‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

Current Electricity MCQ Question Answer in Bengali

'চলতড়িৎ' অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর

WBBSE Class 10 Physical Science Current Electricity Chapter MCQ Question Answer


দশম শ্রেণি ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের MCQ প্রশ্ন -উত্তর

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali|দশম শ্রেণি ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের MCQ প্রশ্ন -উত্তর |WBBSE Class 10 Physical Science Current Electricity Chapter MCQ Question Answer

এই প্র্যাকটিস সেটটি দশম শ্রেণি [ WBBSE Class 10(X)] -এর ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই মক টেস্টটিতে বাছাই করা 110 টি MCQ প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে । চলতড়িৎ অধ্যায়ের এই প্রশ্নগুলো যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিদ্যালয়ের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । যদি এই প্র্যাকটিস সেটটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ।এই প্র্যাকটিস সেটটি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হল-WBBSE Class 10, WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D,WBSCTE JEXPO, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC, PSC (Food),WB Primary TET,WBP Constable , WBP SI ইত্যাদি ।

চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali|দশম শ্রেণি ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের MCQ প্রশ্ন -উত্তর |WBBSE Class 10 Physical Science Current Electricity Chapter MCQ Question Answer

1. বাড়ির ইলেক্ট্রিক মিটারে বৈদ্যুতিক শক্তির খরচের পরিমাণের একক হল –

(A) জুল

(B) ওয়াট

(C ) ক্যালোরি

(D) B.O.T একক

উত্তরঃ  (D) B.O.T একক

2.  আর্থিৎ তারের বর্ণ হয় –

(A) হলুদ

(B) লাল

(C ) নীল

(D) কালো

উত্তরঃ (A) হলুদ

3. ফিউজ তারের উপাদান কী ?

(A) নিকেল

(B) টিন ও সিসার সংকর

(C) সিসা

(D) টিন

উত্তরঃ (B) টিন ও সিসার সংকর

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

4. এক কুলম্ব (1c) আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে?

(A) 1.6×1018

(B) 6.25×1014

(C ) 1.6×1014

(D) 6.25×1018

উত্তরঃ (D) 6.25×1018

5. নীচের কোন্‌টি তাপ ও তড়িতের সুপরিবাহী ?

(A) গ্রাফাইট

(B) গ্ৰাণাইট

(C ) অ্যানথ্রাসাইট

(D) ডায়মণ্ড (হীরক)

উত্তরঃ (A) গ্রাফাইট

6. ‘মো’ (mho) একক হল কোন্ রাশির—

(A) রোধ

(B) রোধাঙ্ক

(C ) পরিবাহিতা

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) পরিবাহিতা

7. এক কিলোওয়াট আওয়ার (1k. watt hr) বলতে কত ওয়াট বোঝায়?

(A) 24×105

(B) 36×105

(C ) 36×103

(D) 12×105

 উত্তরঃ  (B) 36×105

8. তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী ?

(A) ওহম্

(B) অ্যামপেয়ার

(C) ভোল্ট

(D) কুলম্ব

উত্তরঃ (C) ভোল্ট

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

9.  ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে—

(A) নিম্ন গলনাঙ্ক

(B) উচ্চরোধ

(C ) উচ্চ স্থিতিস্থাপকতা

(D) উচ্চ গলনাঙ্ক

উত্তরঃ (A) নিম্ন গলনাঙ্ক

10.  অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?

(A) তড়িৎ প্রবাহমাত্রা

(B) পরিবাহীর রোধ

(C) বিভব প্রভেদ

(D) তড়িৎ চুম্বকের মান

উত্তরঃ (A) তড়িৎ প্রবাহমাত্রা

11.  কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক?

(A) তড়িৎক্ষমতা

(B) তড়িৎ প্রবাহ

(C ) বিভব প্রভেদ

(D) তড়িৎ শক্তি

উত্তরঃ (D) তড়িৎ শক্তি

12.  আমাদের বাড়িতে 220V AC তড়িৎ ব্যবহৃত হয় । এখানে 220 মান নির্দেশ করে

(A) ধ্রুবক ভোল্টেজকে

(B) এফেক্টিভ ভোল্টেজকে

(C) গড় ভোল্টেজকে

(D) পিক্‌ ভোল্টেজকে

উত্তরঃ (B) এফেক্টিভ ভোল্টেজকে

13.  কোন্ যন্ত্রের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক?

