Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ‘ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন || Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || Indian Constitution MCQ Mock Test
১. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন –
(A) গোপালস্বামী আয়েঙ্গার
(B) কে এম মুন্সি
(C) বালাসাহেব আম্বেদকর
(D)রাজেন্দ্র প্রসাদ
(C) বালাসাহেব আম্বেদকর
২. ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় –
(A) ক্যাবিনেট মিশন
(B) ক্রিপস মিশন
(C ) কুপ ল্যান্ড পরিকল্পনা
(D) আগস্ট ঘোষণা
(A) ক্যাবিনেট মিশন
৩. সংবিধান সভার (গণপরিষদের ) স্পিকার ছিলেন–
(A) জি ভি মভলংকর
(B) রাজেব্দ্র প্রসাদ
(C ) কৃপালনি
(D) আজাদ
(A) জি ভি মভলংকর
৪. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) ড. সচ্চিদানন্দ সিংহ
(C ) ড. বি আর আম্বেদকর
(D) আচার্য কৃপালিনী
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
৫. সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় –
(A) 9 ডিসেম্বর ,1946
(B) 14 আগস্ট ,1947
(C ) 15 আগস্ট ,1947
(D) 14 আগস্ট ,1946
(A) 9 ডিসেম্বর ,1946
৬. কে গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হন ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) কে এম মুন্সি
(C) হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
৭. গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল ?
(A) ২০৮ জন
(B) ৭৩ জন
(C ) ৯৩ জন
(D) ১০৪ জন
(A) ২০৮ জন
৮. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিল ?
(A) 53 জন
(B) 63 জন
(C) 73 জন
(D)83 জন
(C) 73 জন
৯. 1947 সালের কত তারিখে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় ?
(A) 21 জানুয়ারি
(B) 22 জানুয়ারি
(C) 23 জানুয়ারি
(D) 26 জানুয়ারি
(A) 21 জানুয়ারি
১০. সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ?
(A) 69
(B ) 82
(C ) 76
(D) 74
(A) 69
১১. ভারতীয় সংবিধান প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল –
(A) 38 তম সংশোধনে
(B) 40 তম সংশোধনে
(C ) 42 তম সংশোধনে
(D) 54 তম সংশোধনে
(C ) 42 তম সংশোধনে
১২. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে ?
(A) 1949 খ্রিষ্টাব্দের 26 নভেম্বর
(B) 1950 খ্রিষ্টাব্দের 24 জানুয়ারি
(C ) 1950 খ্রিষ্টাব্দের 26 জানুয়ারি
(D) 1950 খ্রিষ্টাব্দের 28 জানুয়ারি
(B) 1950 খ্রিষ্টাব্দের 24 জানুয়ারি
১৩. আইভর জেনিংসে গণপরিষদকে কী বলে অভিহিত করেছেন ?
(A) আইনজীবীদের স্বর্গ
(B) রাজনীতিবিদদের স্বর্গ
(C ) বিপ্লবীদের স্বর্গ
(D) অর্থনীতিবিদদের স্বর্গ
(A) আইনজীবীদের স্বর্গ
১৪. গণপরিষদে শিখদের জন্য কটি আসন ছিল ?
(A) ১০ টি
(B) ৪ টি
(C ) ১২ টি
(D) ৮ টি
(B) ৪ টি
১৫. সংবিধান রচনার সময় 21 জন সদস্যের মধ্যে কতজন আইনজীবী ছিলেন ?
(A) 10
(B) 11
(C ) 9
(D) 12
(B) 11
১৬. ব্রিটিশ ভারতের ক–টি গভর্ণর –শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন ?
(A) 9 টি
(B) 10 টি
(C ) 11 টি
(D) 12 টি
(C ) 11 টি
১৭. ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন কোন বছর প্রণীত হয় ?
(A) 1965 সালে
(B) 1966 সালে
(C ) 1967 সালে
(D) 1968 সালে
(C ) 1967 সালে
১৮. ১৯৪৮ সালের ২১ ফেব্রুয়ারি খসড়া কমটি গণপরিষদের কাছে যে খসড়া সংবিধান পেশ করে তাতে মোট কটি ধারা ছিল ?
(A) 315 টি
(B) 310 টি
(C ) 308 টি
(D ) 300 টি
(A) 315 টি
১৯. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে ?
(A) 1949 সালের 26 নভেম্বর
(B) 1950 সালের 24 জানুয়ারি
(C ) 1950 সালের 26 জানুয়ারি
(D) 1950 সালের 24 জানুয়ারি
(B) 1950 সালের 24 জানুয়ারি
২০. ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ?
