WBBSE Class 8 Koshe Dekhi 23|প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি,পাঁচটি ভাগে বিভক্ত করা কষে দেখি 23 ক্লাস 8|অষ্টম শ্রেণি গণিতপ্রভা বইয়ের ২৩ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান | এখানে প্রদত্ত ভিডিওটিতে 6 টি সম্পাদ্যের অঙ্কন খুব যত্নসহকারে ধরে ধরে শেখানো হয়েছে , একবার ছাত্রছাত্রীরে মন দিয়ে দেখলেই এই অঙ্কন গুলো তারা নিজেরাই করতে পারবে ।
WBBSE Class 8 Koshe Dekhi 23|প্রদত্ত সরলরেখাংশকে সমান তিনটি,পাঁচটি ভাগে বিভক্ত করা কষে দেখি 23 ক্লাস 8
1. রিহানা খাতায় 10 সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশ PQ এঁকেছে । আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি. পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি ।
2. আজিজ 12 সেমি. দৈর্ঘ্যের XY সরলরেখাংশকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি. হয় । আজিজ XY সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি XY সরলরেখাংশকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি ।
3. আনোয়ারা খাতায় ABC একটি ত্রিভুজ এঁকেছে । BC বাহুকে পেনসিল সম্পাসের সাহায্যে সমদ্বিখন্ডিত করে AD মধ্যমা এঁকেছে । আমি AD মধ্যমাকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে AE,EF ও FD এই তিনটি সমান অংশে ভাগ করলাম । এবার আমি স্কেলের সাহায্যে B ও F বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা AC সরলরেখাংশকে X বিন্দুতে ছেদ করল । স্কেল দিয়ে মেপে দেখছি , AX = ______ CX [সংখ্যা বসাই ]
4. 12.6 সেমি. দৈর্ঘ্যবিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান সাতটি ভাগে ভাগ করি । এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি ।
5. রামুপ্রধান তার আঁকার খাতায় ABCD একটি আমান্তরিক এঁকেছে যার AB = 6 সেমি. , BC = 9 সেমি. এবং ∠ABC =60° ।
আমি স্কেল ও পেনসিলের সাহায্যে ABCD সামান্তরিকের BD কর্ণের উপর দুটি বিন্দু P ও Q নির্ণয় করি যেন BP =PQ =QD হয় ।
এবার A,P ; P,C ; C,Q এবং Q,A যোগ করে APCQ চতুর্ভুজটি কী ধরনের পেলাম লিখি ।
6. সুজাতা তিনটি সরলরেখাংশ আঁকল যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি. 6 সেমি. ও 10 সেমি. । রাহুল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখন্ডিত , দ্বিতীয় সরলরেখাংশকে সমত্রিখন্ডিত এবং তৃতীয় সরলরেখাংশকে সমান পাঁচভাগে ভাগ করল । শবনম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক , দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ ও তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের এক – পঞ্চমাংশ নিয়ে একটি ত্রিভুজ PQR আঁকল । শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের লিখি ।