(A) ভোল্টমিটার

(B) মিলি অ্যামমিটার

(C ) গ্যালভানোমিটার

(D) অ্যাম্মিটার

উত্তরঃ (A) ভোল্টমিটার

14.  ট্রান্সফর্মার কোথায় কার্যক্ষম হয়?

(A) সমপ্রবাহে

(B) পরিবর্ত প্রবাহে

(C ) অপরিবর্তিত প্রবাহে

(D) কোনোটিই নয়

উত্তরঃ (B) পরিবর্ত প্রবাহে

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর

15. নীচের কোনটি অন্তরক পদার্থ নয়?

(A) এবোনাইট

(B) প্যারাফিন

(C ) ব্যাকেলাইট

(D ) গ্রাফাইট

উত্তরঃ (D ) গ্রাফাইট

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

16.  বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে?

(A) লাল

(B ) নীল

(c ) সবুজ

(D ) হলুদ

উত্তরঃ (A) লাল

17.  W.h কিসের একক?

(A) তাপমাত্রা

(B ) তড়িৎশক্তি

(C ) তড়িৎপ্রবাহ

(D) জলসম

উত্তরঃ (B ) তড়িৎশক্তি

18. SI পদ্ধতিতে তড়িতাধানের একক কি ?

(A) অ্যাম্পিয়ার

(B ) ভোল্ট

(C ) কুলম্ব

(D ) জুল

উত্তরঃ (C ) কুলম্ব

19. শ্রেণি সমবায়ের রোধ সমন্বয়ের মান-

(A) বৃহত্তর হয়

(B) ক্ষুদ্রতর হয়

(C ) সবচেয়ে বড় রোধটির সমান হয়

(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) বৃহত্তর হয়

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

20.  ট্রান্সফর্মার ব্যবহার করা হয়—

(A) A.C ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে

(B) A.C কে D.C তে রূপান্তরিত করার জন্য

(C ) D.C ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে

(D ) কোনোটিই নয়

উত্তরঃ (A) A.C ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে

21. নীচের কোন্ পদার্থটি তড়িৎ-অপরিবাহী?

(A ) গ্রাফাইট

(B) অ্যালুমিনিয়াম

(C ) H2SO4

(D) চিনির জলীয় দ্রবণ

উত্তরঃ (D) চিনির জলীয় দ্রবণ

22.  কোন ধাতু বজ্ৰবহ তৈরিতে ব্যবহার করা হয়?

(A) তামা

(B) ইস্পাত

(C ) কাঁচালোহা

(D ) পিতল

উত্তরঃ (A) তামা

23.  সাধারণ তারের তুলনায় আর্থ তারের রোধ কেমন হয়?

(A) বেশি

(B ) কম

(C ) সমান

(D ) সঠিক বলা যাবে না

উত্তরঃ (B ) কম

 24. কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়?

(A) রেডন

(B) ক্রিপটন

(C ) আর্গন

(D) জেনন

উত্তরঃ (C ) আর্গন

25.   ধাতু বিদ্যুতের সুপরিবাহী, কারণ—

(A) ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে

(B) ধাতুর অণুগুলি খুবই হালকা ধরণের হয়

(C ) ধাতুগুলির গলণাঙ্ক খুব বেশি

(D) উপরের সবগুলিই

উত্তরঃ  (A) ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে

26.  জার্মান সিলভার কোন্ কোন্ ধাতুর সংমিশ্রণে গঠিত?

(A) তামা, নিকেল, অ্যালুমিনিয়াম

(B) তামা, নিকেল, রূপা

(C ) রুপা, অ্যালুমিনিয়াম, দস্তা

(D) দস্তা, তামা, নিকেল

উত্তরঃ (D) দস্তা, তামা, নিকেল

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

27.  অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয়, কারণ—

(A) অভ্র তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী

(B) অভ্র তাগ্র এবং বিদ্যুতের কুপরিবাহী

(C ) অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী

(D) অভ্র তাপের কুপরিবাহী কিন্তু বিদ্যুতের সুপরিবাহী

উত্তরঃ (C ) অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী

28.  প্রবাহ মাত্রা বেশি হবে—

(A) সরু তারে

(B) মোটা তারে

(C ) দুটোতেই

(D ) কোনোটিই নয়

উত্তরঃ (B) মোটা তারে

29.  চিত্রে প্রদত্ত বর্তনীতে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে –

(A) 25Ω

(B )  12 Ω

(C ) 4Ω

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) 4Ω

সমাধানঃ 6 ohm এবং 4 ohm রোধ দুটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ –

R1 = (6×4) / (6+4) = 24 /10 = 2.4 ohm

আবার , 8 ohm এবং 2 ohm রোধ দুটির সমান্তরাল সমবায়ে তুল্য রোধ –

R2 = (8×2) / (8+2) = 16 /10 = 1.6 ohm

এখন R1 এবং R2 রোধদুটি শ্রেণি সমবায়ে যুক্ত ।

∴ R1 এবং R2 রোধ দুটির শ্রেণি সমবায়ে তুল্য রোধ –

R = R1+R2 = 2.4 ohm + 1.6 ohm = 4 ohm

∴ A এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ হল = 4 ohm

30.  r1 = 20Ω, r2 = 30Ω সমান্তরাল সমবায়ে R তুল্য হবে

(A) 12Ω

(B) 50Ω

(C ) 600Ω

(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) 12Ω

31.  FUSE WIRE এ থাকে –

(A ) টিন ও তামা

(B ) সিসা ও লোহা

(C ) লোহা ও তামা

(D ) টিন ও সিসা

উত্তরঃ (D ) টিন ও সিসা

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

32.  রোধাংকের একক –

(A) ওহম / মিটার

(B ) ওহম × মিটার

(C ) ওহম / (মিটার)

(D) ওহম × (মিটার)3

 উত্তরঃ  (B ) ওহম × মিটার

33.  ধারকত্বের একক –

(A) ফ্যারাড (Farad)

(B ) অ্যাম্পিয়ার (Ampere)

(C ) ক্যালোরি (Calorie)

(D ) জুল (Joule)

উত্তরঃ (A) ফ্যারাড (Farad)

34.  সাইক্লোটন যন্ত্র দ্বারা দ্রুত গতির আয়ন সৃষ্টি করার পদ্ধতির আবিষ্কারক –

(A ) লরেন্স ও লিভিংস্টোন

(B) ফ্যারাডে

(C ) নিউটন

(D ) কোনোটিই নয়

উত্তরঃ (A ) লরেন্স ও লিভিংস্টোন

35.  চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে কী বলা হয়?

(A) প্যারাম্যাগনেটিক

(B) ডায়াম্যাগনেটিক

(C ) ফেরোম্যাগনেটিক

(D ) কোনোটিই নয়

উত্তরঃ (B) ডায়াম্যাগনেটিক

36.  নীচের কোন্‌টি অন্তরক?

(A ) এবোনাইট

(B) গ্যাসকার্বন

(C ) গ্রাফাইট

(D ) তামা

উত্তরঃ (A ) এবোনাইট

37.  বর্তমানে বালবের ফিলামেন্ট টাংস্টেন, আয়রণ এবং ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়, এই সংকর ধাতুটির নাম কী ?

(A) ক্রোমিয়াম

(B ) উলফ্রেমাইট

(C ) টাংস্টেন

(D) কোনটিই নয়

উত্তরঃ (B ) উলফ্রেমাইট

38. বর্তমানে বৈদ্যুতিক বালব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা থাকে কেন?

(A ) ফিলামেন্টের বাষ্পীভবন বেশি হয়

(B ) ফিলামেন্টের রোধ বৃদ্ধি পায়

(C ) ফিলামেন্টের রোধ কমে যায়

(D ) ফিলামেন্টের বাষ্পীভবন কম হয়

উত্তরঃ (D ) ফিলামেন্টের বাষ্পীভবন কম হয়

40.  তোমার বাড়িতে 100 ওয়াটের একটি বাল্ব প্রত্যহ 10 ঘণ্টা করে জ্বলে। তাহলে প্রতিদিন কত কারেন্ট পোড়ে ?

(A) 0.1 কিলোওয়াট-ঘন্টা

(B) 1 কিলোওয়াট-ঘন্টা

(C ) 10 কিলোওয়াট-ঘন্টা

(D ) 100 কিলোওয়াট-ঘণ্টা

উত্তরঃ (B) 1 কিলোওয়াট-ঘন্টা

41.  50 ওহম রোধের একটি বাল্ব 300 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে। বালবটির মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়?

(A) 6 অ্যাম্পিয়ার

(B ) 50 অ্যাম্পিয়ার

(C ) 300 অ্যাম্পিয়ার

(D ) 15000 অ্যাম্পিয়ার

উত্তরঃ (A) 6 অ্যাম্পিয়ার

42.   টিন এবং সীসার তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয়। এইক্ষেত্রে টিনের পরিমাণ কত হয়?

(A ) 10%

(B ) 20%

(C ) 25%

(D ) 30%

উত্তরঃ (C ) 25%

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

43.  ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কী নির্দেশ করে ?