(A) 40 নং
(B) 42 নং
(C ) 45 নং
(D) 50 নং
(D) 50 নং
২১. কে. সি. হোয়ার ভারতীয় সংবিধানকে কী বলে অভিহিত করেন ?
(A) যুক্তরাষ্ট্র প্রতিম
(B ) সমবায়িক যুক্তরাষ্ট্র
(C ) আকৃতিতে যুক্তরাষ্ট্র প্রকৃতিতে এককেন্দ্রিক
(D) যুক্তরাষ্ট্র
(A) যুক্তরাষ্ট্র প্রতিম
২২. পন্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন ?
(A) প্রস্তাবনাকে
(B) সংবিধানের মূল অংশকে
(C ) মৌলিক অধিকারকে
(D) নির্দেশমূলক নীতিকে
(A) প্রস্তাবনাকে
২৩. গণপরিষদ কবে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে ?
(A) 1947 সালের 15 আগস্ট
(B) 1947 সালের 16 আগস্ট
(C ) 1947 সালের 16 নভেম্বর
(D) 1947 সালের 17 নভেম্বর
(D) 1947 সালের 17 নভেম্বর
২৪. Objective Resolution __________ দ্বারা প্রবর্তিত হয় ?
(A) জওহরলাল নেহেরু
(B) আম্বেদকর
(C ) গান্ধিজি
(D) মাভলঙ্কর
(A) জওহরলাল নেহেরু
ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন || Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || Indian Constitution MCQ Mock Test
২৫. ‘August Offer’ _______ সালে হয় ?
(A) 1940
(B) 1991
(C ) 1942
(D) 1943
(A) 1940
২৬. __________ প্রক্রিয়ার দ্বারা ভারতীয় সংবিধান তার সাফল্য লাভ করে ?
(A) ক্ষমতা কেন্দ্রীকরণ
(B) স্বেচ্ছাচারিতা
(C) Checks & balances
(D) মিশ্র
(C) Checks & balances
২৭. গণপরিষদে 242 জন ________ থেকে নির্বাচিত হয়েছিলেন ।
(A) হিন্দু – প্রধান প্রদেশ
(B) প্রাদেশিক আইনসভা
(C) মুসলমান প্রধান প্রদেশ
(D) বিদেশ
(B) প্রাদেশিক আইনসভা
২৮. _____ প্রস্তাবে ভারতকে ‘স্বাধীন , সার্বভৌম , গণতান্ত্রিক সাধারণতন্ত্র’ বলে ঘোষণা করা হয়েছে ?
(A) ক্যাবিনেট মিশন
(B) August offer
(C ) Objective Resolution
(D) ক্রিপস মিশন
(C ) Objective Resolution
২৯. ___________ গণপরিষদকে “Microcosm in Action” বলেছিল ?
(A) আম্বেদকর
(B) রজনী কোঠারি
(C ) অস্টিন
(D) রাজেন্দ্র প্রসাদ
(C ) অস্টিন
৩০. Ad hoc Committee on Supreme Court –এর সভাপতি _________ ছিলেন ।
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) প্যাটেল
(C ) এস বরদাচারি
(D) আম্বেদকর
(C ) এস বরদাচারি
৩১. “The Indian Constitution:Cornerstone of a Nation” – গ্রন্থটি কার লেখা ?
(A) গ্রেনভিল অস্টিন
(B) ভি টি কৃষ্ণাচারি
(C ) মরিস জোনস
(D) আইভরি জেনিংস
(A) গ্রেনভিল অস্টিন
৩২. _____ গণপরিষদকে ‘Drifting Committee’ বলেছিল ।
(A) আম্বেদকর
(B) রজনী কোঠারি
(C ) অস্টিন
(D) রাজেন্দ্র প্রসাদ
(C ) অস্টিন
৩৩. Steering কমিটির সভাপতি ছিলেন –
(A) নেহরু
(B) আম্বেদকর
(C ) ড. রাজেন্দ্রপ্রসাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
(C ) ড. রাজেন্দ্রপ্রসাদ
৩৪. Rule Procedure Committee –এর সভাপতি ছিলেন ______ ছিলেন ।
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) আম্বেদকর
(C ) নেহরু
(D) সর্দার বলভভাই প্যাটেল
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন || Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || Indian Constitution MCQ Mock Test
৩৫. ________ দিনকে সংবিধান দিন( Constitution day) বলা হয় ?
