[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester || উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে জীববিদ্যা ‘জীবজগতের শ্রেণিবিন্যাস’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর || প্রথম সেমিস্টারের জন্য জীবজগতের শ্রেণিবিন্যাস -এর সাজেশন || WB HS Class 11 Biology Semester 1 Suggestion
১. পাঁচরাজ্য শ্রেণিবিন্যাসে রাজ্যগুলির সঠিক ক্রম –
(A) প্ল্যান্টি → প্রোটিস্টা → অ্যানিম্যালিয়া → মনেরা → ফাংগি
(B) অ্যানিম্যালিয়া → প্ল্যান্টি → মনেরা → ফাংগি → প্রোটিস্টা
(C ) ফাংগি → প্রোটিস্টা → মনেরা → প্ল্যান্টি → অ্যানিম্যালিয়া
(D) মনেরা → প্রোটিস্টা → ফাংগি → প্ল্যান্টি → অ্যানিম্যালিয়া
উত্তরঃ (D) মনেরা → প্রোটিস্টা → ফাংগি → প্ল্যান্টি → অ্যানিম্যালিয়া
২. ক্যাম্প কানেকশন দেখা যায় কোন ছত্রাকে ?
(A)অ্যাসকোমাইসিটিস
(B )ডিউটোমাইসিটিস
(C )ফাইকো মাইসিটিস
(D)ব্যাসিডিওমাইসিটিস
উত্তরঃ (D)ব্যাসিডিওমাইসিটিস
৩. ‘Toad Stool’ বলে পরিচিত –
(A) Rhizopus
(B) Aspergillus
(C) Penicillium
(D) Amanita
উত্তরঃ (D) Amanita
৪. ছত্রাকের যৌনজননে দেখা যায় –
(A) প্লাজমোগ্যামী
(B) ক্যারিওগ্যামী
(C ) সোমাটোগ্যামী
(D) সবকটি
উত্তরঃ (D) সবকটি
৫. ফাইকোমাইসিটিসে কি ধরনের যৌনরেণু দেখা যায় ?
(A) ব্যাসিডিওরেণু
(B) অ্যাস্কোরেণু
(C ) ঊরেণু
(D) জাইগোরেণু
উত্তরঃ (D) জাইগোরেণু
৬. লাইকেন সাহায্য করে –
(A) ঔষধ তৈরিতে
(B) বায়ুদূষণ নির্দেশ হিসেবে
(C ) সুগন্ধি উৎপাদনে
(D) সবকটি
উত্তরঃ (D) সবকটি
৭. Aflatoxin ক্ষরণ করে –
(A) Penicillium
(B) Aspergillus
(C ) Puccinia
(D) Ustilago
উত্তরঃ (B) Aspergillus
৮. ‘Energy Parasite’ হল–
(A) অ্যাকটেনো ব্যাকটেরিয়া
(B) ক্ল্যামাইডি
(C) স্পাইরোকিটস
(D) রিকেটসিয়া
উত্তরঃ (B) ক্ল্যামাইডি
৯. সিউডোমাইসেলিয়াম দেখা যায় –
(A) Yeast –এ
(B) Agaricus
(C ) Rhizopus
(D) Aspergillus
উত্তরঃ (D) Aspergillus
১০. একটি দন্ডাকার ব্যাকটেরিয়া হল –
(A) Diplococcus
(B) Lactobacillus
(C) Vibrio
(D) Spirillum
উত্তরঃ (B) Lactobacillus
[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর
১১. নীচের কোনটি একটি সিলিয়েটেড প্রোটাজোয়া ?
(A) Entamoeba
(B) Trypanosoma
(C ) Paramoecium
(D) Plasmodium
উত্তরঃ (C ) Paramoecium
১২. ‘রিলিং উইপস’ নামে পরিচিত –
(A) ডিনোফ্লাজেলেটস
(B) ইউগ্লিনয়েডস
(C ) প্রোটোজোয়া
(D) প্যারামেসিয়াম
উত্তরঃ (A) ডিনোফ্লাজেলেটস
১৩. ‘Sac-fungi’ বলা হয় –
(A) ফাইকোমাইসিটিস
(B) ডিউটেরোমাইসিটিস
(C ) অ্যাসকোমাইসিটস
(D) ব্যাসিডিওমাইসিটিস
উত্তরঃ (C ) অ্যাসকোমাইসিটস
১৪. মোরেল ও ট্রাফেল যার সঙ্গে সম্পর্কিত –
(A) ফাইকোমাইসিটিস
(B) অ্যাসকোমাইসিটিস
(C)ব্যাসিডিওমাইসিটিস
(D)ডিউটেরোমাইসিটিস
উত্তরঃ (B) অ্যাসকোমাইসিটিস
১৫. ট্রান্সডাকশন পদ্ধতিতে যে জনন হয় –
(A) ব্যাকটেরিয়ার অযৌন জনন
(B) ব্যাকটেরিয়ার যৌন জনন
(C) Amoeba –এর জনন
(D) কোনোটিই নয়
উত্তরঃ (B) ব্যাকটেরিয়ার যৌন জনন
১৬. গম গাছের মরিচা রোগ সৃষ্টি করে –
(A) Ustilago
(B) Puccinia
(C ) Albugo
(D) Rhizopus
উত্তরঃ (B) Puccinia
১৭. ‘Neurospora’ ছত্রাক কোন শাখার গবেষণার জন্য প্রয়োজনীয় ?
