Narration Change Rules in Bengali (PDF Download)-আমাদের মাতৃভাষার মত ইংরাজিতেও কোনো একজনের সংবাদ , বক্তব্য ,অনুরোধ ইত্যাদি অন্য কাউকে report করতে হয় বা জানাতে হয় । বক্তার কথা অন্য কাউকে জানাতে হলে আমাদের Narration Change শিখতে হবে । আজকে এই পোস্টের মাধ্যমে আমরা শিখব Narration Change Rules in Bengali। বিভিন্ন পরীক্ষায় আমাদের ইংরাজিতে Dialouge লিখতে হয় । এই Dialouge লেখার জন্যও Narration Change –এর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি । তাই আর দেরি না করে সমগ্র পোস্টটি ভালো করে পড়ে নিয়ে Narration Change –এর বিভিন্ন নিয়মের PDF ডাউনলোড করে নিন ।ন্যারেশন চেঞ্জ শেখার নিয়ম রপ্ত করার একমাত্র উপায় হল প্রচুর ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করা ।এখানে আমরা বিভিন্ন ধরনের Sentence (Assertive,Interrogative,Imperative,Optative,Exclamatory) -এর ন্যারেশন চেঞ্জ শেখার নিয়ম সম্পর্কে জানব ।
শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই Narration Change. তাই ক্লাস নাইন 9(IX), মাধ্যমিক [দশম শ্রেণি 10 (X)], একাদশ শ্রেণি 11(Xi) এবং উচ্চমাধ্যমিক [দ্বাদশ শ্রেণি 12(XII)] – এর ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার পড়ুয়ারাও ভালো করে দেখে নিন এই Narration Change Rules in Bengali।আমরা নিশ্চিত এই নিয়ম যারা ভালো করে পড়ে নিয়ে বিভিন্ন Narration Change Exercise প্র্যাকটিস করবে তাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ।
Table of Contents
Introduction to Narration Change Rules in Bengali
Narration Change ভালো করে শিখতে হলে প্রথমে কিছু জিনিস জেনে রাখা খুব দরকার । যেমন- Narration কি ,Narration-এর প্রকার, Direct Speech (প্রত্যক্ষ উক্তি ) , Indirect Speech (পরোক্ষ উক্তি ) , Reporting Verb , Direct Speech থেকে Indirect Speech পরিবর্তন করার উপায় । তাহলে চলো, ধাপে ধাপে আমরা এইসব গুরুত্বপূর্ণ জিনিস গুলি জেনে নিই ।
Narration কি ?
উত্তরঃ Narration/speech-কথাটির অর্থ হল “উক্তি” ।
Speaker (বক্তা) এর বক্তব্যকে Narration বা Speech বলে ।মোটের উপর কথা হল বক্তা যা বলে তাই Narration বা speech ।
Narration বা Speech কত প্রকার ও কি কি ?
উত্তরঃ Narration বা Speech দুই প্রকার । (i) Direct Speech (প্রত্যক্ষ উক্তি ) (ii) Indirect Speech(পরোক্ষ উক্তি )
Direct Speech কাকে বলে ?
উত্তরঃ বক্তা নিজস্ব কথা উদ্ধৃত করলে তাকে বলা হয় Direct Speech ।
Reporting Verb কাকে বলে ?
উত্তরঃ যে ভার্বের সাহায্যে Direct Speech প্রকাশ করা হয় তা হল Reporting Verb.
যেমনঃ I said to you , “ I don’t believe you.”
এখানে said হল Reporting verb ।
Indirect Speech কাকে বলে ?
উত্তরঃ বক্তার নিজস্ব কথা উদ্ধৃত না করে তার বক্তব্যকে পরোক্ষ ভাবে report করলে হয় Indirect Speech ।
যেমনঃ যেমনঃ Rahim Says, “I am ill.” (লাল বর্ণের অংশটি Direct Speech)
Rahim said that he is ill. (এখানে লাল বর্ণের অংশটি Indirect Speech).