(A ) চৌম্বক ক্ষেত্রের দিক

(B ) পরিবাহীর গতির অভিমুখ

(C ) তড়িৎ প্রবাহের দিক

(D ) কোনোটাই নয়

উত্তরঃ (C ) তড়িৎ প্রবাহের দিক  

44.  220V-100W এবং 220V-60W বালবের মধ্যে কোন বালবটি আলো বেশি দেবে ?

(A ) 220V-100W

(B ) 220V-60W

(C ) উভয়

(D ) কোনটাই নয়

উত্তরঃ (B ) 220V-60W

সমাধানঃ প্রথম বাতির রোধ = V2 /P = 2202 / 100 = 220 ×220 /100 = 484 ওহম

দ্বিতীয় বাতির রোধ = V2 /P = 220 2 / 60 = 220 × 220 / 60 = 806.66 ওহম

দ্বিতীয় বাতির রোধ বেশি হওয়ার কারণে এটি বেশি উজ্জ্বল ভাবে জলবে ।

45.  5cm, 4cm, 3cm, 2cm ব্যাস বিশিষ্ট তারের মধ্য দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটি বেশি উত্তপ্ত হবে ?

(A) 5cm

(B ) 4cm

(C ) 3cm

(D ) 2cm

উত্তরঃ (D ) 2cm

46. একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে প্রথমে অ্যামমিটারের পাঠ যা হয়, কিছুক্ষণ পরে তা কমে যায় কেন ?

(A) তারের উয়তা হ্রাস পায় বলে

(B) তারের রোধ বৃদ্ধি পায় বলে

(C ) তারের রোধ হ্রাস পায় বলে

(D ) কোনো ব্যাখ্যা নেই

উত্তরঃ (B) তারের রোধ বৃদ্ধি পায় বলে

47. নীচের কোন্ অধাতুটি তড়িতের সুপরিবাহী?

(A) কার্বন অ্যাস

(B) হীরক

(C ) গ্রাফাইট

(D ) সালফার

উত্তরঃ (C ) গ্রাফাইট

49.  যদি দু’টি আধানের দুরত্ব অর্ধেক করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল

(A) অর্ধেক হয়ে যায়

(B ) দ্বিগুণ হয়ে যায়

(C ) চতুর্গুণ হয়ে যায়

(D ) এক-চতুর্থাংশ হয়ে যায়

উত্তরঃ (C ) চতুর্গুণ হয়ে যায়

50.  চৌম্বক ভেদ্যতার একক কী?

(A) অ্যাম্পিয়ার/মি.

(B ) হেনরী/মি.

(C ) অ্যাম্পিয়ার/বর্গ

(D ) হেনরী

উত্তরঃ (B ) হেনরী/মি.

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

51.  নাইক্রোম তারটিতে কোন উপাদানটি থাকে না ?

(A) Fe

(B ) Ni

(C ) Cu

(D ) Cr

উত্তরঃ (C ) Cu

52.  নীচের কোন্ ধাতুটি তড়িৎচুম্বক হিসাবে ব্যবহৃত হয়?

(A ) তামা

(B ) লোহা

(C ) নিকেল

(D ) কোবাল্ট

উত্তরঃ (B ) লোহা

53.  নীচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ?

(A) এক্স-রে তরঙ্গ

(B ) শব্দতরঙ্গ

(C ) শব্দোত্তর তরঙ্গ

(D ) প্রোটন তরঙ্গ

উত্তরঃ (A) এক্স-রে তরঙ্গ

54. তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

(A) ওম্ মিটার

(B ) অ্যামমিটার

(C ) ডায়াগোমিটার

(D ) সাইমোমিটার

উত্তরঃ (C ) ডায়াগোমিটার

55.  তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(A) পোটেনসিওমিটার

(B ) ভোল্টামিটার

(C ) অ্যামমিটার

(D ) ওহম মিটার

উত্তরঃ (A) পোটেনসিওমিটার

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

56.  সঞ্চয়ক কোষে কী সঞ্চিত হয়?

(A) তড়িৎ আধান

(B ) তড়িৎ বিভব

(C ) রাসায়নিক শক্তি

(D)  [A] এবং [C]

উত্তরঃ (C ) রাসায়নিক শক্তি

57. কিসের সাহায্যে A.C কে D.C তে পরিবর্তন করা যায় ?

(A) কনভার্টার

(B ) রেকটিফায়ার

(C ) ডায়ানামো

(D ) ট্রান্সফরমার

উত্তরঃ (B ) রেকটিফায়ার

58.   নিম্নোক্ত কোন্‌টি উপচুম্বকীয়?

