WB HS Class 12 Philosophy Mock Test Set-2|ক্লাস 12 দর্শন-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর|West Bengal HS Class 12 Philosophy MCQ Question Answer: দর্শনের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক দর্শনের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 MCQ টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
WB HS Class 12 Philosophy Mock Test Set-2|ক্লাস 12 দর্শন-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর|West Bengal HS Class 12 Philosophy MCQ Question Answer
Q1. বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল –
- পর্যবেক্ষণ ও পরীক্ষণ
- গণনা ও পরিমাপ
- প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম
- পরীক্ষা ও প্রমাণ
প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম
Q2. আরোহ যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না, তা হল –
- কার্যকারণ সম্বন্ধ
- যৌক্তিক সম্বন্ধ
- প্রসক্তি সম্বন্ধ
- বিজ্ঞানসম্মত সম্বন্ধ
প্রসক্তি সম্বন্ধ
Q3. উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল –
- সাদৃশ্যের সংখ্যা
- ব্যক্তিগত সাদৃশ্য
- ব্যক্তিগত বৈসাদৃশ্য
- সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
Q4. ‘অমাধ্যম অনুমানে, একই ঘটনার এক শব্দ থেকে অন্য একটি শব্দের শুধুমাত্র পরিবর্তন হয় বা একই ঘটনার ভাষান্তর ঘটে মাত্র’ – কথাটি বলেছেন –
- বেইন
- কোপি
- মিল
- জোসেফ
বেইন
Q5. অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমানের মর্যাদা দিয়েছেন –
- মিল ও বেইন
- অ্যারিস্টট্ল
- আধুনিক যুক্তিবিজ্ঞানীরা
- প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা
আধুনিক যুক্তিবিজ্ঞানীরা
Q6. অমাধ্যম অনুমানে পদের সংখ্যা –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
দুটি
Q7. মিলের যে আরোহমূলক পদ্ধতিতে পরস্পর পরিবর্তনশীল দুটি ঘটনার ভিত্তিতে যাচাই করা হয়, সেটি হল –
- অন্বয়ী পদ্ধতি
- সহপরিবর্তন পদ্ধতি
- যুগ্ম পদ্ধতি
- ব্যতিরেকী পদ্ধতি
সহপরিবর্তন পদ্ধতি
Q8. যদি p সত্য হয়, q মিথ্যা হয়, তবে ‘pvq’-এর সত্যমূল্য হবে –
- সত্য
- মিথ্যা
- অনিশ্চিত
- অবৈধ
সত্য
Q9. যদি pvq মিথ্যা হয় তাহলে p ≡ q-এর সত্যমূল্য হবে –
- মিথ্যা
- সত্য
- অনিশ্চিত
- স্ববিরোধী
সত্য
Q10. কার ভাষ্যের ওপর নির্ভর করে ভেনচিত্র রচিত হয়েছে? –
- জর্জ বুল
- কোপি
- মিল
- বেইন
জর্জ বুল
Q11. বুলীয় লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন –
- জর্জ বুল
- জন ভেন
- কোপি
- অ্যারিস্টটল
জন ভেন
Q12. অস্তিত্বমূলক তাৎপর্য আছে –
- প্রাকল্পিক বচনের
- বৈকল্পিক বচনের
- সামান্য বচনের
- বিশেষ বচনের
বিশেষ বচনের
Q13. নিরপেক্ষ ন্যায়ের ‘পক্ষ’ পদটিকে পাওয়া যায় –
- উভয় আশ্রয়বাক্যে
- প্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে
- অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে
- শুধুমাত্র সিদ্ধান্তে
অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে
Q14. নিরপেক্ষ ন্যায়ে ‘বিশেষ আশ্রয়বাক্যজনিত দোষ’ হয় –