Direct Speech থেকে indirect Speech –এ পরিবর্তন করার নিয়ম
ন্যারেশন চেঞ্জ শেখার নিয়ম গুলো জানতে হলে প্রথমেই জানতে হবে Direct Speech -কে কিভাবে Indirect Speech -এ পরিবর্তন করা যায় । এখানে আমরা এই সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করেছি ।
নিয়ম-১. Reported Speech বা indirect statement (পরোক্ষ উক্তি ) –এর পূর্বে আমরা একটি linker (সংযোজক ) that বসাই ।
নিয়ম-২. Direct Speech –এ ‘I’ সর্বনামটি Indirect Speech –এ ‘he’ –তে রূপান্তরিত হয় ।
নিয়ম-৩. যদি Reporting verb-টি Past tense –এ থাকে তাহলে ,আমাদের নিম্নলিখিত পরিবর্তনগুলি করতে হয় । নীচে টেবিলের সাহায্যে এই পরিবর্তনগুলি দেখানো হল ।
Change of Tenses
Direct Speech | Indirect Speech |
Present Indefinite | Past Indefinite |
Present Continuous | Past Continuous |
Present Perfect Continuous | Past Perfect Continuous |
Past Indefinite | Past Perfect |
Present Perfect | Past perfect |
Past Perfect | Past Perfect |
Past Continuous | Past Perfect Continuous |
Future (Shall /Will) | Future (Should /Would) |
Reporting Verb যদি Past tense –এ থাকে তাহলে সময় ও স্থানে ক্ষেত্রে আমাদের নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হয় ।
স্থানের ক্ষেত্রে
Direct Speech | Indirect Speech |
Now | Then |
Ago | Before |
Todat | That day |
Tonight | That night |
Tomorrow | The Next day |
Yesterday | The previous day |
Last night | The previous night |
সময়ের ক্ষেত্রে
Direct Speech | Indirect Speech |
Here | There |
Hence | thence |
This | That |
These | Those |
Thus | That way |
Thus | So |
নিয়ম-৪. ছাত্রছাত্রীরা প্রায়ই Direct Speech –এ ‘it’ থাকলে Direct Speech –এ পরিবর্তন করার সময় ‘it’ কে ‘that’ –এ পরিবর্তন করে । এটি সম্পূর্ণ ভুল । ‘it’ অপরিবর্তিত থাকবে ।
যেমন- Direct Speech: He said , “I have never seen anything like it.”
Indirect Speech: He said that he had never seen anything like it .
নিয়ম-৫. বক্তব্যটি যদি একই সময়ে বা একই জায়গায় Report করা হয় তাহলে 3 নম্বর নিয়মের প্রয়োজন হয় না ।
যেমনঃ Speaker (at 10 a.m.): The inspector will visit our school today.
Reporter (at 10 a.m.): He says that the Inspector will visit their school today.
Reporter(next day): He sai that the Inspector would visit their school thay day.
Narration Change of Assertive Sentence( বিবৃতিসূচক বাক্য )
এখানে আমরা শিখব Assertive Sentence Narration Change Rules in Bengali। Direct Speech থেকে Indirect Speech -এ পরিবর্তন করার নিয়ম যেগুলো শিখলাম সেগুলো Assertive Sentence -এর ক্ষেত্রেও প্রযোজ্য ।এর সাথে আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে তাহলে Assertive Sentence এর ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ শেখার নিয়ম ভালো করে জানা যাবে ।
নিয়ম -১. যদি reporting verb টি Present বা Future Tense –এ থাকে তাহলে , Direct Speech কে Indirect করার সময় Tense –এর কোনো পরিবর্তন হয় না ।
যেমনঃ Direct: The man says, “ I am busy.”
Indirect: The man says that he is busy.
Direct: The man will say, “I am busy.”
Indirect: The man will say thay he is busy.
নিয়ম-২. বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্যকে বোঝায় তাহলে Direct Speech কে Indirect Speech –এ পরিবর্তন করার সময়ে Tense –এর কোনো পরিবর্তন হয় না ।
যেমনঃ Direct: Mala said, “ I walk for an hour every morning.”
Indirect: Mala said that he walks for an hour every morning.
Direct: Father said, “ The sun rises in the east.”
Indirect: Father said that the sun rises in the east.
Assertive sentence Narration change Examples
1. Direct: He said, “I am writing a letter.”
Indirect: He said that he was writing a letter.
2. Direct: He said, “I was playing football.”
Indirect: He said that he had been playing football.
