WB HS Class 12 Biology MCQ Mock Test Set-3|উচ্চমাধ্যমিক জীববিদ্যা মক টেস্ট:পরিবেশগত বিষয়

WB HS Class 12 Biology MCQ Mock Test Set-3 || উচ্চমাধ্যমিক জীববিদ্যা মক টেস্ট:পরিবেশগত বিষয় || Environmental Science MCQ Question Answer For West Bengal HS Class 12 || পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর || Environmental Issues MCQ Questions Answer

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ মক টেস্ট। এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।পরিবেশগত বিষয়‘ অধ্যায়ের বাছাই করা ৩৫ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । জীববিদ্যার ‘পরিবেশগত বিষয়’ কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

WB HS Class 12 Biology MCQ Mock Test Set-3 || উচ্চমাধ্যমিক জীববিদ্যা মক টেস্ট:পরিবেশগত বিষয় || Environmental Science MCQ Question Answer For West Bengal HS Class 12 || পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর

১. কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছিল কারণ – 

  • মনোরঞ্জনের কারণে 
  • বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য
  • মূল্যবান কাঠ উৎপাদকারী উদ্ভিদের জন্য
  • প্রাকৃতিক উষ্ণমন্ডলীয় বৃষ্টি বন থাকার জন্য 

বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য

২. অমৃতা দেবী (বেনিওয়াল) কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

  • চিপকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি আন্দোলন
  • বিশনোই (জয়পুর) আন্দোলন
  • এগুলির কোনোটিই নয়  

বিশনোই (জয়পুর) আন্দোলন

৩. পরিবেশগত ভারতের প্রথম কার্যকরী আন্দোলন হল- 

  • DGSM
  • অমৃতাদেবী বিশনোই আন্দোলন
  • চিপকো আন্দোলন
  • এগুলির কোনোটিই নয় 

অমৃতাদেবী বিশনোই আন্দোলন

৪. মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হল-

  • ওজন স্তরের রক্ষা করা 
  • জলসম্পদ রক্ষা করা 
  • তেজস্ক্রীয় দূষণ রোধ করা 
  • পরিবেশ দূষণ রোধ করা

ওজন স্তরের রক্ষা করা 

৫. চিপকো আন্দোলন প্রদত্ত ব্যাক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত ?

  • সালিম আলি
  • অমৃতা দেবী
  • এস বহুগুণা 
  • জে এল নেহরু  

এস বহুগুণা 

৬. রামসার সম্মেলন হয়েছিল – 

  • 1993 সালে 
  • 1980 সালে 
  • 1965 সালে 
  • 1971 সালে 

1971 সালে 

৭. পরিবেশে যাদের ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি ঘটে তা হল-

  • ওজন ও ধূলা
  • SO2 এবং NO2
  • SO3 এবং CO
  • CO2 এবং CO

SO2 এবং NO2

৮. ‘Good Ozone’ পাওয়া যায় –

  • মেসোস্ফিয়ারে 
  • ট্রোপোস্ফিয়ারে
  • স্ট্র্যাটোস্ফিয়ারে
  • আয়নোস্ফিয়ারে

স্ট্র্যাটোস্ফিয়ারে

৯. বায়ুমন্ডলে ওজনস্তরটি অবস্থিত –

  • মেসোস্ফিয়ারে
  • ট্রোপোস্ফিয়ারে
  • স্ট্র্যাটোস্ফিয়ারে
  • এক্সোস্ফিয়ারে

স্ট্র্যাটোস্ফিয়ারে

১০. ওজন দিবস হল-

  • 16 সেপ্টেম্বর 
  • 5 নভেম্বর
  • 7 জুলাই 
  • 7 জুন 

16 সেপ্টেম্বর 

WB HS Class 12 Biology MCQ Mock Test || উচ্চমাধ্যমিক জীববিদ্যা মক টেস্ট:পরিবেশগত বিষয় || Environmental Science MCQ Question Answer For West Bengal HS Class 12 || পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর

১১. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় –

  • 5 মে
  • 5 জুন
  • 5 জুলাই 
  • 5 আগস্ট

5 জুন

১২. প্রদত্ত কোনটি ওজনস্তর  ধ্বংসের কারণ ?

  • CFC
  • নাইট্রোজেন অক্সাইড
  • CH4
  • সবকটি

সবকটি

১৩. প্রদত্ত যেটি বন ধ্বংসের কারণে ঘটে না তা হল-

  • ভূমিক্ষয় এবং জীববৈচিত্র ধ্বংস 
  • মরুভূমিকরণ
  • পরিবেশে CO2 এর ঘনত্ব বেশি 
  • জলচক্রের অব্যাহতি 

জলচক্রের অব্যাহতি 

১৪. প্রদত্ত যে উপায়টি বিশ্বউষ্ণায়ন নিয়ন্ত্রণের ব্যাতিক্রম তা হল-

  • জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা 
  • মানুষের জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা 
  • শক্তির ব্যবহারের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির প্রয়োগ
  • বনধ্বংস

বনধ্বংস

১৫. তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশে যে ক্ষতিকর পরিবর্তন ঘটে তাঁর ফলে জলবায়ুর কিছু অদ্ভুত পরিবর্তন হয় । যেমন-

  • ওজন স্তর হ্রাস 
  • গ্রিন হাউস প্রভাব 
  • জলমগ্ন থাকা 
  • এলনিনোর প্রভাব 

গ্রিন হাউস প্রভাব 

১৬. নিম্নলিখিত কোন গ্যাসের জোড়টি গ্রিন হাউস প্রভাবের প্রধান কারণ ? 

  • CO2 এবং O3
  • CO2 এবং CO
  • CFC এবং  SO2
  • CO2 এবং H2O

CO2 এবং H2O

১৭.  গ্রীন হাউস প্রভাবের কারণ হল-

  • এক্স রে
  • UV-রে
  • গ্রিন রে
  • ইনফ্রারেড রে 

ইনফ্রারেড রে 

১৮. গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী ?

  • CO2
  • CH4
  • CFC
  • O3

CO2

১৯. রেফ্রিজারেটর থেকে উৎপন্ন দূষক হল-

  • Cl
  • CFC
  • H2S
  • NO2

CFC

২০. বিশ্ব উষ্ণায়নে প্রভাব বিস্তারকারী গ্যাসগুলির ক্ষতিকারক মাত্রার মানের অবক্রমের ভিত্তিতে কোনটি সঠিক সজ্জাক্রম ? 

  • CO2 → N2O → CH4 → CFC
  • CO2→ CFC→ N2O → CH4
  • CO2 → CH4 → CFC → N2O
  • CO2 → CH4 → N2O → CFC

CO2 → CH4 → CFC → N2O

২১. কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ? 

  • CFC
  • CH4
  • CO2
  • H2

H2

২২. সিলিকোসিস রোগ হয় –

  • কয়লা শ্রমিকের 
  • বস্ত্রশিল্প শ্রমিকের
  • কাঠশিল্পের শ্রমিকের
  • রঙ তৈরির কারখানার শ্রমিকের

রঙ তৈরির কারখানার শ্রমিকের

২৩. মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের ফলে তা হল-

  • Pb
  • Hg
  • Cd
  • As

Hg

২৪. শব্দের তীব্রতা পরিমাপের একক হল-

  • মাইক্রন 
  • ডেসিবেল
  • আংস্ট্রম
  • আর্গ

ডেসিবেল

২৫. DDT সবচেয়ে বেশি জমা হয় –

  • ফাইটোপ্ল্যাঙ্কটনে
  • কাঁকড়াতে 
  • ইল- এ
  • সি -গালে 

সি -গালে 

WB HS Class 12 Biology MCQ Mock Test || উচ্চমাধ্যমিক জীববিদ্যা মক টেস্ট:পরিবেশগত বিষয় || Environmental Science MCQ Question Answer For West Bengal HS Class 12 || পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর

২৬. ইউট্রোফিকেশন ঘটে কারণ –

  • Ca ও Mg
  • নাইট্রোজেন ও ফসফরাস
  • কার্বন ও অক্সিজেন 
  • Hg ও DDT 

নাইট্রোজেন ও ফসফরাস

২৭. প্রদত্ত কোনটি দূষিত জল দ্বারা সৃষ্ট রোগ ?

  • আমাশয়
  • টাইফয়েড , জন্ডিস 
  • কলেরা 
  • সবকটি 

সবকটি

২৮. প্রদত্ত কোনটি জলাশয়ের দূষণের সাধারণ উৎস ?

  • তাপবিদ্যুত কেন্দ্রের বর্জ্য
  • রাসায়নিক কারখানার নির্গত বস্তু
  • হাস্পাতালের বর্জ্য
  • গৃহস্থলির সিউয়েজ 

গৃহস্থলির সিউয়েজ

২৯. পরিস্কার জলের BOD -এর পরিমাণ –

  • 1 -5 ppm
  • 3-5 ppm
  • 7-10 ppm
  • 10 ppm -এর বেশি 

3-5 ppm

৩০. যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থটি হল-

  • সিসা 
  • তামা 
  • পারদ 
  • ক্যাডমিয়াম 

সিসা 

৩১. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবফার করা হয় –

  • জলদূষণ রোধে 
  • পারমাণবিক দূষণ রোধে 
  • বায়ুদূষণ রোধে 
  • শব্দদূষণ রোধে 

বায়ুদূষণ রোধে 

৩২. নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয় ?

  • SO2 +H2O
  • CO2 +CO
  • NO2 +হাইড্রোকার্বন 
  • CO2+H2O

NO2 +হাইড্রোকার্বন 

৩৩. এরোসল কী নিয়ে গঠিত ? 

  • ফুলের রেণু
  • জল ও N2
  • ধুলো , ধোঁয়া , কুয়াশা 
  • ওজন , জল , অক্সিজেন 

ধুলো , ধোঁয়া , কুয়াশা 

৩৪. একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ হল-

  • সালফার গুঁড়ো 
  • অ্যারোমেটিক হাইড্রোকার্বন
  • কার্বন মনোঅক্সাইড
  • পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট (PAN)

পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট (PAN)

৩৫. SO2 -এর দূষণ নির্দেশক উদ্ভিদটি হল-

  • লাইকেন 
  • শৈবাল
  • পাইনাস 
  • ঝাউ  

লাইকেন 

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!