Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com –এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Madhyamik Life Science Chapter 3 Question Answer । দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় ৯ টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে বড় প্রশ্ন 5 নম্বরের (LA) , 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষায় মোট ১৫ নম্বর থাকে এই অধ্যায় থেকে । দশম শ্রেণি জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর –এ রয়েছে 5 নম্বরের প্রশ্ন , 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং MCQ প্রশ্ন উত্তর । জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধমিকে জীবন বিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।
অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এই প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তর গুলো ক্লাস টেন (Class 10 ) –এর ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের সিওর কমন সাজেশন (Sure Common Suggestion 99%) হয়ে উঠবে সে বিষয়ে আমরা নিশ্চিত ।
এই পোস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পাশাপশি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায় ৩ এবং অন্যান্য অধ্যায়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে । মক টেস্ট গুলোতে তোমরা অংশগ্রহণ করে মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিতে পারবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে । এই পোস্টটি তোমাদের ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল ।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
বিভাগ ক
MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করোঃ (প্রতিটি প্রশ্নের মান – ১ )
1.1 বংশগতির একক হল
(ক) ক্রোমোজোম
(খ) জিন
(গ) DNA
(ঘ) RNA
উত্তরঃ (খ) জিন
1.2 মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?
(ক) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
(খ) গ্রেগর জোহান মেন্ডেল
(গ) চার্লস ডারউইন
(ঘ) স্ট্যানলি মিলার।
উত্তরঃ(খ) গ্রেগর জোহান মেন্ডেল
1.3 মেন্ডেলের একসংকর ক্রসের F2 জনুর জিনোটাইপিক অনুপাত হল –
(ক)1:3
(খ)3:1
(গ) 1:2:1
(ঘ) 2:1:1
উত্তরঃ (গ) 1:2:1
1.4 সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়
উত্তরঃ (গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
1.5 মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল –
(ক) কুঞ্চিত বীজ
(খ) হলুদ রঙের বীজ
(গ) বেগুনি রঙের ফুল
(ঘ) কাক্ষিক মুকুল
উত্তরঃ (ক) কুঞ্চিত বীজ
1.6 প্রদত্ত কোন্ দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
(ক) ফুলের বর্ণ-বেগুনি, ফুলের অবস্থান -কাক্ষিক
(খ) কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
(গ) পরিণত বীজের আকার-গোল, বীজের বর্ণ-হলুদ
(ঘ) ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা
উত্তরঃ (খ) কাণ্ডের দৈর্ঘ্য-খর্ব, পরিণত বীজের আকার-কুঞ্চিত
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.7 প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো । –
(ক) কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে
(খ) বীজের আকার-কুঞ্চিত
(গ) বীজপত্রের বর্ণ -হলুদ
(ঘ) ফুলের বর্ণ-সাদা
উত্তরঃ (গ) বীজপত্রের বর্ণ -হলুদ
1.8 প্রদত্ত কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুত্থিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। –
(ক) RRYY ও rry
(খ) RRYy ও RrYy
(গ) RRyy ও Rryy
(ঘ) rrYY ও rrYy
উত্তরঃ (ঘ) rrYY ও rrYy
1.9 নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো –
(ক) BBRR ও BbRr
(খ) BBrr ও Bbrr
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRr ও bbrr
উত্তরঃ (খ) BBrr ও Bbrr
1.10 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো –
(ক) BbRr, BBRr
(খ) BBrr, Bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) bbrr, bbRr
উত্তরঃ (ক) BbRr, BBRr
1.11 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি স্থির করো
ক) 1:9:3:1
খ) 9:1:1:1
গ) 9:3:3:1
ঘ) 9:1:3:1
উত্তরঃ গ) 9:3:3:1
1.12 নীচের কোনটি X ক্রোমোজোমবাহিত জিনঘটিত বৈশিষ্ট্যতা স্থির করো—
(ক) থ্যালাসেমিয়া
(খ) চোখের রং
(গ) পুরুষের কর্ণছত্রে লোমের উপস্থিতি
(ঘ) হিমোফিলিয়া
উত্তরঃ (ঘ) হিমোফিলিয়া
1.13 “ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে তা স্থির করো—
(ক) সেন্ট্রোমিয়ারে
(খ) টেলোমিয়ারে
(গ) জিনে
(ঘ) লোকাসে
উত্তরঃ (ঘ) লোকাসে
1.14 কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো—
(ক) কেবল বাবা বর্ণান্ধ হলে
(খ) কেবল মা বর্ণান্ধ হলে
(গ) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে
(ঘ) মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে
উত্তরঃ (গ) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.15 একসংকর জননের প্রথম অপত্য জনুতে প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয়—
(ক) প্রকরণ
(খ) প্রচ্ছন্ন
(গ) বংশগতি
(ঘ) প্রকট
উত্তরঃ (ঘ) প্রকট
1.16 রোলার জিহ্বার জন্য দায়ী জিন R প্রকট ও স্বাভাবিক জিহ্বার জন্য দায়ী জিন। প্রচ্ছন্ন হলে জিহ্বা রোল করতে পারবে-(ক) Rr
(খ) rr
(গ)RR
(ঘ) ক ও গ উভয়ই
উত্তরঃ (ঘ) ক ও গ উভয়ই
1.17 কোন্ বংশগত রোগের বাহক ছিলেন রানি ভিক্টোরিয়া ?
