WB JEXPO 2019 Question Paper With Detailed Solution pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution |ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
1. যে ধাতুটি লঘু HCL এর সাথে বিক্রিয়ায় H2 দেয় তা হল ।
(i) Au
(ii) Ag
(iii) Pt
(iv) Al
Ans: (iv) Al
2. যদি একটি ভগ্নাংশের লব এর সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশের মান 1 হয় । যদি ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশের মান ½ হয় , ভগ্নাংশ টি হল
(i) ½
(ii) 3/5
(iii) 2/3
(iv) 2/5
Ans: (iii) 2/3
সমাধানঃ ধরি ভগ্নাংশটি হল x/y
প্রশ্নানুসারে,
(x+1)/y=1 ——–(i)
x/(y+1)=1/2 ——-(ii)
(i) নং সমীকরণ থেকে পাই,
X+1=y——(iii)
(ii) নং সমীকরণ থেকে পাই,
2x=y+1
বা, y= 2x-1—— (iv)
(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে y এর মাণ তুলনা করে পাই,
X+1=2x-1
বা, -x=-2
বা, x=2
X এর মাণ (iii) নং সমীকরণে বসিয়ে পাই ,
Y=3
∴ ভগ্নাংশ টি হল x/y = 2/3
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
3. ksina=√3,k cosa=1 যেখানে k>0এবং 0≤a≤90 তাহলে k এবং a এর মান কত ?
(i) k=2, a =60
(ii) k=2, a=30
(iii) k=√10 , a=60
(iv) k=√10, a=30
Ans: (i) k=2, a =60
সমাধানঃ
ksina = √3 ——(i)
k cosa =1 ——(ii)
(i) নং ও (ii) নং সমিকরণ কে বর্গ করে যোগ করে পাই ,
আবার (i) নং সমীকরণকে (ii) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই,
4. সিলিকন হল একটি
(i) অর্ধপরিবাহী
(ii) অন্তরক
(iii) অপরিবাহী
(iv) পরিবাহী
Ans: (i) অর্ধপরিবাহী
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
5. যদি secϴ+tanϴ=x , তাহলে tanϴ হল
(i) (x2+1)/x
(ii) (x2-1)/x
(iii) (x2+1)/x
(iv) (x2-1)/2x
Ans: (iv) (x2-1)/2x
সমাধানঃ
secϴ+tanϴ =x —- (i)
আবার , sec 2ϴ – tan2ϴ =1
বা, (secϴ+tanϴ)(secϴ-tanϴ) = 1
বা, (secϴ-tanϴ)= 1/x [ (i) নং থেকে ]
∴ tanϴ
= ½[(secϴ+tanϴ)-(secϴ-tanϴ)]
= ½(x-1/x)
= (x2-1)/2x
6. যদি R = (S+T)P/3 , তাহলে T এর সমতুল্য
(i) (3R-S)/P
(ii) PR/3 –S
(iii) 3R/P +S
(iv) 3R/P –S
Ans: (iv) 3R/P –S
সমাধানঃ
R = (S+T)P/3
বা, 3R = (S+T)P
বা, (3R/P)-S = T
7. একজন 4 কিমি প্রতি ঘণ্টা বেগে সাইকেল চালায় । যদি সে 45 মিনিট সাইকেল চালানোর পর 15 মিনিট বিরতি নেয় , তবে 12 কিমি অতিক্রম করতে তাঁর কত সময় লাগবে ?
(i) 4 ঘণ্টা 35 মিনিট
(ii) 4 ঘণ্টা
(iii) 3 ঘণ্টা
(iv) 3 ঘণ্টা 45 মিনিট
Ans: (iv) 3 ঘণ্টা 45 মিনিট
সমাধানঃ
গতিবেগ = 4 কিমি / ঘণ্টা
45 মিনিটে অতিক্রম করে = (45/60✕4 ) কিমি = 3 কিমি
বাকি পথ = 12-3=9 কিমি
∴ 9 কিমি পথ অতিক্রম করতে সময় লাগবে = 9/4 ঘণ্টা = 2 ঘণ্টা 15 মিনিট
∴ মোট সময় লাগে = 2 ঘণ্টা 15মিনিট + 45 মিনিট + 15 মিনিট = 3 ঘণ্টা 15 মিনিট
8. সমতল আয়না দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব
(i) সদ ও সোজা
(ii) সদ ও উল্টো
(iii) অসদ ও সোজা
(iv) অসদ ও উল্টো
Ans: (iii) অসদ ও সোজা
9. তারের রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক
(i) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
(ii) রোধাঙ্ক
(iii) দৈর্ঘ্য
(iv) উষ্ণতা
Ans: (i) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
10. নির্দেশক হিসাবে কাজে লাগে না এমন বস্তুটি হল
(i) ফেনলপথ্যালিন
(ii) টলুইন
(iii) মিথাইল রেড
(iv) মিথাইল অরেঞ্জ
Ans: (ii) টলুইন
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
11. (3 0 y )2✕2 (xy)0 = ?
(i) 18 y2
(ii) 36xy3
(iii) 2y2
(iv) 6xy2
Ans: (iii) 2y2
সমাধানঃ
(3 0 y )2 ✕ 2 (xy)0
= 2y2 [ যেহেতু a 0 =1 ]
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণির বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
12. ABC ত্রিভুজে AB = BC , B = x°এবং A = (2x-20)° তাহলে B = ?
(i) 30°
(ii) 40°
(iii) 44°
(iv) 64°
Ans: (iii) 44°
সমাধান
প্রদত্ত AB=BC
∴ A=C=(2x-20)°
এবং A+B+C=180°
বা, 2A+B=180° , [ A =C ]
বা, 2(2x-20)°+x°=180°
বা, 4x-40°+x°=180°
বা, 5x°=180°+40°
বা, x°=220°/5
বা, x°=44°
13.দুটি সংখ্যার একটি তৃতীয় সংখ্যা থেকে 30% কম ও অন্যটি তৃতীয় সংখ্যা থেকে 37% কম । দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ কম ?
