WBBSE Class 8 Koshe Dekhi 22 | সমান্তরাল সরলরেখা অঙ্কন কষে দেখি 22 ক্লাস VIII | গণিতপ্রভা অষ্টম শ্রেণি সমাধান ২২ অধ্যায় । একটি প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকার তিনটি পদ্ধতি | এই ভিডিওটি ছাত্রছাত্রীরা একবার যদি মন দিয়ে দেখে তাহলেই বুঝতে পারবে , খুব ধরে ধরে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর অষ্টম শ্রেণির গণিতপ্রভা বইয়ের সকল অধ্যায়ের সমাধান তোমরা পাবে একমাত্র Anushilan.Com -এ ।
WBBSE Class 8 Koshe Dekhi 22|সমান্তরাল সরলরেখা অঙ্কন কষে দেখি 22 ক্লাস VIII
1. একটি সরলরেখা XY-এর বহিঃস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারব দেখি যারা XY -এর সমান্তরাল ।
2. হাবিব খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে যার PQ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু R এঁকেছে । আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যেকোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দুগামী ।
3. মেঘা স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ABC =60° আঁকল । BA ও BC রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু P ও Q নিলাম । P বিন্দু দিয়ে BC রশ্মির ও Q বিন্দু দিয়ে BA রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম ।
এই দুটি সরলরেখার ছেদবিন্দুর নাম দিলাম D ; PBQD চতুর্ভুজটি কী ধরনের লিখি ।