- আশ্রয়বাক্য দুটি সদর্থক হলে
- আশ্রয়বাক্য দুটি নঞর্থক হলে
- আশ্রয়বাক্য দুটি সার্বিক হলে
- আশ্রয়বাক্য দুটি বিশেষ হলে
আশ্রয়বাক্য দুটি বিশেষ হলে
Q15. একই উদ্দেশ্য ও বিধেয়বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে, তাকে বলে –
- বিপরীত বিরোধিতা
- বিরুদ্ধ বিরোধিতা
- অধীন-বিপরীত বিরোধিতা
- অসম বিরোধিতা
বিপরীত বিরোধিতা
WB HS Class 12 Philosophy Mock Test Set-2|ক্লাস 12 দর্শন-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর|West Bengal HS Class 12 Philosophy MCQ Question Answer
Q16. যদি O বচনটি সত্য হয়, তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত A বচনটির সত্যমূল্য হবে –
- সত্য
- মিথ্যা
- অনিশ্চিত
- স্ববিরোধী
মিথ্যা
Q17. নিরপেক্ষ বচনের গুণকে নির্দেশ করে –
- পরিমাণক
- উদ্দেশ্য
- সংযোজক
- বিধেয়
সংযোজক
Q18. E বচনের অনুবর্তী বচন –
- A বচন
- E বচন
- I বচন
- O বচন
O বচন
Q19. সংশ্লেষক বাক্য বলতে বোঝায় –
- বাক্যটি সত্য
- বাক্যটি মিথ্যা
- বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে
- কোনোটিই নয়
বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে
Q19. মৌলিক অমাধ্যম অনুমান নির্দেশ করে –
- সমবিবর্তনকে
- বিবর্তনকে
- আবর্তনকে
- আবর্তন ও বিবর্তন উভয়কে
আবর্তন ও বিবর্তন উভয়কে
Q20. A বচনের সরল আবর্তন সম্ভব যদি –
- বাক্যাট সংশ্লেষক হয়
- বাক্যটি বিশ্লেষক হয়
- সংশ্লেষক বা বিশ্লেষক হয়
- কোনোটিই নয়
বাক্যটি বিশ্লেষক হয়
Q21. ভূত নেই’ – বচনটির বুলীয় ভাষ্য হল –
- S = 0
- Sp = 0
- SP = 0
- S̄ = 0
S = 0
Q22. উপমাযুক্তির ভিত্তি হল –
- পর্যবেক্ষণ
- পরীক্ষণ
- সাদৃশ্য
- কার্যকারণ
সাদৃশ্য
Q23. অপসারণের যে সূত্রের উপর ভিত্তি করে অন্বয়ী পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে তা হল –
- প্রথম সূত্র
- দ্বিতীয় সূত্র
- তৃতীয় সূত্র
- কোনোটিই নয়
প্রথম সূত্র
Q25. লৌকিক আরোহানুমানের অপর নাম –
- বৈজ্ঞানিক আরোহানুমান
- অবৈজ্ঞানিক আরোহানুমান
- সাদৃশ্যমূলক আরোহানুমান
- পূর্ণ গণনামূলক আরোহানুমান
অবৈজ্ঞানিক আরোহানুমান
Q26. গ্রাহক-এর ব্যবহার সর্বপ্রথম করেন –
- অ্যারিস্টট্ল
- প্লেটো
- জন ভেন
- জর্জ বুল
অ্যারিস্টট্ল
Q27. অরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলে –
- সত্যতা
- সম্ভাব্যতা
- আরোহমূলক ঝাঁপ
- অবরোহমূলক লাফ
আরোহমূলক ঝাঁপ
Q28. মিলের যে পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয় তা হল –
- অন্বয়ী পদ্ধতি
- যুগ্ম পদ্ধতি
- সহপরিবর্তন পদ্ধতি
- ব্যতিরেকী পদ্ধতি
যুগ্ম পদ্ধতি
Q29. সাধারণত বচন হল –
- প্রশ্নসূচক
- আদেশসূচক
- ইচ্ছা প্রকাশক
- ঘোষক-বাক্য
ঘোষক-বাক্য
Q30. আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা –
- সত্য
- মিথ্যা
- সম্ভাব্য
- সুনিশ্চিত
সম্ভাব্য
WB HS Class 12 Philosophy Mock Test Set-2|ক্লাস 12 দর্শন-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর|West Bengal HS Class 12 Philosophy MCQ Question Answer
Q31. ______বচনের সরল আবর্তন অবৈধ –
- A
- E
- I
