Madhyamik History Chapter 7 Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার History Chapter 7 MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘বিশ শতকের ভারতে নারী,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃবৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ অধ্যায়ের বাছাই করা 25 টি প্রশ্ন রয়েছে Madhyamik History Chapter 7 Mock Test -এ তাই এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ইতিহাস বিষয়ের অধ্যায় ৭-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik History Chapter 7 Mock Test। তাই এই অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik History Chapter 7 Mock Test
Q1. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
- বীনা দাস
- কমলাদেবী চট্টোপাধ্যায়
- কল্পনা দত্ত
- রোকেয়া সাখাওয়াত হোসেন
কমলাদেবী চট্টোপাধ্যায়
Q2. লক্ষীর ভান্ডার প্রকল্প গড়ে তোলেন –
- সরলাদেবি চৌধুরাণী
- কল্পনা দত্ত
- বাসন্তী দেবী
- লীলা নাগ
সরলাদেবি চৌধুরাণী
Q3. বঙ্গলক্ষীর ব্রতকথা রচনা করেন –
- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- কৃষ্ণকুমার মিত্র
- প্রমথনাথ মিত্র
- গিরিজাসুন্দরী দেবী
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Q4. ‘নারী সত্যাগ্রহ সমিতি’ গড়ে তোলেন –
- লীলা নাগ
- বাসন্তী দেবী
- কল্পনা দত্ত
- বীণা দাস
বাসন্তী দেবী
Q5. নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন –
- শান্তি দাস
- বাসন্তী দেবী
- ভগিনী নিবেদিতা
- বীণা দাস
শান্তি দাস
Q6. প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন –
- কৃষ্ণকুমার মিত্র
- সতীশ্চন্দ্র মুখোপাধ্যায়
- শচীন্দ্রপ্রসাদ বসু
- প্রমথনাথ মিত্র
কৃষ্ণকুমার মিত্র
Q7. ‘জয়শ্রী’ পত্রিকা প্রকাশ করেন –
- লীলা নাগ (রায়)
- কল্পনা দত্ত
- বাসন্তী দেবী
- কমলা নেহেরু
লীলা নাগ (রায়)
Q8. ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন –
- মাতঙ্গিনী হাজরা
- কল্পনা দত্ত
- লীলা নাগ
- বীণা দাস
মাতঙ্গিনী হাজরা
Q9. ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠিত হয় –
- ১৮৯৫ খ্রিষ্টাব্দে
- ১৯০৭ খ্রিষ্টাব্দে
- ১৯২৩ খ্রিষ্টাব্দে
- ১৯২৯ খ্রিষ্টাব্দে
১৯২৩ খ্রিষ্টাব্দে
Q10. ১৯৩০ খ্রিষ্টাব্দে ধরসানা লবণগোলা আক্রমণে নেতৃত্ব দেন –
- বীণা দাস
- কল্পনা দত্ত
- সরোজিনী নাইডু
- লীলা রায়
সরোজিনী নাইডু
Q11. প্রীতিলতা ওয়াদ্দেদারের গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কাজ হল-
- ডান্ডি অভিযান
- জ্যাকসন হত্যা
- ইউরোপিয়ান ক্লাব আক্রমণ
- অলিন্দ যুদ্ধ
ইউরোপিয়ান ক্লাব আক্রমণ
Q12. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহিদ হলেন –
- কল্পনা দত্ত
- প্রীতিলতা ওয়াদ্দেদার
- বীণা দাস
- লক্ষী সেহগল
প্রীতিলতা ওয়াদ্দেদার
Q13. ‘দলিত’ -এর বিকল্প হিসাবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন-
- বি আর আম্বেদকর
- মহত্মা গান্ধি
- যোগেন্দ্রনাথ মন্ডল
- ই ভি রামস্বামী নাইকার
মহত্মা গান্ধি
Q14. গান্ধি -আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
- ১৯৩২ খ্রিষ্টাব্দে
- ১৯৩৭ খ্রিষ্টাব্দে
- ১৯৪০ খ্রিষ্টাব্দে
১৯৩২ খ্রিষ্টাব্দে
Q15. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন –
- গান্ধিজি
- মহম্মদ আলি জিন্না
- র্যামসে ম্যাকডোনাল্ড
- মাউন্টব্যাটেন
র্যামসে ম্যাকডোনাল্ড
Q16. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন –
- শ্রী নারায়ণ গুরু
- বীরেশ্লিঙ্গম পান্তুলু
- জ্যোতিরাও ফুলে
- ভি ডি সাভারকর
শ্রী নারায়ণ গুরু
Q17. ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল –
- মালাবারে
- মাদ্রাজে
- মহারাষ্ট্রে
- গোদাবরী উপত্যকায়
মালাবারে
Q18. ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়-
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২৪ খ্রিষ্টাব্দে
- ১৯৩০ খ্রিষ্টাব্দে
- ১৯৩৫ খ্রিষ্টাব্দে
১৯২৪ খ্রিষ্টাব্দে
Q19. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত –
- জ্যোতিরাও ফুলে
- শ্রী নারায়ণ গুরু
- বীরেশলিঙ্গম পান্তুলু
- ভি ডি সাভারকর
বীরেশলিঙ্গম পান্তুলু
Q20. বাংলার গভর্ণর স্ট্যানলি জ্যাকসন কে হত্যা করার চেষ্টা করেন –
- বীণা দাস
- কল্পনা দত্ত
- প্রীতিলতা ওয়াদ্দেদার
- সুনীতি চৌধুরী
বীণা দাস
Q21. ‘বাংলার অগ্নিকন্যা’ নামে পরিচিত ছিলেন –
- বীণা দাস
- মাতঙ্গিনী হাজরা
- সরলাদেবী চৌধুরাণি
- কল্পনা দত্ত
কল্পনা দত্ত
Q22. ‘শৃঙ্খল ঝংকার’ গ্রন্থের রচয়িতা –
- মাতঙ্গিনী হাজরা
- সত্যবালা দেবী
- বীণা দাস
- ভগিনী নিবেদিতা
বীণা দাস
Q23. ভারতে ‘বিপ্লববাদের জননী’ নামে খ্যাত ছিলেন –
- মাদাম কামা
- বীণা দাস
- কল্পনা দত্ত
- রাজিয়া খাতুন
মাদাম কামা
Q24. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধিজির ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ এই আদর্শ প্রচার করেন –
- অরুণা আসফ আলী
- সত্যবালা দেবী
- উষা মেহতা
- মুথুলক্ষী রেড্ডি
উষা মেহতা
Q25. হিমু কালানি যুক্ত ছিলেন ________ এর সঙ্গে ।
- অসহযোগ আন্দোলন
- ভারতছাড়ো আন্দোলন
- চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
- বারদৌলি সত্যাগ্রহ
ভারতছাড়ো আন্দোলন