদ্য সংগ্রহের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তা হল – (i) শিম্পাঞ্জিরা গাছের সরু ডাল উইপোকার ঢিবিতে ঢুকিয়ে দেয় ফলে উইপোকা যখন ওই সরু ডাল বেয়ে উপরে উঠে ঢিবির বাইরে বেরিয়ে আসে তখন সহজেই এরা উইপোকা খেতে পারে ।

(ii) এরা পাথর ও গাছের সক্ত ডালকে হাতুরি ও নেহাই-এর  মত ব্যাবহার করে বাদামের খোলা ভেঙ্গে খায় ।

রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তা হল – (i)  এরা কোনো ক্ষতিকর জীব বা পরজীবী বা অণুজীব দ্বারা আক্রান্ত হলে বিভিন্ন ওষধি গুন সম্পন্ন গাছের সন্ধান করে ।

(ii) বিভিন্ন ভেষজ উদ্ভিদের পাতা ছিঁড়ে খেয়ে গায়ের পোকা ও বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে নিরাময় লাভ করে ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো । রুই মাছের জলজ অভিযোজনে পটকা এর ভূমিকা কি কি? ৩+২=৫

উত্তরঃ ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্য

ডারউইন –এর মতে প্রকরনের জন্য পূর্বে জিরাফের দুই ধরনের পুরবপুরুষ ছিল ।—(i) খর্বাকার গ্রীবা ও খর্বাকার অগ্রপদ যুক্ত , (ii) দীর্ঘাকার গ্রীবা ও দীর্ঘাকার অগ্রপদ যুক্ত ।

পরবর্তীতে অত্যধিক হারে বংশবিস্তার ,সীমিত খাদ্য ও বাসস্থান এই দুই ধরনের জিরাফ এর মধ্যে অন্তঃ প্রজাতি সংগ্রাম সৃষ্টি করে । সেই সময় লম্বা গ্রীবা ও লম্বা অগ্রপদ যক্তু জিরাফেরা গাছের উঁচু ডাল থেকে পাতা ভক্ষন করতে সচেষ্ট হয় , ফলে অস্তিত্ব এর জন্য সংগ্রামে জয়লাভ করে । এইভাবে দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকুল্যে অভিযোজন গত বৈশিষ্ট্য টি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে লম্বা গ্রীবা ও লম্বা অগ্রপদ যুক্ত জিরাফের অস্তিত্ব সুনিশ্চিত করে । অপরদিকে খর্ব গ্রীবা ও খর্ব অগ্রপদ যুক্ত জিরাফেরা জীবন সংগ্রামে পরাজিত হয়ে প্রাকৃতিক নির্বাচনের আনুকুল্য লাভে বঞ্চিত হয় । ফলে কালক্রমে ধীরে ধীরে পৃথিবী থেকে লুপ্ত হয় ।

দ্বিতীয় অংশ

রুই মাছের জলজ অভিযোজনে পটকা এর ভূমিকা(i) এটি মাছের আপেক্ষিক গুরুত্ব হ্রাস বা বৃদ্ধি করে যথাক্রমে মাছকে জলের ওপর ভাসতে বা জলের গভীরে যেতে বা কোনো স্থানে স্থিতিশীল থাকতে সাহায্য করে ।

(ii) পটকার অগ্র প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাস ভর্তি থাকায় তা পরক্ষ ভাবে শ্বসনে সহযোগিতা করে ।

(iii) পটকা এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠে স্থানান্তরিত করে দেহের সঠিক ভরকেন্দ্র বজায় রাখে ।  

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধানের জন্য এখানে CLICK করুন।

৪.৫ মানুষের লাগামছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে – এর স্বপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো।  পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এর উদাহরণ দাও। ৩+২=৫

উত্তরঃ মানুষের লাগামছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে এর স্বপক্ষে তিনটি উদাহরণ

(i) জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহ…

(ii) অজৈব সারের মাত্রাতিরিক্ত ব্যবহার ।

(iii) বিদ্যুৎ শক্তির অতি ব্যবহার ।

(iv) জনবসতি এলাকা থেকে  উচ্চ ডেসিবেল মাত্রার শব্দ সৃষ্টি ।

(v) কৃষি ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ও আগাছানাশক ব্যবহার ।

(vi) নগরায়ন সম্প্রসারনের জন্য অরণ্য ধ্বংস করা ।

দ্বিতীয় অংশ

পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক  এর উদাহরণগোরুমারা

পশ্চিমবঙ্গে অবস্থিত একটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এর উদাহরণ- সুন্দরবন

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও।

উত্তরঃ

মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।

৪.৬ পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে?  বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্রের কি কি সমস্যা হতে পারে? ৩+২=৫

উত্তরঃ পরিবেশগত যে যে  কারণে মানুষের ক্যান্সার হতে পারে তা হল – (i) প্রাকৃতিক ভাবে প্রাপ্ত অধিবিষ (যেমন আফলাটক্সিন ) ।

(ii) তেজস্ক্রিয় যৌগ সমূহ ।

(iii) অ্যাসবেসটাস , কোল-টার , ক্রোমিয়াম ।

(iv) অতি বেগুনি রশ্মি ।

(v) বিভিন্ন রঞ্জক পদার্থ ।

(vi) প্লাস্টিক ।

(vii) অ্যাসিড বৃষ্টি , ভারি ধাতু ।

দ্বিতীয় অংশ

বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্রের যেসব  সমস্যা হতে পারে(i) বসতি অঞ্চলের সংকোচন

(ii) রোগের প্রাদুর্ভাব ।

(iii) কৃষিজমি ধ্বংস এবং জীবন জীবিকার ক্ষতি ।

(iv) পানীয় জলের স্বল্পতা ।

(v) প্রাণহানি ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

অথবা

সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো।  ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে। ২+৩=৫

উত্তরঃ সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা হল –

(i) বেআইনি শিকার ও চোরা শিকার বন্ধ করা হয়েছে ।

(ii) প্রয়োজনীয় পানীয় জলের সরবরাহ বজায় রাখার ব্যাবস্থা করা হয়েছে ।

(iii) সিংহ –এর বসতি অঞ্চল বৃদ্ধি , বনের সুনির্দিস্ট অঞ্চলে  সিংহ –এর প্রজননের সুবিধা প্রদান করা হয়েছে ।

(iv) যথাযথ ও পর্যায়ক্রমিক চিকিৎসার মাধ্যমে সিংহ –এর সংক্রমন প্রবনতা কমানো সম্ভব হয়েছে ।

দ্বিতীয় অংশ

ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে যে যে  পরিবেশগত সমস্যা ঘটতে পারে তা হল –

(i) কৃষিজমির সংকোচন ।

(ii) অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্র নষ্ট  হওয়া ।

(iii) মিষ্টি জলের অভাব ।

(iv) বায়ু ও জল দূষণ , জলাভূমি ধ্বংস হওয়া ।

(v) খাদ্যের অভাব ।

(vi) প্রাকৃতিক সম্পদের অতি আহরণ এবং পরিমাণ হ্রাস হওয়া ।

Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান সমাধান

ধন্যবাদ । এই POST টি ভাল লাগলে এবং আপনাদের উপকারে আসলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।

1 thought on “Madhyamik 2018 Life Science Solution|মাধ্যমিক ২০১৮ জীববিজ্ঞান প্রশ্নের সমাধান”

Leave a Comment

error: Content is protected !!