WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 2.পাই চিত্র কষে দেখি ২

WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 2|পাই চিত্র কষে দেখি ২|গণিত প্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ২ সমাধান|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali|Ganit Prabha Koshe Dekhi 2 Solution

গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

WBBSE OFFICIAL SITE

WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 2|পাই চিত্র কষে দেখি ২|গণিত প্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ২ সমাধান|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali|Ganit Prabha Koshe Dekhi 2 Solution

Koshe Dekhi-2|কষে দেখি ২

1. গতকাল  এপ্রিল মাসে রোহিতদের  স্কুলে 23 দিনের পঠন –পাঠন   হয়েছিল  । রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণিতে  ছাত্রছাত্রিদের   উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে  । সেগুলি হল- 15 ,43 ,51,47,43,5,51,47,38,51,47,51,47,51,47,51,51,43,47,43,51,42

আমি ওই কাঁচা তথ্যটি ট্যালিমার্কে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা   থেকে স্তম্ভচিত্র তৈরি করি ।

সমাধানঃ

পরিসংখ্যা বিভাজন ছক

WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 2|পাই চিত্র কষে দেখি ২|গণিত প্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ২ সমাধান|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali|Ganit Prabha Koshe Dekhi 2 Solution

স্তম্ভচিত্রঃ

2. আমাদের শ্রেনীর 40 জন ছাত্র ছাত্রীদের মধ্যে  প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কতঘন্টা সাহা্য্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম ।এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি ।

(i) স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণির কতজন করে ছাত্র ছাত্রী প্রতি  ছুটির দিনে   কতক্ষন বাড়ির কাজ করে  তা লিখি ।

(ii) কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে   সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য  করে লিখি ।

(iii) প্রতি ছুটির দিনে 2 ঘন্টা   করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য  করে লিখি ।

সমাধানঃ

(i) স্তম্ভ চিত্র থেকে পাই ,

6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজ করে , 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে বাড়ির কাজ করে , 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে বাড়ির কাজ করে , 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে  বাড়ির কাজ করে ।

(ii) স্তম্ভচিত্র থেকে পাই ,

 ছুটির দিনে  6 জন ছাত্রছাত্রী  সবচেয়ে বেশি সময়  বাড়ির কাজে সাহায্য করে ।

(iii) স্তম্ভচিত্র থেকে পাই ,

প্রতি ছুটির দিনে 2 ঘণ্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে ।

3. নীচের পাইচিত্র  দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি –

(a) শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাই চিত্র –

(i) লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ন  বৃত্তাকারক্ষেত্রের কত অংশ লিখি ।

(ii)  পাই চিত্র থেকে কোন ধরনের  গানের শ্রোতা সবচেয়ে  বেশি লিখি ।

(iii) কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি ।

সমাধানঃ

(ii) পাই চিত্র থেকে পাই , আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি ।

(iii) পাই চিত্র থেকে পাই , ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম ।

(b)  দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাই চিত্র –

(i) পাই চিত্রে   খবরের দর্শকের  বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ  লিখি ।

(ii) কোন ধরণের  অনুষ্ঠানের দর্শক  সবচেয়ে বেশি লিখি ।

(iii) কোণ ধরনের অনুষ্ঠানের  দর্শক সবচেয়ে কম   লিখি ।

(iv) মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান  দেখেন লিখি ।

সমাধানঃ

4. পঞ্চম শ্রেণির বার্ষিক  মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে  তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নীচের তালিকায় লিখলাম ।

বিষয় বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ  শারীর শিক্ষা ও হাতের কাজ
 প্রাপ্ত নম্বর (শতকরায়)1520301520

সমাধানঃ

পাই চিত্রঃ

WBBSE Class 8 Ganit Prabha Koshe Dekhi 2|পাই চিত্র কষে দেখি ২|গণিত প্রভা অষ্টম শ্রেণি কষে দেখি ২ সমাধান|West Bengal Board Class 8 Math Book Solution In Bengali|Ganit Prabha Koshe Dekhi 2 Solution

5. আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে । আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম ।

 জিনিসসাধারণ পাউরুটিস্লাইস পাউরুটিকেকবিস্কুট
  মূল্য (টাকা )320  100 160     140

আমি এই তথ্যটির পাই চিত্র তৈরির চেষ্টা করি ।

সমাধানঃ ওই একদিনে মোট (320+100+160+140) = 720 টাকার জিনিস  বিক্রি  হয়েছে ।

পাই চিত্রঃ

গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

6. অষ্টম শ্রেণির দুটি বিভাগের ছাত্র ছাত্রীরা অবসর সময় কী কী বিষয় পছন্দ করেন তার একটি তালিকা তৈরি  করেছি । (এক একজন একটিই বিষয় পছন্দ করবে ) ।

পছন্দের  বিষয়গান  কবিতা নাচ নাটক ছবি আঁকা
ছাত্রছাত্রীর সংখ্যা (জন )2025272830

এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন  কোন বিষয় পছন্দ করে হিসাব করি । প্রতিটি  বৃত্তকলার কেন্দ্রিয় কোণ  খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করি ।

সমাধানঃ মোট ছাত্র ছাত্রীর সংখ্যা = (20+25+27+28+20 )জন = 120 জন ।

পাই চিত্রঃ

7. আমি একটি মডেল তৈরি করেছি ।  উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম ।

উপকরণআর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে পিচবোর্ড
খরচ (টাকা ) 9 12 25  6   8

 তথ্য গুলির পাইচিত্র  তৈরি করি ।

সমাধানঃ মোট খরচ = (9 +12+25+6+8) টাকা = 60 টাকা ।

পাই চিত্রঃ

8.একদিন একটি চিত্র  প্রদর্শণীতে আসা 450 জন দর্শকের  পছন্দের   চিত্রশিল্পীর   তালিকা তৈরি করলাম ।

 চিত্রশিল্পীর নাম জামিনী রায় নন্দলাল বসু চিন্তামনি কর গনেশ পাইন
 পছন্দের  দর্শক সংখ্যা 150  120 80 100

এই   তথ্য নিয়ে পাই চিত্র  তৈরি করি ও বৃত্তকলা গুলির কেন্দ্রীয় কোণ লিখি ।

সমাধানঃ

মোট দর্শকের সংখ্যা = (150 +120 +80 +100 ) জন = 450 জন

পাই চিত্রঃ

9. 180 জনের একটি দলকে পছন্দের  ঋতু জিজ্ঞাসা  করে প্রাপ্ত তথ্য দিয়ে নীচের পাই চিত্র বানানো হলো –

 নীচের পাই চিত্র থেকে  প্রশ্নগুলির উত্তর  খোঁজার চেষ্টা করি –

(i) সবচেয়ে  বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি ।

(ii) সবচেয়ে কমজন কোন  ঋতু পছন্দ করে  এবং কতজন লিখি ।

(iii) কতজন  গ্রীষ্মকাল পছন্দ করে লিখি ।

(iv) সবচেয়ে ছোটো বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো  হয়েছে ?

(v) নিজে পাই চিত্র  দেখি  ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে  উত্তর খুঁজি ।

প্রশ্ন 2: সবচেয়ে    বড়ো বৃত্তকলা দ্বারা কোন  ঋতু  বোঝানো হয়েছে ?

 উত্তরঃ সবচেয়ে বড়ো বৃত্তকলা দ্বারা  শীতকাল  ঋতু বোঝানো হয়েছে ।

গণিত প্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন।

ধন্যবাদ । এই POST টি ভালো লাগলে SHARE করার অনুরোধ রইল ।এইরকম আরও সুন্দর সুন্দর POST পেতে আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ।

Leave a Comment

error: Content is protected !!