WBBSE Class 8 Koshe Dekhi 23|প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি,পাঁচটি ভাগে বিভক্ত করা কষে দেখি 23 ক্লাস 8

WBBSE Class 8 Koshe Dekhi 23|প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি,পাঁচটি ভাগে বিভক্ত করা কষে দেখি 23 ক্লাস 8|অষ্টম শ্রেণি গণিতপ্রভা বইয়ের ২৩ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান | এখানে প্রদত্ত ভিডিওটিতে 6 টি সম্পাদ্যের অঙ্কন খুব যত্নসহকারে ধরে ধরে শেখানো হয়েছে , একবার ছাত্রছাত্রীরে মন দিয়ে দেখলেই এই অঙ্কন গুলো তারা নিজেরাই করতে পারবে ।

WBBSE Class 8 Koshe Dekhi 23|প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি,পাঁচটি ভাগে বিভক্ত করা কষে দেখি 23 ক্লাস 8

1. রিহানা খাতায় 10 সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশ PQ এঁকেছে । আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি. পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি ।

2. আজিজ 12 সেমি. দৈর্ঘ্যের XY সরলরেখাংশকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি. হয় । আজিজ XY সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি XY সরলরেখাংশকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি ।

3. আনোয়ারা খাতায় ABC একটি ত্রিভুজ এঁকেছে । BC বাহুকে পেনসিল সম্পাসের সাহায্যে সমদ্বিখন্ডিত করে AD মধ্যমা এঁকেছে । আমি AD মধ্যমাকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে AE,EF ও FD এই তিনটি সমান অংশে ভাগ করলাম । এবার আমি স্কেলের সাহায্যে B ও F বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা AC সরলরেখাংশকে X বিন্দুতে ছেদ করল । স্কেল দিয়ে মেপে দেখছি , AX = ______ CX [সংখ্যা বসাই ]

4. 12.6 সেমি. দৈর্ঘ্যবিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান সাতটি ভাগে ভাগ করি । এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি ।

5. রামুপ্রধান তার আঁকার খাতায় ABCD একটি আমান্তরিক এঁকেছে যার AB = 6 সেমি. , BC = 9 সেমি. এবং ∠ABC =60° ।

আমি স্কেল ও পেনসিলের সাহায্যে ABCD সামান্তরিকের BD কর্ণের উপর দুটি বিন্দু P ও Q নির্ণয় করি যেন BP =PQ =QD হয় ।

এবার A,P ; P,C ; C,Q এবং Q,A যোগ করে APCQ চতুর্ভুজটি কী ধরনের পেলাম লিখি ।

6. সুজাতা তিনটি সরলরেখাংশ আঁকল যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি. 6 সেমি. ও 10 সেমি. । রাহুল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখন্ডিত , দ্বিতীয় সরলরেখাংশকে সমত্রিখন্ডিত এবং তৃতীয় সরলরেখাংশকে সমান পাঁচভাগে ভাগ করল । শবনম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক , দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ ও তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক – পঞ্চমাংশ নিয়ে একটি ত্রিভুজ PQR আঁকল । শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের লিখি ।

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।

Leave a Comment

error: Content is protected !!