(A) ভ্রূণবিদ্যা
(B ) জেনেটিক বিদ্যা বা সুপ্রজননবিদ্যা
(C ) হর্টিকালচার
(D) A ও B
উত্তরঃ (B ) জেনেটিক বিদ্যা বা সুপ্রজননবিদ্যা
১৮. বিয়োজকরা কোন পুষ্টি পদ্ধতি অনুসরণ করে ?
(A) স্যাপ্রোফাইটিক
(B) ইনজেশন
(C ) প্যারাসাইটিক
(D) A ও B উভয়েই
উত্তরঃ (A) স্যাপ্রোফাইটিক
১৯. প্রচন্ড ঠান্ডায় জীবিত ভাইরাসকে বলে _________ ।
(A) থার্মোফিলিক
(B) মেসোফিলিক
(C ) ক্রায়োফিলিক
(D) A ও B উভয়েই
উত্তরঃ (C ) ক্রায়োফিলিক
২০. বায়োলুমিনেন্স দেখা যায় –
(A) Noctiluca
(B) Gonyaulax
(C ) Ceratium
(D) Gymnoduim
উত্তরঃ (A) Noctiluca
২১. নিম্নলিখিত কোন কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ করতে পারে ?
(A) স্ট্রেপটোকক্কাস , স্ট্যাফাইলোকক্কাস
(B) ক্লস্টিডিয়াম , ক্লোরোবিয়াম
(C) রোডোস্পাইরিলাম , ক্লোরোবিয়াম
(D) নাইট্রোব্যাকটর , নাইট্রোসোমোনাস
উত্তরঃ (C) রোডোস্পাইরিলাম , ক্লোরোবিয়াম
২২. গ্রামপজিটিভ ব্যাকটেরিয়া ও গ্রামনেগেটিভ ব্যাকটেরিয়াদের মধ্যে প্রধান অমিল কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায় ?
(A) ফ্লাজেলা
(B) সিলিয়া
(C ) টিকোইক অ্যাসিড
(D) কোশপর্দা
উত্তরঃ (C ) টিকোইক অ্যাসিড
২৩. প্রজাতির বিবর্তনের ইতিহাসকে বলে _________ ।
(A) অন্টোজেনি
(B) ফাইলোজেনি
(C ) (A) ও (B) উভয়েই
(D) কোনোটিই নয়
উত্তরঃ (B) ফাইলোজেনি
২৪. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ নয় কোনটি ?
(A) staphylococcus
(B) Streptococcus
(C ) Bacillus
(D) E.coli
উত্তরঃ (D) E.coli
২৫. কোন কোশ অঙ্গাণু ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না ?
(A) 80S রাইজোবিয়াম
(B) মাইটোকন্ড্রিয়া
(C) সাইটপ্লাজম
(D) A ও B উভয়েই
উত্তরঃ (D) A ও B উভয়েই
২৬. ব্যাকটেরিয়া শব্দটি প্রচলন করেন –
(A) এরেনবার্গ
(B) পাস্তুর
(C) জে. কন
(D) লেডারবার্গ
উত্তরঃ (A) এরেনবার্গ
২৭. সায়নোব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোকসংশ্লেষকারী রঞ্জক কোনটি ?
(A) ক্লোরোফিল-a
(B) জ্যান্থোফিল
(C ) ক্যারোটিনয়েড
(D) ক্লোরোফিল-b
উত্তরঃ (A) ক্লোরোফিল-a
[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর
২৮. E. coli –তে কোন রকমের ফ্লাজেলা দেখা যায় ?
(A) পেরিট্রিকাস
(B) পেরিপ্লাসমিক
(C ) অ্যামফ্রিটিকাস
(D) A ও B উভয়েই
উত্তরঃ (A) পেরিট্রিকাস
২৯. ব্যাকটেরিওফাজ থেকে নিঃসৃত উৎসেচকটি হল –
(A) লাইসোজাইম
(B) ইউরিয়েজ
(C) হেক্সোকাইনেজ
(D) এনালেজ
উত্তরঃ (A) লাইসোজাইম
৩০. ‘ফানজি ইমপারফেকটি’ –ছত্রাকের কোন্ শ্রেণিকে বলা হয় ?
(A) অ্যাসকোমাইসিটিস
(B) ফাই কো মাইসিটিস
(C ) বেসিডিওমাইসিটিস
(D) ডিউটেরোমাইসিটিস
উত্তরঃ (D) ডিউটেরোমাইসিটিস
৩১. মূলের পরিবর্তে ব্রায়ফাইটার যে গঠন থাকে তাকে কী বলে ?
