[ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া] WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester 

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

[ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া] WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ভূগোলের ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

. নীচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় ?

(A) অগ্ন্যুতপাত

(B) ভূমিকম্প

(C ) পাতের চলন

(D) আবহবিকার

(D) আবহবিকার

২. নীচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় ?

(A) চ্যুতি

(B) গ্রস্ত উপত্যকা

(C ) স্তুপ পর্বত

(D) ভঙ্গিল পর্বত

(D) ভঙ্গিল পর্বত

. নীচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় ?

(A) ক্ষয়ের শেষ সীমা

(B) পুঞ্জিত স্খলন

(C ) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন

(D) সমুদ্র তরঙ্গ

(C ) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন

. নীচের কোনটি অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত ?

(A) পুঞ্জিত ক্ষয়

(B) আবহবিকার

(C ) দ্রবণ

(D) গিরিজনি প্রক্রিয়া

(D) গিরিজনি প্রক্রিয়া

. প্রাথমিক ভূমিরুপ গঠনকারী প্রক্রিয়াটি হল

(A) অন্তর্জাত প্রক্রিয়া

(B) বহির্জাত প্রক্রিয়া

(C ) মহাজাগতিক প্রক্রিয়া

(D) কোনোটিই নয়

(A) অন্তর্জাত প্রক্রিয়া

. কোন্আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয় ?

(A) গিরিজনি

(B) মহীভাবক

(C ) আকস্মিক

(D) সমস্থিতিক

(B) মহীভাবক

৭. কোন ধরনের ভূ-আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় ?

(A) গিরিজনি

(B) মহীভাবক

(C ) আকস্মিক

(D) সমস্থিতিক

(B) মহীভাবক

৮. নীচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে থাকে ?

(A) ভূমিকম্প

(B) অগ্ন্যুতপাত

(C ) ভঙ্গিল পর্বত ও চ্যুতি

(D) সুনামি

(C ) ভঙ্গিল পর্বত ও চ্যুতি

. নীচের অমিলটিকে আলাদা করোঃ

(A) হিমবাহ

(B) আগ্নেয়গিরি

(C) আবহবিকার

(D) নদী

(B) আগ্নেয়গিরি

১০. মহীভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় কোন পর্বতের সৃষ্টি হয়েছে ?

(A) মেক্সিকো

(B) হাডসন

(C ) টেথিস

(D) বাল্টিক

(B) হাডসন

১১. গিরিজনি আলোড়নের ফলে শিলাস্তরে কী সৃষ্টি হয় ?

(A) চ্যুতি

(B) ভাঁজ

(C ) ফাটল

(D) দারণ

(B) ভাঁজ

১২. ‘সমস্থিতি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –

(A) প্রাট

(B) এইরি

(C ) ডাটন

(D) ওয়েগনার

(C ) ডাটন

১৩. শব্দ তরঙ্গের ন্যায় গতি –

(A) P তরঙ্গের

(B) S তরঙ্গের

(C ) উভয়ের

(D) কোনোটিই নয়

(B) S তরঙ্গের

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

১৪. ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় সঙ্ঘটিত ভূমিকম্পের তীব্রতা (রিখটার স্কেলে) ছিল –