(ক) হিমোফিলিয়া
(খ) থ্যালাসেমিয়া
(গ) বর্ণান্ধতা
(ঘ) সবকটিই
উত্তরঃ (ক) হিমোফিলিয়া
1.18 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হল—
(ক) VIII
(খ) VII
(গ) v
(ঘ) IX
উত্তরঃ (ক) VIII
1.19 প্রদত্ত কোন্ জোড়া তথ্যটি সঠিক নয়?
(ক) হিমোফিলিয়া-অটোজোম
(খ) β থ্যালাসেমিয়া-11তম অটোজোম
(গ) বর্ণান্ধতা—সেক্স ক্রোমোজোম
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) হিমোফিলিয়া-অটোজোম
1.20 সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—
(ক) bbRR, bbrr
(খ) BBRR, bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) BbRr, BbRR
উত্তরঃ (গ) bbRR, bbRr
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.21 দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে –
(ক) 25%
(খ) 50%
(গ) 75%
(ঘ) 100%
উত্তরঃ (খ) 50%
1.22 একটি সংকর দীর্ঘ (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে –
(ক) 100% দীর্ঘ
(খ) 50% দীর্ঘ ও 50% খর্ব
(গ) 100% খর্ব
(ঘ) 75% দীর্ঘ ও 25% খর্ব
উত্তরঃ (খ) 50% দীর্ঘ ও 50% খর্ব
1.23 একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে। জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা—
(ক) 25%
(খ) 50%
(গ) 75%
(ঘ) 100%
উত্তরঃ (ঘ) 100%
1.24 YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? –
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
উত্তরঃ (ঘ) 4
1.25 RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। –
(ক) এক ধরনের
(খ) চার ধরনের
(গ) দুই ধরনের
(ঘ) তিন ধরনের
উত্তরঃ (ক) এক ধরনের
1.26 একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ণ ঘটানো হল। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে –
(ক) অর্ধেক মটরগাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটরগাছ সবুজ – বীজযুক্ত হবে
(খ) সব মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(ঘ) সব মটরগাছ হলুদ বীজযুক্ত হবে
উত্তরঃ (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.27 Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? –
(ক) 2
(খ) 3
(গ) 1
(ঘ) 4 প্রকার
উত্তরঃ (ক) 2
1.28 প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ব্রুস –
(ক) IT × TT
(খ) TT × tt
(গ) Tt × tt
(ঘ) tt × tt
উত্তরঃ (গ) Tt × tt
1.29 মেন্ডেলের এক সংকরায়ণের F, জনুর ফিনোটাইপিক অনুপাতটি হল –
(ক) 9 : 33:1
(খ) 1:21
(গ) 2: 2:1
(ঘ) 3:1
উত্তরঃ (ঘ) 3:1
1.30 কোন্ ক্ষেত্রে মেন্ডেলের একসংকর জননে অপত্য জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয় ?
