[ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া] WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ভূগোলের ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
১. নীচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় ?
(A) অগ্ন্যুতপাত
(B) ভূমিকম্প
(C ) পাতের চলন
(D) আবহবিকার
(D) আবহবিকার
২. নীচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় ?
(A) চ্যুতি
(B) গ্রস্ত উপত্যকা
(C ) স্তুপ পর্বত
(D) ভঙ্গিল পর্বত
(D) ভঙ্গিল পর্বত
৩. নীচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় ?
(A) ক্ষয়ের শেষ সীমা
(B) পুঞ্জিত স্খলন
(C ) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন
(D) সমুদ্র তরঙ্গ
(C ) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন
৪. নীচের কোনটি অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত ?
(A) পুঞ্জিত ক্ষয়
(B) আবহবিকার
(C ) দ্রবণ
(D) গিরিজনি প্রক্রিয়া
(D) গিরিজনি প্রক্রিয়া
৫. প্রাথমিক ভূমিরুপ গঠনকারী প্রক্রিয়াটি হল–
(A) অন্তর্জাত প্রক্রিয়া
(B) বহির্জাত প্রক্রিয়া
(C ) মহাজাগতিক প্রক্রিয়া
(D) কোনোটিই নয়
(A) অন্তর্জাত প্রক্রিয়া
৬. কোন্ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয় ?
(A) গিরিজনি
(B) মহীভাবক
(C ) আকস্মিক
(D) সমস্থিতিক
(B) মহীভাবক
৭. কোন ধরনের ভূ-আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় ?
(A) গিরিজনি
(B) মহীভাবক
(C ) আকস্মিক
(D) সমস্থিতিক
(B) মহীভাবক
৮. নীচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে থাকে ?
(A) ভূমিকম্প
(B) অগ্ন্যুতপাত
(C ) ভঙ্গিল পর্বত ও চ্যুতি
(D) সুনামি
(C ) ভঙ্গিল পর্বত ও চ্যুতি
৯. নীচের অমিলটিকে আলাদা করোঃ
(A) হিমবাহ
(B) আগ্নেয়গিরি
(C) আবহবিকার
(D) নদী
(B) আগ্নেয়গিরি
১০. মহীভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় কোন পর্বতের সৃষ্টি হয়েছে ?
(A) মেক্সিকো
(B) হাডসন
(C ) টেথিস
(D) বাল্টিক
(B) হাডসন
১১. গিরিজনি আলোড়নের ফলে শিলাস্তরে কী সৃষ্টি হয় ?
(A) চ্যুতি
(B) ভাঁজ
(C ) ফাটল
(D) দারণ
(B) ভাঁজ
১২. ‘সমস্থিতি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(A) প্রাট
(B) এইরি
(C ) ডাটন
(D) ওয়েগনার
(C ) ডাটন
১৩. শব্দ তরঙ্গের ন্যায় গতি –
(A) P তরঙ্গের
(B) S তরঙ্গের
(C ) উভয়ের
(D) কোনোটিই নয়
(B) S তরঙ্গের
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
১৪. ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় সঙ্ঘটিত ভূমিকম্পের তীব্রতা (রিখটার স্কেলে) ছিল –
(A) 6.9
(B) 7.1
(C) 8.7
(D) 8.9
(D) 8.9
১৫. 1845 সালে ভূমিকম্পের কারণে পশ্চিম উপকূলে সৃষ্টি হয় –
(A) লোনার হ্রদ
(B) কচ্ছের রান
(C ) পুলিকট হ্রদ
(D) কোলেরু হ্রদ
(B) কচ্ছের রান
১৬. ভারতে জলাধার নির্মাণের ফলে ভূমিকম্প ঘটেছিল –
(A) নর্মদা নদীতে
(B) কয়না নদীতে
(C ) মহানদী নদীতে
(D) তাপ্তী নদীতে
(B) কয়না নদীতে
১৭. P বা প্রাথমিক তরঙ্গ একপ্রকার–
(A) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(B) অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ
(C ) উভয়েই
(D) কোনোটিই নয়
(A) অনুদৈর্ঘ্য তরঙ্গ
১৮. আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র অবস্থিত –
(A) সাংহাইতে
(B) ওসাকাতে
(C ) টরান্টোতে
(D) ক্যালিফোর্নিয়ায়
(D) ক্যালিফোর্নিয়ায়
১৯. S তরঙ্গ প্রধানত যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় –
(A) গ্যাসীয় মাধ্যম
(B) তরল মাধ্যম
(C ) কঠিন মাধ্যম
(D) যেকোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতেই সক্ষম
(C ) কঠিন মাধ্যম
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
২০. যেটি অন্তর্জাত প্রক্রিয়া নয় –
(A) পাতের চলন
(B) ভূমিকম্প
(C ) অগ্ন্যুৎপাত
(D) পর্যায়ন
(D) পর্যায়ন
২১. সর্বপ্রথম যে ভূমিকম্পীয় তরঙ্গের সৃষ্টি হয় তা হল–
(A) লভ্ তরঙ্গ
(B) র্যালে তরঙ্গ
(C ) ‘P’ তরঙ্গ
(D) ‘S’ তরঙ্গ
(C ) ‘P’ তরঙ্গ
২২. ভূমিকম্পের কেন্দ্র সাধারণত সবচেয়ে বেশি থাকে –
(A) চ্যুতি রেখায়
(B) প্লিউমে
(C ) প্রতিসম ভাঁজে
(D) অপ্রতিসম ভাঁজে
(A) চ্যুতি রেখায়
২৩. সর্বাপেক্ষা ক্ষতিসাধনকারী ভূমিকম্পের তরঙ্গ হল–
(A) L তরঙ্গ
(B) P তরঙ্গ
(C )S তরঙ্গ
(D) P এবং S তরঙ্গ
(A) L তরঙ্গ
২৪. ভূমিকম্পের L তরঙ্গের দৈর্ঘ্য –
(A) সবচেয়ে ছোট
(B) P তরঙ্গের সমান
(C ) S তরঙ্গের সমান
(D) সবচেয়ে বড়
(D) সবচেয়ে বড়
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
২৫. পৃথিবীর ব্যসার্ধ বরাবর কাজ করে যে প্রক্রিয়া –
(A) গিরিজনি প্রক্রিয়া
(B) মহীভাবক প্রক্রিয়া
(C) সমস্থিতিক প্রক্রিয়া
(D) ইউস্ট্যাটিক প্রক্রিয়া
(B) মহীভাবক প্রক্রিয়া
২৬. অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের –
(A) উচ্চতা একই থাকে
(B) উচ্চতা বৃদ্ধি পায়
(C ) উচ্চতা হ্রাস পায়
(D) সমতল হয়ে যায়
(C ) উচ্চতা হ্রাস পায়
২৭. পর্যায়ন প্রক্রিয়ায় ভূমির –
(A) উচ্চতা বৃদ্ধি পায়
(B) উচ্চতা হ্রাস পায়
(C ) একই থাকে
(D) সমতল অবস্থায় অগ্রসর হয়
(D) সমতল অবস্থায় অগ্রসর হয়
২৮. আরোহণ প্রক্রিয়ায় ভূমির –
(A) উচ্চতা বৃদ্ধি পায়
(B) উচ্চতা হ্রাস পায় ‘
(C ) একই থাকে
(D) সমতলে পৌঁছায়
(A) উচ্চতা বৃদ্ধি পায়
২৯. কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় ?
(A) স্তুপ পর্বত
(B) চ্যুতি
(C) ভঙ্গিল পর্বত
(D) গ্রস্ত উপত্যকা
(C) ভঙ্গিল পর্বত
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
৩০. পৃথিবীতে সংঘটিত ভূমিকম্পের শতকরা কতভাগ প্রশান্ত মহাসাগরীয় বলয়ে সংঘটিত হয়েছে ?
(A) ২১ ভাগ
(B) ৫৯ ভাগ
(C ) ৩৪ ভাগ
(D) ৬৮ ভাগ
(D) ৬৮ ভাগ
৩১. প্রতিসারী বা গঠনাত্মক পাত সীমানায় ভূমিকম্পের প্রধান কারণ হল –
(A) ম্যাগমার উর্ধমুখী চাপ
(B) ম্যাগমার নিম্নমুখী চাপ
(C ) সংঘর্ষ বলয়ে অবস্থান
(D) কোনোটিই নয়
(A) ম্যাগমার উর্ধমুখী চাপ
৩২. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হল–
(A) পারিকুটিন
(B) ভিসুবিয়াস
(C ) মৌনালিয়া
(D) মাউন্ট ফুজি
(C ) মৌনালিয়া
৩৩. ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল–
(A) নারকোন্ডাম
(B) কোলিমা
(C) কেলুড
(D) ব্যারেন
(D) ব্যারেন
৩৪. ম্যাগমার উর্ধ্বপ্রবাহকে কী বলে ?