(A) 6.9

(B) 7.1

(C) 8.7

(D) 8.9

(D) 8.9

১৫. 1845 সালে ভূমিকম্পের কারণে পশ্চিম উপকূলে সৃষ্টি হয় –

(A) লোনার হ্রদ

(B) কচ্ছের রান

(C ) পুলিকট হ্রদ

(D) কোলেরু হ্রদ

(B) কচ্ছের রান

১৬. ভারতে জলাধার নির্মাণের ফলে ভূমিকম্প ঘটেছিল –

(A) নর্মদা নদীতে

(B) কয়না নদীতে

(C ) মহানদী নদীতে

(D) তাপ্তী নদীতে

(B) কয়না নদীতে

১৭. P বা প্রাথমিক তরঙ্গ একপ্রকার

(A) অনুদৈর্ঘ্য তরঙ্গ

(B) অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ

(C ) উভয়েই

(D) কোনোটিই নয়

(A) অনুদৈর্ঘ্য তরঙ্গ

১৮. আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র অবস্থিত

(A) সাংহাইতে

(B) ওসাকাতে

(C ) টরান্টোতে

(D) ক্যালিফোর্নিয়ায়

(D) ক্যালিফোর্নিয়ায়

১৯. S তরঙ্গ প্রধানত যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়

(A) গ্যাসীয় মাধ্যম

(B) তরল মাধ্যম

(C ) কঠিন মাধ্যম

(D) যেকোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতেই সক্ষম

(C ) কঠিন মাধ্যম

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

২০. যেটি অন্তর্জাত প্রক্রিয়া নয় –

(A) পাতের চলন

(B) ভূমিকম্প

(C ) অগ্ন্যুৎপাত

(D) পর্যায়ন

(D) পর্যায়ন

২১. সর্বপ্রথম যে ভূমিকম্পীয় তরঙ্গের সৃষ্টি হয় তা হল

(A) লভ্‌ তরঙ্গ

(B) র‍্যালে তরঙ্গ

(C ) ‘P’ তরঙ্গ

(D) ‘S’ তরঙ্গ

(C ) ‘P’ তরঙ্গ

২২. ভূমিকম্পের কেন্দ্র সাধারণত সবচেয়ে বেশি থাকে

(A) চ্যুতি রেখায়

(B) প্লিউমে

(C ) প্রতিসম ভাঁজে

(D) অপ্রতিসম ভাঁজে

(A) চ্যুতি রেখায়

২৩. সর্বাপেক্ষা ক্ষতিসাধনকারী ভূমিকম্পের তরঙ্গ হল

(A) L তরঙ্গ

(B) P তরঙ্গ

(C )S তরঙ্গ

(D) P এবং S তরঙ্গ

(A) L তরঙ্গ

২৪. ভূমিকম্পের L তরঙ্গের দৈর্ঘ্য

(A) সবচেয়ে ছোট

(B) P তরঙ্গের সমান

(C ) S তরঙ্গের সমান

(D) সবচেয়ে বড়

(D) সবচেয়ে বড়

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

২৫. পৃথিবীর ব্যসার্ধ বরাবর কাজ করে যে প্রক্রিয়া –

(A) গিরিজনি প্রক্রিয়া

(B) মহীভাবক প্রক্রিয়া

(C) সমস্থিতিক প্রক্রিয়া

(D) ইউস্ট্যাটিক প্রক্রিয়া

(B) মহীভাবক প্রক্রিয়া

২৬. অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের

(A) উচ্চতা একই থাকে

(B) উচ্চতা বৃদ্ধি পায়

(C ) উচ্চতা হ্রাস পায়

(D) সমতল হয়ে যায়

(C ) উচ্চতা হ্রাস পায়

২৭. পর্যায়ন প্রক্রিয়ায় ভূমির

(A) উচ্চতা বৃদ্ধি পায়

(B) উচ্চতা হ্রাস পায়

(C ) একই থাকে

(D) সমতল অবস্থায় অগ্রসর হয়

(D) সমতল অবস্থায় অগ্রসর হয়

২৮. আরোহণ প্রক্রিয়ায় ভূমির

(A) উচ্চতা বৃদ্ধি পায়

(B) উচ্চতা হ্রাস পায় ‘

(C ) একই থাকে

(D) সমতলে পৌঁছায়

(A) উচ্চতা বৃদ্ধি পায়

২৯. কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় ?

(A) স্তুপ পর্বত

(B) চ্যুতি

(C) ভঙ্গিল পর্বত

(D) গ্রস্ত উপত্যকা

(C) ভঙ্গিল পর্বত

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

৩০. পৃথিবীতে সংঘটিত ভূমিকম্পের শতকরা কতভাগ প্রশান্ত মহাসাগরীয় বলয়ে সংঘটিত হয়েছে ?

(A) ২১ ভাগ

(B) ৫৯ ভাগ

(C ) ৩৪ ভাগ

(D) ৬৮ ভাগ

(D) ৬৮ ভাগ

৩১. প্রতিসারী বা গঠনাত্মক পাত সীমানায় ভূমিকম্পের প্রধান কারণ হল

(A) ম্যাগমার উর্ধমুখী চাপ

(B) ম্যাগমার নিম্নমুখী চাপ

(C ) সংঘর্ষ বলয়ে অবস্থান

(D) কোনোটিই নয়

(A) ম্যাগমার উর্ধমুখী চাপ

৩২. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হল

(A) পারিকুটিন

(B) ভিসুবিয়াস

(C ) মৌনালিয়া

(D) মাউন্ট ফুজি

(C ) মৌনালিয়া

৩৩. ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল

(A) নারকোন্ডাম

(B) কোলিমা

(C) কেলুড

(D) ব্যারেন

(D) ব্যারেন

৩৪. ম্যাগমার উর্ধ্বপ্রবাহকে কী বলে ?