(A) O2

(B ) H₂

(C ) F2

(D ) N2

উত্তরঃ (C ) F2

59.  কিসের সাহায্যে D.C কে A.C তে কনভার্ট করা যায় ?

(A) জেনারেটর

(B ) বৈদ্যুতিক মোটর

(C ) ট্রান্সফরমার

(D ) কনভার্টার

উত্তরঃ (D ) কনভার্টার

60.  ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন্ গ্যাস থাকে?

(A) অক্সিজেন

(B) কার্বন ডাই-অক্সাইড

(C ) জেনন

(D) নাইট্রোজেন

উত্তরঃ (D) নাইট্রোজেন

62.  কোন ধাতুর ওপর আলোক পড়লে তার রোধ কমে যায়?

(A) তামা

(B ) লোহা

(C ) পারদ

(D ) সেলেনিয়াম

উত্তরঃ (D ) সেলেনিয়াম

64.  বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দ্বারা নির্মিত ?

(A) লৌহ

(B ) নাইক্রোম

(C ) টাংস্টেন

(D ) গ্রাফাইট

উত্তরঃ (C ) টাংস্টেন

65. সিলিকন কী ধরনের পদার্থ ?

(A) পরিবাহী

(B ) অপরিবাহী

(C ) অর্ধপরিবাহী

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) অর্ধপরিবাহী

66. কোন্‌টি তড়িৎ পরিবহন করে ?

(A) অক্সিজেন

(B ) ক্লোরিন

(C) নাইট্রোজেন

(D) গ্যাস কার্বন

উত্তরঃ (D) গ্যাস কার্বন

67.  উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোন্‌টির রোধ হ্রাস পায় ?

(A) তামা

(B ) লোহা

(C ) সিলিকন

(D ) পারদ

উত্তরঃ (C ) সিলিকন

68.  1ওয়াট ঘন্টা = কত জুল ?

(A) 360 জুল

(B ) 3600 জুল

(C ) 720 জুল

(D ) 746 জুল

উত্তরঃ (B ) 3600 জুল

69.  পরিবাহী রোধ R, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ A হলে –

(A) R ∝ lA

(B) R ∝ A/l

(C ) R ∝ l/A

(D ) R ∝ 1/l

উত্তরঃ (C ) R ∝ l/A

70. সংকট উষ্ণতায় অতিপরিবাহীর রোধ হয়—

(A) শূন্য

(B) অসীম

(C ) 1000 ওহম

(D) 10000 ওহম

উত্তরঃ (A) শূন্য

71. ওহমের সূত্র মেনে চলে—

(A) ট্রায়োড

(B) ডায়োড

(C ) ধাতব পরিবাহী

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) ধাতব পরিবাহী

72.  রোধের মাত্রা হল –

(A) [ML2T3]

(B) [MLT-2]

(C ) [M3L2T-1]

(D) [ML²T³A-2]

উত্তরঃ (D) [ML²T³A-2]

73. একটি ইলেক্ট্রনের আধান হল –

(A) -3.2 × 10 -19 C

(B) – 1.6 × 10 -19 C

(C ) 1.6 × 10 -19 C

(D) 3.2 × 10 -19 C

উত্তরঃ (B) – 1.6 × 10 -19 C

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

74. সবচেয়ে সুপরিবাহী ধাতু হল –

(A) সোনা

(B) রুপো

(C ) অ্যালুমিনিয়াম

(D) তামা

উত্তরঃ (B) রুপো

75. পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে –

(A) দ্বিগুণ

 (B) চারগুণ

(C ) ছয়গুণ

(D ) আটগুণ

উত্তরঃ  (B) চারগুণ  

ধরি , একটি পরিবাহীর রোধ = R , সময় = t এবং প্রবাহমাত্রা = I

∴ জুলের সূত্র থেকে পাই ,

H = I2Rt

পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে জুলের সূত্রানুসারে উৎপন্ন তাপ হবে –

H1 = (2I)2 Rt = 4 I2Rt = 4H

 পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে চারগুণ ।

76. কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে উৎপন্ন তাপ (H) ও রোধের (R )  সম্পর্ক –

(A) H ∝ I

(B) H ∝ 1/I

(C ) H ∝ I2

(D) H ∝ 1 /I2

উত্তরঃ H ∝ I2

77. থ্রিপিন প্লাগের বড় মোটা পিনটি কিসের সাথে যুক্ত থাকে ?