(i) 7%
(ii) 10%
(iii) 4%
(iv) 3%
Ans: (ii) 10%
সমাধানঃ
ধরি তৃতীয় সংখ্যা 100
∴ প্রথম সংখ্যা = 100-30=70
এবং দ্বিতীয় সংখ্যা = 100-37=63
দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় [(70-63)/70✕100] % কম
= 7/70✕100% কম
= 10% কম
14. রাম ও শ্যামের বয়সের পার্থক্য 16 বছর । 6 বছর আগে শ্যামের বয়স রামের বয়সের 3 গুন ছিল , তাদের বর্তমান বয়স কত ?
(i) 14বছর, 30বছর
(ii) 12বছর , 28বছর
(iii) 16বছর , 34বছর
(iv) 18 বছর, 38বছর
Ans: (i) 14বছর, 30বছর
সমাধানঃ
ধরি রামের বয়স xবছর
∴ শ্যামের বয়স = (x+16) বছর
6 বছর আগে রামের বয়স = (x-6) বছর
6 বছর আগে শ্যামের বয়স = (x+16)-6 = (x+10) বছর
শর্তানুসারে,
X+10 = 3(x-6)
বা, x+10=3x-18
বা, x-3x= -10-18
বা, -2x = -28
বা, x =14
∴ রামের বয়স = 14 বছর
শ্যামের বয়স = 14+16= 30 বছর
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
15.ওয়েল্ডিং এর উদ্দেশ্যে কোন গ্যাস ব্যাবহিত হয়?
(i) C2H2
(ii) C2H4
(iii) C4 H10
(iv) CH4
Ans: (i) C2H2
16. শব্দের তীক্ষ্ণতা যাহার উপর নির্ভর করে তা হল
(i) বিস্তার
(ii) তরঙ্গ দৈর্ঘ্য
(iii) কম্পাঙ্ক
(iv) গতিবেগ
Ans: (iii) কম্পাঙ্ক
17. তিন মুদ্রাকে টস করা হল । সর্বাধিক দুটি টেল পড়ার সম্ভবনা নির্ণয় করো ।
(i) 7/8
(ii) 1/8
(iii) 2/8
(iv) 4/8
Ans: (iv) 4/8
সমাধানঃ
ধরাযাক একটি ঝোঁক শূন্য মুদ্রা একবার টস করা হলে হেড ও টেল পড়ার ঘটনাকে যথাক্রমে H ও T দ্বারা সূচিত করা হল ।
সমসম্ভব পরীক্ষার নমুনাদেশ S হলে ,
S = { HHH,HHT,HTH,HTT,THH,THT,TTH,TTT}
∴ n(S) = নমুনাদেশ S এর অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা = 8
ধরাযাক A সেট দ্বারা দুটি টেল পড়ার ঘটনা সূচিত হয়
∴ A= {HTT,THT,TTH,TTT}
∴ n(A) =4
সুতরাং সম্ভবনার গাণিতিক সংজ্ঞা থেকে পাই ,
P(A) = n(A)/n(S)= 4/8
WB JEXPO 2019 QUESTION PAPER WITH DETAILED SOLUTION PDF| JEXPO 2019 QUESTION PAPER WITH ANSWER KEY PDF DOWNLOAD|WB JEXPO PREVIOUS YEAR PAPERS SOLUTION | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
18. নিম্নলিখিত কোনটি দিয়ে শব্দ অপেক্ষা দ্রুতগামী উড়োজাহাজের দ্রুতি ব্যাপ্ত করা হয় ?
(i) ম্যাক সংখ্যা
(ii) ডেসিবেল
(iii) হার্জ
(iv) ওয়াট
Ans: (i) ম্যাক সংখ্যা
19. 20∘C উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ
(i) 367মিটার / সেকেন্ড
(ii) 331 মিটার / সেকেন্ড
(iii) 3847 মিটার / সেকেন্ড
(iv) 1505 মিটার / সেকেন্ড
Ans: (ii) 331 মিটার / সেকেন্ড
20. নিম্নলিখিত চারটি সমীকরণ (A) ,(B) ,(C) এবং (D) কোন সমীকরণটি বাকি তিনটি সমিকরণ থেকে আলাদা ?
(i) (A+B)2-4AB
(ii) (A-B)2 +4AB
(iii) A2+B2 -4AB+2AB
(iv) A2-B2+2B(B-A)
Ans: (ii) (A-B)2 +4AB
সমাধানঃ
(i) (A+B)2-4AB = (A-B)2
(ii) (A-B)2 +4AB = (A+B)2
(iii) A2+B2 -4AB+2AB
= A2+B2-2AB
= (A-B)2
(iv) A2-B2+2B2-2AB
= A2+B2-2AB
=(A-B)2
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
21. আপেক্ষিক ঘনত্ত্বের মাত্রাভিত্তিক সংকেত
(i) [ M0L0T0]
(ii) [M0LT0]
(iii) [MLT]
(iv) [ML0T-1]
Ans: (i) [ M0L0T0]
22.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাঁর প্রস্থের চেয়ে 12 সেমি বেশি এবং ইহার পরিসিমার মান 200 সেমি । কোনও বৃত্তের ব্যাসের মান কত হলে বৃত্তের ক্ষেত্রফল ঐ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হবে ?
(i) 44 সেমি
(ii) 56 সেমি
(iii)28 সেমি
(iv) 45 সেমি
Ans: (ii) 56 সেমি
সমাধানঃ
ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x সেমি ।
∴আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (x+12) সেমি
শর্তানুসারে ,
2(x+x+12) = 200
বা, 2x+12=100
বা, 2x = 100-12
বা, x = 88/2
বা, x =44
∴আয়তক্ষেত্রের প্রস্থ = 44 সেমি
এবং দৈর্ঘ্য = 44+12= 56 সেমি
সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 56 ´ 44 বর্গ সেমি
= 2464 বর্গ সেমি
এখন বৃত্তের ক্ষেত্রফল = 2464 বর্গ সেমি
সুতরাং ,
∴ব্যাস = 2✕28 = 56 সেমি
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণির বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
23. NaCl এবং আয়োডিন এর মিশ্রণকে পৃথক করা যায়
(i) পরিস্রুতিকরন
(ii) ঊর্ধ্বপাতন
(iii) পাতন
(iv) দ্রবিভূতকরন
Ans: (ii) ঊর্ধ্বপাতন
24. 0.87 গ্রাম MnO2 ও অতিরিক্ত গাঢ় HCL এর বিক্রিয়ায় প্রাপ্ত Cl2 গ্যাসের STP তে আয়তন হল
(i) 229 মিলি লিটার
(ii) 2.24 লিটার
(iii) 8.4 লিটার
(iv) 112 মিলিলিটার
Ans: (iii) 8.4 লিটার
25.(6,4) এবং (1,-7) বিন্দুদুটির সংযোগকারী রেখাটি x অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা হল
(i) 1:3
(ii) 2:7
(iii) 4:7
(iv) 6:7
Ans: (iii) 4:7
সমাধানঃ
ধরি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয় ।
∴ ছেদবিন্দুর সমীকরণ = ( m+6n/m+n , -7m+4n/m+n)
যেহেতু বিন্দুটি x অক্ষের ওপর অবস্থিত
∴ -7m+4n/m+n =0
বা, -7m+4n= 0
বা, -7m= -4n
বা, m:n = 4 : 7
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
26. 250 ও 1000 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি হল
(i) 157365
(ii) 153657
(iii) 156375
(iv) 155637
Ans: (iii) 156375
সমাধানঃ
250 ও 1000 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি
252 + 255 + 258 + 261+264+……..+999
এই শ্রেণীটি একটি সমান্তর প্রগতি শ্রেণী
a = 252
d = 3
tn= 999
ধরি পদসংখ্যা = n
∴ a+(n-1)d = 999
বা, 252 + (n-1)(3) = 999
বা, (n-1) (3) = 999-252
বা, (n-1) (3) = 747
বা, (n-1) = 249
বা, n= 250
Sn= n/2{2a+(n-1)d}
= 250/2 {2(252)+ 249(3)}
= 125 (504+747)
= 125 ✕1251
= 156375
27. Cu এবং (1:1) HNO3 শীতল অবস্থায় বিক্রিয়া করলে উৎপন্ন গ্যাস
(i) N2
(ii) N2O
(iii) NO2
(iv) NO
Ans: (iii) NO2
28.ax2-11x+40=0 এই দ্বিঘাত সমীকরণের বীজ এর সমষ্টির মান 1.1 হলে ঐ দুটি বীজের গুনফলের মান কত?
(i) 4
(ii) 4.2
(iii) 8
(iv) উপরের কোনোটি নয়
Ans: (i) 4
সমাধানঃ
ax2-11x+40=0 সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি
= 11/a
∴ 11/a= 1.1
বা, a= 10
∴ বীজদ্বয়ের গুনফল = 40/a = 40/10 = 4
29.
(i) 3
(ii) 4
(iii) 6
(iv) 4
Ans: (ii) 4
সমাধানঃ
বা, x2 = 12+x
বা, x2 –x -12 =0
বা, x2-4x+3x-12=0
বা, x(x-4)+3(x-4)=0
বা, (x-4)(x+3)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় (x-4) =0
বা, x= 4
অথবা , (x+3)=0
বা, x= -3
∴ x এর মাণ = 4 কারণ এক্ষেত্রে ঋণাত্মক মাণ সম্ভব নয় ।
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
30.একটি সমান্তর প্রগতির নবম রাশির মান 449 এবং 449 তম রাশির মান 9 হলে ঐ প্রগতির কত তম রাশির মান শূন্য হবে ?
(i) 508th
(ii) 458th
(iii) 501th
(iv) উপরের কোনোটি নয়
Ans: (ii) 458th
সমাধানঃ
t9 = 449 ——(i)
t449 = 9 ——–(ii)
ধরি সমান্তর প্রগতির প্রথম পদ = a এবং সাধারণ অন্তর = d
শর্তানুসারে ,
a+(9-1)d = 449
বা, a+8d = 449 —–(iii)
আবার , a+ (449-1)d= 9
বা, a+448d= 9—–(iv)
(iv)নং সমীকরণকে (iii) নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই,
440d = -440
বা, d = -1
(iii) নং সমীকরণ থেকে পাই ,
A+ 8(-1) = 449
বা, a = 457
ধরি রাশিটির n তম পদের মাণ শূন্য হবে
সুতরাং , 457 + (n-1)(-1) =0
বা, 457 –n +1 =0
বা, n = 458
∴ সমান্তর শ্রেণীটির 458 তম পদের মাণ শূন্য হবে ।
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
31.NH3 কোন বিক্রিয়ায় বানানো যায় না?
(i) Al+NaOH+NaNO3+H2O
(ii) NH4NO2 + Heat
(iii) NH4NO3+NaOH
(iv) Mg3N2 + H2O
Ans: (ii) NH4NO2 + Heat
32. দুটি সংখ্যার অনুপাত 5:6 । সংখ্যা দুটির গসাগু যদি 4 হয় তাহলে তাদের লসাগু হবে
(i) 90
(ii) 96
(iii) 120
(iv) 150
Ans: (iii) 120
সমাধানঃ
ধরি দুটি সংখ্যা হল 5x ও 6x
যেহেতু দুটি সংখ্যার গসাগু 4
∴ সংখ্যা দুটি হল 20 এবং 24
সংখ্যা দুটির লসাগু = 120
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
33. পিতল নিম্নলিখিত ধাতুগুলির সংকর
(i) Al,Cu
(ii) Cu ,Ni
(iii) Cu ,Sn
(iv) Cu , Zn
Ans: (iv) Cu , Zn
34.ত্বরণ একটি ভেক্টর রাশি যা নির্দেশ করে এর মাণ
(i) সর্বদায় ঋণাত্মক
(ii) সর্বদায় ধনাত্মক
(iii) শূন্য
(iv) ঋণাত্মক , ধনাত্মক বা শূন্য হতে পারে
Ans: (iv) ঋণাত্মক , ধনাত্মক বা শূন্য হতে পারে
35. শ্রেণী সমবায় বিন্যাসের একটি বর্তনীর তিনটি রোধের মাণ 14ohm , 250ohm এবং 220ohm । বর্তনীর মোট রোধ
(i) 330 ohm
(ii) 610ohm
(iii) 720 ohm
(iv) 810 ohm
Ans: (ii) 610 ohm
সমাধানঃ
R1 , R2, R3 তিনটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ R = R1+R2+R3
এক্ষেত্রে তুল্য রোধ R = 140+250+220 = 610 ohm
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
36.আলোক সম্পর্কিত তারার মিটমিট করার কারণ
(i) বায়ুমণ্ডলীয় প্রতিফলন
(ii) পূর্ণ প্রতিফলন
(iii) বায়ুমণ্ডলীয় প্রতিসরন
(iv) পূর্ণ প্রতিসরন
Ans: (iii) বায়ুমণ্ডলীয় প্রতিসরন
37.নিউক্লিয়ার বিক্রিয়ায় গ্রাফাইট যা হিসাবে ব্যবহার করা হয়
(i) লুব্রিকেন্ট
(ii) জ্বালানি
(iii) নিউট্রন এর বেগ প্রশমক
(iv) বিক্রিয়ার অন্তরকের আস্তরন
Ans: (iii) নিউট্রন এর বেগ প্রশমক
38. কোন গ্যাস গাড়ো H2SO4 এ দ্রবীভূত হয়ে ওলিয়াম দেয় ?
(i) CO2
(ii) SO3
(iii) SO2
(iv) Cl2
Ans: (ii) SO3
39.রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কীয় পরীক্ষাতে সোনার পাতের পিছনে রাখা পর্দাটি হল
(i) Na2S
(ii) CaC2
(iii) AIN
(iv) ZnS
Ans: (iv) ZnS
40. 100 ও 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 2,3 ও 7 দ্বারা বিভাজ্য হবে ?
(i) 11
(ii) 12
(iii) 14
(iv) নির্ণয় করা সম্ভব নয়
Ans: (ii) 12
সমাধানঃ
2,3 ও 7 এর লসাগু – 42
এখন 100 থেকে 600 এর মধ্যে 42 দ্বারা বিভাজ্য সংখ্যা গুলি হল 126, 168, ………, 588
tn = 588
a+(n-1)d = 588
বা,126+(n-1)42 = 588
বা, (n-1)42= 588-126
বা, (n-1)42= 462
বা, (n-1) = 11
বা, n = 12
41.দুই অঙ্কের একটি সংখ্যার দুই অঙ্কের যোগফল 8 । যদি দুটি অঙ্ক স্থান পরিবর্তন করে তবে সংখ্যাটি 54 বেড়ে যায় । সংখ্যাটি নির্ণয় করো ।
(i) 17
(ii) 19
(iii)21
(iv) 23
Ans: (i) 17
সমাধানঃ
ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x
∴ দশকের ঘরের অঙ্ক (8-x)
∴ সংখ্যাটি হল = 10(8-x)+x = 80-9x
অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে 10x+(8-x)= 8+9x
প্রশ্নানুসারে ,
(8+9x) – (80-9x) = 54
বা, 18x -72 =54
বা, 18x= 72+54
বা, 18x = 126
বা, x = 126/18
বা, x = 7
∴ সংখ্যাটি হল 80-9x= 80- 9(7) = 17
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
42. ____________ এর ভরসংখ্যা সমান কিন্তু নিউক্লীয় তরিতাধান আলাদা ।
(i) আইসোটোন
(ii) আইসোবার
(iii) আইসোটোপ
(iv) আইসোট্রপিক
Ans: (iii) আইসোটোপ
43.আইসোবারিক পরমাণু হোলো
(i) 17Cl 35 , 17 Cl 37
(ii) 6 C 14 , N15
(iii) 18 Ar 40 , 20Ca 40
(iv) 6C 12 , 7N14
Ans: (iii) 18 Ar 40 , 20Ca 40
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
44. শ্যামের কাছে 6 সেমি ব্যাসের একটি ধাতুর নিরেট বল আছে । এটি গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করা হোলো । যদি চোঙের ব্যাসের মাপ বলের ব্যাসের মাপের সমান হয় , তাহলে চোঙের উচ্চতা কত হবে?
(i) 4 সেমি
(ii) 4.5 সেমি
(iii) 6 সেমি
(iv) 8 সেমি
Ans: (i) 4 সেমি
সমাধানঃ
ধরি চোঙের উচ্চতা h সেমি
যেহেতু গোলককে গলিয়ে একটি চোঙ তৈরি করা হয়েছে
∴ তাদের আয়তন সমান হবে
সুতরাং ,
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
45. উৎপাদকে বিশ্লেষণ করোঃ
3a2+3a-18
(i) (a+3)(a-2)
(ii) 3(a-3)(a+2)
(iii) 3(a-3)(a-2)
(iv) 3(a+3)(a-2)
Ans: (iii) 3(a-3)(a-2)
সমাধানঃ
3a2+3a-18
= 3(a2+a-6)
= 3 (a2+3a-2a-6)
= 3{a(a+3)-2(a+3)}
= 3(a+3)(a-2)
46. X এর দীর্ঘের সমতুল্য মাপ
(i) 6 সেমি
(ii) √6 সেমি
(iii) 5√2 সেমি
(iv) 2√5 সেমি
Ans: (iv) 2√5
সমাধানঃ
AEC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ,
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
47. ঋণাত্মক অনুঘটক এর উদাহরণ –
(i) তেলের হাইড্রোজিনেশানে Ni ধাতু
(ii) H2SO4 প্রস্তুতিতে V2O5
(iii) H2O2 উৎপাদনে H2SO4
(iv) NH3 উৎপাদনে MO
Ans: (iii) H2O2 উৎপাদনে H2SO4
48.যদি একটি 800 মিটার রেলগাড়ি 120কিমি / ঘণ্টা গতি নিয়ে একটি বর্গাকার ক্ষেত্র অতিক্রম করতে 1মিনিট সময় নেয় , তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের মাণ নির্ণয় করো ঃ
(i) 1.44 বর্গকিমি
(ii) 4 বর্গ কিমি
(iii) 2 বর্গকিমি
(iv) 2.64 বর্গকিমি
Ans: (i) 1.44 বর্গ কিমি
সমাধানঃ
ধরি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x মিটার
রেলগাড়ির গতি = 120 কিমি/ ঘণ্টা
120 কিমি/ ঘণ্টা =120✕5/18 মিটার / সেকেন্ড = 100/3 মিটার / সেকেন্ড
∴ (800+x)/(100/3) = 60
বা, 800+x= 60✕100/3
বা, 800+x=2000
বা, x= 2000-800
বা, x= 1200
∴ বর্গক্ষেত্র টির বাহুর দৈর্ঘ্য = 1200 m
বর্গক্ষেত্র টির ক্ষেত্রফল = 1200✕1200 sq m = (1200✕1200)/(1000✕1000) =1.44 sq km
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
49.একটি পরীক্ষায় পাস করতে হলে একজন পরীক্ষার্থীকে 55% নাম্বার পেতে হবে । যদি সে 120 নম্বর পায় ও 78 নম্বরের জন্য পাস করতে ব্যর্থ হয়, তাহলে পরীক্ষার মোট নাম্বার ছিল
(i) 300
(ii) 360
(iii) 40
(iv) 320
Ans: (ii) 360
ধরি পরীক্ষার মোট নম্বর x
∴ 55% of x = 120+78
বা, 5x/100 = 198
বা, x = 198✕100/5
বা, x = 360
50. (p/q)2M+2 = (q/p)9-M এতে M এর মাণ কি
(i) 6
(ii) 5
(iii) -7/2
(iv) -11
Ans: (iv) -11
সমাধানঃ
(p/q) 2M+2 = (q/p) 9-M
(p/q) 2M+2 = (p/q) M-9
বা, 2M+2 = M-9
বা, M = -11
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
51.যদি P(x) = ax2+bx+c , তাহলে c/a এর সমতুল্য
(i) 0
(ii) 1
(iii) বীজদ্বয়ের যোগফল
(iv) বীজদ্বয়ের গুনফল
Ans: (iv) বীজদ্বয়ের গুনফল
52.দুটি সম্পূরক কোণের অনুপাত 3:2 । ক্ষুদ্রতর কোনটির মাণ কত ?
(i) 108°
(ii) 81°
(iii) 72°
(iv) 66°
Ans: (iii) 72°
সমাধানঃ
ধরি কোনগুলি হল 3x এবং 2x
∴ 3x+2x = 180
বা, 5x= 180
বা, x= 180/5
বা, x = 36
∴ 2x = 72°
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণির বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
53. কোন রাসায়নিক সারটি জমিকে আম্লিক করে ?
(i) নাইট্রোলিম
(ii) (NH4)2SO4
(iii) ইউরিয়া
(iv) পটাসিয়াম নাইট্রেট
Ans: (ii) (NH4)2SO4
54. কোন সংরক্ষন নীতির ওপর রকেট কাজ করে
(i) বেগ
(ii) ভর
(iii) রৈখিক ভরবেগ
(iv) শক্তি
Ans: (iii) রৈখিক ভরবেগ
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
55. SONAR এ আমরা ব্যাবহার করি
(i) শব্দত্তর শব্দ
(ii) অবশ্রাব্য শব্দ
(iii) বেতার তরঙ্গ
(iv) শ্রবনযোগ্য শব্দতরঙ্গ
Ans: (i) শব্দত্তর শব্দ
56.__________ উত্তল দর্পণের পিছনে থাকে
(i) ফোকাল বিন্দু
(ii) রশ্নী
(iii) সদবিম্ব
(iv) বস্তু
Ans: (i) ফোকাল বিন্দু
57. এর সরল মাণ হল
(i) 7/4
(ii) 4/5
(iii) 5/4
(iv) 3/2
Ans: (iii) 5/4
সমাধানঃ
58. গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি গন্য হয়না
(i) CO2
(ii) CO
(iii) PAN
(iv) CH4
Ans: CO
59.পরিস্কার চুন জল ( সচ্ছ্ব) কে ঘোলা করে গ্যাস টি হল
(i) CO2
(ii) CO
(iii) NH3
(iv) HCL
Ans: (i) CO2
60.
এদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদুটি যথাক্রমে
Ans: (ii)
সমাধানঃ
2,3,6,12 এর লসাগু 12
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
61. 72°40´ এর পরিপূরক হল
(i) 107° 20´
(ii) 27° 20´
(iii) 17° 20´
(iv) 12° 40´
Ans: (iii) 17° 20´
সমাধানঃ
72°40´ এর পরিপূরক = 90- 72°40´ = 17° 20´
62. কস্টিক ক্ষার ও খনিজ অ্যাসিড-এ দ্রাব্য অক্সাইড –
(i) SiO2
(ii) MgO
(iii) CaO
(iv) SO2
Ans: (ii) MgO
63. Al এর আকরিক হল
(i) ক্যালামাইন
(ii) বক্সাইট
(iii) হ্যামেটাইট
(iv) ম্যাগনেটাইট
Ans: (ii) বক্সাইট
64. বায়ু অপেক্ষা হাল্কা গ্যাস
(i) NH3
(ii) H2S
(iii) Cl2
(iv) CO2
Ans: (i) NH3
65. 920 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে
(i) 41
(ii) 31
(iii) 39
(iv) 49
Ans: (i) 41
সমাধানঃ
(30) 2 = 900
এবং (31)²=961
অতএব (30)²=900 ≤ 920 ≤ (31)²=961
অতএব 961-920=41
66. তড়িৎ ক্ষমতার SI একক হল
(i) জুল
(ii) অ্যাম্পিয়ার
(iii) ওয়াট
(iv) ওহম
Ans: (iii) ওয়াট
67.
রেখাচিত্র দুটির ছেদবিন্দুর একমাত্র স্থানাঙ্ক হতে পারে
(i) (-1,2)
(ii) (-1,-2)
(iii) (1,2)
(iv) (2,-1)
Ans: (ii) (-1,2)
68. ওহম এর সূত্র চিত্রিত করে যে রেখা তা হল
(i) সরলরেখা
(ii) কোসাইনের অপেক্ষক
(iii) পরাবৃত্ত
(iv) অধিবৃত্ত
Ans:(i) সরলরেখা
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
69. নিম্নলিখিত কোন আকরিকটির মধ্যে সর্বচ্চ পরিমান ইউরেনিয়াম আছে
(i) রেস্কোলাইট
(ii) থোরিয়াম
(iii) পিচব্লেন্ড
(iv) কানোটাইট
Ans: (iii) পিচব্লেন্ড
70. যদি 5tanϴ =4 হয় তাহলে (5sinϴ-4cosϴ) / (5sinϴ+4cosϴ) – এর মাণ কত ?
(i) 5/3
(ii) 0
(iii) 5/6
(iv) 1/6
Ans: (ii) 0
সমাধানঃ
5tanϴ=4
বা, 5 tanϴ = 4
বা, tanϴ = 4/5
71. নিউটনের বলের সূত্রের সংজ্ঞা
(i) প্রথম গতিসূত্র
(ii) দ্বিতীয় গতিসূত্র
(iii) তৃতীয় গতিসূত্র
(iv) মহাকর্ষীয় সূত্র
Ans: (i) প্রথম গতিসূত্র
72. নিম্নক্ত সমীকরণে a এর স্থানে কোন সংখ্যাটি বসবে
a-796.21+498.05=215.50-425.01
(i) 71.81
(ii) 81.71
(iii) 88.65
(iv) উপরের কোনোটি নয়
Ans: (iii) 88.65
a-796.21+498.05=215.50-425.01
বা, a= 796.21-498.05+215.50+425.01
বা, a= 88.65
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
73. একটি 3 কিগ্রা ভরের বস্তুকে 5m/ sec2 বলে উন্নীত করতে এবং 4m/sec2 ত্বরণে 4 কিগ্রা ভরকে উন্নীত করতে বলের পরিমান
(i) উভয় ক্ষেত্রে শূন্য
(ii) উভয় ক্ষেত্রে সমান
(iii) 3kg ভরের ক্ষেত্রে বেশি
(iv) 4 kg ভরের পক্ষে বেশি
Ans: (iii) 3kg ভরের ক্ষেত্রে বেশি
সমাধানঃ
F = (3✕5) N = 15N
F = (4✕4)N= 16N
∴ 4 kg ভরের পক্ষে বেশি
74. মাণ নির্ণয় করো
(i) 1
(ii) 10
(iii) 100
(iv) 1000
Ans: (iii) 100
75. 0.28 গ্রাম CO তে পরমানুর সংখ্যা
(i) 6.022 ✕ 10 23
(ii) 6.023 ✕10 23
(iii) 1.206✕10 22
(iv) 1.206 ✕ 1023
Ans:
সমাধানঃ
CO এর আনবিক ভর 12+16 =28
28 গ্রাম CO তে পরমাণু সংখ্যা = 6.022✕1023
∴ 0.28 গ্রাম CO তে পরমাণু সংখ্যা = {6.022✕1023 / 28} ✕ 0.28
= 6.022✕1023 / 100
= 6.022✕10 21
76. শব্দের উৎস কোনটি ?
(i) প্রেরক যন্ত্র
(ii) স্পিকারর চাপ
(iii) একটি বস্তুর কম্পন
(iv) একটি বস্তুর তরঙ্গ
Ans: (iii) একটি বস্তুর কম্পন
77. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 4:5 হলে , লভ্যাংশ
(i) 10%
(ii) 20%
(iii) 25%
(iv) 30%
Ans: (iii) 25%
সমাধানঃ
ধরি ক্রয়মূল্য 4x টাকা
এবং বিক্রয়মূল্য 5x টাকা
লাভ = 5x-4x=x টাকা
শতকরা লাভ = x/4×100
= 25%
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
78. x ও y এর ক্ষুদ্রতম মাণ কত হলে 5x423y সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য
(i) 8 ,2
(ii) 7 , 3
(iii) 9,4
(iv) 6,5
Ans: (i) 8,2
সমাধানঃ
5x423y সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য
∴ 5x423y সংখ্যাটি 8 ও 11 দ্বারা বিভাজ্য
23y সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য
∴ y = 2 যেহেতু 232 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য
5×4232 , 11 দ্বারা বিভাজ্য
∴ (5+4+3)-(x+2+2) =0
বা , x = 8
∴ x = 8 এবং y = 2
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
79. y= x2 এবং y=3x-2 লেখচিত্র দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক
(i) (1,2) (1,4)
(ii) (2,4) (1,1)
(iii) (1,-1) (2,4)
(iv) (-2,4) (1,1)
Ans: (ii) (2,4) (1,1)
সমাধানঃ
y= x2
y=3x-2
∴ x2 = 3x-2
বা, x2 -3x +2=0
বা, x2 -2x-x+2=0
বা, x(x-2)-1(x-2)=0
বা, (x-2)(x-1)=0
∴ x= 2এবং x = 1
X = 2 হলে y = 4
X= 1 হলে y = 1
∴ ছেদবিন্দু দুটি হল (2,4) এবং (1,1)
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
80.
x এর মাণ হল
(i) 4
(ii) 5
(iii) 6
(iv) 3
Ans: (ii) 5
সমাধানঃ
(x+5)2 = (x+3)2 +(x+1)2
বা,x2 +10x+25 = x2+6x+9+x2 +2x+1
বা, x2+10x+25 = 2x2+8x+10
বা, x2 + 10x+25 -2x2-8x-10=0
বা, -x2+2x+15=0
বা, x2-2x-15=0
বা, x2 – 5x+3x -15=0
বা, x(x-5)+3(x-5) =0
বা, (x-5)(x+3)=0
∴ x=5 এবং x = -3
X এর মাণ ঋণাত্মক হতে পারে না
∴ x = 5
81. যদি 12 জন পুরুষ বা 16 জন মহিলা একটি কাজ 172 দিনে করতে পারে তাহলে 21 জন পুরুষ এবং 15 জন মহিলা ঐ কাজটি কতদিনে করতে পারবে ?
(i) 64 দিনে
(ii) 60 দিনে
(iii) 86 দিনে
(iv) 75 দিনে
Ans: (i) 64 দিন
সমাধানঃ
12জন পুরুষ = 16 জন মহিলা
21 জন পুরুষ = 21✕16/12 = 28 জন মহিলা
21 জন পুরুষ + 15 জন মহিলা = 28 + 15 = 43 জন মহিলা
M1D1 =M2D2
বা, 16✕172 = 43✕ D2
বা, D2= 16✕172 /43
বা, D2 = 64 দিন
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
82. একটি সংখ্যার 1/5 অংশের ¾ অংশ হল 60 । সংখ্যাটি কত ?
(i) 300
(ii) 400
(iii) 450
(iv) 1200
Ans: (ii) 400
সমাধানঃ
ধরি সংখ্যাটি হল x
∴ 1/5{3/4(x)} =60
বা, 3x/4 = 300
বা, x = 400
83. টলেন বিকারক ব্যাবহৃত হয় , শনাক্ত করতে ,
(i) C3H8
(ii) CH4
(iii) প্রপাইন
(iv) C2H4
Ans: (iv) C2H4
84. একটি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব সদ , উল্টো এবং সমান আকারের হয় ?
(i) ফোকাসে
(ii) অসীমে
(iii) বক্রতলের কেন্দ্রে
(iv) বক্রতলের কেন্দ্রের বাইরে
Ans: (i) ফোকাসে
85. জলের অস্থায়ী খরতা সৃষ্টিকারী –
(i) Ca(HCO3)2
(ii) FeCl2
(iii) CaSO4
(iv) MgCl2
Ans: (i) Ca(HCO3)2
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
86.মুরগি ও শুকর থাকা একটি খামারে রোহণ 84 টি মাথা ও 282টি পা দেখতে পায় । ঐ খামারে কতগুলো মুরগি আছে?
(i) 54
(ii) 30
(iii) 27
(iv) 57
Ans: (iii) 27
সমাধানঃ
ধরি ঐ খামারে x টি মুরগি আছে
এবং y টি শুকর আছে
∴ মোট পা = 2x+4y
এবং মোট মাথা = x+y
শর্তানুসারে ,
2x+4y = 282 ——- (i)
X+y = 84 —— (ii)
(i) নং সমীকরণ থেকে পাই ,
X+2y = 141
বা, x =141-2y
(ii) নং সমীকরণ থেকে পাই,
X= 84-y
∴ 141-2y = 84-y
বা, -y = 84-141
বা, -y = -57
বা, y = 57
∴ x = 84-57= 27
∴ মুরগির সংখ্যা = 27 টি
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণির বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
87. যদি √15= 3.88 হয় , তাহলে √5/3 কত ?
(i) 1.2933333…
(ii) 1.2934
(iii) 1.29
(iv) 1.295
Ans: (i) 1.293333…
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
88. 5 টি পর্যবেক্ষণ x, x+2,x+4,x+6 এবং x+8 এর গড় হল 11 , x এর মাণ নির্ণয় করো ।
(i) 35
(ii) 17
(iii) 7
(iv) 25
Ans: (iii) 7
সমাধানঃ
X+(x+2)+(x+4)+(x+6)+(x+8) = 55
বা, 5x+20 = 55
বা, 5x = 35
বা, x = 7
89. একটি দর্পণের বক্রতলের ব্যাসার্ধ 20 সেমি । ফোকাস দূরত্ব হবে
(i) 20 সেমি
(ii) 10 সেমি
(iii) 40 সেমি
(iv) 5 সেমি
Ans: (ii) 10 সেমি
90. একটি বৃত্তের 30 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে 8 সেমি দুরত্ত্বে অবস্থিত । বৃত্তটির ব্যাসার্ধের পরিমান কত ?
(i) 16 সেমি
(ii) 17 সেমি
(iii) 12 সেমি
(iv) 8 সেমি
Ans: (ii) 17 সেমি
সমাধানঃ
বৃত্তের ব্যাসার্ধ =OA
91. কেরসিনে সংরক্ষন করা হয়
(i) Zn
(ii) Mg
(iii) Al
(iv) Na
Ans: (iv) Na
92. কোনো মূলধনের বার্ষিক 6% সরল সুদে কত টাকার 5 বছরের সুদ 60 টাকা হয় ?
(i) 175 টাকা
(ii) 350 টাকা
(iii) 200 টাকা
(iv) 150 টাকা
Ans: (iii) 200 টাকা
সমাধানঃ
P = (SI✕100)/(t✕r)
= (60✕100)/(5✕6)
= Rs 200
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
93. NO থেকে NH3 তে রূপান্তর করতে ব্যাবহৃত অনুঘটক
(i) Al
(ii) Ni
(iii) Pt –gauze
(iv) Mo
Ans: (iii) Pt-gauze
মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণির বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
94.পরমানুর কোন অংশ থেকে তড়িৎ প্রবাহের উৎপত্তি হয় ?
(i) নিউক্লিয়াস
(ii) একক হিসাবে সমগ্র পরমাণু
(iii) ধনাত্মক তরিতাধান যুক্ত প্রোটন
(iv) ঋণাত্মক তরিতাধান যুক্ত ইলেকট্রন
Ans: (ii) একক হিসাবে সমগ্র পরমাণু
95. তড়িৎ এর পরিবাহিতা সম্পন্ন পদার্থটি হল
(i) ফসফরাস
(ii) গ্রাফাইট
(iii) সালফার
(iv) ব্যাকেলাইট
Ans: (ii) গ্রাফাইট
96. ভৌতিক পরিবর্তনের উদাহরণ
(i) জলে চুন যোগ করা
(ii) অটোমোবাইল জ্বালানির ব্যাবহার
(iii) CuSO4 দ্রবনে NH3 প্রবাহিত করা
(iv) বাল্বে ফিলামেন্টের তড়িৎ প্রবাহ উত্তপ্ত করা
Ans: (iv) বাল্বে ফিলামেন্টের তড়িৎ প্রবাহ উত্তপ্ত করা
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
97. x2-6x+1 এই রাশিমালাটিকে (x+a)2+b এই রূপে প্রকাশ করলে a এবং b এর মান হবে
(i) a=3, b= 8
(ii) a=-3, b=-10
(iii) a= -3, b= -8
(iv) a= -3, b= 10
Ans: (iii) a= -3, b= -8
সমাধানঃ
x2-6x+1= (x+a)2+b
বা, x2-6x+1= x2+2xa+(a2+b)
∴ 2a = -6
বা, a =-3
আবার , a2+b = 1
বা, (-3)2+b =1
বা, 9+b=1
বা, b = -8
98. একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মাণ সর্বনিম্ন হতে পারে
(i) 70°
(ii) 60°
(iii) 90°
(iv) 120°
Ans: (ii) 60°
99. বস্তুর উপর ঊর্ধ্বচাপ কোন রাশিটির সাথে সমান
(i) তরলের ভার
(ii) তরলের ভর
(iii) তরলের ওজনের বিচ্যুতি
(iv) তরলের ঘনত্ব
Ans: (iii) তরলের ওজনের বিচ্যুতি
100.
x নির্ণয় করার জন্য সঠিক রাশিটি হল
(i) 6 cos 72°
(ii) 6tan72°
(iii) 15sin18°
(iv) 15sin72°
Ans: (iii) 15sin18°
WB JEXPO 2019 Question Paper With Detailed Solution Pdf| JEXPO 2019 Question Paper With Answer Key Pdf Download|WB JEXPO Previous Year Solution | ওয়েস্টবেঙ্গল জেক্সপো ২০১৯ প্রশ্ন উত্তর
আরও দেখুনঃ
- নবম শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট
- দশম শ্রেণি সকল বিষয়ের মক টেস্ট
- মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের সকল অধ্যায়ের সমাধান
- গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধান
- গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধান
- সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান
- মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমাধান
- জেক্সপো মক টেস্ট
- WBBSE Official Site