(A) অ্যালুমিনিয়াম
(B) ক্যালশিয়াম
(C ) সিলিকা
(D) পটাশিয়াম
(C ) সিলিকা
৩৫. কোন ভূবিজ্ঞানী স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বের প্রবক্তা ?
(A) রিখটার
(B) মার্কালি
(C ) রোসি
(D) রিড
(D) রিড
৩৬. টেথিয়ান বলয় রূপে অভিহিত করা হয় কোন বলয়কে ?
(A) পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা
(B) আল্পীয় হিমালয়
(C ) প্রশান্ত মহাসাগরীয় বলয়
(D) মধ্য সামুদ্রিক শৈলশিরা
(B) আল্পীয় হিমালয়
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
৩৭. কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ ?
(A) L তরঙ্গ
(B) S তরঙ্গ
(C ) P তরঙ্গ
(D) দেহ তরঙ্গ
(C ) P তরঙ্গ
৩৮. সমমাত্রার ভূকম্পনযুক্ত স্থানগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যায় , তাকে কী বলে ?
(A) সমতীব্রতা রেখা
(B) সমকালরেখা
(C ) সমচাপ রেখা
(D) সমঘনত্ব রেখা
(A) সমতীব্রতা রেখা
৩৯. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যে দিয়ে কোন তরঙ্গ প্রবাহিত হতে পারে ?
(A) S / গৌন তরঙ্গ
(B) P/প্রাথমিক তরঙ্গ
(C) দেহ তরঙ্গ
(D) L তরঙ্গ
(B) P/প্রাথমিক তরঙ্গ
৪০. ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে P ও S তরঙ্গবিহীন অঞ্চলকে বলা হয় –
(A) উপকেন্দ্র
(B) ছায়া বলয়
(C) বেনিয়ফ অঞ্চল
(D) প্রতিপাদ কেন্দ্র
(B) ছায়া বলয়
৪১. ভূকম্প কেন্দ্র থেকে কোন্ কৌণিক দূরত্বের মধ্যে P তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না ?
(A) 100°-120°
(B) 90°-110°
(C ) 104°-140°
(D) 113°-143°
(C ) 104°-140°
৪২. রিখটার স্কেলের মাত্রাক্রমের বিস্তার কত ?
(A) 1-6
(B) 1-12
(C ) 1-10
(D) 0-12
(C ) 1-10
৪৩. স্থিস্থাপক প্রত্যাঘাত মতবাদের প্রবক্তা কে ?
(A) এইচ এফ রিড
(B) ডবলিউ এম ডেভিস
(C) এ হোমস
(D) রিখটার
(A) এইচ এফ রিড
৪৪. উপকেন্দ্র থেকে প্রতিপাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত ?
(A) 60°
(B) 90°
(C ) 180°
(D) 360°
(C ) 180°
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
৪৫. র্যালে তরঙ্গ কী প্রকার তরঙ্গ ?
(A) মৃদু তরঙ্গ
(B) দেহ তরঙ্গ
(C ) পৃষ্ঠ তরঙ্গ
(D) প্রাথমিক তরঙ্গ
(C ) পৃষ্ঠ তরঙ্গ
৪৬. অনুপ্রস্থ তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয় ?
(A) P তরঙ্গ
(B) I তরঙ্গ
(C) S তরঙ্গ
(D) R তরঙ্গ
(C) S তরঙ্গ
৪৭. কোন তরঙ্গ সংকোচন তরঙ্গ নামেও পরিচিত ?
(A) P তরঙ্গ
(B) L তরঙ্গ
(C ) S তরঙ্গ
(D) কোনোটাই নয়
(A) P তরঙ্গ
৪৮. অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয় ?
(A) P তরঙ্গ
(B) S তরঙ্গ
(C ) L তরঙ্গ
(D) R তরঙ্গ
(A) P তরঙ্গ
WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ
৪৯. লেপোলিথ দেখতে হয় অনেকটা –
(A) চামচের মতো
(B) চোঙের মত
(C ) নলের মত
(D) ছাতার মত
(A) চামচের মতো
৫০. ক্যালডেরার অপর নাম –
(A) ক্রেটার
(B) হর্নিটো
(C ) প্লাগডোম
(D) জ্বালামুখ গহ্বর
(D) জ্বালামুখ গহ্বর