Madhyamik Physical Science Current Electricity Mock Test: আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘চলতড়িৎ’ অধ্যায়ের মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।মাধ্যমিক পরীক্ষার Physical Science Chapter 6 (Light) MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।এই মক টেস্টটি থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্ন উত্তর গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Madhyamik Physical Science Current Electricity Mock Test। তাই এই ‘চলতড়িৎ‘ অধ্যায়ের মক টেস্ট , দশম শ্রেণির (Class X) পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেদের যাচাই করুন ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Madhyamik Physical Science Current Electricity Mock Test
Q1. বাড়ির ইলেক্ট্রিক মিটারে বৈদ্যুতিক শক্তির খরচের পরিমাণের একক হল –
- জুল
- ওয়াট
- ক্যালোরি
- B.O.T একক
B.O.T একক
Q2. আর্থিৎ তারের বর্ণ হয় –
- হলুদ
- লাল
- নীল
- কালো
হলুদ
Q3.ফিউজ তারের উপাদান কী ?
- নিকেল
- টিন ও সিসার সংকর
- সিসা
- টিন
টিন ও সিসার সংকর
Q4. নীচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী ?
- গ্রাফাইট
- গ্ৰাণাইট
- অ্যানথ্রাসাইট
- ডায়মণ্ড (হীরক)
গ্রাফাইট
Q5. মো’ (mho) একক হল কোন্ রাশির—
- রোধ
- রোধাঙ্ক
- পরিবাহিতা
- কোনোটিই নয়
পরিবাহিতা
Q6. তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী ?
- ওহম্
- অ্যামপিয়ার
- ভোল্ট
- কুলম্ব
ভোল্ট
Q7. ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা হল —
- নিম্ন গলনাঙ্ক
- উচ্চরোধ
- উচ্চ স্থিতিস্থাপকতা
- উচ্চ গলনাঙ্ক
নিম্ন গলনাঙ্ক
Q8. কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক?
- তড়িৎক্ষমতা
- তড়িৎ প্রবাহ
- বিভব প্রভেদ
- তড়িৎ শক্তি
তড়িৎ শক্তি
Q9. বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন রঙের প্লাস্টিকে মোড়া থাকে?
- নীল
- লাল
- সবুজ
- হলুদ
লাল
Q10. ট্রান্সফর্মার ব্যবহার করা হয়—
- A.C ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে
- A.C কে D.C তে রূপান্তরিত করার জন্য
- D.C ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে
- কোনোটিই নয়
A.C ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে
Q11. কোন ধাতু বজ্ৰবহ তৈরিতে ব্যবহার করা হয়?
- তামা
- ইস্পাত
- কাঁচালোহা
- পিতল
তামা
Q12. কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়?
- রেডন
- ক্রিপটন
- আর্গন
- জেনন
আর্গন
Q13. তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে—
- সরু তারে
- মোটা তারে
- দুটোতেই
- কোনোটিই নয়
মোটা তারে
Q14. FUSE WIRE এ থাকে –
টিন ও তামা
সিসা ও লোহা
লোহা ও তামা
টিন ও সিসা
টিন ও সিসা
মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের মক টেস্ট|Madhyamik Physical Science Current Electricity MCQ Online Mock Test(Question Answer) |
Q15. রোধাংকের একক –
- ওহম / মিটার
- ওহম × মিটার
- ওহম / (মিটার)2
- ওহম × (মিটার)3
ওহম × মিটার
Q16. বর্তমানে বালবের ফিলামেন্ট টাংস্টেন, আয়রণ এবং ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়, এই সংকর ধাতুটির নাম কী ?
- ক্রোমিয়াম
- উলফ্রেমাইট
- টাংস্টেন
- কোনটিই নয়
উলফ্রেমাইট
Q17. তোমার বাড়িতে 100 ওয়াটের একটি বাল্ব প্রত্যহ 10 ঘণ্টা করে জ্বলে। তাহলে প্রতিদিন কত কারেন্ট পোড়ে ?
