WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর:দর্শনের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক দর্শনের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে  তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা  হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q1. একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল –

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

চারটি

Q2. একটি বচন সর্বদা –

  • বৈধ / অবৈধ
  • সত্য / মিথ্যা
  • নিশ্চিত / সম্ভাব্য
  • ব্যাপ্য / অব্যাপ্য

সত্য / মিথ্যা

Q3. পূর্বগ ও অনুগ – এই দুই এর ব্যবহার হয় –

  • সরল বচনে 
  • যৌগিক বচনে
  • প্রাকল্পিক বচনে
  • সংযৌগিক বচনে

প্রাকল্পিক বচনে

Q4. বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে কী বলে ?

  • পূর্বগ
  • অনুগ
  • অবয়ব
  • বিকল্প

বিকল্প

Q5. যে  বচনে  কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, তা হল-

  • A
  • E
  • I
  • O

O

Q6. A বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল –

  • উদ্দেশ্য পদ
  • বিধেয় পদ
  • উভয় পদ
  • কোনো পদই ব্যাপ্য নয়

উদ্দেশ্য পদ

Q7. উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় যে বচনে , তা হল –

  • A বচনে
  • E বচনে
  • I বচনে
  • বচনে

E বচনে

Q8. বচনের বিরধানুমান হল একপ্রকার –

  • মাধ্যম অনুমান
  • অমাধ্যম অনুমান
  • ন্যায় অনুমান
  • যৌগিক যুক্তি

অমাধ্যম অনুমান

Q9. বিরোধানুমান কত প্রকার ? –

  • এক প্রকার
  • দুই প্রকার
  • তিন প্রকার
  • চার প্রকার

চার প্রকার

Q10. একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় –

  • বিপরীত বিরোধিতা
  • অধীন –বিপরীত বিরোধিতা
  • অসম বিরোধিতা
  • বিরুদ্ধ বিরোধিতা

বিপরীত বিরোধিতা

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q11. অধীন বিপরীত বিরোধিতা হয় –

  • A এবং O বচনের মধ্যে
  • A এবং E বচনের মধ্যে
  • I এবং O বচনের মধ্যে
  • E এবং I বচনের মধ্যে

I এবং O বচনের মধ্যে

Q12. দুটি ভিন্ন উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট   নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে –

  • বিপরীত বিরোধিতা
  • বিরুদ্ধ  বিরোধিতা
  • অধীন বিপরীত বিরোধিতা
  • অসম বিরোধিতা

অসম বিরোধিতা

Q13. যদি A বচন মিথ্যা হয় , তবে O বচন হবে –

  • সত্য
  • মিথ্যা
  • অনিশ্চিত
  • স্ববিরোধী

সত্য

Q14. যদি E বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত A বচনের সত্যমূল্য হবে –

  • সত্য
  • স্ববিরোধী
  • মিথ্যা
  • অনিশ্চিত

অনিশ্চিত

Q15. অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা থাকে –

  • একটি 
  • দুটি
  • একাধিক
  • কোনোটিই নয়

একটি 

Q16. মৌলিক অমাধ্যম অনুমান নির্দেশ করে –

  • সমাবর্তনকে
  • বিবর্তনকে
  • আবর্তনকে
  • আবর্তন ও বিবর্তনকে

আবর্তন ও বিবর্তনকে

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q17. অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমানের মর্যাদা দিয়েছেন –

  • মিল ও বেইন
  • অ্যারিস্টটল
  • আধুনিক যুক্তিবিজ্ঞানীরা
  • প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা

আধুনিক যুক্তিবিজ্ঞানীরা

Q18. আবর্তন একটি __________ । –

  • অমাধ্যম অনুমান
  • মাধ্যম অনুমান
  • আরোহ অনুমান
  • কোনোটিই নয়

অমাধ্যম অনুমান

Q19. সরল আবর্তন সম্ভব শুধুমাত্র –

  • A বচনের ও I বচনের
  • A বচনের ও E বচনের
  • A বচনের ও O বচনের
  • E বচনের ও I বচনের

E বচনের ও I বচনের

Q20. ______ বচনের সরল  আবর্তন অবৈধ ।

  • A
  • E
  • I
  • O

A

Q21. নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা –

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

তিন

Q22. ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল –

  • পক্ষ পদ
  • সাধ্য পদ
  • হেতুপদ
  • এদের কোনোটিই নয়

হেতুপদ

Q23. পক্ষ সাধ্য ও আশ্রয়বাক্য ছাড়া অন্য  যে স্থানে থাকে তা হল –

  • সিদ্ধান্তের বিধেয় স্থান
  • সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
  • সাধ্য আশ্রয়বাক্যের বিধেয় স্থানে
  • সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য  স্থানে

সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে

Q24. নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে  তাকে বলে –

  • সাধ্যপদ
  • পক্ষপদ
  • হেতুপদ
  • এদের কোনোটিই নয়

সাধ্যপদ

Q25. নিরপেক্ষ ন্যায়ের এমন সংস্থান যেখানে মধ্যপদ (  হেতু পদ )  উভয় আশ্রয়বাক্যে বিধেয় স্থান অধিকার করে সেটি হল –

  • প্রথম সংস্থান
  • চতুর্থ সংস্থান
  • দ্বিতীয় সংস্থান
  • তৃতীয় সংস্থান

দ্বিতীয় সংস্থান

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q26. নিরপেক্ষ ন্যায়ের  বৈধ মূর্তির সংখ্যা –

  • 16টি
  • 256টি
  • 19টি
  • 304 টি

19টি

Q27. AOO মূর্তিটি বৈধ হয় –

  • প্রথম সংস্থানে
  • দ্বিতীয় সংস্থানে
  • তৃতীয় সংস্থানে
  • চতুর্থ সংস্থানে

দ্বিতীয় সংস্থানে

 Q28. ‘FESAPO’ মূর্তিটি বৈধ হয় ______ অবস্থানে ।

  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

চতুর্থ

Q29. কোন নিরপেক্ষ ন্যায়ানুমানের আশ্রয়বাক্য দুটিতে যদি হেতুপদ  একবারও ব্যাপ্যনা হয় , তবে ন্যায়টিতে যে দোষ হয় তা হল –

  • অবৈধ সাধ্য দোষ
  • অবৈধ পক্ষ দোষ
  • অব্যাপ্য  হেতু দোষ
  • চতুষ্পদী দোষ

অব্যাপ্য  হেতু দোষ

Q30. ‘কোনো  বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে  তাকে অবশ্যই পক্ষ আশ্রয়বাক্যে ব্যাপ্য হতেই হবে’ এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তাকে বলে  –

  • চারিপদ ঘটিত দোষ
  • অবাপ্য পক্ষ দোষ
  • অবৈধ পক্ষ দোষ
  • এদের কোনটিই নয়

অবৈধ পক্ষ দোষ

Q31. যদি p v q মিথ্যা হয় , তাহলে p ≡ q –এর সত্যমূল হবে –

  • মিথ্যা
  • সত্য
  • অনিশ্চিত
  • স্ববিরোধী

সত্য

Q32. ‘ p ⊃ q’ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি –

  • P সত্য এবং q মিথ্যা হয়
  • p মিথ্যা এবং q মিথ্যা হয়
  • p মিথ্যা এবং q সত্য হয়
  • p সত্য এবং q সত্য

P সত্য এবং q মিথ্যা হয়

Q33. ‘শরৎচন্দ্র কবি অথবা তিনি ঔপন্যাসিক’ – কী জাতিয় বচন ?