(A) লাইভ লাইন

(B) আর্থ লাইন

(C ) নিউট্রাল লাইন

(D) কোনোটিই নয়

উত্তরঃ (B) আর্থ লাইন

78. নিউট্রাল তারের রঙ –

(A) লাল

(B) কালো

(C ) সবুজ

(D) আকাশি

উত্তরঃ (B) কালো  

79. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিট সময়ে 120C  আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা –

(A) 1A

(B) 2A

(C ) 0.5A

(D) 0.25A

উত্তরঃ (A) 1A

সমাধানঃ  প্রবাহমাত্রা (I ) = Q/t = 120 / 2×60 = 1A

80. শর্ট শার্কিট হলে R = কত ?

(A) অসীম

(B) 0

(C ) 10 ওহম

(D) 1000 ওহম

উত্তরঃ (B) 0

81. 1A হল –

(A) 1C2 /s

(B) 1C /s2

(C ) 1 C/s

(D) 1 s/C

উত্তরঃ (C ) 1 C/s

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

82. রোধাঙ্কের মান সবচেয়ে বেশি –

(A) ধাতুর ক্ষেত্রে

(B) অন্তরকের ক্ষেত্রে

(C ) অর্ধপরিবাহীর ক্ষেত্রে

(D) অতিপরিবাহীর ক্ষেত্রে

উত্তরঃ  (B) অন্তরকের ক্ষেত্রে

83. রোধাঙ্কের মান সবচেয়ে কম –

(A) ধাতুর ক্ষেত্রে

(B) অন্তরকের ক্ষেত্রে

(C ) অর্ধপরিবাহীর ক্ষেত্রে

(D ) অতিপরিবাহীর ক্ষেত্রে

উত্তরঃ  (D ) অতিপরিবাহীর ক্ষেত্রে

84. একটি সুষম তারের দুই প্রান্তের মধ্যে একটি স্থির মানের বিভব প্রভেদ প্রয়োগ করা হল । উৎপন্ন তাপ দ্বিগুণ হবে যদি –

(A) তারের ব্যাসার্ধ দ্বিগুণ হয়

(B) দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়েই দ্বিগুণ হয়

(C) দৈর্ঘ্য ও ব্যাসার্ধ  উভয়ই অর্ধেক হয়

(D ) দৈর্ঘ্য দ্বিগুণ , ব্যাসার্ধ অর্ধেক হয়

উত্তরঃ  (C) দৈর্ঘ্য ও ব্যাসার্ধ  উভয়ই অর্ধেক হয়

85. R রোধের একটি তারকে সমান দু-ভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে –

(A) R

(B) R/2

 (C) R/6

(D) R/4

উত্তরঃ (D) R/4

সমাধানঃ তারের রোধ R ওহম ।

তারটিকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি রোধের মান হবে = R /2 ওহম

এবার R/2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ হয় Rp  তবে

∴ তুল্য রোধ হবে  R /4 ।

86. উচ্চবিভবের ac – কে নিম্নবিভবের ac করা যায় কিসের সাহায্যে ?

(A) কনভার্টার

(B) একমুখীকারক

(C ) স্টেপআপ ট্রান্সফরমার

(D ) স্টেপডাউন ট্রান্সফরমার

উত্তরঃ (D ) স্টেপডাউন ট্রান্সফরমার  

87.  একটি LED ল্যাম্পের জীবনকাল প্রায় –

(A) 100h

(B ) 1000h

(C ) 10000h

(D) 30000h

উত্তরঃ (D) 30000h

88. নাইক্রোম হল –

(A) Ni , Cr , Al – এর সংকর ধাতু

(B) Ni ,Cr , Fe –এর সংকর ধাতু

(C ) Al , Cr , Fe –এর সংকর ধাতু

(D) Ni , Cu , Fe –এর সংকর ধাতু

উত্তরঃ (B) Ni ,Cr , Fe –এর সংকর ধাতু

89. রোধের শ্রেণি সমবায়ে প্রতিটি রোধের  ক্ষেত্রে অপরিবর্তিত থাকে –

(A) বিভবপ্রভেদ

(B) ব্যায়িতক্ষমতা

 (C ) তড়িৎপ্রবাহ

(D) কোনোটিই নয়

উত্তরঃ  (C ) তড়িৎপ্রবাহ

90. R মানের n টি রোধের শ্রেণি ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে –

(A) n2

(B) n

(C ) 1/n

(D) 1/n2 

উত্তরঃ (A) n2  

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

R মানের n টি রোধ শ্রেণি সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে = nR