0.1 কিলোওয়াট-ঘন্টা
1 কিলোওয়াট-ঘন্টা
10 কিলোওয়াট-ঘন্টা
100 কিলোওয়াট-ঘণ্টা
1 কিলোওয়াট-ঘন্টা
Q18. 50 ওহম রোধের একটি বাল্ব 300 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে । বালবটির মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয় ?
- 6 অ্যাম্পিয়ার
- 50 অ্যাম্পিয়ার
- 300 অ্যাম্পিয়ার
- 15000 অ্যাম্পিয়ার
6 অ্যাম্পিয়ার
Q19. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কী নির্দেশ করে ?
- চৌম্বক ক্ষেত্রের দিক
- পরিবাহীর গতির অভিমুখ
- তড়িৎ প্রবাহের দিক
- কোনোটাই নয়
তড়িৎ প্রবাহের দিক
Q20. 220V-100W এবং 220V-60W বালবের মধ্যে কোন বালবটি আলো বেশি দেবে ?
- 220V-100W
- 220V-60W
- উভয়
- কোনটাই নয়
220V-60W
Q21.ফিউজ তার সর্বদা যুক্ত করা হয় –
- লাইভ তারের সাথে
- আর্থ তারের সাথে
- নিউট্রাল তারের সঙ্গে
- কোনোটিই নয়
লাইভ তারের সাথে
Q22. তড়িৎচালক বল প্রকৃতপক্ষে কী ?
- তড়িৎক্ষেত্র
- চৌম্বকক্ষেত্র
- বিভবপ্রভেদ
- বল
বিভবপ্রভেদ
Q23. কোনো পরিবাহীর রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে ?
- পরিবাহীর দৈর্ঘ্য
- পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
- পরিবাহীর আকার
- পরিবাহীর উপাদান
পরিবাহীর উপাদান
Q24. MCB কোন তত্ত্বের ওপর কাজ করে ?
- ইলেক্ট্রোপ্লেটিং এফেক্ট অফ কারেন্ট
- কেমিকাল এফেক্ট অফ কারেন্ট
- হিটিং এফেক্ট অফ কারেন্ট
- ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট
ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট
Q25. এর মধ্যে কোনটি সঠিক জোড় নয় ?
- ভোল্টামিটার – বিভব প্রভেদ
- অ্যামমিটার – তড়িৎ প্রবাহ
- পোটেনসিও মিটার – E.M.F
- মিটার ব্রিজ – রোধ
ভোল্টামিটার – বিভব প্রভেদ
Q26.ফ্লুরোসেন্ট ল্যাম্পে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
- সোডিয়াম অক্সাইড এবং আর্গন
- সোডিয়াম বাস্প এবং নিয়ন
- পারদ বাস্প এবং আর্গন
- পারদের অক্সাইড এবং নিয়ন
পারদ বাস্প এবং আর্গন
Q27. যে মৌলের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না তা হল –
- কপার
- দস্তা
- অ্যালুমিনিয়াম
- জার্মেনিয়াম
জার্মেনিয়াম
Q28. R রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হবে । নতুন্ তারটির রোধ হবে –
- R /4
- R/2
- 2R
- 4R
R/4
Q29. একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্টামিটার হিসাবে ব্যবহার করতে হলে গ্যালভানোমিটারের সঙ্গে –
- নিম্নমানের রোধ সান্ট যুক্ত করা হয়
- উচ্চমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়
- নিম্নমানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়
- উচ্চমানের একটি রোধ শ্রেণিতে যুক্ত করা হয়
উচ্চমানের একটি রোধ শ্রেণিতে যুক্ত করা হয়
Q30. একটি গ্যালভানোমিটারকে একটি অ্যামিটারে পরিণত করতে হলে –
- গ্যাল্ভানোমিটারের সঙ্গে শ্রেণিসমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে
- গ্যাল্ভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে
- গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণি সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করতে হয়
- গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করতে হয়
গ্যাল্ভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে