স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট || Nervous System Mock Test in Bengali || Life Science Mock Test || স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর – আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট । এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণির [WBBSE Class 10] সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।‘স্নায়ুতন্ত্র’ অধ্যায়ের বাছাই করা ৬০ টি প্রশ্ন রয়েছে এই মক টেস্টে তাই এটি থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় MCQ প্রশ্ন উত্তর কমন আসার চান্স 99% ।এই MCQ কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায়-১ এর অসংখ্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট। এই মক টেস্ট , দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC, West Bengal Police, Kolkata Police ,Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।
স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট || Nervous System Mock Test in Bengali || Life Science Mock Test
১. কোন উপাদানটি CSF এর মধ্যে থাকে না ?
- ফ্যাট
- প্রোটিন
- শর্করা
- সবকটি
ফ্যাট
২. সঠিক জোড়াটি নির্বাচন করো –
- গুরুমস্তিস্ক –দেহের ভারসাম্য রক্ষা
- হাইপোথ্যালামাস –বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
- লঘুমস্তিস্ক –দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
- সুষুম্নাশীর্ষক –হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
সুষুম্নাশীর্ষক –হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
৩. মিশ্র স্নায়ু হল –
- স্পাইনাল অ্যাকসেসরি
- অপটিক
- গ্লসোফ্যারিঞ্জিয়াল
- অডিটরি
গ্লসোফ্যারিঞ্জিয়াল
৪. সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু –
- অপ্টিক
- ফেসিয়াল
- ভেগাস
- অডিটরি
ভেগাস
৫. ভেগাস স্নায়ু একপ্রকার –
- চেষ্টীয় স্নায়ু
- মিশ্র স্নায়ু
- সংজ্ঞাবহ স্নায়ু
- সুষূম্না স্নায়ু
মিশ্র স্নায়ু
৬. একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হল –
- অডিটরি স্নায়ু
- ট্রকলিয়ার স্নায়ু
- অকিউলোমোটর স্নায়ু
- অ্যাবডুসেন্স স্নায়ু
অডিটরি স্নায়ু
৭. একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হল-
- অডিটরি
- অলফ্যাক্টরি
- অপটিক
- অকিউলোমোটর স্নায়ু
অকিউলোমোটর স্নায়ু
৮. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা –
- 12 জোড়া
- 10 জোড়া
- 31 জোড়া
- 12 জোড়া
31 জোড়া
৯. মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা –
- 10 জোড়া
- 31 জোড়া
- 12 জোড়া
- 21 জোড়া
12 জোড়া
স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট || Nervous System Mock Test in Bengali || Life Science Mock Test || স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর
১০. মানব মস্তিস্কের সবচেয়ে ছোট অংশটি হল –
- গুরুমস্তিস্ক
- মধ্যমস্তিস্ক
- লঘুমস্তিস্ক
- পশ্চাদ্মস্তিস্ক
মধ্যমস্তিস্ক
১১. মস্তিস্কের কোন অংশটি তৃষ্ণা নিয়ন্ত্রণ করে ?
- এপিথ্যালামাস
- মেটাথ্যালামাস
- থ্যালামাস
- হাইপোথ্যালামাস
হাইপোথ্যালামাস
১২. শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন্ অংশ ?