- O
A
Q32. সরল বা অযৌগিক বচনের অংশ হল –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
তিনটি
Q33. বিশেষ বচনে অব্যাপ্য হয় –
- উদ্দেশ্য
- বিধেয়
- উভয়ই
- কোনোটিই নয়
উদ্দেশ্য
Q34. বচনের বিরোধানুমান কয় প্রকার? –
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
চার প্রকার
Q35. I বচন সত্য হলে O বচনের সত্যমূল্য হবে –
- সত্য
- মিথ্যা
- আপতিক
- স্ববিরোধী
আপতিক
Q36. DATISI কোন্ সংস্থানের বৈধমূর্তি ? –
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
তৃতীয়
Q37. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদকে বলে –
- পক্ষপদ
- হেতুপদ
- সাধ্যপদ
- সংযোজক
সাধ্যপদ
Q38. বুলীয় ভাষ্য অনুযায়ী কোন্ বিরোধিতাটি একমাত্র বৈধ? –
- বিপরীত
- অধীন-বিপরীত
- অসম
- বিরুদ্ধ
বিরুদ্ধ
Q39. শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হল –
- S = 0
- S ≠ 0
- SP = 0
- S ≠ P
S = 0
Q40. আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল –
- কারণ ও কার্য
- প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি
- পর্যবেক্ষণ ও পরীক্ষণ
- আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত
পর্যবেক্ষণ ও পরীক্ষণ
Q41. বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদ্দেশ্য কী? –
- যুক্তির আকারকে ঠিক রাখা
- অর্থকে ঠিক রাখা
- যুক্তির যুক্তিবাক্যকে প্রতিপাদন করা
- কার্যকারণ সম্বন্ধকে নির্ণয় করা
কার্যকারণ সম্বন্ধকে নির্ণয় করা
Q42. উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল –
- দৃষ্টান্তের সংখ্যা
- প্রাসঙ্গিকতা
- বৈসাদৃশ্য
- সাদৃশ্য
প্রাসঙ্গিকতা
Q43. বুলীয় ভাষা অনুসারে সামান্য বচনগুলি প্রকৃতিগতভাবে _______________প্রকৃতির –
- প্রাকল্পিক
- বৈকল্পিক
- সংযৌগিক
- দ্বি-প্রাকল্পিক
প্রাকল্পিক
Q44. সাংকেতিক যুক্তিবিজ্ঞানে ‘সংশ্লেষমূলক বচন’ বলা হয় –
- প্রাকল্পিক বচন
- বৈকল্পিক বচন
- দ্বি-প্রাকল্পিক বচন
- সংযৌগিক বচন-কে
প্রাকল্পিক বচন
WB HS Class 12 Philosophy Mock Test Set-2|ক্লাস 12 দর্শন-এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর|West Bengal HS Class 12 Philosophy MCQ Question Answer
Q45. বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়_______স্তরের মধ্যে দিয়ে –
- পাঁচটি
- তিনটি
- সাতটি
- ছয়টি
সাতটি
Q46. মিলের পদ্ধতিগুলির মধ্যে ‘পরীক্ষামূলক পদ্ধতি’ নামে পরিচিত –
- অন্বয়ী
- ব্যতিরেকী
- সহপরিবর্তন
- পরিশেষ পদ্ধতি
ব্যতিরেকী
Q47. কোনটি পরিমাণজ্ঞাপক বচন ? –
- প্রাকল্পিক বচন
- বৈকল্পিক বচন
- নঞর্থক বচন
- সামান্য বচন
সামান্য বচন
Q48. মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা থাকে –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
দুটি
Q49. স্বাস্থ্য হয় সুখের আকর, অতএব অস্বাস্থ্য হয় দুঃখের আকর’ – এটি কীরূপ অনুমান? –
- সম আবর্তন
- অসম আবর্তন
- বিবর্তন
- বস্তুগত বিবর্তন
বস্তুগত বিবর্তন
Q50. কেবল সত্য বা মিথ্যা হতে পারে –
- পদ
- শব্দ
- যুক্তি
- বচন
বচন
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট