WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution.
গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন ।
গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Gonitprava Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution.
Koshe Dekhi-1.1|কষে দেখি -১.১
1.নীচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি –
আকার | অধিকৃত সম্পূর্ন ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা | অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা | অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা | অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা | মোট ক্ষেত্রফল (1 টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল =1 বর্গসেমি. ) |
1 | 6 টি | নেই | নেই | নেই | 6✕1 = 6 বর্গসেমি. |
2 | 1 | 1টি | 3 টি | 3 টি | 1 + ½ +3 = 4 ½ বর্গসেমি. (প্রায় ) |
3 | 8 | 2 টি | 4 টি | 2 টি | ( 8 + 2/2 + 2 + 1) = 12 বর্গসেমি. (প্রায় ) |
4 | 1 | নেই | 8 টি | 8 টি | (1+8) = 9 বর্গসেমি. (প্রায় ) |
5 | 6 | নেই | 4 টি | 4 টি | (6+4 ) = 10 বর্গসেমি. (প্রায় ) |
6 | 1 | নেই | 8 টি | নেই | (1+6) = 7 বর্গসেমি. (প্রায় ) |
7 | 1 | নেই | 8 টি | 6 টি | (1+6) = 7 বর্গসেমি. (প্রায় ) |
8 | 1 | নেই | 8 টি | 7 টি | (1 +8 ) = 9 বর্গসেমি. (প্রায় ) |
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
2. আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার । ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ☓ 2.5 মিটার মাপের একটি আয়তকার শতরঞ্চি পাতলাম । শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি ।
সমাধানঃ আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার ।
∴ আয়তকার উঠানের ক্ষেত্রফল = (6✕4.2) বর্গ মিটার = 25.2 বর্গ মিটার ।
শতরঞ্চির দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার ।
∴ শতরঞ্চির ক্ষেত্রফল = (3.5 ✕ 2.5 ) বর্গমিটার = 8.75 বর্গমিটার
∴ শতরঞ্চি বাদে আয়তকার উঠানের ক্ষেত্রফল = (25.2 – 8.75) বর্গ মিটার = 16.45 বর্গমিটার [উত্তর] ।
3. অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে । রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি ।
সমাধানঃ রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার ।
∴ রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য = 484 ÷ 4 মিটার = 121 মিটার ।
∴ রাস্তাসহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল = (121) 2 বর্গমিটার = 14641 বর্গমিটার ।
রাস্তাটি 3 মিটার চওড়া ।
∴ রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য = {121-(3+3)}মিটার = (121-6) মিটার = 115 মিটার
∴ রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল = (115) 2 বর্গমিটার = 13225 বর্গমিটার ।
∴রাস্তার ক্ষেত্রফল = (14641 – 13225 )বর্গমিটার = 1416 বর্গমিটার । [উত্তর ]
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
4. মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার । ওই বাগানের মাঝবরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খন্ডে ভাগ করেছে । রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি ।
(a ) যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝবরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খন্ডে ভাগ করত তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে হিসাব করে লিখি ।
(b) যদি মিহিরদের বাগানের মাঝবরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকত এবং মিহিরদের বাগানকে 4 টি সমান খন্ডে ভাগ করত তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো নিজে এঁকে হিসাব করে লিখি ।
সমাধানঃ
মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার । ওই বাগানের মাঝবরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খন্ডে ভাগ করেছে ।
এক্ষেত্রে রাস্তাটিও আয়তক্ষেত্রাকার , যার দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 4 মিটার ।
∴ দৈর্ঘ্যের সমান্তরালে আয়তক্ষেত্রাকার রাস্তার ক্ষেত্রফল = (50☓4) বর্গমিটার = 200 বর্গমিটার [উত্তর ]
(a)
মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার । ওই বাগানের মাঝবরাবর প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খন্ডে ভাগ করেছে ।
এক্ষেত্রে রাস্তাটিও আয়তক্ষেত্রাকার , যার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 4 মিটার ।
∴ প্রস্থের সমান্তরালে আয়তক্ষেত্রকার রাস্তার ক্ষেত্রফল = (30☓4) বর্গ মিটার = 120 বর্গমিটার [উত্তর ]
(b)
দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল = 200 বর্গমিটার ।
প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল = 120 বর্গমিটার ।
∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল = {( 200 +120 ) – (4 )2} বর্গমিটার = (320 – 16 ) বর্গমিটার = 304 বর্গমিটার । [উত্তর ]
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
5. আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে । এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার । পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে । হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে ?
সমাধানঃ
পাইয়ারা যে আয়তকার জমিতে বাড়ি করবে তার দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার । পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে ।
পাপিয়ারা যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য = ( 48-4-4) মিটার = 40 মিটার এবং প্রস্থ = (26-4-4) মিটার = 18 মিটার
∴ পাপিয়ারা যে আয়তকার জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল = (40 ☓ 18) বর্গমিটার = 720 বর্গমিটার [উত্তর ]
6. আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরটায় ছবি একেছে যার দৈর্ঘ্য 15 সেমি. এবং প্রস্থ 8 সেমি. ।
(a ) যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুবন করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি ।
(b) যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিপুন করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি ।
(c ) যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুন করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল (a ) নং ছবির কাগজের ক্ষেত্রফলের কতগুন হতে পারে হিসাব করে লিখি ।
(d ) কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি ।
সমাধানঃ দীপুর আঁকা আয়তক্ষেত্রাকার ছবির ক্ষেত্রফল = ( 15 ☓ 8 ) বর্গ সেমি. = 120 বর্গ সেমি.।
(a ) আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুন করলে পরিবর্তিত দৈর্ঘ্য = ( 15☓2 ) সেমি. = 30 সেমি. এবং আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ 8 সেমি.
∴ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল = (30☓8) বর্গসেমি. = 240 বর্গ সেমি. = 2☓120 বর্গ সেমি.
∴ আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুন করলে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তকার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুন হবে [উত্তর ]।
(b) আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুন করলে পরিবর্তিত প্রস্থ হবে (8☓2 )সেমি. = 16 সেমি. আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 15 সেমি. ।
∴ আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল = (16☓15 )বর্গ সেমি. = 240 বর্গসেমি. = 2☓120 বর্গসেমি.
∴ আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুন করলে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তকার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুন হবে [উত্তর ] ।
(c ) আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুন করলে পরিবর্তিত দৈর্ঘ্য = ( 15☓2 ) সেমি. = 30 সেমি. এবং আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুন করলে পরিবর্তিত প্রস্থ হবে (8☓2 ) সেমি. = 16 সেমি. ।
∴ আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে = (30 ☓ 16 ) বর্গ সেমি. = 480 বর্গসেমি. = 2 ☓ 240 বর্গসেমি.
∴ আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুন করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুন হবে [উত্তর ]।
(d) আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য (15÷2 ) সেমি. = 15 /2 সেমি এবং পরিবর্তিত প্রস্থ = (8 ÷ 2 )সেমি. = 4 সেমি.
∴ আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে পরিবর্তিত আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের এক চতুর্থাংশ হবে [উত্তর ]।
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
7. আমি তিনটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে দেখি ।
যদি , (a ) দৈর্ঘ্য দ্বিগুন করা হয় (b) দৈর্ঘ্য অর্ধেক করা হয় ।
সমাধানঃ ধরি , প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য a একক , দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য b একক এবং তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য c একক ।
∴ বর্গক্ষেত্রাকার কাগজগুলির ক্ষেত্রফল যথাক্রমে a2 বর্গএকক , b2 বর্গএকক এবং c2 বর্গএকক ।
(a ) দৈর্ঘ্য দ্বিগুন করা হলে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য 2a একক , দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য 2b একক এবং তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য 2c একক হবে ।
∴ বর্গক্ষেত্রাকার কাগজগুলির ক্ষেত্রফল যথাক্রমে (2a)2 বর্গএকক = 4a2 বর্গএকক , (2b)2 বর্গএকক = 4b2 বর্গএকক এবং (2c )2 বর্গএকক =4c2 বর্গএকক ।
∴ বর্গাকার কাগজগুলির বাহুর দৈর্ঘ্য দ্বিগুন করা হলে পরিবর্তিত বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফল পূর্বের বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফলের 4 গুণ হবে [উত্তর ]।
(b) দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য a/2 একক , দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য b/2 একক এবং তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য c /2 একক হবে ।
∴ বর্গাকার কাগজগুলির বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফল পূর্বের বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফলের এক-চতুর্থাংশ হবে [উত্তর ]।
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
8. আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্য ,প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার , 5.5 মিটার ,4.2 মিটার । ঘরে 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া 1 টি দরজা এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের 2 টি জানালা আছে ।
(a) ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি । মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি ।
(b) দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে দেখি ।
(c ) ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে দেখি ।
(d) প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি ।
সমাধানঃ (a ) ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য 7.2 মিটার , প্রস্থ 5.5 মিটার ।
∴ ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল = (7.2 ☓ 5.5 ) বর্গমিটার = 39.60 বর্গমিটার [উত্তর ]।
∴ মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মোট খরচ পড়বে = (62☓39.60 ) টাকা = 2455.20 টাকা [উত্তর ]।
(b) দরজা ও জানালা সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল –
= 2☓( দৈর্ঘ্য + প্রস্থ ) ☓ উচ্চতা
= { 2 ☓ ( 7.2 + 5.5 )☓4.2 }বর্গমিটার
= (2☓ 12.7 ☓ 4.2) বর্গমিটার
= 106.68 বর্গমিটার ।
1 টি দরজার ক্ষেত্রফল = (3 ☓ 1.8 ) বর্গমিটার = 5.4 বর্গমিটার
1 টি জানালার ক্ষেত্রফল = (2.25 ☓ 1.8 )বর্গমিটার = 4.05 বর্গমিটার
∴ 2 টি জানালার ক্ষেত্রফল = (2 ☓ 4.05 ) বর্গমিটার = 8 .10 বর্গমিটার
∴ দরজা ও জামালা বাদে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল = (106.68 – 5.4 – 4.05) বর্গমিটার = 93 .18 বর্গমিটার [উত্তর ]।
(c ) ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল = ঘরের মেঝের ক্ষেত্রফল = 39.60 বর্গমিটার [উত্তর ] ।
(d ) দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল = (93.18+39.60 ) বর্গমিটার = 132.78 বর্গমিটার
∴ প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে = (12 ☓ 132.78 ) টাকা = 1593 .36 টাকা [উত্তর ]।
WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 1.1|পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখি ১.১ |WBBSE Class 8(VIII) Koshe Dekhi 1.1 Somadhan|Ganit Prabha Class Eight Chapter 1 Solution|গণিতপ্রভা অষ্টম শ্রেণি(ক্লাস ৮ )সমাধান |WestBengal Board Class 8 Math Book Solution. |
গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।
Thanks For Visiting Anushilan.Com
Thanks for it.
It’s really helpful ☺️
I’m really enjoyed.
Thank you so much ❤️
Thanks 😇
*TH ANKU*SO*MUCH*
Thanks a lot…. 💜🧡🤍
I’m very happy😊😁 thanks a lot🧡💛💚💙💜🖤🤍🤎