- সেরিবেলাম
- পনস্
- থ্যালামাস
- উপরের সবগুলিই
পনস্
১৩. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিস্কের অংশটি হল –
- থ্যালামাস
- লঘুমস্তিস্ক
- সুষুম্নাশীর্ষক
- হাইপোথ্যালামাস
হাইপোথ্যালামাস
১৪. নিউরোনের কোশদেহগুলি মিলিত হয়ে গঠন করে –
- নিউরোগ্লিয়া
- স্নায়ু
- স্নায়ুসন্ধি
- স্নায়ুগ্রন্থি
স্নায়ুগ্রন্থি
১৫. পরপর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে বলে –
- সাইন্যপসিস্
- সাইন্যাপস্
- গ্যাংলিয়ন
- স্নায়ুকেন্দ্র
সাইন্যাপস্
১৬. অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড়ো হলে চোখে যে ত্রুটি দেখা যায় তা হল –
- মায়োপিয়া
- হাইপারমেট্রোপিয়া
- প্রেসবায়োপিয়া
- হাইপারোপিয়া
মায়োপিয়া
১৭. অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে –
- আইরিশ
- কর্নিয়া
- অ্যাকুয়াস হিউমার
- তারারন্ধ্র
আইরিশ
১৮. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে বলে –
- চক্ষুবিন্দু
- পীতবিন্দু
- অন্ধবিন্দু
- কোনোটিই নয়
অন্ধবিন্দু
১৯. অক্ষিগোলকে আলোর প্রতিফলন রোধ করে –
- কর্নিয়া
- লেন্স
- কোরয়েড
- রেটিনা
কোরয়েড
২০. অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হল –
- অ্যামাইলেজ
- লাইপেজ
- পেপসিন
- লাইসোজাইম
লাইসোজাইম
২১. চোখের পীতবিন্দু বর্তমান –
- কোরয়েডে
- রেটিনায়
- স্ক্লেরায়
- সিলিয়ারি বডিতে
রেটিনায়
২২. মানুষের অক্ষিগোলকের যে অংশ আলোক সুবেদী তা হল-
- কোরয়েড
- স্ক্লেরা
- কর্নিয়া
- রেটিনা
রেটিনা
২৩. চোখের রং নীল বা কালো হওয়া কোনটির ওপর নির্ভর করে ?
- কোরয়েড
- আইরিশ
- কর্নিয়া
- লেন্স
আইরিশ
২৪. নীচের কোনটি আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে ?
- রোডপসিন
- রড কোশ
- কোন কোশ
- রেটিনিন
কোন কোশ
২৫. অ্যাকুয়াস হিউমর উপস্থিত থাকে –
- কর্নিয়া ও লেন্সের মাঝে
- লেন্স ও রেটিনার মাঝে
- কর্নিয়া ও আইরিশের মাঝে
- আইরিশ ও লেন্সের মাঝে
কর্নিয়া ও লেন্সের মাঝে
২৬. চোখের কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় ?
- অন্ধবিন্দু
- রেটিনা
- পীতবিন্দু
- কর্নিয়া
পীতবিন্দু
২৭. অন্দকারে মৃদু আলোতে দেখতে সাহায্য করে –
- রড কোশ
- কোন কোশ
- পারকিনজি কোশ
- বাস্কেট
রড কোশ
২৮. মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে –
- কর্নিয়া
- রেটিনা
- স্ক্লেরা
- কোরয়েড
কর্নিয়া
২৯. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে –
- সেরিব্রাম
- সেরিবেলাম
- পনস্
- সুষুম্নাকান্ড
সুষুম্নাকান্ড
৩০. আমাদের অষ্টম করোটীয় স্নায়ুটি হল –
- অপটিক
- অলফ্যাক্টরি স্নায়ু
- অডিটরি স্নায়ু
- ভেগাস স্নায়ু
অডিটরি স্নায়ু
৩১. গুরুমস্তিস্কের অক্সিপিটাল লোবটি ক্ষতিগ্রস্থ হলে মানুষের কোন কাজটি ব্যহত হবে ?