(ক) লিংকেজ
(খ) অসম্পূর্ণ প্রকটতা
(গ) মিয়োসিস
(ঘ) সবকটি
উত্তরঃ (খ) অসম্পূর্ণ প্রকটতা
1.31 অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোথায়? –
(ক) Pisum sativum
(খ) Drosophila melanogaster
(গ) Mirabilis jalapa
(ঘ) উল্লেখ্য সব জীবে
উত্তরঃ (গ) Mirabilis jalapa
1.32 অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে ফুলে তা হল –
(ক) গোলাপ
(খ) জুই
(গ) সন্ধ্যামালতী
(ঘ) পদ্মা
উত্তরঃ (গ) সন্ধ্যামালতী
1.33 কোটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়? –
(ক) সহপ্রকটতা
(খ) অসম্পূর্ণ প্রকটতা
(গ) লিংকেজ
(ঘ) প্রচ্ছন্নতা
উত্তরঃ (ঘ) প্রচ্ছন্নতা
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.34 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে?—
(ক) 3:1
(খ) 2:1:1
(গ) 9:3:3:1
(ঘ) 1:2:1
উত্তরঃ (ঘ) 1:2:1
1.35 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) 44A + XX
(খ) 44A + XY
(গ) 44A + XXY
(ঘ) 44A + XYY
উত্তরঃ (খ) 44A + XY
1.36 একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম হল –
(ক) 22A+ XY
(খ) 44A + XY
(গ) 22A+YY
(ঘ) 44A + XX
উত্তরঃ (ঘ) 44A + XX
1.37 কোন্ ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই থাকে ? –
(ক) XX
(খ) XY
(গ) X
(ঘ) Y
উত্তরঃ (গ) X
1.38 মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হল-
(ক) XX-XO
(খ) XX-XY
(গ) ZZ-ZW
(ঘ) 22-Ww
উত্তরঃ (খ) XX-XY
1.39 মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+XX
(খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম – বিন্যাস 22A+Y
(গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+ X,
(ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + XY
উত্তরঃ (গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+ X
1.40 একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্রসন্তান ও কন্যাসন্তান হওয়ার সম্ভাবনা –
(ক) 2:1
(খ) 1:2
(গ) 1:1
(ঘ) 1:31
উত্তরঃ (গ) 1:1
1.41 ডিম্বাণু কোন্ প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যাসন্তান হয় ?
(ক) 22A+Y
(খ) 23A + X
(গ) 23A+Y
(ঘ) 22A + X
উত্তরঃ (ঘ) 22A + X
1.42 প্রদত্ত কোটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? –
(ক) (22A+X)
(খ) (22A+ Y)
(গ) (n),
(ঘ) (44A + XY)
উত্তরঃ (ঘ) (44A + XY)
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.43 একটি ক্রোমোজোমে উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে বলে
(ক) ডিলিশন
(খ) লিংকেজ
(গ) ক্রসিংওভার
(ঘ) মিউটেশন
উত্তরঃ (খ) লিংকেজ
1.44 থ্যালাসেমিয়া রোগের লক্ষণ –
(ক) রক্তক্ষরণ
(খ) বর্ণ চিনতে না পারা
(গ) রক্তাল্পতা
(ঘ) হাঁপানি
উত্তরঃ (গ) রক্তাল্পতা
1.45 থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হল –
(ক) লোহা
(খ) তামা
(গ) সিসা
(ঘ) ক্যালশিয়াম
উত্তরঃ (ক) লোহা
1.46 পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় সম্ভাবনা কত?