(A) 26 নভেম্বর
(B ) 26 জানুয়ারি
(C ) 23 জানুয়ারি
(D) 15 আগস্ট
(A) 26 নভেম্বর
৩৬. Union Powers Committee –র সভাপতি ______ ছিলেন ?
(A) নেহরু
(B) আম্বেদকর
(C) প্যাটেল
(D) রাজেন্দ্র প্রসাদ
(A) নেহরু
৩৭. Union Constitution Committee –র সভাপতি ________ ছিলেন ।
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) মাভলঙ্কার
(C ) নেহরু
(D) রাজেন্দ্রপ্রসাদ
(C ) নেহরু
৩৮. ব্রিটিশ সংবিধান থেকে ________ বিষয়টি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে ।
(A) First Past the Post system
(B) মৌলিক অধিকার
(C ) Residual Powers –এর ধারণা
(D) গণতান্ত্রিক অধিকার
(A) First Past the Post system
৩৯. আইরিশ সংবিধানের ____________ ধারণা ভারতীয় সংবিধানে পাওয়া যায় ?
(A) মৌলিক অধিকার
(B) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের
(C ) সংসদীয় ব্যবস্থার
(D) মূল্যবোধের
(B) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের
৪০. রাশিয়ার সংবিধান থেকে _______ ধারণাটি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে ?
(A) মৌলিক অধিকারের
(B) মৌলিক কর্তব্যের
(C ) দ্বিকক্ষ আইনসভার
(D) রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির
(B) মৌলিক কর্তব্যের
৪১. যৌথ অধিবেশন ধারণাটি ________ সংবিধানের দ্বারা প্রভাবিত ।
(A) অস্ট্রেলিয়া
(B) ইউ এস এর
(C ) কানাডার
(D) দক্ষিণ আফ্রিকার
(A) অস্ট্রেলিয়া
৪২. দ্বিকক্ষ আইনসভা ধারণা ________ সংবিধান থেকে গৃহীত ।
(A) কানাডা
(B ) দক্ষিণ আফ্রিকা
(C ) ব্রিটিশ
(D) আইরিশ
(C ) ব্রিটিশ
৪৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা _________ সংবিধান থেকে অনুপ্রাণিত ।
(A) ফ্রান্সের
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
(C ) ইংল্যান্ডের
(D) রাশিয়ার
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
৪৪. প্রজাতন্ত্র রাষ্ট্রের ধারণা _______ সংবিধান দ্বারা প্রভাবিত ।
(A) ফরাসি
(B) দক্ষিণ আফ্রিকা
(C ) ব্রিটিশ
(D) মার্কিন
(A) ফরাসি
ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন || Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || Indian Constitution MCQ Mock Test
৪৫. অবশিষ্ট ক্ষমতা (Residual Powers) –র ধারণা ভারতীয় সংবিধানে __________ সংবিধান দ্বারা প্রভাবিত ।
(A) কানাডার
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
(C) আইরিশের
(D) অস্ট্রেলিয়ার
(A) কানাডার
৪৬. এক নাগরিকত্ত্বের ধারণা _________ সংবিধান থেকে নেওয়া হয়েছে ।
(A) কানাডা
(B) মার্কিন
(C ) আইরিশ
(D) ব্রিটিশ
(D) ব্রিটিশ
৪৭. রাজ্যসভার সদস্যদের নির্বাচনের পদ্ধতি ও সংবিধান সংশোধনের পদ্ধতি ___________ সংবিধান থেকে সংগৃহীত ।
(A) দক্ষিণ আফ্রিকার
(B) জার্মানির
(C ) আইরিশের
(D) মার্কিন যুক্তরাষ্ট্রের
(A) দক্ষিণ আফ্রিকার
৪৮.
স্তম্ভ –A | স্তম্ভ-B |
a. ক্রিপস প্রস্তাব | (i) কানাডার সংবিধান |
b. ক্যাবিনেট মিশনের আগমণ | (ii) স্ট্যাফোর্ড ক্রিপস |
c. সংবিধান কার্যকর | (iii) ১৯৫০ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি |
d. সংবিধানের জনক | (iv) আম্বেদকর |
(A) a-ii , b- i , c-iii, d-iv
(B) a-ii , b-i , c- iii , d- iv
(C) a-I, b-ii, c- iii , d- iv
(D) a-iv , b- iii , c- ii , d-i
(A) a-ii , b- i , c-iii, d-iv
ভারতের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন || Political Science MCQ Mock Test for Class 11 1st Semester || Indian Constitution MCQ Mock Test
৪৯. _________ “Judges Appointing judges” পদ্ধতির বিরোধী ছিলেন –
(A) আম্বেদকর
(B) গান্ধী
(C )নেহরু
(D) সর্দার বল্লভ ভাই প্যাটেল
(A) আম্বেদকর
৫০. ভারতীয় প্রস্তাবনাকে ________ “The Horoscope of our constitutiuon” বলে আখ্যা দিয়েছেন ।
(A) কে এম মুন্সি
(B) প্যাটেল
(C ) আম্বেদকর
(D) নেহরু
(A) কে এম মুন্সি