(A) অ্যালুমিনিয়াম

(B) ক্যালশিয়াম

(C ) সিলিকা

(D) পটাশিয়াম

(C ) সিলিকা

৩৫. কোন ভূবিজ্ঞানী স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বের প্রবক্তা ?

(A) রিখটার

(B) মার্কালি

(C ) রোসি

(D) রিড

(D) রিড

৩৬. টেথিয়ান বলয় রূপে অভিহিত করা হয় কোন বলয়কে ?

(A) পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা

(B) আল্পীয় হিমালয়

(C ) প্রশান্ত মহাসাগরীয় বলয়

(D) মধ্য সামুদ্রিক শৈলশিরা

(B) আল্পীয় হিমালয়

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

৩৭. কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ ?

(A) L তরঙ্গ

(B) S তরঙ্গ

(C ) P তরঙ্গ

(D) দেহ তরঙ্গ

(C ) P তরঙ্গ

৩৮. সমমাত্রার ভূকম্পনযুক্ত স্থানগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যায় , তাকে কী বলে ?

(A) সমতীব্রতা রেখা

(B) সমকালরেখা

(C ) সমচাপ রেখা

(D) সমঘনত্ব রেখা

(A) সমতীব্রতা রেখা

৩৯. গুরুমন্ডল কেন্দ্রমন্ডলের মধ্যে দিয়ে কোন তরঙ্গ প্রবাহিত হতে পারে ?

(A) S / গৌন তরঙ্গ

(B) P/প্রাথমিক তরঙ্গ

(C) দেহ তরঙ্গ

(D) L তরঙ্গ

(B) P/প্রাথমিক তরঙ্গ

৪০. ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে P S তরঙ্গবিহীন অঞ্চলকে বলা হয়

(A) উপকেন্দ্র

(B) ছায়া বলয়

(C) বেনিয়ফ অঞ্চল

(D) প্রতিপাদ কেন্দ্র

(B) ছায়া বলয়

৪১. ভূকম্প কেন্দ্র থেকে কোন্‌ কৌণিক দূরত্বের মধ্যে P তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না ?

(A) 100°-120°

(B) 90°-110°

(C ) 104°-140°

(D) 113°-143°

(C ) 104°-140°

৪২. রিখটার স্কেলের মাত্রাক্রমের বিস্তার কত ?

(A) 1-6

(B) 1-12

(C ) 1-10

(D) 0-12

(C ) 1-10

৪৩. স্থিস্থাপক প্রত্যাঘাত মতবাদের প্রবক্তা কে ?

(A) এইচ এফ রিড

(B) ডবলিউ এম ডেভিস

(C) এ হোমস

(D) রিখটার

(A) এইচ এফ রিড

৪৪. উপকেন্দ্র থেকে প্রতিপাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত ?

(A) 60°

(B) 90°

(C ) 180°

(D) 360°

(C ) 180°

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

৪৫. র‍্যালে তরঙ্গ কী প্রকার তরঙ্গ ?

(A) মৃদু তরঙ্গ

(B) দেহ তরঙ্গ

(C ) পৃষ্ঠ তরঙ্গ

(D) প্রাথমিক তরঙ্গ

(C ) পৃষ্ঠ তরঙ্গ

৪৬. অনুপ্রস্থ তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয় ?

(A) P তরঙ্গ

(B) I তরঙ্গ

(C) S তরঙ্গ

(D) R তরঙ্গ

(C) S তরঙ্গ

৪৭. কোন তরঙ্গ সংকোচন তরঙ্গ নামেও পরিচিত ?

(A) P তরঙ্গ

(B) L তরঙ্গ

(C ) S তরঙ্গ

(D) কোনোটাই নয়

(A) P তরঙ্গ

৪৮. অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয় ?

(A) P তরঙ্গ

(B) S তরঙ্গ

(C ) L তরঙ্গ

(D) R তরঙ্গ

(A) P তরঙ্গ

WB HS Class 11 Geography MCQ Mock Test for 1st Semester || ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া MCQ

৪৯. লেপোলিথ দেখতে হয় অনেকটা –

(A) চামচের মতো

(B) চোঙের মত

(C ) নলের মত

(D) ছাতার মত

(A) চামচের মতো

৫০. ক্যালডেরার অপর নাম –

(A) ক্রেটার

(B) হর্নিটো

(C ) প্লাগডোম

(D) জ্বালামুখ গহ্বর  

(D) জ্বালামুখ গহ্বর  

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!