  • নিরপেক্ষ
  • প্রাকল্পিক
  • বৈকল্পিক
  • সাপেক্ষ বচন

বৈকল্পিক

Q34. pv ~ p এই যৌগিক বচনটি সর্বদা –

  • স্বতঃসত্য
  • স্বতঃমিথ্যা
  • অনিশ্চিত
  • বৈধ

স্বতঃসত্য

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q35. p . p এই বচনকারকটি

  • স্বতঃসত্য
  • স্বতঃমিথ্যা
  • আপতিক
  • এদের কোনোটাই নয়

আপতিক

Q36. যে যৌগিক বচনের সত্যসারণির সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে –

  • স্বতঃসত্য
  • স্বতঃমিথ্যা
  • আপতিক
  • বিশ্লেষক

স্বতঃসত্য

Q37. দুটি অঙ্গবচনবিশিষ্ট যৌগিক বচনের সত্যসারণির নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে –

  • দুটি
  • চারটি
  • তিনটি
  • ছয়টি

চারটি

Q38. প্রদত্ত কোনটি সত্যাপেক্ষক যোজক ?

  • P
  • +

Q39. কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল নির্ভর করে –

  • শুধুমাত্র অঙ্গবচনের ওপর
  • শুধুমাত্র যোজকের ওপর
  • অঙ্গবচন ও যোজকের ওপর
  • এদের কোনোটিই নয়

অঙ্গবচন ও যোজকের ওপর

Q40. উপমাযুক্তির সিদ্ধান্ত __________ হয়ে থাকে ।

  • সুনিশ্চিত
  • সম্ভাব্য
  • বৈধ
  • অবৈধ

সম্ভাব্য

Q41. সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি ?

  • অবরোহ অনুমান
  • উপমাযুক্তি
  • লৌকিক আরোহ
  • বৈজ্ঞানিক আরোহ

উপমাযুক্তি

Q42. উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার  সবচেয়ে  গুরুত্বপূর্ণ শর্ত হল –

  • দৃষ্টান্তের সংখ্যা
  • প্রাসঙ্গিকতা
  • বৈশাদৃশ্য
  • সাদৃশ্য

প্রাসঙ্গিকতা

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q43. অপসারণ , সংজ্ঞা প্রদান ইত্যাদি হল ______ আরোহ  অনুমানের অনুসৃত প্রক্রিয়া ।

  • বৈজ্ঞানিক
  • সাদৃশ্যমূলক
  • লৌকিক
  • কারণতাভিত্তিক

বৈজ্ঞানিক

Q44. লৌকিক আরোহ অনুমানকে ‘ শিশুসুলভ অনুমান’ বলেছেন –

  • মিল
  • হবস
  • জনসন
  • বেকন

বেকন

Q45. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন ? –

  • সামান্য বিশ্লেষক বচন
  • সংশ্লেষ ও বিশ্লেষক বচন
  • বিশ্লেষক বচন
  • সামান্য সংশ্লেষক বচন

সামান্য সংশ্লেষক বচন

Q46. আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল –

  • সামান্যীকরণ
  • আরোহমূলক লাফ
  • বৈধতা
  • অবৈধতা

আরোহমূলক লাফ

Q47. আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল –

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

চারটি

Q48. ‘অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ’ -বাক্যটিতে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল –

  • বহুকারণবাদ
  • পর্যাপ্ত শর্ত
  • আবশ্যিক শর্ত
  • আবশ্যিক -পর্যাপ্ত শর্ত

আবশ্যিক শর্ত

WB HS Class 12 Philosophy Mock Test Set-1-MCQ Question-Answer|উচ্চমাধ্যমিক ক্লাস 12 দর্শন MCQ প্রশ্ন উত্তর

Q49. মিল -এর যে পদ্ধতি কার্যকারণকে সহবস্থান থেকে পৃথক রাখতে পারে না তা হল –

  • অন্বয়ী পদ্ধতি
  • ব্যাতিরেকী পদ্ধতি
  • সহপরিবর্তন পদ্ধতি
  • মিশ্র পদ্ধতি

অন্বয়ী পদ্ধতি

Q50. একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট I এবং O বচন হল পরস্পরের –

  • বিপরীত বিরোধী
  • অধিন -বিপরীত বিরোধী
  • অসম বিরোধী
  • বিরুদ্ধ বিরোধী

অধিন -বিপরীত বিরোধী

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টটির ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!