- শ্রবণ
- দর্শন
- স্পর্শ
- কথা বলার ক্ষমতা
দর্শন
৩২. ক্ষুদা , তৃষ্ণা , ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিস্কের অংশ হল –
- লঘু মস্তিস্ক
- গুরুমস্তিস্ক
- সুষুম্না শীর্ষক
- হাইপোথ্যালামাস
হাইপোথ্যালামাস
৩৩. স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম –
- পেরিনিউরিয়াম
- এপিনিউরিয়াম
- নিউরোলেমা
- এন্ডোনিউরিয়াম
এপিনিউরিয়াম
৩৪. মানসিক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে –
- গুরুমস্তিস্ক
- হাইপোথ্যালামাস
- থ্যালামাস
- লঘুমস্তিস্ক
থ্যালামাস
৩৫. মানুষের মস্তিস্কের যে অংশটি লালাক্ষরণ , শ্বাসকার্য , মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হল-
- লঘু মস্তিস্ক
- পনস্
- সুষুম্নাশীর্ষক
- থ্যালামাস
পনস্
৩৬. স্নায়ুকোশের কোশ দেহকে বলা হয় –
- অ্যাক্সন
- ডেনড্রন
- নিউরোন
- কোশদেহ
নিউরোন
৩৭. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অন্তর্বাহী স্নায়ু ?
- ট্রকলিয়ার
- অকিউলোমোটর
- অপটিক
- অডিটরি
অপটিক
৩৮. কোনটি সঠিক প্রতিবর্ত পথ ?
- গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
- স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
- বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
- গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ু কেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ু কেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
৩৯. মানুষের চোখের লেন্স কোন প্রোটিন দ্বারা গঠিত ?
- লাইপোপ্রোটিন
- লব্ধ প্রোটিন
- ক্রিস্টালাইন
- সরল প্রোটিন
ক্রিস্টালাইন
৪০. “Safety Centre” (তৃপ্তি কেন্দ্র) –এর অবস্থান হল –
- সেরিব্রাম
- থ্যালামাস
- হাইপোথ্যালামাস
- টেকটাস
হাইপোথ্যালামাস
স্নায়ুতন্ত্র MCQ মক টেস্ট || Nervous System Mock Test in Bengali || Life Science Mock Test || স্নায়ুতন্ত্র MCQ প্রশ্ন উত্তর
৪১. “কডা ইকিউনা” বলতে বোঝায় –
- সুষুম্না শীর্ষক
- পনস্
- সুষুম্নাকান্ডের পুচ্ছপ্রান্ত
- অপটিক কায়াজমা
সুষুম্নাকান্ডের পুচ্ছপ্রান্ত
৪২. মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে –
- কর্নিয়া
- রেটিনা
- স্ক্লেরা
- কোরয়েড
কর্নিয়া
৪৩. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিস্কের কোন অংশ ?
- থ্যালামাস
- লঘুমস্তিস্ক
- হাইপোথ্যালামাস
- সুষুম্নাশীর্ষক
হাইপোথ্যালামাস
৪৪. নীচের কোন জোড়াটি সঠিক নয় তা নির্ধারণ করো-
- ফ্রন্টাল লোব –বাক্শক্তি ও ব্যাক্তিত্ব
- অক্সিপিটাল লোব – দৃষ্টিশক্তি
- প্যারাইটাল লোব – শ্রবণ শক্তি
- টেম্পোরাল লোব –শ্রবণ শক্তি
প্যারাইটাল লোব – শ্রবণ শক্তি
৪৫. নীচের কোনটি নিউরোট্রান্সমিটার ?