(A) কালিপট্রা
(B) আর্কিগোনিয়াম
(C) রাইজয়েড
(D) প্রোটেনিমা
উত্তরঃ (C) রাইজয়েড
৩২. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ-1 | স্তম্ভ-2 |
A. Planaria | (i) দ্বিবিভাজন |
B. ছত্রাক | (ii) অযৌ্ন রেণু |
C. ইস্ট | (iii) কোরকদগম |
D. অ্যামিবা | (iv) প্রকৃত পুনরুৎপাদন |
(v) খন্ডীভবন |
(A) A-I , B-ii ,C-iii , D-iv
(B) A-iv, B-=ii , C-iii , D-i
(C ) A-ii,B-v,C-I, D-iii
(D) A-v,B-ii , C –iii , D-iv
উত্তরঃ (B) A-iv, B-=ii , C-iii , D-i
৩৩. ‘Wonder drug’ –কাকে বলা হয় ?
(A) ফ্ল্যাভিসিন
(B) আর্গেটিন
(C ) পেনিসিলিন
(D) কোনোটিই নয়
উত্তরঃ (C ) পেনিসিলিন
৩৪. ‘রেইনডিয়ার মস’ কোন লাইকেনকে বলা হয় ?
(A) Parmelia
(B) Cladonia
(C ) Usnea
(D) Arthonia
উত্তরঃ (B) Cladonia
৩৫. ‘বিয়ার্ড মস’ কোন লাইকেনকে বলা হয় ?
(A) Arthonia
(B) paramelia
(C ) Usnea
(D) Racodium
উত্তরঃ (C ) Usnea
৩৬. লাইকেনে শৈবাল ও ছত্রাকের সম্পর্ককে বলে –
(A) হেলেটিজম
(B) হেলোট্রপিজম
(C ) হেলিওফাইট
(D) সিমবায়োসিস
উত্তরঃ (A) হেলেটিজম
৩৭. কেমোসিন্থেটিক ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হল–
(A) সৌরশক্তি দ্বারা শক্তি উৎপন্ন করতে পারে
(B) অটোট্রপিক প্রকৃতির
(C) অজৈব যৌগ জারিত করে শক্তি উৎপাদন
(D) B ও C উভয়েই
উত্তরঃ (D) B ও C উভয়েই
৩৮. ভুক বাক্যটি শণাক্ত করোঃ
(A) প্রায়ন উদ্ভিদরাজ্যের অন্তর্গত
(B) মাইক্লোপ্লাজমার কোশপ্রাচীর নেই
(C ) প্রায়ন ত্রুটিপূর্ণ ভাবে সংঘটিত প্রোটিন
(D) ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত
উত্তরঃ (A) প্রায়ন উদ্ভিদরাজ্যের অন্তর্গত
৩৯. ছত্রাক ও উদ্ভিদ মূলের সহাবস্থানকে বলা হয় –
(A) লাইকেন
(B) মাইকোরাইজা
(C ) কোলইওরাইজা
(D) হেলেটিজম
উত্তরঃ (B) মাইকোরাইজা
৪০. মেসোজোমে বর্তমান শ্বাস উৎসেচকের নাম কী ?
(A) রিডাকটেজ
(B) পারক্সিডেজ
(C ) সাইটোক্রোম অক্সিডেজ
(D) অক্সিজিনেজ
উত্তরঃ (C ) সাইটোক্রোম অক্সিডেজ
৪১. টোবাকো মোজাইক ভাইরাস (TMV) এটি কী ধরনের ভাইরাস ?
(A) একতন্ত্রী DNA
(B) একতন্ত্রী RNA
(C) দ্বিতন্ত্রী DNA
(D) দ্বিতন্ত্রী RNA
উত্তরঃ (B) একতন্ত্রী RNA
৪২. একতন্ত্রী DNA ভাইরাস হল –
(A) রিওভাইরাস
(B) হারপিস
(C ) পক্স ভাইরাস
(D) কোলিফাজ fd
উত্তরঃ (D) কোলিফাজ fd
৪৩. সিনোসাইটিক হাইফি নিম্নলিখিত কোনটিতে দেখা যায় ?
(A) রাইজোপাস
(B) মিউকর
(C ) A ও B উভয়েই
(D) কোনোটিই নয়
উত্তরঃ (C ) A ও B উভয়েই
৪৪. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি ধরনের ভাইরাস ?
(A) একতন্ত্রী DNA
(B) একতন্ত্রী RNA
(C) দ্বিতন্ত্রী DNA
(D) দ্বিতন্ত্রী RNA
উত্তরঃ (B) একতন্ত্রী RNA
৪৫. যে ভাইরাস কণা সংক্রমণ সৃষ্টি করে তাকে বলে –
(A) ক্যাপসিড
(B) ভাইরয়েড
(C ) লিপোভাইরাস
(D) ভিরিয়ন
উত্তরঃ (D) ভিরিয়ন