WB HS Class 12 History Mock Test Set-2(MCQ Question Answer)| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি(ক্লাস-১২) ইতিহাস মক টেস্ট সেট-২|ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন- উত্তর– ইতিহাসের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক ইতিহাসের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
WB HS Class 12 History Mock Test Set-2| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি(ক্লাস-১২) ইতিহাস মক টেস্ট সেট-২|ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন- উত্তর
Q1. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –
- মাউন্টব্যাটেন
- এটলি
- ক্যানিং
- ওয়ারেন হেস্টিংস
মাউন্টব্যাটেন
Q2. ‘আজাদ হিন্দ সরকার ’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ? –
- টোকিওতে
- ব্যাংককে
- রেঙ্গুনে
- সিঙ্গাপুরে
সিঙ্গাপুরে
Q3.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –
- উড্রো উইলসন
- হুভার
- রুজভেল্ট
- ট্রুম্যান
রুজভেল্ট
Q4. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন মার্কিন রাস্ট্রপতি ছিলেন –
- উইন্সটন চার্চিল
- লিনলিথগো
- ক্লেমেন্ট এটলি
- স্ত্যাফোর্ড ক্রিপস
উইন্সটন চার্চিল
Q5. গণ পরিষদের প্রথম অধিবেশন বসে –
- কলকাতায়
- বোম্বাইয়ে
- দিল্লিতে
- অমৃতসরে
দিল্লিতে
Q6. ভারতে নৌ- বিদ্রোহের সূচনা হয় –
- ১৯৪০ সালে
- ১৯৪২ সালে
- ১৯৪৪ সালে
- ১৯৪৬ সালে
১৯৪৬ সালে
Q7. ওয়াশিংটন চুক্তি সাক্ষরিত হয় –
- ১৯২১ সালে
- ১৯২৫ সালে
- ১৯৩৯ সালে
- ১৯৪৫ সালে
১৯২১ সালে
Q8. কোন আন্দোলনের স্লোগান ছিল ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে ’ ? –
- বঙ্গভঙ্গ
- আইন অমান্য
- ভারত ছাড়ো
- অসহযোগ
ভারত ছাড়ো
Q9. ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
- ড. সুকর্ণ
- বেন বেল্লা
- হো –চি –মিন
- সান ইয়াং সেন
হো –চি –মিন
Q10. গান্ধিজি ‘ফেলপার ব্যাংকের ওপর আগামী তারিখের চেক ’ বলে মন্তব্য করেছেন –
- পাকিস্তান প্রস্তাবকে
- আগস্ট প্রস্তাবকে
- ক্রিপস প্রস্তাবকে
- লাহোর প্রস্তাবকে
ক্রিপস প্রস্তাবকে
Q11. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
- বি আর আম্বেদকার
- জওহরলাল নেহেরু
- গান্ধিজি
- ড. রাজেন্দ্র প্রসাদ
ড. রাজেন্দ্র প্রসাদ
Q12. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন –
- লর্ড আরউইন
- ওয়াভেল
- লিনলিথগো
- মাউন্টব্যাটেন
লিনলিথগো
Q13. সুভাষ চন্দ্র দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন –
- হরিপুরা অধিবেশনে
- ত্রিপুরি অধিবেশনে
- লাহোর অধিবেশনে
- কলকাতা অধিবেশনে
ত্রিপুরি অধিবেশনে
Q14. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা ? –
- ইংরেজ
- ওলন্দাজ
- ফরাসি
- পোর্তুগিজ
ওলন্দাজ
Q15. পুন্নাপ্রা ভায়লার অভ্যুত্থান হয়েছিল –
- ১৯৪২ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৭ সালে
- ১৯৫০ সালে
১৯৪৬ সালে
Q16. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –
- স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
- লর্ড ওয়াভেল
- এ ভি আলেকজান্ডার
- লর্ড পেথিক লরেন্স
লর্ড ওয়াভেল
Q17. মুসলিম লিগ প্রতিষ্ঠা হয়েছিল _______ খ্রিষ্টাব্দে । –
- ১৯১৫
- ১৯০৩
- ১৯০৬
- ১৯০৯
১৯০৬
Q18. ভাইকমের ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
- ড. আম্বেদকার
- এ.কে.গোপালন
- জ্যোতিবা ফুলে
- কে পি কেশব মেনন
কে পি কেশব মেনন
Q19. হিন্দু পাইয়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন –
- নব্যবঙ্গ
- প্রার্থনা সমাজ
- আর্য সমাজ
- ব্রাম্ভ সমাজ
নব্যবঙ্গ
Q20. দিয়েন –বিয়েন –ফু –এর যুদ্ধ সংঘটিত হয় –
- 1945 খ্রিষ্টাব্দে
- 1954 খ্রিষ্টাব্দে
- 1948 খ্রিষ্টাব্দে
- 1950 খ্রিষ্টাব্দে
1954 খ্রিষ্টাব্দে
Q21. গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন –
- জহরলাল নেহেরু
- ড. রাজেন্দ্র প্রসাদ
- গান্ধিজি
- সরদার প্যাটেল
ড. রাজেন্দ্র প্রসাদ
Q22. লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় –
- 1919 খ্রিষ্টাব্দে
- 1915 খ্রিষ্টাব্দে
- 1916 খ্রিষ্টাব্দে
- 1906 খ্রিষ্টাব্দে
1916 খ্রিষ্টাব্দে
Q23. ‘সোশ্যালিস্ট’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- এস এ ডাঙ্গে
- সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
- মুজাফফার আহমেদ
- পি সি যোশী
এস এ ডাঙ্গে
Q24. ‘The New Nature Of History’ গ্রন্থটি কার লেখা ?
- জেমস মিল
- আর্থার মারউইক
- ভিনসেন্ট স্মিথ
- র্যাঙ্কে
আর্থার মারউইক
Q25. ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ কে প্রতিষ্ঠা করেন ?
- রাজা রামমোহন রায়
- রাধাকান্ত দেব
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
WB HS Class 12 History Mock Test Set-2| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি(ক্লাস-১২) ইতিহাস মক টেস্ট সেট-২|ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন- উত্তর |
Q26. যিনি সিমলা দৌত্যের নেতৃত্ব দেন তিনি হলেন –
- গান্ধিজি
- জিন্না
- আগা খাঁ
- আহমদ খাঁ
আগা খাঁ
Q27. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ –এই স্লোগান তুলেছিল –
- চিন
- ফ্রান্স
- রাশিয়া
- জাপান
জাপান
Q28. ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট পালিত হয় 1919 সালের –
- 6 এপ্রিল
- 13 এপ্রিল
- 9 আগস্ট
- 2 অক্টোবর
6 এপ্রিল
Q29. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন –
- শিবনাথ শাস্ত্রী
- রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- দেবেন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
Q30.সুভাষ ব্রিগেডের প্রধান ছিলেন –
- সুভাষচন্দ্র বসু
- শাহনওয়াজ খান
- জি এস ধীলন
- রশিদ আলি
শাহনওয়াজ খান
Q31. ‘যতদূর মনে পড়ে’ কার আত্মজীবনী ?
- মণিকুন্তলা সেন
- মান্না দে
- জ্যোতি বসু
- আশালতা সরকার
জ্যোতি বসু
Q32. লিনলিথগোর প্রস্তাবকে বলা হয় –
- ক্রিপস প্রস্তাব
- আগস্ট প্রস্তাব
- লাহোর প্রস্তাব
- ক্যাবিনেট প্রস্তাব
আগস্ট প্রস্তাব
Q33. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –
- স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
- লর্ড ওয়াভেল
- এ ভি আলেকজান্ডার
- লর্ড পেথিক লরেন্স
লর্ড ওয়াভেল
Q34. বিদ্যাসাগরকে ‘Traditional Modernizer’ বলেছেন –
- সুমিত সরকার
- বিপান চন্দ্র
- অমলেশ ত্রিপাঠী
- রামমোহন রায়
অমলেশ ত্রিপাঠী
Q35. তেভাগা আন্দোলনের নেতা ছিলেন –
- চারু মজুমদার
- দিগম্বর বিশ্বাস
- জোয়া ভগত
- গান্ধিজি
চারু মজুমদার
Q36. ‘শতফুল বিকশিত হোক’ উক্তিটি কার ?