(ক) 100%
(খ) 25%
(গ) 75%
(গ) 50%
উত্তরঃ (খ) 25%
1.47 অটোজোমাল ক্রোমোজোমঘটিত রোগটি হল –
(ক) হিমোফিলিয়া
(খ) বর্ণান্ধতা
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) রাতকানা
উত্তরঃ (গ) থ্যালাসেমিয়া
1.48 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? —
(ক) রোলার জিভ
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) কানের যুক্ত লতি
উত্তরঃ (খ) হিমোফিলিয়া
1.49 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল—
(ক) 75%
(খ) 50%
(গ) 100%
(ঘ) 0%
উত্তরঃ (ঘ) 0%
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
1.50 হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হল –
(ক)75%
(খ) 50%
(গ) 100%
(ঘ) 25%
উত্তরঃ (গ) 100%
1.51 একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে –
(ক) হিমোফিলিক
(খ) হিমোফিলিক
(গ) সকলেই হিমোফিলিক
(ঘ)হিমোফিলিক
উত্তরঃ (ক) হিমোফিলিক
1.52 হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক ‘কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলি থেকে নির্ধারণ করো –
(ক) H || h, h | ↾
(খ) H || H, H | ↾
(গ) H || H, h | ↾
(ঘ) H || h, H | ↾
উত্তরঃ (ঘ) H || h, H | ↾
1.53 রয়েল ডিজিজ নামে পরিচিত রোগটি হল –
(ক) বর্ণান্ধতা
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) অ্যালবিনিজম
উত্তরঃ (খ) হিমোফিলিয়া
1.54 স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্রসন্তান জন্মানোর সম্ভাবনা হল –
(ক) 0%
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তরঃ (ক) 0%
1.55 স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণার্থ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো
(ক) 0%
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তরঃ (ক) 0%
বিভাগ-খ
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : [প্রতিটি প্রশ্নের মান -১]
A. একটি বাক্যে উত্তর দাও :
2.1 বংশগতিতে ‘ক্রস’ কথার অর্থ কী ?
উত্তরঃ একটি পুংগ্যামেট ও একটি স্ত্রী গ্যামেটের মিলন ।
2.2 দুটি সমবৈশিষ্ট্যসম্পন্ন গ্যামেটের মিলনে সৃষ্ট জাইগোটকে কী বলে ?
উত্তরঃ হোমোজাইগোট
2.3 মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কী ?
উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা
2.4 পিতা, পুত্রকে কী প্রকার গ্যামেট প্রদান করে?
উত্তরঃ 22A+Y
2.5 খ্রিস্টমাস রোগীর রক্তে কোন্ ফ্যাক্টর অনুপস্থিত ?
উত্তরঃ IX
2.6 মা বর্ণান্ধ হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত?
উত্তরঃ 100%
2.7 বংশগতি বলতে কী বোঝো ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক গুণাবলি বংশপরম্পরায় সন্তান সন্ততিদের দেহে সঞ্চারিত হয় , তাকে বংশগতি বলে ।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
2.8 বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক কে ?
উত্তরঃ জিন
2.9 ফিনোটাইপ কাকে বলে ?
উত্তরঃ কোও জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে ।
2.10 জিনোটাইপ কাকে বলে ?
উত্তরঃ কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে ,তাকে জিনোটাইপ বলে ।
2.11 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।
উত্তরঃ রোলার ও স্বাভাবিক জীব ।
2.12 মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
উত্তরঃ সাতজোড়া
2.13 সংকরায়ণ কী ?
উত্তরঃ কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন জননকে সংকরায়ন বলে ।
2.14 মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তরঃ মটর গাছের ফুলের বর্ণ (বিপরীত বৈশিষ্ট্য সাদা রঙ এবং বেগুনী রঙ )
2.15 মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবনের সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল । এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো ।
উত্তরঃ বিশুদ্ধ বেগুনি ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল , বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছ ।
2.16 দুটি Tt জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ণ ঘটালে F2 জনুতে শতকরা কত ভাগ খর্বাকার প্রলক্ষণযুক্ত মটর উদ্ভিদ পাওয়া যাবে ?
উত্তরঃ ২৫%
2.17 মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো ।
উত্তরঃ 9: 3: 3 : 1
2.18 মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন চেকার বোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা কয়টি ?
উত্তরঃ 2 টি ।
2.19 একটি গোল হলুদ (RRYY) জিনোটাইপবিশিষ্ট বীজসম্পন্ন মটর গাছ থেকে মিয়োসিস কোশ বিভাজনের ফলে কী কী প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে ?
উত্তরঃ
2.20 কোন্ অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় ?
উত্তরঃ
2.21 মেন্ডেল একসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রটি উপস্থাপন করেন ।
উত্তরঃ পৃথকীভবনের সূত্র এবং প্রকটতা ও প্রচ্ছন্নতার সূত্র
2.22 মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত হয়েছিলেন ?
উত্তরঃ দ্বিসংকর জননের সূত্র বা স্বাধীব বিন্যাসের সূত্র ।
2.23 মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমটি কী ?
উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা
2.24 প্রোটানোপিয়া কী ?
উত্তরঃ যে প্রকার বর্ণান্ধতায় কোনো ব্যাক্তি লাল বর্ণ দেখতে পায় না তাকে প্রোটানোপিয়া বলে ।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
2.25 দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে কত ভাগ সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে ?
উত্তরঃ 50%
2.26 গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই ?
উত্তরঃ হ্যাঁ ।
2.27 মানুষের দেহের কোশে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায় ?
উত্তরঃ XX এবং XY
2.28 একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন্ কোন্ নির্ধারক ক্রোমোজোম কটি করে দেখা যায় ?
উত্তরঃ একটি X ক্রোমোজোম এবং একটি Y ক্রোমোজোম ।
2.29 মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জননকোশের মিলন ঘটে ?
উত্তরঃ (22A+X) প্রকৃতির দুটি জননকোশের মিলন ঘটে কন্যা সন্তান সৃষ্টি হয় ।
2.30 22A+ Y ক্রোমোজোম সেটবিশিষ্ট শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনে সৃষ্ট ভ্রুণ কোন্ লিঙ্গের হবে ?
উত্তরঃ পুংলিঙ্গ ।
অনুরূপ প্রশ্ন : মানুষের 44A + XY কোন্ লিঙ্গ সুচিত করে?”
উত্তরঃ পুংলিঙ্গ
2.31 মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো ।
উত্তরঃ থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া ।
2.32 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ?
উত্তরঃ দেহ ক্রোমোজোম বা অটোজোম ।
2.33 α-থ্যালাসেমিয়া কাকে বলে ?
উত্তরঃ হিমোগ্লোবিনের α শৃঙ্খল সম্পূর্ণরূপে গঠিত না হওয়ায় হিমোগ্লোবিনের ত্রুটির জন্য যে থ্যালাসেমিয়া হয় , তাকে α-থ্যালাসেমিয়া বলে ।
2.34 𝛽-থ্যালাসেমিয়া কাকে বলে ?
উত্তরঃ হিমোগ্লোবিনের 𝛽 শৃঙ্খল সম্পূর্ণরূপে গঠিত না হওয়ায় হিমোগ্লোবিনের ত্রুটির ফলে যে থ্যালাসেমিয়া রোগ হয় তাকে 𝛽 থ্যালাসেমিয়া বলে ।
2.35 হিমোফিলিয়া-B রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততধনকারী কোন্ ফ্যাক্টরটি থাকে না ?
উত্তরঃ ফ্যাক্টর IX বা PTC
2.36 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?
উত্তরঃ কারণ প্রচ্ছন্নধর্মী জিনটি X ক্রোমোজোমে অবস্থান করে ।
2.37 ডিউটেরানোপিয়া কী ?
উত্তরঃ যে প্রকার বর্নান্ধতায় সবুজ বর্ণ শনাক্ত করতে পারার ক্ষমতা লোপ পায় তাকে ডিউটেরানোপিয়া বলে ।
2.38 নীল বর্ণান্ধতার জন্য দায়ী ক্রোমোজোম কোনটি ?
উত্তরঃ অটোজোম ।
2.39 থ্যালাসেমিয়া রোগীদের দেহে লোহার আধিক্য দেখা যায় কেন ?