Narration Change of Interrogative Sentence(প্রশ্নসূচক বাক্য)
এখানে আমরা শিখব Interrogative Sentence Narration Change Rules in Bengali।Direct Speech থেকে Indirect Speech -এ পরিবর্তন করার নিয়ম যেগুলো শিখলাম সেগুলো Interrogative Sentence -এর ক্ষেত্রেও প্রযোজ্য ।এর সাথে আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে ।
নিয়ম-১. যদি Direct Speech টি Interrogative বাক্যে থাকে ,তাহলে say,tell প্রভৃতি Reporting Verb Indirect Speech –এ ask , enquire , want to know ইত্যাদিতে পরিবর্তিত হয় এবং এই ভার্বের পর একটি অবজেক্ট বসে ।
যেমনঃ Direct: I said to the boy, “did you go to school?”
Indirect: I asked the boy if he had gone to school.
নিয়ম-২. যদি Direct Speech টি Who, what , where, why , how প্রভৃতি কোনো প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু হয় , তাহলে প্রশ্নবোধক শব্দগুলি Indirect Speech –এ থেকে যায় ।
যেমনঃ Direct:I said to man, “Who are you?”
Indirect: I asked the man who he was.
নিয়ম-৩. কিন্তু যদি Direct Speech টি who,which ,what,where,why,how ইত্যাদি কোনো প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু না হয় , তাহলে সংযোজক হিসেবে if বা wheather বসে ।
যেমনঃ Direct:I said to the boy, “did you go to school?”
Indirect: I asked the boy if he had gone to school.
নিয়ম-৪. Indirect Speech–এ প্রশ্নবোধক বাক্যের গঠন Direct Speech –এ বিবৃতিমূলক বাক্যের গঠনে পরিবর্তিত হয়ে যায় এবং প্রশ্ন চিহ্ন (?) ফুল স্টপ (. ) হয়ে যায় ।
যেমনঃ Direct: “Are you weeping?” he asked her.
Indirect: He asked herif she was weeping.
নিয়ম-৫. Interrogative Sentense –এর Should Indorect Speech –এ Past Tense –এ Would হয়ে যায় । কিন্তু কর্তব্য বা ঔচিত্য বোঝালে Should অপরিবর্তিত থাকে ।
যেমনঃ Direct: I said to him, “ Shall I reach the village before dawn ?”
Indirect: I asked him if I would reach the village before dawn.
Direct: Avirup said to me, “ Shall I wait for you for an hour ?”
Indirect: Avirup asked me if he should wait for me for an hour.
Narration Change of Imperative Sentence (আদেশ,অনুজ্ঞাসূচক ইত্যাদি )
এখানে আমরা শিখব Imperative Sentence Narration Change Rules in Bengali । Direct Speech থেকে Indirect Speech -এ পরিবর্তন করার নিয়ম যেগুলো শিখলাম সেগুলো Imperative Sentence -এর ক্ষেত্রেও প্রযোজ্য ।এর সাথে আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে ।
নিয়ম-১. Reporting verb –এর অর্থ অনুযায়ী order , request , advise, tell , ask ইত্যাদি হয় । সেজন্য ‘said to me’ ,’said to him’ –এর জায়গায় ‘ordered me’ , ‘adviced me’ ইত্যাদি হয় ।
যেমনঃ Direct: He said to me, “Please open the door.”
Indirect: He requested me to open the door.
নিয়ম-২. Indirect Speech –এর Imperative Mood টি Direct Speech –এ Infinitive Mood –এ পরিবর্তিত হয় এর জন্য মূল ভার্বের আগে to বসে ।
যেমনঃ Direct:Mother said to me, “Don’t run in the sun.”
Indirect: Mother ordered me not to run in the sun.
নিয়ম-৩. Negative Imperative –কে Indirect Speech করতে হলে Infinitive এর পূর্বে Not বসাতে হয় , আবার Not না বসিয়ে Forbid , Prohibit প্রভৃতি Reporting Verb –ও বসানো যায় ।
যেমনঃ Direct:Mother said to me, “Don’t run in the sun.”
Indirect: Mother ordered me not to run in the sun.
Indirect: Mother forbabe me to go there.
নিয়ম ৪. Direct Speech –এর please , sir ইত্যাদি Indirect Speech –এ তুলে দেওয়া হয় এবং তার অর্থ প্রকাশের জন্য Reporting verb টিকে request-এ পরিবর্তিত করা হয় অথবা kindly , politely ইত্যাদি adverb যোগ করা হয় ।
যেমনঃ Direct:I said to him, “Please explain the passage.”
Indirect: I requested him to explain the passage.
নিয়ম-৫. যখন order , request , advice ইত্যাদি পরিস্কার ভাবে বোঝা যায় না তখন Reporting verb হিসেবে tell বা ask ব্যবহার করা হয় ।
যেমনঃ Direct:Rina said to him. “Sir, don’t go home now.”
Indirect: Rina asked him politely not to go home then.
নিয়ম-৬. যদি Direct Speech, Let দিয়ে শুরু হয় এবং সেই Let দ্বারা কোনো Proposal বা suggestion বোঝায় তাহলে Reporting verb টি Propose বা suggest হয় ।
যেমনঃ Direct: Mili said to her friends, “Let us have a picnic.”
Indirect: Mili proposed (suggested) to her friends that they should have a picnic.
নিয়ম-৭. Must এই Modal – টি Indirect Speech –এ সাধারণত পরিবর্তন হয় না । আবার কতগুলি বাক্য Could , Would দিয়ে আরম্ভ হয়ে interrogative Form হলেও এগুলি Imperative বাক্য । যেজন্য এসব ক্ষেত্রে ‘to’ Infinitive ব্যবহার করা হয় ।
যেমনঃ Direct: He said to me , “you must leave the place.”
Indirect: He said to me that I must leave the place.
Direct: I said to her, “Could you give me a cup of tea ?”
Indirect: I requested her to give me a cup of tea.
Narration Change of Optative Sentence (ইচ্ছা,প্রার্থনা ইত্যাদি )
এখানে আমরা শিখব Optative Sentence Narration Change Rules in Bengali। Direct Speech থেকে Indirect Speech -এ পরিবর্তন করার নিয়ম যেগুলো শিখলাম সেগুলো Optative Sentence-এর ক্ষেত্রেও প্রযোজ্য ।এর সাথে আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে ।
নিয়ম-১. Optative Sentence যেহেতু ইচ্ছা বা প্রার্থনা বোঝায় , সেজন্য reporting Verb হয় wish ,pray ইত্যাদি । তাছাড়া Indirect Speech –এ Optative Form –টি Assertive Form –এ পরিবর্তিত হয় এবং Linker হিসেবে That বসে ।
যেমনঃ Mother said to me, “May god bless you.”
Mother prayed that god might bless you.
Narration Change Rules of Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)
এখানে আমরা শিখব Exclamatory Sentence Narration Change Rules in Bengali। Direct Speech থেকে Indirect Speech -এ পরিবর্তন করার নিয়ম যেগুলো শিখলাম সেগুলো Exclamatory Sentence-এর ক্ষেত্রেও প্রযোজ্য ।এর সাথে আরও কিছু নিয়ম আমাদের জানতে হবে ।
নিয়ম-১. Exclamatory Sentence –কে Indirect Speech –এ পরিবর্তন করতে হলে Alas , Hurrah ইত্যাদির অর্থ অনুসারে exclaimin grief ,exclaim in joy , exclaim in wonder ইত্যাদি হয় ।
যেমনঃ Direct: The boys said,”Hurrah! We have won th match.”
Indirect: The boys exclaimed in (with) joy that they had won the match.
নিয়ম-২. Indirect Speech –এ আবেগসূচক বাক্যটি Assertive Sentence বা বিবৃতিতে পরিণত হয় এবং Linker হিসেবে That ব্যবহার করা হয় ।indirect Speech –এ আবেগসূচক চিহ্নটি ফুল স্টপ (.) হয়ে যায় ।
নিয়ম-৩. Exclaimatory Sentence –এ আবেগের তীব্রতা বোঝাতে What বা How দিয়ে Direct Speech শুরু হলে Indirect Speech –এ তার জায়গায় great বা very বসে । সাধারণত Noun –এর পূর্বে great এবং Adjective –এর পূর্বে very বসে ।
যেমনঃ Direct: He said, “What a nice bird it is!”
Indirect: He exclaimed in wonder that it was a very nice bird.
PDF Link
Name of the File- Narration Change Rules in Bengali PDF
Type of File- PDF
Size of File- 205 Kb