- মাও- সে -তুং
- সান –ইয়াৎ-সেন
- লি –তা –চাও
- চিয়াং –কাই –শেক –এর
মাও- সে -তুং
Q37. ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলা হয় –
- মার্শ ম্যান
- হিকি
- রামমোহন রায়
- ডিরোজিও
রামমোহন রায়
Q38. সনদ আইন পাশ হত –
- ১০ বছর অন্তর
- ২০ বছর অন্তর
- ৩০ বছর অন্তর
- ৪০ বছর অন্তর
২০ বছর অন্তর
Q39. ‘একাত্তরের ডায়েরী’ লিখেছেন –
- সুফিয়া কামাল
- হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
- দক্ষিণারঞ্জন বসু
- আশালতা সরকার
সুফিয়া কামাল
Q40. ‘ইতিহাসের দূর্ভাগ্য যে , ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না, -কথাটি বলেছেন –
- জে বি বিউরি
- মার্ক ব্লথ
- জর্জ হেগেল
- ইমান্যুয়েল কান্ট
জর্জ হেগেল
Q41.আধুনিক ভারতের ইরাসমাস অভিধায় ভূষিত করা হয়-
- রাজা রামমোহন রায়কে
- দেবেন্দ্রনাথ ঠাকুরকে
- কেশবচন্দ্র সেনকে
- ডিরোজিওকে
রাজা রামমোহন রায়কে
Q42. শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন –
- সিডিশন কমিশন
- হান্টার কমিশন
- হুইটলি কমিশন
- সাইমন কমিশন
হুইটলি কমিশন
Q43. এশিয়ার আলো বলা হয়-
- মহত্মা গান্ধিকে
- জহরলাল নেহেরুকে
- সুভাষচন্দ্র বসুকে
- সর্দার বল্লভভাই প্যাটেলকে
জহরলাল নেহেরুকে
Q44. র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন –
- গান্ধিজি
- জহরলাল নেহেরু
- বল্লভভাই প্যাটেল
- মানবেন্দ্রনাথ রায়
মানবেন্দ্রনাথ রায়
Q45. ‘The Quit India Movement’ গ্রন্থটির লেখক হলেন –
- অরুণচন্দ্র ভুঁইয়া
- বিপান চন্দ্র
- সুমিত সরকার
- জুডিথ ব্রাউন
অরুণচন্দ্র ভুঁইয়া
Q46. ‘দ্য স্পিরিট অফ ইসলাম’ গ্রন্থটির লেখক হলেন –
- মন্তেস্কু
- চৌধুরি রহমৎ আলি
- আবুল কালাম আজাদ
- সৈয়দ আমির আলি
সৈয়দ আমির আলি
Q47. ‘ডেকান এডুকেশন সোসাইটি’ স্থাপন করেন –
- কেশব চন্দ্র সেন
- মহাদেভ গোবিন্দ রানাডে
- দয়ানন্দ সরস্বতী
- অ্যানি বেসান্ত
মহাদেভ গোবিন্দ রানাডে
Q48. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর –
- প্লেটোর জাদুঘর
- আলেকজান্দ্রিয়ার জাদুঘর
- ক্যাপিটোলাইন জাদুঘর
- এননিগালডি –নান্নার জাদুঘর
এননিগালডি –নান্নার জাদুঘর
Q49. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ?
- গিরনি কামগার ইউনিয়ন
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
- মাদ্রাজ লেবার ইউনিয়ন
মাদ্রাজ লেবার ইউনিয়ন
Q50. বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন –
- ম্যালেসন
- মেজর অ্যাডামস্
- আয়ার কূট
- কাউন্ট লালি
মেজর অ্যাডামস্
WB HS Class 12 History Mock Test Set-2| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি(ক্লাস-১২) ইতিহাস মক টেস্ট সেট-২|ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন- উত্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট
WB HS Class 12 History Mock Test Set-2| উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি(ক্লাস-১২) ইতিহাস মক টেস্ট সেট-২|ক্লাস 12 ইতিহাস MCQ প্রশ্ন- উত্তর