উত্তরঃ থ্যালাসেমিয়া রোগ হলে অথবা ঘনঘন রক্ত বদলানোর জন্য দেহে লোহা অধিক পরিমাণে সঞ্চিত হয় ।
শূন্যস্থান পূরণ
B. নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো
2.40 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ____________ বলে।
উত্তরঃ সংকরায়ন
2.41 মানুষের লিঙ্গনির্ধারণে ________ ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে।
উত্তরঃ Y
2.42 ____________ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষিত হয়।
উত্তরঃ থ্যালাসেমিয়া
2.43 মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে উৎপন্ন সকল উদ্ভিদ ___________প্রকৃতির হয়।
উত্তরঃ সংকর
2.44 একই জিনের বিভিন্ন রূপকে ___________ বলে ।
উত্তরঃ অ্যালিল
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
2.45 ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ____________ বলে ।
উত্তরঃ লোকাস
2.46 পুরুষের কানের লতিতে চুল হল ____________ ক্রোমোজোমবাহিত বৈশিষ্ট্য ।
উত্তরঃ Y ক্রমোজোম ।
2.47 রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি ___________________ ।
উত্তরঃ প্রকট জিন ।
2.48 পুংকেশরচক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রীফুলে পরিণত করার ঘটনাকে ____________ বলে ।
উত্তরঃ ইমাসকুলেশন ।
2.49 মটর গাছের ভিন্ন ভিন্ন____________একই ফিনোটাইপ দেখাতে পারে ।
উত্তরঃ জিনোটাইপ ।
2.50 মাতা তার পুত্র ও কন্যাসন্তান উভয়কেই ____________ প্রকৃতির গ্যামেট প্রদান করে ।
উত্তরঃ 22A+X
2.51 প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা থাকে তাকে ___________ বলে ।
উত্তরঃ প্রকরণ
2.52 হেটারোজাইগাস জীবে___________বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে ।
উত্তরঃ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ।
2.53 হোল্যানড্রিক জিন অবস্থান করে _____________ক্রোমোজোমে ।
উত্তরঃ Y ক্রোমোজোমে ।
2.54 __________________ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ।
উত্তরঃ হিমোফিলিয়া ।
2.55 মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হল _________________ ।
উত্তরঃ হিমোফিলিয়া ।
2.56 বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ______________ ক্রোমোজোমে অবস্থিত ।
উত্তরঃ X ক্রমোজোম ।
2.57 আলফা থ্যালাসেমিয়া _____________ নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে হয় ।
উত্তরঃ 16 নং ক্রমোজোম ।
2.58 হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র _____________ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় ।
উত্তরঃ হোমোজাইগাস অবস্থায় ।
সত্য মিথ্যা
C. নীচের বিবৃত্তিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
2.59 জনিতৃ জীব থেকে অপত্যের দেহে জিনগত সকল বৈশিষ্ট্যের সন্তরণই হল বংশগতি।
উত্তরঃ সত্য
2.60 অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগত সূত্রের একটি ব্যতিক্রম ।
উত্তরঃ সত্য
2.61 প্রকট গুণ কেবলমাত্র হোমোজাইগাস বা হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে।
উত্তরঃ সত্য
2.62 ফুলের রং বেগুনি ও শুঁটির আকার খাঁজযুক্ত প্রকট বৈশিষ্ট্য।
উত্তরঃ মিথ্যা
2.63 yyrr জিনোটাইপের ফিনোটাইপ হল সবুজ রঙের এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ।
উত্তরঃ সত্য
2.64 হিমোফিলিয়া রোগে মহিলারা বাহক হয়ে থাকেন।
উত্তরঃসত্য
2.65 ডিউটেরানোপিয়া আক্রান্ত ব্যক্তি লাল রং দেখতে পান না।
উত্তরঃ মিথ্যা
2.66 যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ।
উত্তরঃ সত্য
2.67 লোমযুক্ত পিনা হোল্যাভিক জিনবাহিত বৈশিষ্ট্য।
উত্তরঃ সত্য
2.68 RRYY থেকে 3 প্রকার গ্যামেট প্রাপ্ত হয়।
উত্তরঃ মিথ্যা
2.69 অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় ।
উত্তরঃ সত্য ।
2.70. জীবের প্রকরণের প্রধান কারণ হল ক্রোমোজোমের পরিবর্তন ।
উত্তরঃ সত্য
2.71 ‘T’ ও ‘t’ গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয় .
উত্তরঃ মিথ্যা ।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
2.72 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে ।
উত্তরঃ সত্য
2.73 মেন্ডেল একসংকর জনন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন ।
উত্তরঃ সত্য
2.74 মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ।
উত্তরঃ সত্য
2.75 মটর গাছের ফুল একলিঙ্গ হওয়ায় , প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় ।
উত্তরঃ সত্য
2.76 মটর গাছের সাদা রঙের ফুল হল প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ ।
উত্তরঃ প্রচ্ছন্ন
2.76 মটর গাছে বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট ।
উত্তরঃ মিথ্যা
2.77 মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপতা জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন ।
উত্তরঃ মিথ্যা
2.77 Tt × tt অথবা, Bb × bb একটি টেস্ট ক্রস ।
উত্তরঃ সত্য
2.78 মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স -ক্রোমোজোম থাকে ।
উত্তরঃ মিথ্যা ।
2.79 হিমোফিলিয়া একটি অটোজোমঘটিত রোগ ।
উত্তরঃ সত্য ।
2.80 রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX-এর অভাবে খ্রিস্টমাস ডিজিজ হয় ।
উত্তরঃ সত্য ।
2.81 আলফা -থ্যালাসেমিয়া রোগের জিন 11 নং ক্রোমোজোমে থাকে ।
উত্তরঃ মিথ্যা ।
2.82 থ্যালাসেমিয়া রোগে যকৃৎ ও প্লীহার বৃদ্ধি ঘটে ।
উত্তরঃ সত্য ।
প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসানো
D.নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
2.83 জিন : লোকাস :: DNA : ___________।
উত্তরঃ ক্রোমোজোম
2.84 9 : 3 : 3 : 1 : ফিনোটাইপ অনুপাত :: _____________ : জিনোটাইপ অনুপাত ।
উত্তরঃ 1:2:2:4:1:2:1:2:1
2.85 ডিউটেরানোপিয়া : _________ :: প্রোটানোপিয়া : লাল বর্ণান্ধতা ।
উত্তরঃ সবুজ বর্ণান্ধতা
2.86 জিনের সংযুক্তি: ___________ :: বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ : ফিনোটাইপ ।
উত্তরঃ জিনোটাইপ
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
বিভাগ-গ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের SAQ
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ (প্রতিটি প্রশ্নের মান 2 )
3.1 বংশগতি কাকে বলে ?
3.2 অ্যালিল কী? অথবা, অ্যালিলোমর্ফ কী ?
3.3 জিন বলতে কী বোঝো?
3.4 জিন ও অ্যালিলের সম্পর্ক কী?
3.5 মানবদেহে বংশানুক্রমিকভাবে সারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
3.6 মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের দুটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য লেখো ।
3.7 প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝো? উদাহরণ দিয়ে বোঝাও।
3.8 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো? উদাহরণ দিয়ে বোঝাও।
3.9 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় তা উদাহরণসহ বুঝিয়ে লেখো।
3.10 সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।
3.11 বংশগতিতে বিশুদ্ধ বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে উল্লেখ করো ।
3.12 বংশগতিতে সংকর বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে উল্লেখ করো।
3.13 একটি উদাহরণের সাহায্যে সংকরায়ণ ব্যাখ্যা করো।
3.14 ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী ?
3.15 মিউটেশনের সংজ্ঞা দাও। অথবা, মিউটেশন বা পরিব্যক্তি কী ?
3.16 মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটরগাছ নির্বাচন করেছিলেন কেন?
3.17 মেন্ডেল কীভাবে মটর গাছে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন ব্যাখ্যা করো।
3.18 স্বাধীনবিন্যাস সুত্রটি ব্যাখ্যা করো।
3.19 মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো ।
3.20 মটর গাছের ওপর কান্ডের দৈর্ঘ্য ও বীজের আকার – এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে ৭টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হয়। এদের কী কী জিনোটাইপ থাকতে পারে?
3.21 মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার – এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F, জনুতে যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগুলি লেখো।
3.22 “ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
3.23 বিষমসংকর জীব কীভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও।
3.24 দ্বিসংকর জনন পরীক্ষায় F, জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে ?
3.25 দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানোর ফলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে চেকার – বোর্ডের সাহায্যে দেখাও।
3.26 দ্বিসংকর জনন কাকে বলে ?
3.27 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F, জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে?
3.28 “একসংকর জননে F, জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3 :1 নাও হতে পারে” করো। – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা
3.29 টেস্ট ক্রস কী?
3.30 ব্যাক ক্রস কী ?
3.31 টেস্ট ব্রুসের গুরুত্ব লেখো।
3.32 গোল বীজসম্পন্ন এবং কুরিত বীজসম্পন্ন দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে কী কী ফিনোটাইপ সম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে এবং তাদের অনুপাত কত হবে?
3.33 সংকর জীব সর্বদা হেটারোজাইগাস অবস্থায় থাকে কেন?