আবার, R মানের n টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ হবে = R/n

∴ এদের অনুপাত = nR : R/n = n2

91. ওহমের সূত্র যখন প্রযোজ্য হয় তখন পরিবাহীর উষ্ণতা –

 (A) খুব কম থাকে

 (B) খুব বেশি থাকে

(C ) পরিবর্তনশীল  থাকে

(D ) ধ্রুবক থাকে

উত্তরঃ (D ) ধ্রুবক থাকে

92. একটি রিজু পরিবাহীর রোধ নির্ভর করে না ওর –

(A) উষ্ণতার ওপর

(B) প্রস্থচ্ছেদের আকারের ওপর

(C ) উপাদানের ওপর

(D ) দৈর্ঘ্যের ওপর

উত্তরঃ (B) প্রস্থচ্ছেদের আকারের ওপর

93. একটি বৈদ্যুতিক মোটর পরিবর্তন করে –

(A) A.C কে D.C তে

(B) D.C কে A.C তে

(C ) যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে

(D) বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে

উত্তরঃ  (D) বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে

94. একটি গ্যালভানোমিটারকে একটি অ্যামিটারে পরিণত করতে হলে –

(A) গ্যাল্ভানোমিটারের সঙ্গে শ্রেণিসমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে

(B) গ্যাল্ভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে

(C ) গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণি সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করতে হয়

(D ) গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করতে হয়

উত্তরঃ (B) গ্যাল্ভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করতে হবে

95. একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্টামিটার হিসাবে ব্যবহার করতে হলে গ্যালভানোমিটারের সঙ্গে –

(A) নিম্নমানের রোধ সান্ট যুক্ত করা হয়

(B) উচ্চমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়

(C ) নিম্নমানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়

(D) উচ্চমানের একটি রোধ শ্রেণিতে যুক্ত করা হয়

উত্তরঃ (D) উচ্চমানের একটি রোধ শ্রেণিতে যুক্ত করা হয়  

96. যে মৌলের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না তা হল –

(A) কপার

(B) দস্তা

(C ) অ্যালুমিনিয়াম

(D) জার্মেনিয়াম

উত্তরঃ জার্মেনিয়াম

97. 220V – 100W –এর একটি বাতি রোজ 6h করে জ্বালানো হলে 30 দিনে কত বিদ্যুৎ বিল হবে ? 1 BOT  -এর মূল্য 5 টাকা ।

(A) 50 টাকা

(B) 70 টাকা

(C ) 120 টাকা

(D) 90 টাকা

উত্তরঃ (D) 90 টাকা  

সমাধানঃ একদিনে ব্যায়িত তড়িৎ শক্তি = (100 ×6 ) W.h  = 600 W.h

∴ 30 দিনে  ব্যায়িত তড়িৎশক্তি  = 600 × 30 = 1800 kW.h = 18 B.O.T

∴ বিদ্যুৎবিল হবে =  5 ×18 = 90 টাকা

98. একটি  বাড়িতে শক্তি মিটারের রেটিং 220V – 10A । ওই বাড়িতে সর্বাধিক অতগুলি 60W –এর বাতি একসঙ্গে জ্বালানো  যাবে ?

(A) 40 টি

(B) 50 টি

(C ) 53 টি

(D) 36 টি

উত্তরঃ (D) 36 টি

সমাধানঃ ধরি , ওই বাড়িতে একসঙ্গে x টি বাতি জ্বালানো যাবে ।

বাড়িতে ব্যায়িত সর্বাধিক ক্ষমতা = 220V × 10A = 2200 W

শর্তানুসারে ,  60x = 2200

                  বা, x = 2200 /60

                  বা, x = 36.67

∴ ওই বাড়িতে একসঙ্গে 36 টি বাতি  জ্বালানো যাবে । 

99. R রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হবে । নতুন্ তারটির রোধ হবে –

(A) R /4

(B) R/2

(C ) 2R

(D) 4R

উত্তরঃ (A) R /4

সমাধানঃ মনে করি , মূল তারটির  দৈর্ঘ্য = l ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A । তারের রোধাঙ্ক = ρ

হলে ,  তারটির রোধ R = ρ l /A

তারটিকে গলানোর পর যে নতুন তার তৈরি হবে তার  দৈর্ঘ্য l1 =  ½  

মনেকরি , নতুন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A1

যেহেতু , তারটির আয়তন অপরিবর্তিত আছে , সেহেতু ,

l1A1 = lA

বা, ½  . A1 = l.A

বা, A1 = 2A

∴ নতুন তারটির রোধ ,

R1 = ρ l1/A1

বা, R1 = ρ  ½ / 2A

বা, R1 = ¼ × ρ l/A

বা, R1 = R /4

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

100. দুটি রোধের শ্রেণি সমবায় ও সমান্তরাল সমবায় তুল্যরোধের মান যথাক্রমে 9 ohm এবং 2 ohm । রোধ দুটির মান নির্ণয় করো ।