- নিউরোহিউমর
- অ্যাসিটাইল কোলিন
- ভেসোপ্রোসিন
- থাইরক্সিন
অ্যাসিটাইল কোলিন
৪৬. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম –
- অপটিক
- অকিউলোমোটর
- ভেগাস
- অলফ্যাক্টরি
অকিউলোমোটর
৪৭. মানুষের সবথেকে বড়ো করোটিয় স্নায়ু –
- ফেসিয়াল
- অডিটরি
- ভেগাস
- অপটিক
ভেগাস
৪৮. মায়োপিয়াতে ব্যাহত হয় –
- দূরের দৃষ্টি
- নিকটের দৃষ্টি
- উভয় দৃষ্টি
- কোনোটিই নয়
দূরের দৃষ্টি
৪৯. লেন্স এবং পশ্চাদ প্রকোষ্ঠের তরলকে বলে –
- সেরিব্রো স্পাইনাল তরল
- অ্যাকুয়াস হিউমর
- ভিট্রিয়াস হিউমর
- পারিকার্ডিয়াল রস
ভিট্রিয়াস হিউমর
৫০. কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার সময় কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না কারণ –
- কর্নিয়া নিউক্লিয়াস বিহীন কোশ দ্বারা গঠিত
- এটি একটি মৃত স্তর
- কর্নিয়া স্তরটি ব্যক্টেরিয়া প্রতিরোধী
- কর্নিয়াতে কোনো রক্তবাহের যোগ নেই
কর্নিয়াতে কোনো রক্তবাহের যোগ নেই
৫১. মানব মস্তিস্কের কোন অংশটি পৌষ্টিক নালির চলন নিয়ন্ত্রণ করে ?
- সেরিব্রাম
- মেডালা অবলংগাটা
- পনস্
- সেরিবেলাম
মেডালা অবলংগাটা
৫২. মস্তিস্কের “রিলে কেন্দ্র” হল-
- থ্যালামাস
- হাইপোথ্যালামাস
- পনস্
- মেডালা
থ্যালামাস
৫৩. যে ছিদ্রের মধ্যে দিয়ে মেডালা সুষুম্নাকান্ডের সঙ্গে সংযুক্ত থাকে –
- ফোরামেন ম্যাগনাম
- ফোরামেন ওভেল
- ফোরামেন অফমনরো
- ফোরামেন অফ পানিজা
ফোরামেন ম্যাগনাম
৫৪. শরীরবৃত্তীয় কপাটিকা বলা হয় –
- নিউরোন কে
- স্নায়ুগ্রন্থিকে
- গ্লিয়াল কোশকে
- সাইন্যপাস কে
সাইন্যপাস কে
৫৫. নিম্নলিখিত কোনটি কেবলমাত্র নিউরোনে উপস্থিত ?
- নিজল দানা
- মাইটোকন্ড্রিয়া
- G.B
- E.R
মাইটোকন্ড্রিয়া
৫৬. পশ্চাদ্ মস্তিস্কের যে অংশটি হাত ও চোখের মধ্যে সমন্বয় সাধন করে তা হল-
- সেরিবেলাম
- পনস্ ভেরেলি
- মেডুলা অবলংগাটা
- থ্যালামাস
সেরিবেলাম
৫৭. মস্তিস্কের যে অংশ গন্ধ অনুভূতি গ্রহণ করে তা হল-
- অক্সিপিটাল লোব
- টেম্পোরাল লোব
- অলফ্যাক্টরি লোব
- প্যারাইটাল লোব
অলফ্যাক্টরি লোব
৫৮. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে –
- হিমোলিম্ফ
- লসিকা
- সেরিব্রোস্পাইনাল তরল
- নিউরোহিউমর
সেরিব্রোস্পাইনাল তরল
৫৯. করপাস ক্যালোসাম কোথায় থাকে ?
- গুরুমস্তিস্কে
- লঘুমস্তিস্কে
- সুষুম্নাশীর্ষক
- সুষুম্নাকান্ডে
গুরুমস্তিস্কে
৬০. হাইপারমেট্রোপিয়া সংক্রান্ত নীচের সঠিক বক্তব্যটি নির্বাচন করো –
- এক্ষেত্রে কাছের বস্তুকে স্পষ্ট ভাবে দেখা যায়
- লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল হয়
- লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয় , প্রতিবিম্বটি রেটিনার পিছনে গঠিত হয়
- অক্ষিগোলকটি কর্নিয়া ও লেন্সের প্রতিসরণ ক্ষমতার সাপেক্ষে বেশি লম্বা হওয়ায় , প্রতিবিম্বটি রেটিনার সামনে গঠিত হয় ।
লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয় , প্রতিবিম্বটি রেটিনার পিছনে গঠিত হয়