3.34 সহপ্রকটতা কাকে বলে? উদাহরণ দাও ।
3.35 মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অনুরূপ প্রশ্ন : অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ নয় তা একটি ব্রুসের সাহায্যে দেখাও। অনুরূপ প্রশ্ন : মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে ‘হেটেরোগ্যামেটিক মেল’ পদ্ধতি বলে কেন?
3.36 । পুত্রসন্তান সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন : মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা কী? অনুরূপ প্রশ্ন : “সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান” –একটি ব্রুসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো।
3.37 থ্যালাসেমিয়া কী ?
3.38 থ্যালাসেমিয়া কয় প্রকার ও কী কী?
3.39 থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কী কী?
3.40 কোন অবস্থায় থ্যালসেমিয়া রোগের প্রকাশ ঘটে ?
3.41 ‘থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়’ –এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো।
3.42 বাবা বা মায়ের এর একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক হলে, বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে?
3.43 দুটি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোমবাহিত।
3.44 হিমোফিলিয়া কী ?
3.45 হিমোফিলিয়ার লক্ষণ লেখো।
3.46 খ্রিস্টমাস ডিজিজ কী ?
3.47 ক্রিস-ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝায় ?
3.48 বর্ণান্ধতার কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ব্রুসের সাহায্যে দেখাও।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
3.49 জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?
3.50 বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা কী? অথবা, জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব লেখো।
3.51 থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর সময় কী পরামর্শ দেওয়া হয়?
3.52 একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল। জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কী কী উদ্যোগ নিতে পারে তা লেখো।
3.53 একটি “Tt’ জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে ‘tt জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে?
3.54 লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য বলতে কী বোঝো?
3.55 হিমোফিলিয়া A রোগের কারণ এবং লক্ষণ লেখো।
3.56 হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন ?
বিভাগ-‘ঘ’
বড় প্রশ্ন 5 নম্বরের LA
4. রচনাধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান-৫)
4.1 বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা ব্যাখ্যা করো। অথবা, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলতত্ত্বের ব্যাতিক্রম হিসেবে ধরা হয় কেন চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন : সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ব্রুসের মাধ্যমে দেখাও ।
4.2 ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। মেডেল পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো।
4.3 (TT) ও (tt) মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে সব মটর গাছ দীর্ঘ হওয়া এবং F2 জনুতে লম্বা ও বেঁটে মটর গাছ 3:1 অনুপাতে উৎপন্ন হওয়ার ঘটনাকে মেন্ডেল কীভাবে ব্যাখ্যা করেন সংক্ষেপে আলোচনা করো । পুরুষদের ‘হেটেরোগ্যামেটিক লিঙ্গ’ বলা হয় কেন ?
4.4 মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো।
4.5 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো।
4.6 একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিকৃত করো।
4.7 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
4.8 বিশুদ্ধ কালো (BB) এবং বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের দুটি পার্থক্য লেখো।
4.9 গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো।
অথবা, বিশুদ্ধ কালো লোম (BB) ও অমসৃণ লোম (RR) বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম (bb) ও মসৃণ লোম (rr) বিশিষ্ট গিনিপিগের সংকরায়ণ ঘটানো হলে F2 জনুতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায় চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
Madhyamik Life Science Chapter 3 Question Answer(বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ)|মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
4.10 একটি সংকর কালো লোমবিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোমবিশিষ্ট গিনিপিগের সংকরায়ণ ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে যুক্তিসহ বোঝাও।
4.11 কীভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো। অথবা, মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে, তা কারণসহ ব্যাখ্যা করো। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ?
4.12 থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন্ তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো।
4.13 হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ লেখো। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ড বা ছকের সাহায্যে দেখাও।
4.14 একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
4.15 একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহে উৎপন্ন সম্ভাব্য মোফিলিক পুত্র বা কন্যা কত শতাংশ হবে? (চেকার বোর্ডসহ )
4.16 একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে, কীরূপ ফলাফল দেখা যায় লেখো। বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি লেখো।
4.17 অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো ।
4.18 একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হল, এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। পুরুষরা বর্ণান্ধতার বাহক হয় না কেন?
4.19 একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাঁদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো।
4.20 বর্ণান্ধতা রোগের কারণ ও লক্ষণ কী? এই রোগ কত প্রকার ও কী কী ?