(A) 3 ohm , 6 ohm

(B) 5 ohm ,4 ohm

(C ) 7 ohm, 2 ohm

(D) 4ohm, 5ohm

উত্তরঃ (A) 3 ohm, 6 ohm  

সমাধানঃ মনে করি , দুটি রোধের মান যথাক্রমে R1 এবং R2

∴ R1 +R2 = 9 —-(i)

এবং 1 /R1 + 1/R2 = 1/2 —( ii)

(i) ও (ii) নং সমীকরণ সমাধান করে পাওয়া যাবে –

R1 = 3 ohm এবং R2 = 6 ohm

101. তড়িৎ বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কারণ – 

(A) যখন  বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ হয় তখন বর্তনী বিচ্ছিন্ন করে তড়িৎ প্রবাহ বন্ধ করে

(B) যখন Power Off হয় তখন বর্তনীকে বিচ্ছিন্ন করে

(C ) এটি নির্দেশ করে তড়িৎ প্রবাহ বাধাহীন ভাবে চলছে

(D) বর্তনীর রোধ  বাড়িয়ে দেয় ।

উত্তরঃ (A) যখন  বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ হয় তখন বর্তনী বিচ্ছিন্ন করে তড়িৎ প্রবাহ বন্ধ করে

102. ফ্লুরোসেন্ট ল্যাম্পে কোন পদার্থ ব্যবহার করা হয় ?

(A) সোডিয়াম অক্সাইড এবং আর্গন

(B) সোডিয়াম বাস্প এবং নিয়ন

(C) পারদ বাস্প এবং আর্গন

(D) পারদের অক্সাইড এবং নিয়ন

উত্তরঃ (C) পারদ বাস্প এবং আর্গন

103. এর মধ্যে কোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয় ?

(A) তামা

(B) সীসা (লেড )

(C ) টিন

(D)  জিঙ্ক

উত্তরঃ (B) সীসা (লেড )

104. এর মধ্যে কোনটি সঠিক জোড় নয় ?

(A) ভোল্টামিটার – বিভব প্রভেদ

(B) আমিটার – তড়িৎ প্রবাহ

(C ) পোটেনসিও মিটার – E.M.F

(D) মিটার ব্রিজ – রোধ

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

উত্তরঃ ভোল্টামিটার – বিভব প্রভেদ

105. স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় –

(A) কোবাল্ট

(B) অ্যালুমিনিয়াম

(C ) জিঙ্ক

(D) লেড

উত্তরঃ (A) কোবাল্ট  

106. MCB কোন তত্ত্বের ওপর কাজ করে ?

(A) ইলেক্ট্রোপ্লেটিং এফেক্ট অফ কারেন্ট

(B) কেমিকাল এফেক্ট অফ কারেন্ট

 (C ) হিটিং এফেক্ট অফ কারেন্ট

(D) ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট

উত্তরঃ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট

107. ড্রাই সেল ব্যাটারিতে কোন পদার্থ ব্যবহার করা হয় ?

(A) অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড

(B) সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড

(C ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড

(D ) অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড

উত্তরঃ (A) অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড

108. কোনো পরিবাহীর রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে ?

(A) পরিবাহীর দৈর্ঘ্য

(B) পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

(C ) পরিবাহীর আকার

(D) পরিবাহীর উপাদান

উত্তরঃ (D) পরিবাহীর উপাদান  

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

109. তড়িৎচালক বল প্রকৃতপক্ষে কী ?

(A) তড়িৎক্ষেত্র

(B) চৌম্বকক্ষেত্র

(C ) বিভবপ্রভেদ

(D) বল  

উত্তরঃ (C ) বিভবপ্রভেদ

110. ফিউজ তার সর্বদা যুক্ত করা হয় –

(A) লাইভ তারের সাথে

(B) আর্থ তারের সাথে

(C )নিউট্রাল তারের সঙ্গে

(D) কোনোটিই নয়

উত্তরঃ (A) লাইভ তারের সাথে  

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
WBP Constable Main Mock TestJEXPO Online Mock Test Series

‘চলতড়িৎ’ অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর|Current Electricity MCQ Question Answer in Bengali

ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই Physics MCQ Practice Set For Competitive Exams Set-9 : চলতড়িৎ -এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!